ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র্যাব-৮ ।
মঙ্গলবার বিকালে ফরিদপুর র্যাব-৮ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দুই কিশোর গ্যাংকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকের নিশ্চিত করা হয়।
এর আগে সোমবার রাত ৪টার দিকে ফরিদপুরের বোয়ালমারীর চালিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
আটকৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামের ২২ বছর বয়সী আকাশ মোল্লা ১৮ বছর বয়সী ও শাকিল মোল্লা। তারা দুইজন আপন ভাই। পরে আটককৃতদের বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, ১৩ এপ্রিল অভিযুক্ত কিশোর গ্যাংয়ের ১ সদস্য অন্য একদল কিশোরকে ইঙ্গিত করে ফেসবুকে হামলার হুমকিসহ স্ট্যাটাস দেয়।
এর জের ধরে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মেলা দেখে ফেরার সময় পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গেটে পৌঁছায়। ওই কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে।
এ সময় হামলাকারীরা চারদিক থেকে ঘিরে বেধড়ক পিটিয়ে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের ১৬ বছর বয়সী সিফাত শেখ ও ১৫ বছর বয়সী নিয়ামুল ইসলাম নাঈমের মাথা, হাত ও বাম পাঁজর এবং সিফাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।
হামলার ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিল। আসামিদের ধরতে র্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে চালিনগর গ্রাম থেকে কিশোর গ্যাং এর দুই সদস্যকে আটক করে।
শাইখ আকতার বলেন, আটককৃতদের মঙ্গলবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:বাগেরহাটের রামপালে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ধর্ষণের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনের মধ্যে ওই দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের রাসেল শেখ ও কালেখার গ্রামের রাকিব হোসেন সজল। এ ঘটনায় অভিযুক্ত রহমত নামের আরেক যুবক পলাতক।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক বাবুল আক্তার এসব তথ্য নিশ্চিত করে জানান, নবম শ্রেণিতে পড়ুয়া কিশোরী তার মামার বাড়িতে যাচ্ছিল। পথে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড়ে গেলে বিকেল সাড়ে ৫টা দিকে রহমত ও রাসেল শেখ তাকে একটি মোটরসাইকেলে উঠিয়ে বড় দুর্গাপুর পুটিমারি গ্রামের পলাশের ঘেরের টংঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই ছিলেন রাকিব হোসেন সজল।
তিনি আরও জানান, ওই সময় তিন যুবক কিশোরীকে ধর্ষণ করেন। এরপর তারা রাত সাতটার দিকে কিশোরীকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেন।
এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
আরও পড়ুন:প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ঝালকাঠিতে ১০০ পাউন্ডের কেক কাটা হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটার এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অন্য রাষ্ট্রীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শত পাউন্ডের কেকটি কাটেন জেলা প্রশাসক (ডিসি) ফারাহ্ গুল নিঝুম। এতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার দেশে নেয়া হয় বিভিন্ন কর্মসূচি। কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, বাদ আসর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) ও বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে সকালে মেরুল বাড্ডায় বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে ও বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে। এসব কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ছয়বারের সংসদ সদস্য (এমপি) উকিল আবদুস সাত্তার ভূঁইয়া ইন্তেকাল করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
আবদুস সাত্তারের একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবদুস সাত্তার সাত মাসেরও বেশি সময় ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সেই সমস্যার কারণে তার শারীরিক অবস্থা খারাপ হলে এক সপ্তাহ আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তার।
আবদুস সাত্তার ভূঁইয়া ১৯৩৯ সালের ১৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আবদুল হামিদ ভূঁইয়া ও রহিমা খাতুনের সংসারে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতে আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদে ছিলেন দীর্ঘদিন।
আবদুস সাত্তার ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালের নির্বাচনে তৎকালীন চারদলীয় জোট সরকার থেকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আবদুস সাত্তার আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। ২০২৩ সালের ২ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনে সারা দেশের চোখ ছিল আবদুস সাত্তারের দিকে। বিএনপি ছেড়ে আসা এ নেতা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে দেখিয়েছেন রাজনীতির ভিন্ন রূপ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন আবদুস সাত্তার।
আরও পড়ুন:লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল ইন্তেকাল করেছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার রাত ৩টা ১৯ মিনিটে মৃত্যু হয় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর।
শাহজাহান কামালের ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামালের বরাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় মৃত্যুর বিষয়টি জানিয়েছে।
লক্ষ্মীপুরের এই এমপির বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার ভাই মাকসুদ কামাল।
শাহজাহান কামালের প্রথম জানাজা শনিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। তারপর তাকে নিয়ে যাওয়া হবে লক্ষীপুরে।
মাকসুদ কামাল জানান, লক্ষ্মীপুর মডেল হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পৌরসভার লাহারকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তার ভাইকে দাফন করা হবে।
আরও পড়ুন:রাজধানীর গুলশানের নদ্দায় বাসের ধাক্কায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর ছেলেসহ স্বজনরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে এসে মরদেহটি শনাক্ত করেন।
নিহতের ৬৮ বছর বয়সী নারীর নাম সাহেরা খাতুন। তার স্বামী প্রয়াত জসীমউদ্দীন। তাদের বাসা বসুন্ধারা ভাটাড়ায়।
নিহত নারীর বড় ছেলে নাজিমুদ্দিন বলেন, আমার মা গত দুই দিন আগে আমার মেজো মামা নুরুজ্জামানের মধ্য বাড্ডার মোল্লাপাড়ার বাসায় যান চিকিৎসা করাতে। শুক্রবার সেখান থেকে বাসায় ফেরার পথে দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
তিনি বলেন, পরে তাকে হাসপাতালে নিয়ে আসা শিক্ষার্থী জাহিদ হোসেন হৃদয় মায়ের ছবিটি তার ফেসবুক পেইজে আপলোড করলে আমরা সেখান থেকে জেনে হাসপাতালে এসে আমার মাকে শনাক্ত করি।
এর আগে এদিন বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনায় আহত হন ওই এই নারী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মৃত নারীর কাছ থেকে উদ্ধার হওয়া একটি বড় ব্যাগে তার কিছু কাপড় এবং কতগুলো ওষুধ ও ১৫৩০ টাকা পাওয়া যায়।
বাচ্চু মিয়া জানান, ওই নারীর শরীরে কালো বোরকা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছিল।
বৃদ্ধাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কয়েকজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর একজন জাহিদ হোসেন হৃদয় জানান, বিকেলের দিকে গুলশানের নদ্দা কালাচাঁদপুরে এই বৃদ্ধা রাস্তা পারাপারের সময় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান।
তিনি বলেন, এরপর এই বৃদ্ধা উঠে দাঁড়ান। তবে দ্বিতীয়বারে আবার বাসটি তাকে ধাক্কা দিলে তখন তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন। আমরা দৌড় দিয়ে বাসটি ও চালককে আটক করি।
হৃদয় জানান, এর কিছুক্ষণ পরে গুলশান থানার উপপ্রদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনাস্থলে এসে পৌঁছান। পরে তিনি তাদের মাধ্যমে এই নারীকে ঢামেক হাসপাতালেল জরুরি বিভাগ পাঠান।
নাটোরে পৃথক দুই দুর্ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার নলডাঙ্গায় হালতি বিল ও সিংড়ায় বারনই নদীতে এই দুর্ঘটনা ঘটে।
হালতি বিলে ঘুরতে এসে নৌকা ডুবে মারা যায় দুই সহোদর ১১ বছরের সাদমান আব্দুল্লাহ ও ৯ বছরের আব্দুর রহমান। আর সিংড়ায় নদীতে ডুবে মারা গেছে ৫ বছরের ফাতেমা খাতুন ও ৯ বছরে বয়সী আব্দুস সবুর।
নৌকা ডুবে মারা যাওয়া দুই সহোদরের বাবার নাম আরিফুল ইসলাম। বাড়ি লালপুর উপজেলার আড়বাব এলাকায়।
নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম জানান, শুক্রবার সন্ধ্যায় হালতি বিলে পরিবার নিয়ে ঘুরতে আসেন আরিফুল ইসলাম। নৌকায় চড়ে বিলের মধ্যে বেড়ানোর সময় খোলাবাড়িয়া এলাকায় পল্লী বিদ্যুতের তারের সঙ্গে বেঁধে ১৭ জন যাত্রী নিয়ে নৌকাটি উল্টে যায়।
নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও দুই ভাই সাদমান আব্দুল্লাহ ও আব্দুর রহমান নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাটোর ফায়ার সার্ভিসকে ঘটনা জানায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে দুই ভাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বারনই নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
এদিকে সিংড়া উপজেলার উলুপুর গ্রামে বারনই নদীতে অপর দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরের দিকে। তাদের মধ্যে ফাতেমা একই এলাকার সাইফুল ইসলামের মেয়ে। অপর শিশু সবুরের বাবার নাম সাহাদ ইসলাম।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, সম্পর্কে চাচাতো ভাই-বোন ফাতেমা ও সবুর দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বাড়ি সংলগ্ন বারনই নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে স্রোতের টানে ফাতেমাকে ডুবে যেতে দেখে সবুর তাকে বাঁচাতে যায়। এ সময় সে-ও পানিতে ডুবে যায়।
স্থানীয়রা ঘটনাটি দেখে নদীতে নেমে শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশের মাধ্যমে রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবইর দলকে খবর দেয়া হয়। ডুবুরি দল এসে দীর্ঘ সময়ের চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কিছু দূর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন যাওয়ার পথে যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
শাহপরীর দ্বীপে নাফ নদীর মোহনায় শুক্রবার দুপুরে এ দুর্ঘটনায় পড়ে স্পিডবোটটি।
নিহত ৫৫ বছর বয়সী ফিরোজা খাতুন সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়ার এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি সেন্টমার্টিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক নারী সদস্য।
টেকনাফ উপজেলার ইউএনও আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুপুরে দ্বীপের বাসিন্দা নুরুল আলমের মালিকানাধীন স্পিডবোটটি ২১ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে নদীর মাঝামাঝি মোহনায় হঠাৎ তলা ফেটে সেটি ডুবে যায়। দুর্ঘটনার খবরে কোস্টগার্ড তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। অবৈধভাবে এ রুটে চলাচলকারী স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘নাফ নদীতে যাত্রীবাহী স্পিডবোট ডুবিতে সাবেক এক নারী ইউপি সদস্য নিহত হয়েছেন। আরও কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিদের বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।’
মন্তব্য