রাজধানীর মিরপুর এলাকায় মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করা আট বছরের শিশুটিকে তার স্বজনদের জিম্মায় দিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেলে ৯৯৯ নম্বরে ফোন করে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে শিশুটি। সে অভিযোগের ভিত্তিতে শিশুটির মা তানজিমা মোস্তফা আরজুকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে রাত ১১টার দিকে পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে তাদের জিম্মায় দেয়া হয় শিশুটিকে।
ওই সময় বাবা-মা সন্তানের সামনে আর ঝগড়া-বিবাদ করবেন না বলেও কথা দেন পুলিশকে।
পুলিশ জানায়, শিশুটির বাবা তাকে বলেছেন, কখনও কোনো বিপদে পড়লে ৯৯৯-এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা অনুযায়ী সে ৯৯৯-এ ফোন করে তাকে নির্যাতনের অভিযোগ করে।
৯৯৯ থেকে শিশুটির সঙ্গে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল শিশুটির মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে আনে।
অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।
শনিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন নিউজবাংলাকে বলেন, ‘শিশুটির দাদা, বাবা ও স্বজনদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। শিশুটির বাবা জানায়, তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। তাকে চিকিৎসকের কাছে নিতে বলা হয়েছে। ওই নারীর কাউন্সেলিং করতে হবে।
‘এরপরে ছেলেটিকে ও তার মাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। ভবিষ্যতে শিশুটির সঙ্গে এমন আচরণ হবে না বলে কথা দিয়েছেন তার মা-বাবা।’
মানবিক পুলিশ গড়তে কমিশনের মাধ্যমে নিয়োগ এবং বাহিনীটিকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে উচ্চপদস্থ কর্মকর্তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করতে হবে। তাদেরকে যত দ্রুত সম্ভব অধস্তন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে হবে।
নৌপরিবহন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেছেন।
শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জনমুখী পুলিশ সেবা নিশ্চিতকল্পে পুলিশ কমিশন গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, থানাপর্যায় থেকে পুলিশকে জনসম্পৃক্ত করতে হবে। প্রয়োজনে মাঠপর্যায়ের পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপন করে নাগরিক কমিটি গঠন করা যেতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী প্রমুখ।
রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মরদেহ নিয়ে আসা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, আমরা লোক মারফত খবর পেয়ে বকশিবাজারে নবকুমার ইনস্টিটিউটের বিপরীতে আলিয়া মাদ্রাসার মাঠের কোনায় পড়ে থাকা আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করি।
‘আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, এই নারী ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং ওই মাঠের কর্নারে ঘুমাতেন। তবে চার-পাঁচদিন ধরে তাকে কোথাও ঘোরাফেরা করতে দেখেননি তারা।’
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শনিবার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ইমন হোসেন গাজী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. মাহাবুল ইসলাম রিমান্ড শেষে শনিবার তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
এর আগে ৮ অক্টোবর এই মামলায় আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করে, যা গত ২ নভেম্বর কার্যকর করা হয়।
রাজধানীর গুলশান থেকে ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আর রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্মগোপনে থাকাবস্থায় ১৪ আগস্ট পলককে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমন হোসেন গাজী নামে এক যুবক। এ ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
আরও পড়ুন:বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার বিক্ষোভ কর্মসূচি করেছেন টিঅ্যান্ডজেড অ্যাপারেলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।
এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং তিন ঘণ্টা ধরে এ অবস্থা চলে। ফলে চরম ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী লোকজন।
সকাল ৯টার পর তারা বিক্ষোভ শুরু করেন।
কারখানার শ্রমিকরা জানান, তিন মাসের বকেয়া বেতনের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছিলেন, কিন্তু এখন পর্যন্ত বেতন-ভাতা পাননি। এ কারণে বাধ্য হয়েই রাস্তায় নামতে হয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম বলেন, ‘টিঅ্যান্ডজেড কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মহাসড়কে নেমে এলে যানজট লেগে যায়। তাদের সঙ্গে আলোচনা চলছে। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।’
কুমিল্লা নগরে চিকিৎসকের ভুলে এক প্রসূতির মূত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
নগরের ঝাউতলার এইচআর হসপিটালে শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ইসরাত জাহান এরিন (২০) কুমিল্লা সদর উপজেলার শিমপুর গ্রামের মোবারক হোসেনের মেয়ে। বছরখানেক আগে শিমপুরের পাশের ভুবনঘর গ্রামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইসমিত পাশা দিদারের সঙ্গে তার বিয়ে হয়।
স্বামী দিদার অভিযোগ করেন, চিকিৎসক মারজান সুলতানা নিঝুম অস্ত্রোপচারে সময় এরিনের নাড়ি কেটে ফেলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তার স্ত্রীর মৃত্যু হয়।
তিনি আর্তনাদ করে বলেন, ‘একজন চিকিৎসকের ভুলে আমার স্ত্রী মারা গেল। সদ্য জন্ম নেয়া ছেলেটিও মাকে হারাল।’
এরিনের মামা হাসনাত জানান, এরিন সন্তানসম্ভবা ছিলেন। বৃহস্পতিবার রাতে নগরের ঝাউতলার এইচআর হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। হাসপাতালে বৃহস্পতিবার রাতেই তার ভাগনির অস্ত্রোপচার করেন চিকিৎসক নিঝুম।
তিনি জানান, শুক্রবার দুপুরে এরিনের অবস্থার অবনতি হয়। চিকিৎসক পালস খুঁজে না পেলে তাকে আইসিউতে নেয়ার পরামর্শ দেন। পরে এরিনের স্বজনরা পার্শ্ববর্তী মুন হাসপাতালে নিয়ে যান তাকে। সেখানে আল্ট্রাসনোগ্রাফি করানোর পর এরিনের পেটে রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎসকরা জানান। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় এরিনের।
হাসনাতের অভিযোগ, চিকিৎসক একটি নাড়ি কেটে ফেলায় তার ভাগনির মৃত্যু হয়েছে।
এরিনের বাবা মোবারক হোসাইন বলেন, ‘তারা আমার মেয়ের নাড়ি কেটে ফেলেছে। আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সময় পার করেছে। নার্সরা অনেক দুর্ব্যবহার করেছে।
‘তাদের ভুল চিকিৎসায় আমার মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনার বিচার দাবি করছি আমি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
চিকিৎসক মারজান সুলতানা নিঝুমকে কল করে ফোনটি বন্ধ পাওয়া যায়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে ঘটনা শোনামাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
জেলার সিভিল সার্জন নাছিমা আক্তার শনিবার সকালে জানান, তিনি ঘটনা শুনে তদন্ত দল গঠন করেছেন। তদন্তে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী দল’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দলটিকে বাংলাদেশে কোনো বিক্ষোভের অনুমতি দেয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শনিবার দুপুর ১২টা আট মিনিটে ইংরেজিতে দেয়া স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
স্ট্যাটাসে শফিকুল লিখেন, ‘বর্তমান কাঠামোতে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। কোনোভাবেই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভের অনুমোদন দেয়া হবে না।
‘নির্বিচার হত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার আদেশে যে কেউ সমাবেশ, জমায়েত ও মিছিল আয়োজনের চেষ্টা করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর পূর্ণশক্তির মুখোমুখি হতে হবে।’
স্ট্যাটাসে তিনি আরও লিখেন, ‘অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা কিংবা দেশের আইনশৃঙ্খলা ভঙ্গের কোনো চেষ্টা বরদাশত করবে না।’
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করেছে র্যাব।
জামায়াতে ইসলামীর কর্মী ও ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক আবদুস সালাম হত্যা মামলার আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকার সাভারে বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে সাবেক এমপিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, জামায়াতের কর্মী হত্যা ছাড়াও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকের নামে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের বাড়িতে আগুন ও ভাঙচুরের দুটি মামলা রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য