যুক্তরাষ্ট্রে বাড়ির সন্ধান পাওয়া নিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) ও তার ভাই অনন্ত কুমার সিনহার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে ১৮ জুন ঠিক করেছে আদালত।
মামলাটির তদন্ত প্রতিবেদন জমার জন্য দিন ধার্য ছিল বৃহস্পতিবার, তবে তদন্ত সংস্থা দুদক প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাসুজ্জামান নতুন তারিখ ঠিক করেন।
যুক্তরাষ্ট্রে সিনহার তিন তলা বাড়ির সন্ধান পাওয়ার কথা জানিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান গত বছরের ৩১ মার্চ মামলাটি করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্নভাবে অর্জিত অর্থ হুন্ডিসহ নানাভাবে যুক্তরাষ্ট্রে পাচার করে তার ছোট ভাই নরেন্দ্র কুমার সিনহার হিসাবে পাঠান। তা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি এলাকায় দুই লাখ ৮০ হাজার ডলারে একটি বাড়ি কেনেন তিনি।
বিবরণে আরও বলা হয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগে কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে এস কে সিনহার সম্পদের তথ্য চেয়ে চিঠি দেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। চিঠির জবাবে যুক্তরাষ্ট্র থেকে এস কে সিনহার তিন তলা বাড়ি কেনার রেকর্ডপত্র পায় দুদক।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও কিছু পর্যবেক্ষণের কারণে তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। পরে বিদেশে থেকেই তিনি পদত্যাগপত্র পাঠান।
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মহানগরীর শীর্ষ মাদক কারবারি ‘ইয়াবা সম্রাট’ সজিবসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক, গুলি ও মোবাইল সেটসহ বিভিন্ন সরঞ্জাম।
সোমবার সকালে নগরীর চানমারী ও রূপসা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নৌবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নৌবাহিনীর সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চানমারী বাজারের ২ নং গলির বাসা থেকে ইয়াবা সম্রাট মো. সজিব ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার বাসায় তল্লাশি করে তিন রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এমুনিশন, এক হাজার ৬১৭ পিস ইয়াবা, এক লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল সেট, একটি ল্যাপটপ, পাঁচটি সিসি ক্যামেরা ও একটি রামদা জব্দ করা হয়।
পরবর্তীতে সজীবের দেয়া তথ্যের ভিত্তিতে নতুন বাজার এলাকার আসাদুল গাজীর ছেলে ফয়েজ রাব্বী, চানমারী মাদ্রাসা রোড এলাকার ইয়াকুব মোল্লা, দাকোপ উপজেলা সদরের জালাল গাজীর ছেলে জিয়ারুল ইসলাম নীরব ও রূপসা বেড়িবাঁধ রোডের সত্তার বড় মিঞার গলির মোহাম্মদ তোয়েব আলী সিকদারের কন্যা জামিলা বেগমকে গ্রেপ্তার করা হয়।
সূত্র জানায়, সজিবের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। সে ক্রসফায়ারে নিহত সুন্দরবনের বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফির ছেলে। তার ছোট ভাই আশিক ইসলাম নগরীর ভয়ঙ্কর কিশোর গ্যাং ‘আশিক গ্রুপ’-এর প্রধান।
২০২৩ সালের ১ আগস্ট খুলনার রূপসা সেতু টোল প্লাজা থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ সজিবকে গ্রেপ্তার করে র্যাব। ওই সময় র্যাব জানিয়েছিল, চট্টগ্রাম থেকে মাদকের বড় বড় চোরাচালান এনে খুলনা শহরে তা বিক্রি করে চক্রটি। ওই মামলায় কিছুদিন কারাভোগের পর জামিনে বের হয় সজিব।
আশিক এখন পর্দার অন্তরালে থাকলেও, সজিব প্রকাশে মাদকের কারবার নিয়ন্ত্রণ করছে।
নৌবাহিনীর লে. কমান্ডার সামওয়েল আহমেদ খান আদিত বলেন, ‘নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অপারেশনটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অংশ নেয়।’
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর-উল-গিয়াস বলেন, ‘যৌথ বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারকৃতদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি। অভিযান শেষ হলে তাদের থানায় দেয়া হবে।
প্রসঙ্গত, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার তথ্য অনুযায়ী খুলনা শহরে বর্তমানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে আশিক গ্রুপ। ওই বাহিনীর প্রধান আশিক নিজ নামে দলটি গঠন করেছেন। তিনি খুলনা মহানগরীর সদর থানাধীন চানমারী এলাকার বাসিন্দা।
২০১৮ সালের ৬ সেপ্টেম্বর প্রথম হত্যা মামলায় জড়িয়ে সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত হন আশিক। এ পর্যন্ত তার নামে বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে। বর্তমানে তিনি পলাতক। তার দলে সদস্য রয়েছে ২৩ জন। তাদের নামে মোট মামলা রয়েছে ১১০টি।
আরও পড়ুন:বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ পরিবারের ১২ সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দিয়েছে।
দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এই তথ্য জানিয়েছেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া অন্যরা হলেন- সাইফুল আলমের ছেলে আশরাফুল আলম ও আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, সহিদুল আলম, রাশেদুল আলম, আবদুস সামাদ, আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি ও তার স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান এবং অজ্ঞাত মিশকাত আহমেদ।
এদিন দুদকের মো. নূর ই আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী আবেদনের ওপর সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রীকে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিন আবেদন না-মঞ্জুর করে সাবের চৌধুরীকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবিতে বিএনপির আন্দোলন কর্মসূচি ঘিরে সারাদেশের নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জন আসামি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।
হামলাকারীরা বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ ও গুলি করেন। এ সময় মকবুল নামে বিএনপির এক কর্মী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়।
দুর্গাপূজার আগে দেশজুড়ে প্রায় সাড়ে ৩১ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, এ উৎসবে থাকবে তিন স্তরের নিরাপত্তা।
প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সোমবার সংবাদ সম্মেলনে আইজিপি জোর দিয়ে বলেন, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিঘ্ন উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে ব্যাপক পদক্ষেপ নিচ্ছে।
প্রতিটি স্তরে নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘সব পূজামণ্ডপে ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে এ উৎসব উদযাপন করা হবে।’
আইজিপি তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, ‘পূজা সামনে রেখে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। শৃঙ্খলা রক্ষায় প্রতিটি জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে এবং সীমান্তে বিজিবি সদস্যরা তৎপর রয়েছে। এ ছাড়া উপকূলীয় ও নৌ অঞ্চল মনিটরিং করছে কোস্টগার্ড ও বিশেষায়িত পুলিশ ইউনিট।’
আইজিপি বাধাবিপত্তির বিষয়ে সতর্ক করে তিনি বলেন, বিশেষত সামাজিক যোগযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়া রোধে সাইবার নজরদারি বাড়ানো হবে।
তিনি বলেন, ‘এখানে বিশৃঙ্খলার কোনো জায়গা নেই। কেউ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’
এ কর্মকর্তা আরও জানান, নিরাপত্তা জোরদার করতে প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যাতে নাগরিকরা উৎসব চলাকালীন যেকোনো ঘটনা বা উদ্বেগের কথা জানাতে পারেন।
আরও পড়ুন:খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার সময় রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে রোববার সন্ধ্যায় সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দকে আটক করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন নারায়ণ চন্দ্র চন্দ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছুদিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু হলে তিনি ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান।
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর ক্যাডার আবু মুছা ওরফে কিলার মুছাকে কক্সবাজারের কলাতলী বিচ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর ৪ আগস্ট প্রকাশ্যে গুলি ছুড়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া তিন মামলার অন্যতম আসামি এই সন্ত্রাসী। আবু মুছা সদর উপজেলার দত্তবাড়ী মহল্লার মৃত ছানোয়ার হোসেনের ছেলে।
আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। ৫ আগস্ট সরকার পতনের পর দায়ের হওয়া এসব মামলার আসামিদের গ্রেপ্তারে র্যাব-১২, সদর কোম্পানির অপারেশন টিম ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ সদর থানার তিনটি হত্যা মামলায় এজাহারনামীয় পলাতক আসামি আবু মুছা ওরফে কিলার মুছাকে শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টায় র্যাব-১২ ও র্যাব-১৫ এর একটি দল কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব-১২, সদর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তার হওয়া আসামি বিগত সময়ে সাবেক এমপির প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়াও গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও সে স্বীকার করেছে।
ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আবু মুছা আরও জানান, বর্ণিত হত্যা মামলাগুলোর পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে তিনি বেড়াচ্ছিলেন।
সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরীর এই ক্যাডার কক্সবাজারে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে সীমান্ত দিয়ে দেশের বাইরে পালানোর চেষ্টা করছিল বলে জানা যায়।
আরও পড়ুন:নওগাঁয় পৃথক ঘটনা-দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে দুজন মোটরসাইকেল দুর্ঘটনায়, একজন ছোট ভাইয়ের আঘাতে এবং একটি শিশু রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ হারায়।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার ধনজইল মোড়ে মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত চার্জারের ধাক্কায় মনিরুল ইসলাম ও সারাফাত হোসেন নামে দুই ছাত্রের মৃত্যু হয়েছে।
মহাদেবপুর থানার ওসি হাসমত আলী জানান, সারাফাত উপজেলার জয়পুর সরদারপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের ছাত্র। আর মনিরুল ইসলাম উপজেলার গোঁফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র।
সারাফাতুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
অপর ঘটনায় ধামইরহাট উপজেলার রসুলবিল রাঙ্গামাটি গ্রামে বাবলু হোসেনের ছেলে মামুনুর রশীদ ও ছোট ভাই মাইনুর রহমান রোববার সন্ধ্যা ৬টার দিকে জমিজমা সংক্রান্ত বিষয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে ছোট ভাই মাইনুর রহমানের আঘাতে বড় ভাই মামুনুর রশীদ গুরুত্র জখম হন। তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মামুনুর রশীদকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ওসি রাইসুল ইসলাম জানান, উপজেলার রসুলবিল রাঙ্গামাটি গ্রামে বাবলু হোসেনের ছেলে মামুনুর রশীদ ও ছোট ভাই মাইনুর রহমান রোববার মাগরিবের আজানের সময় জমিজমা সংক্রান্ত বিষয়ে মারামারিতে লিপ্ত হয়। এ সময় ছোট ভাই মাইনুর রহমানের আঘাতে বড় ভাই মামুনুর রশীদ গুরুতর জখম হন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাইনুরকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে বিকেল ৫টার দিকে বদলগাছীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মরিয়ম আক্তার নামে ছয় বছর বয়সী এক শিশু প্রাণ হারায়।
বদলগাছী থানার ওসি শাহজাহান আলী জানান, মিঠাপুর পশ্চিমপাড়া দইভান্ডার মোড়ে সানোয়ার হোসেনের বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় গোবরচাঁপা থেকে আক্কেলপুরগামী শসা বোঝাই একটি ট্রাক শিশু মরিয়মকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। উত্তেজিত জনতা ট্রাকচালক ফিদাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের আফসার হোসেনের ছেলে। এ ঘটনায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:
মন্তব্য