ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে ইঞ্জিনচালিত একটি যাত্রীবাহী নৌকা ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। আরও এক যাত্রী নিখোঁজ রয়েছেন।
সিতারামপুর-মনতলা রুটে একটি সেতুর নিচে বুধবার বিকেলে নৌকাটি ডুবে যায়। পরে ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত্রি ও মাহমুদুল্লাহ নামে দুজনের মরদেহ উদ্ধার করে।
চিত্রা উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ও বড়াইল গ্রামের প্রহল্লাহর মেয়ে। মাহমুদুল্লাহ রায়পুরা উপজেলা মির্জাচরের ফারুক মিয়ার ছেলে। সম্প্রতি হাফেজি পড়া শেষ করে তিনি একটি মসজিদে ইমামতি করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ২০/২২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি নবীনগর থেকে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি অভিমুখে যাচ্ছিল৷ সীতারামপুরে সেতুর নিচে এসে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়৷
রাত্রীর মা সন্ধ্যা রাণী বলেন, ‘মেয়েটা বেশ কিছুদিন দীর্ঘদিন ধরেই দাদুবাড়ি যেতে চাচ্ছিল। আজ সে স্কুল থেকে ছুটি নিয়ে দাদার বাড়ি দিকে রওয়ানা হয়। কিন্তু অতিরিক্ত যাত্রী ও চালকের অদক্ষতার কারণে অপর দিক থেকে আসা নৌকার সঙ্গে সংঘর্ষে নৌকাটি ডুবে যায়।’
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল সরকার স্থানীয়দের বরাতে জানান, নৌকাটি তিতাস নদী দিয়ে নবীনগর থেকে বাঁশগাড়ি যাওয়ার সময় সীতারামপুর সেতুর নিচে আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। পরে ডুবুরিরা দুজনের মরদেহ উদ্ধার করে। আরও একজন নিখোঁজ রয়েছে বলে ধারণা হচ্ছে। তল্লাশি চলছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আগামী ২০ নভেম্বর। তবে দিনটি উপলক্ষে কোনো কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
ইতোমধ্যে এ সিদ্ধান্তের কথা সারা দেশে দলীয় নেতাকর্মীদের জানিয়ে দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিএনপির সব শাখার নেতাকর্মী, সারা দেশের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে জানানো যাচ্ছে যে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো কর্মসূচি পালন করা হবে না।’
কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে দলটি।
তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহণ করেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং তখন থেকে তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছেন।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
জামিনে মুক্তি পাওয়ার আট দিন পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চিকিৎসার জন্য লন্ডনে যান।
আরও পড়ুন:এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ জন। তাদের মধ্যে চলতি নভেম্বর মাসের ১১ দিনেই মারা গেছেন ৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে সোমবার পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর পাশাপাশি এই সময়কালে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৯৪ জন ডেঙ্গু রোগী। আর নভেম্বরের ১১ দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৭৭০ জন।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৫৮৭ জন রোগী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৪২৭ জন রোগী রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৬০, চট্টগ্রাম বিভাগে ১৪৫, বরিশাল বিভাগে ৯০, খুলনা বিভাগে ১৪০, ময়মনসিংহ বিভাগে ৪৫, রাজশাহী বিভাগে ৬৮, রংপুর বিভাগে ১৬ ও সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (১১ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৩ হাজার ৫৮৭ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। এছাড়া এ পর্যন্ত মারা যাওয়া ৩৬০ জনের মধ্যে ৪৯ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৫০ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন।
আরও পড়ুন:বরগুনার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, উত্তরা থেকে গ্রেপ্তারের পর ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলায় ছাত্র-জনতা হতাহতের ঘটনায় মামলা রয়েছে। বরগুনা-১ আসনের সাবেক এই এমপি একাধিক মামলার আসামি।
কক্সবাজারে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের নামে দেয়া ৭০০ একর বনভূমির বন্দোবস্ত বাতিল করেছে সরকার।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বনভূমির এই বরাদ্দ বাতিল করা হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বিষয়ে যথাযথ কার্যক্রম গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়ে প্রতিবেদন দিতে কক্সবাজারের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ স্থাপনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুকূলে বন্দোবস্ত দেয়া কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজার বিএস ১ নম্বর খতিয়ানভুক্ত বিএস ২৫০০১ নম্বর দাগের ‘পাহাড়’ শ্রেণির ৪০০ একর ও বিএস ২৫০১০ নম্বর দাগের ‘ছড়া’ শ্রেণির ৩০০ একর মোট ৭০০ একর জমি রক্ষিত বনের গেজেটভুক্ত হওয়ায় ওই বন্দোবস্ত বাতিল করা হয়েছে।’
গত ২৯ আগস্ট এ বিষয়ে আধা সরকারি পত্র দেন পরিবেশ উপদেষ্টা। তাতে বলা হয়, বন্দোবস্ত করা এলাকা ১৯৩৫ সাল থেকে বন আইন ১৯২৭-এর ২৯ ধারার আওতায় রক্ষিত বন হিসেবে ঘোষিত। এই ২১৪৫.০২ একর ভূমির অংশে গর্জন, চাপালিশ, তেলসুরসহ বিভিন্ন প্রজাতির গাছপালা এবং হাতি, বানর, বন্য শূকরসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০১১-১২ ও ২০১২-১৩ সালে এই বনভূমিতে বনায়ন কার্যক্রম পরিচালিত হয়।
রেকর্ডে ‘রক্ষিত বন’ উল্লেখ না থাকায় বন বিভাগ এ বিষয়ে মামলা করে। পাশাপাশি, ভূমির বন্দোবস্ত বাতিল চেয়ে একটি রিট মামলাও হাইকোর্টে করা হয়। হাইকোর্ট বিভাগ এই বন্দোবস্তের বিষয়ে স্থগিতাদেশ দেন, যা আপিল বিভাগে বহাল রয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ঝিলংজা ইউনিয়নকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে বনভূমির গাছ কাটাসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য পরিবর্তন নিষিদ্ধ করা হয়। ৭০০ একর রক্ষিত বনও এই সংকটাপন্ন এলাকার অন্তর্ভুক্ত। সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ এবং জাতিসংঘ জীববৈচিত্র্য সনদে বন সংরক্ষণের অঙ্গীকার রয়েছে। দেশের বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম থাকায় এই বন্দোবস্ত জনস্বার্থবিরোধী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:লালমনিরহাটে করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে এই দুর্ঘটনা ঘটেছে।
ট্রেনের ধাক্কায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন- আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। তাদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলাম নগরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকায় কয়েকজন যুবক রেললাইনের পাশ দিয়ে ধান মাড়াই মেশিন নিয়ে যাচ্ছিলেন। এ সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনটিও যাচ্ছিলো। কিন্তু ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পাননি তারা। ফলে চার যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নূর ইসলাম জানান, সীমান্তবর্তী স্থলবন্দর বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস (ট্রেন নং ৭১৩/৭১৪) সন্ধ্যার দিকে বাউরা আলাউদ্দিন নগরে আসে। এ সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আবারও অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার কর্মীরা। এক ঘণ্টার ব্যবধানে পুনরায় মহাসড়ক অবরোধের কারণে আবারও যানজট তৈরি হয়েছে।
শ্রমিকদের দাবি, বকেয়া বেতনের জন্য ঢাকায় যাওয়া তাদের প্রতিনিধি দল ফিরে না আসা পর্যন্ত তাদের অবরোধ অব্যাহত থাকবে।
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এর আগে টানা প্রায় ৫৩ ঘণ্টা অবরোধ করে রাখেন টিএনজেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। অবশেষে বকেয়া পরিশোধের আশ্বাসে সোমবার বেলা আড়াইটার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।
তবে এক ঘণ্টার ব্যবধানে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। তাদের দাবি, বকেয়া বেতনের টাকা হাতে পাওয়ার আগ পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ মিয়া ও সেনাবাহিনীসহ পুলিশের একটি দল শ্রমিকদের সঙ্গে আলোচনা করার জন্য কলম্বিয়া গার্মেন্টস এলাকায় যায়। সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাদের বেতন সংক্রান্ত বিষয়টি সমাধানের জন্য। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে কিছু শ্রমিক মহাসড়ক ছেড়ে চলে যান। তবে কিছু শ্রমিক মহাসড়ক ছেড়ে যেতে অস্বীকৃতি জানান।
একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া দিলে ওই শ্রমিকরা মহাসড়ক থেকে চলে যান। পরে সেনাবাহিনীর সহায়তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেলা আড়াইটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।
তবে সেনাবাহিনীর সদস্যরা চলে যাওয়ার পর বিক্ষুব্ধ শ্রমিকরা বিকেল সাড়ে ৩টার দিকে ফের একই স্থানে অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে পুনরায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
থানা পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলেও শ্রমিকরা মহাসড়ক ছেড়ে যেতে নারাজ। তারা বলছেন, প্রতিনিধি দল ঢাকা থেকে ফেরার পর পরিস্থিতি বুঝে তারা সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন:কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
এদিন দুদকের উপ-পরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদন বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, আ ক ম বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানীর উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেটে একাধিক প্লট, মার্কেটসহ আরও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।
অভিযোগ-সংশ্লিষ্ট আ ক ম বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পলায়ন করতে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
এদিন দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন।
আরও পড়ুন:
মন্তব্য