কুমিল্লার একমাত্র স্টেডিয়াম ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বছরজুড়ে ফুটবলের অনুশীলন চলায় খেলার কোনো ধরনের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। এতে জেলার সম্ভাবনাময়ী ক্রিকেটাররা পড়েছেন বিপাকে। সড়কে, গলিতে অনুশীলন করে দিন পার করছেন খুদে ক্রিকেটাররা। এমন অবস্থায় জেলার ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করেন।
জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, গত এক বছর বেশিরভাগ সময় ফুটবল অনুশীলন হয়েছে কুমিল্লার একমাত্র স্টেডিয়ামে। বিকল্প ভেন্যু না থাকায় পুরো বছর ঈদগাহ ও বাড়ির পাশের গলিতে ক্রিকেটের অনুশীলন করতে হয়েছে খেলোয়াড়দের।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জানান, কুমিল্লায় স্বাধীনতা কাপসহ আরও বেশ কয়েকটি ফুটবল টুর্নামেন্ট পরিচালিত হয় কুমিল্লা স্টেডিয়ামে। চলতি বছরের আগস্ট পর্যন্ত কুমিল্লা স্টেডিয়ামে ফুটবলের অনুশীলন চলবে। জাতীয় ক্রীড়া পরিষদ এ নির্দেশনা দিয়েছে।
তাহলে ক্রিকেট অনুশীলন কীভাবে হবে- এমন প্রশ্নে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে চিন্তা করছি। দেখি কী হয়।
কুমিল্লা জেলার ক্রিকেট কোচ, সাবেক ক্রিকেটার ও লীগে খেলা ক্রিকেটাররা জানান, বছর তিনেক আগে কুমিল্লায় ক্রিকেটের জোয়ার ওঠে। বছরজুড়ে স্টেডিয়ামে সবাই প্র্যাকটিস করত। এখানে প্রিমিয়ার লীগ, প্রথম শ্রেণির ক্রিকেটসহ সাড়া জাগানো কাউন্সিলর কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। তবে এক বছর ধরে এমন কোনো টুর্নামেন্ট কিংবা লীগ পর্যায়ের খেলা হচ্ছে না।
কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেগ জেমন বলেন, ‘আমাদের সম্ভাবনাময়ী ক্রিকেটার আছে। তারা মাঠের অভাবে অনুশীলন করতে পারছেন না। এখন ক্রিকেটের ভরা মৌসুম। যদি আমরা মাঠ না পাই তাহলে আমাদের অনেক সমস্যা হবে। মাঠের অভাবে ম্যাচ হচ্ছে না, লীগ খেলতে পারছি না। এভাবে কি ক্রিকেট খেলোয়াড় তৈরি করা যায়।’
কুমিল্লা জেলা ক্রিকেট কোচ জানান, কুমিল্লা স্টেডিয়ামে অনুশীলন করেই এনামুল হক মনি, ফয়সাল হোসেন ডিকেন্স জাতীয় দলে খেলেছেন। এখানে বিভিন্ন বয়সভিত্তিক লীগে কুমিল্লার ক্রিকেটাররা নিজের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। তবে নিজ জেলায় এসে মাঠ না পেয়ে অনুশীলনে ব্যাঘাত ঘটছে অনেক ক্রিকেটারের।
বাদুড় থেকে সংক্রমিত নিপাহ ভাইরাসের কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শনিবার রাতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটি জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিপাহ একটি মারাত্বক ভাইরাস। এতে আক্রান্তদের ৭৫ শতাংশেরই মৃত্যু হয়। এ ভাইরাসের কোনো ভ্যাকসিন ও চিকিৎসা নেই। কাজেই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে।’
জাহিদ মালেক জানান, চলতি শীত মৌসুমে নিপাহ ভাইরাসে আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজনই মারা গেছেন। এরইমধ্যে আক্রান্তদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে ২০টি এবং মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ৫টি বেড চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অনেক উন্নয়ন হয়েছে ও অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থমকে যাবে, গরীব মানুষের ভাতা বন্ধ হয়ে যাবে। কারন ইতিপূর্বে বিএনপির আমলে আমরা তা দেখেছি।’
বিএনপি করোনাভাইরাসের টিকাবিরোধী প্রচারণা চলিয়েছিল উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশের প্রতিটি মানুষ ভ্যাকসিন পেয়েছে। কাজেই আমরা নিরাপদে আছি। বিএনপি ভ্যাকসিনকে গঙ্গার জল বলেছিল।’
অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘জনগনের পেটে লাথি মেরে সরকার উন্নয়নের গান গাইছে। উন্নয়ন মানে হলো জনগণের উন্নয়ন। কিন্তু এই সরকার জনগনের কোন উন্নয়ন করেনি। আজ দেশে দুর্ভিক্ষের অবস্থা। বিদ্যুতসহ সবকিছুর মূল্য বৃদ্ধির কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। তাই জনগণ আর এই সরকারকে চায় না।’
শনিবার দুপুরে সিলেট নগরের রেজিস্টারি মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে সমাবেশে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কোনো রাজনীতি নেই। তাদের কেবল আছে দখল আর লুটপাট। এসব করে তারা আবার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।’
সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, বর্তমান সরকার জগদ্দল পাথরের মতো আমাদের ওপর চেপে বসেছে। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। তাদের দুর্নীতির খেসারত দিচ্ছে জনগণ।
‘না খেয়ে মরার চেয়ে পুলিশের গুলি খেয়ে মরা অনেক সম্মানের। তাই জনগণকে এই সরকারের জুলুমের বিরুদ্ধে রাস্তায় নেমে আসতে হবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী বলেন, ‘সরকারকে বিদায় করতে না পারলে রাষ্ট্র মেরামত করা যাবে না। এজন্য বিএনপির ১০ দফা বাস্তবায়ন করতে হবে।’
চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দেশ ও দেশের মানুষকে মুক্তি দিতে হলে হায়েনাদের ক্ষমতা থেকে সরাতে হবে। সরকার যদি গণতন্ত্রের ভাষা না বোঝে তাহলে দেশে শ্রীলংকার অবস্থা হবে।’
যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘আমরা যখন এখানে সমাবেশ করছি তখন সিলেটে আরেকটি সমাবেশ হচ্ছে। পিস্তল, রাইফেল, বন্দুক নিয়ে শান্তি সমাবেশ করা হচ্ছে। আমাদের চুলকানি দেয়ার জন্যই একই দিনে সমাবেশ করছে আওয়ামী লীগ।’
সমাবেশে আরও বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাহের শামীম, মিজানুর রহমান, শাম্মী আখতার প্রমুখ।
আরও পড়ুন:বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট অফিস এলাকায় তিনটি বাঘকে ঘুরতে দেখা গেছে। এতে আতঙ্ক বিরাজ করছে চান্দেশ্বর ফরেস্ট অফিসের পাঁচ বনরক্ষীর মাঝে।
বনরক্ষীদের ভাষ্য, শুক্রবার দুপুর দুইটার দিকে তিনটি বাঘ তাদের অফিস প্রাঙ্গনে ঢুকে পড়ে। শনিবারও বাঘগুলো দেখা গেছে।
চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, ‘ এখনও বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদীর তীরে অবস্থান করছে। আমরাও সতর্ক অবস্থানে থেকে সেগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছি।’
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো সামসুল আরেফীন বলেন, এই সময়টা বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সরকারকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকতে হবে। তবে কোনো রক্তচক্ষু দেখিয়ে শেখ হাসিনাকে দমানো যাবে না।’
শনিবার সিলেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ বিকেল ৪টায় শুরু হলেও তার অনেক আগে থেকেই দলীয় নেতাকর্মী-সমর্থকরা সমাবেশস্থল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন।
সমাবেশে নানক বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে আমাদের সভা-সমাবেশ করতে দেয়নি। এখন তারা গণতন্ত্রের কথা বলে। দেশে গণতন্ত্র আছে। কিন্তু বিএনপির জনসমর্থন নেই। জনগণের সমর্থন হারিয়ে দলটির নেতারা এখন আবোলতাবোল বলছেন।’
বিএনপিকে নেতাবিহীন দল উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ‘তারেক রহমানের লন্ডনে রাজকীয় জীবনের টাকা কোথা থেকে আসে।’
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, আব্দুল খালিক, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন:বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতা শরিফুল ইসলাম শিপুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের কলোনী বাজার থেকে শনিবার দুপুর সোয়া ২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিপলু বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি।
হামলার শিকার দুই সাংবাদিক হলেন-বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ ও দৈনিক বগুড়ার পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম।
পুলিশের ভাষ্য, বগুড়া-৪ ও ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের সংবাদ করায় ওই দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় শনিবার মামলা করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, হামলার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
হামলার সময় সাংবাদিককর হিরো আলমের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার সংবাদ লিখছিলেন।
কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর জনপ্রতিনিধির নেতৃত্বে হামলার ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা।
কক্সবাজার সদর হাসপাতাল চত্বরে শনিবারের সকালে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসকেরা।
মানববন্ধনে চিকিৎসকরা বলেন, গত ৩ ফেব্রুয়ারি মধ্যরাতে উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীর এক স্বজনকে চিকিৎসা সেবা দেয়ার সময় হঠাৎ উত্তেজিত হয়ে ভাইস চেয়ারম্যান বেবীর নেতৃত্বে কয়েকজন মিলে মেডিক্যাল অফিসার ফাতেমা ইব্রাহিম মিশুর ওপর বর্বরোচিত হামলা চালায়। কিন্তু দুদিন অতিবাহিত হলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকরা মানববন্ধনে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। পাশাপাশি সব চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবি তুলে ধরেন।
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এ দেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে না।
ভোলায় নিজের নির্বাচনী এলাকার কাচিয়া,পূর্ব ইলিশা ও রাজাপুর ইউনিয়নে শনিবার একাধিক পথসভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি নতুন করে রাজপথে নেমেছে ১০ দফা দাবিতে। তারা আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়। আমি স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার হবে না। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন হবে সংবিধান অনুসারে। বিএনপি যে অবাস্তব দাবি করে তার কোনো মূল্য নেই।’
ভোলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে যা সারা দেশে সরবরাহের পাশাপাশি ভোলায় শিল্পকারখানা গড়ে তোলা হবে। ভোলা-বরিশালের মধ্যে ব্রিজ হবে। এ জেলা হবে অন্যতম একটি বৃহৎ অর্থনৈতিক জোন।’
তোফায়েল আহমেদ ৫ দিনের সংক্ষিপ্ত সফরে তার নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভায় বক্তব্য দেন।
মন্তব্য