কিশোরগঞ্জে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং তার ছেলে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালের মুখমণ্ডলে কে বা কারা কালো রঙ দিয়ে বিকৃত করেছে। ঘটনার প্রতিবাদে শহরে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে সর্বস্তরের নাগরিকবৃন্দের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ সময় বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, ‘শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন। তিনি আমাদের কিশোরগঞ্জের গর্ব। আর সৈয়দ আশরাফুল ইসলাম ক্লিন ইমেজের নেতা। তাদের দিনের বেলায় মোকাবিলা করার মতো সাহস কারও নেই। তাই রাতের অন্ধকারে তাদের ম্যুরালে রঙ লেপন করেছে দুর্বৃত্তরা।’
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ ইমাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সদর উপজেলার সভাপতি আওলাদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগমসহ জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
রোববার রাতের কোনো একসময় শহরের কালীবাড়ি মোড় এলাকায় শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ম্যুরালে কালো রঙ দেয়ার ঘটনা ঘটে।
‘কিশোরগঞ্জ হেল্প লাইন’ নামে একটি ফেসবুক গ্রুপে সোমবার সকালে ওই ম্যুরালের দুটি ছবি আপলোড করা হলে শুরু হয় আলোচনা। এরপর স্থানীয় প্রশাসনের নজরে আসে বিষয়টি।
এর আগে, ২০২১ সালের ৩০ জুলাই একই স্থানে সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে ভাঙচুর চালানো হয়। ওই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
পরে সেখানে সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। তবে সিসিটিভি ক্যামেরাটি এখন অকেজো অবস্থায় রয়েছে।
খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন হোসাইন, মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ, পৌর মেয়র পারভেজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পৌর মেয়র পারভেজ মিয়া বলেন, ‘সৈয়দ নজরুল ইসলাম ও সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জের প্রাণের স্পন্দন। তাদের ম্যুরালে যারা এমনটি করেছে, এটা মেনে নিতে পারছি না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, ‘রাতে অথবা কুয়াশাচ্ছন্ন ভোরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনার জড়িত, প্রাথমিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, ‘রাতের আঁধারে দুষ্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ দোষীদের আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান তিনি।
শহরের কালীবাড়ি সড়কে নরসুন্দা নদীর তীরে ২০২০ সালের ২৬ আগস্ট সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি। একই বছরের নভেম্বর বানানো হয় সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল।
আরও পড়ুন:নোয়াখালীর সেনবাগে বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
নোয়াখালী মুখ্য বিচারিক আদালতের বিচারক ইকবাল হোসাইনের আদালত মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন।
এর আগে দুপুরে তাকে উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ৪৮ বছর বয়সী আলেক হোসেন উপজেলার কেশারপাড় ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাতে তিনি বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে পূর্ব বিরোধের জেরে সোমবার রাতে উপজেলার কেশারপাড় ইউপি আবদুস সাত্তার মেম্বারের বাড়িতে আলেক মেম্বারের নেতৃত্বে ১৪/১৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও দা-ছেনী, লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে করে। এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগী ফারুক হোসাইন বাদী হয়ে ইউপি সদস্য আলেক হোসেনসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনের নামে থানায় মামলার পর পুলিশ দুপুরে ইউপি সদস্য আলেক হোসেনকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, ‘গ্রেপ্তার আলেককে নোয়াখালী মুখ্য বিচারিক আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।’
আরও পড়ুন:ঢাকার কামরাঙ্গীর চরের রসুলপুরে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরির সময় তার পায়ুপথে অস্বাভাবিকতার চিহ্ন পেয়েছে পুলিশ। এই শিশু শিক্ষার্থী কারও দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
সোমবার রাতে তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় পায় পরিবারের সদস্যরা। পরে মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী পড়াশোনা করতেন কামরাঙ্গীর চরে নুরিয়া মাদ্রাসায়। এই মাদ্রাসা থেকে হাফেজ হয়ে গত শুক্রবার ওয়াজ মাহফিলে পাগড়ি পান। পাগড়ি গ্রহণ শেষে সে বাসায় ফেরে। এরপর থেকে ওই শিক্ষার্থী বাসাতেই ছিল।
কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান নিউজবাংলাকে বলেন, গতকাল ওর মাদ্রাসার যাওয়ার কথা। কিন্তু যেতে চাইনি। রাতে একটি কক্ষে দরজা বন্ধ করে অনেকক্ষণ ভেতরে থাকলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ভেতরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
শিশু শিক্ষার্থীর পায়ুপথে অস্বাভাবিকতা দেখা গেছে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর রহমান আরও বলেন, আত্মহত্যা করলে পায়ুপথে বীর্য ও মল আসে। এই ভিকটিমের ক্ষেত্রেও তাই হয়েছে। এর বাইরে তার পায়ুপথ স্ফিত ছিল। যেটা দেখে আমাদের সন্দেহ হয়েছে। আমরা মরদেহ ময়নাতদন্ত করিয়েছি। ডাক্তার কোনো কিছু জানাননি। ময়নাতদন্তের রিপোর্টের জন্য আমরা অপেক্ষা করছি।
এ ঘটনায় এরইমধ্যে একটি অপমৃত্যুর মামলা হয়েছে, তবে তদন্তে যৌন নির্যাতন বা অন্য কিছু পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি মোস্তাফিজুর।
আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় আবারও আদালত বর্জন শুরু করেছেন আইনজীবীরা। দুইজন বিচারককে প্রত্যাহারের দাবি পূরণ না হওয়ায় এবার দুটি নয়, সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবারের আদালত বর্জনের সময়সীমা দেয়া হয়েছে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের অপসারণ দাবিতে আন্দোলন করছেন আইনজীবীরা।
আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা আদালত বর্জনের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচি শুরু হয়। প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বিচারকের আদালত ও ৫ জানুয়ারি থেকে সব আদালত বর্জনের কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এতে জেলার বিচার কার্যক্রম অচল হয়ে পড়ে।
রাজধানীতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর ১৫ জানুয়ারি থেকে আইনজীবীরা জেলা ও দায়র জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্যতীত অন্যান্য আদালত বর্জন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তবে ওই দুই আদালতের বিচারককে অপসারণে দাবিতে তারা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেন। মঙ্গলবার সেই সময়সীমা শেষে আইজীবী সমিতির সভায় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব আদালত বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়।
বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ে জঙ্গিদের সঙ্গে র্যাবের গোলাগুলির পর ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ সদস্য ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ সদস্যকে বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও ৭ লাখ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার রাত শোয়া ৯টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়, বুধবার বেলা পৌনে ১১টায় বান্দরবান র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
মঙ্গলবার ভোরে ওই অভিযান শুরুর পর দুপুর পর্যন্ত ৫জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে র্যাবের ৮ থেকে ৯ জন সদস্য আহত হয়েছেন।
অভিযান চলাকালেই বিকেল ৩টার দিকে থানচির লিক্রি সীমান্ত সড়কে তমা-তুঙ্গী পর্যটন স্পট এলাকায় সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে র্যাবের প্রধান এম খুরশীদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘২০২২ সালের আগস্ট মাসে কুমিল্লা থেকে ৮ তরুণ নিখোঁজ হয়। নিখোঁজদের পরিবার কুলিল্লা সদর থানায় জিডি করে। ওই জিডির সূত্র ধরে র্যাব তাদের খুঁজে বের করতে গিয়ে নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সন্ধান পায়।
‘পরে আমরা জানতে পারি নিখোঁজদের নিয়ে জঙ্গি সংগঠনটি পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ৩ অক্টোবর বান্দরবানের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করি। এখন পর্যন্ত আমরা ৩১ জন জঙ্গিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’
র্যাব প্রধান বলেন, ‘আমরা তথ্য পেলাম থানচিতে জঙ্গিরা আবার জড়ো হচ্ছে। আজ (মঙ্গলবার) সকালে তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়। এখনও গোলাগুলি চলছে। এই অভিযানে এখন পর্যন্ত পাঁচ জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।’
তিনি বলেনম ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার করতে করতে জঙ্গিদের গোলাবারুদ শেষ হওয়ার অপেক্ষায় আছি আমরা। উদ্দেশ্য, ওদেরকে যেন অক্ষত অবস্থায় আমরা গ্রেপ্তার করতে পারি। একজন জঙ্গি থাকলেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এই অভিযানে এখন পর্যন্ত কোন নিহতের ঘটনা আছে কি না-সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে র্যাব প্রধান বলেন, ‘আমাদের ৮ থেকে ৯ জন সদস্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার ঘটনা ঘটেনি।’
আরও পড়ুন:মাদারীপুরের কালকিনিতে ধর্ষণের পর ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন এক প্রবাসীর স্ত্রী।
এ ঘটনায় মঙ্গলবার সকালে ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশের ভাষ্য, কালকিনির পৌর এলাকার আয়নাল খানের ছেলে শফিক খান (২০) স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করতেন। প্রায় ৬ মাস আগে অভিযুক্ত ভুক্তভোগীকে ধর্ষণ করে পালিয়ে যান। বিষয়টি ভুক্তভোগীর পরিবার মান-সম্মানের ভয়ে এতদিন গোপন রাখার চেষ্টা করলেও একপর্যায়ে ওই নারীর অন্তঃসত্ত্বা খবরটি পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। পরে ওই নারী কালকিনি থানায় শফিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, থানায় ধর্ষণ মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যহত আছে।
ফেনীর দাগনভূঞায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর এলাকা থেকে সোমবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। ওই গৃহবধূ আগেরদিন তার বিরুদ্ধে মামলা করেন।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন ইউনিয়নটির ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চার বছর আগে দেলোয়ার হোসেন স্থানীয় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এবং দুই সন্তানসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে এতদিন ধরে তাকে ধর্ষণ করে আসছিল।
ওই গৃহবধূ জানান, ভিডিওর ভয় দেখিয়ে শুধু ধর্ষণ নয়, নানা অজুহাতে বেশ কয়েকবার মারধরও করেন ওই নেতা। গত দুই মাস আগে প্রবাস ফেরত স্বামীর কাছে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পরে বাধ্য হয়ে তার স্বামী ও ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমার স্বামী প্রবাসে থাকায় ঘরে আমার শ্বাশুড়ি ও দুই সন্তান নিয়ে থাকি। একদিন দেলোয়ার ঘরে ঢুকে আমাকে ধর্ষণ করে। পরে তাকে এড়িয়ে চলার চেষ্টা করেও পারিনি। এরপর থেকে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ার ভয় ও পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় সে।
‘এর প্রতিবাদ করলে মারধর করত। সম্প্রতি আমার স্বামী দেশে আসলে আবারও উৎপাত শুরু করলে বিষয়টি স্বামীকে জানাই। রাতের বেলায় ঘরের আশেপাশে দেলোয়ার ঘুরাফেরা করে। তার প্রস্তাবে রাজি না হলে মোবাইল ফোনে স্বামীকে মেরে আমাকে বিধবা করার হুমকি দেয়।’
ওই নারীর প্রবাস ফেরত স্বামী বলেন, ‘রাতের বেলায় কয়েকবার তাকে ধাওয়া করেছি। পরিবার-পরিজন নিয়ে আতঙ্কিত অবস্থায় রয়েছি।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানান, গৃহবধূ নির্যাতনের ঘটনাটি ভুক্তভোগীর পরিবার আমাকে জানিয়েছে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে বিন্দুমাত্রও ছাড় দেয়া হবে না।
ওসি হাসান ইমাম বলেন, ‘এ বিষয়ে আমরা যে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দরকার আমরা সেটি করব। অপরাধী যে দলের রাজনৈতিক পরিচয় দিক না কেন ছাড় দেয়া হবে না।’
আরও পড়ুন:রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা এবং কাওরান বাজার এলাকায় সোমবার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক ফজলুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কাওরান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। এ ছাড়াও বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দেশীয় অস্ত্র দেখিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার এসব ব্যক্তিদের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে।
মন্তব্য