পুলিশি অভিযানে গত দুই সপ্তাহে দেশজুড়ে বিরোধী নেতা-কর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বৃহস্পতিবার এ অভিযোগ করেন খন্দকার মোশাররফ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও আব্দুস সালামসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ বলছে, রাষ্ট্রকাঠামো ধ্বংস করেছে বিএনপি, এরা কি মেরামত করবে? অথচ গত ১৪ বছর গায়ের জোরে ক্ষমতায় থেকে রাষ্ট্রকাঠামো ধ্বংস করেছে আওয়ামী লীগ। গণতন্ত্র, অর্থনীতি, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, সমাজসহ সব কাঠামো একটা একটা করে ধ্বংস করেছে তারা। এগুলো বিএনপি কীভাবে ধ্বংস করল, কখন করল? আওয়ামী লীগের স্বভাবই হলো উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো।’
তিনি বলেন, ‘কেবল ৭ ডিসেম্বরই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাড়ে চার শর বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এখন কারাগারে। গত ১৫ দিনে এই সরকার বিশেষ অভিযানের নামে হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।’
স্বাধীন দেশে রাজনীতিকদের রাজনীতি করার স্বাধীনতা নেই দাবি করে মোশাররফ বলেন, ‘কোনো অনুষ্ঠান ব্যর্থ করার জন্য নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ এই অবস্থায় এসে পৌঁছাবে, সেটা মুক্তিযোদ্ধারা কোনো দিন আশা করেননি।’
মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে দেশে গণতন্ত্র নেই, অর্থনীতি খাঁদের কিনারায় দাঁড়িয়েছে। গায়ের জোরে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় থাকার জন্য দেশে আজ লুটপাট, ব্যাংক লুট, রিজার্ভ লুট, টাকা পাচার করছে। দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা। মানুষের আশা-ভরসার শেষস্থল বিচার বিভাগকেও দলীয়করণ করে ধ্বংস করে দেয়া হয়েছে।’
মোশাররফ বলেন, ‘এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রায় ৬০০-এর বেশি গুম করেছে; এক হাজারের বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে। বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য লাখের ওপর মামলা দিয়েছে; যার আসামি ৩৭ লাখের বেশি।
‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় সাজা খাটছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই রকম মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন।’
আওয়ামী লীগ সরকার দেশের মানবাধিকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই কথা শুধু আমরা (বিএনপি) বলি না, এটা দেশের সব পেশার সব মানুষ জানে। এমনকি বহির্বিশ্বও এই ব্যাপারে সোচ্চার। তাই তো র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে।
‘সরকার জনগণকে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে বিরোধী কণ্ঠস্বরকেও। নিজেদের অপকর্মের জন্য তারা ভীত। তা না হলে একটি গণসমাবেশকে কেন্দ্র করে এত কাণ্ড-কারখানা, বর্বরোচিত আচরণ কেন করতে হবে?’
বর্তমান সরকারের আমলে নির্বাচন আর কেউ বিশ্বাসযোগ্য মনে করে না মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জনগণ আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চায় না। অতএব তাদের বিদায় করতে হবে। এ জন্য জনগণের মধ্যে আরও ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করতে হবে। গণ-আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে সরাতে হবে।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির সমাবেশগুলো দেখে সরকার ভয় পেয়েছে। তারা বলে বিএনপি ভয় পেয়েছে। বিএনপি ভয় পায়নি, ভয় পেয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন। এ কারণেই তারা বিএনপির সমাবেশে বাধা দেয়ার চেষ্টা করেছে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজুল হকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানসহ অনেকে।
নূর হোসেন দিবসকে কেন্দ্র করে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর জিপিও সংলগ্ন জিরো পয়েন্টে জমায়েত হতে পারেনি ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারণ জিরো পয়েন্ট ছিল বিএনপি, ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দখলে। একইসঙ্গে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় অবস্থান ছিল বিএনপি ও ছাত্রদলের।
তবে এদিন নগরীতে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বেশকিছু নেতাকর্মী। এ সময় বেশকিছু নেতাকর্মী মারধরের শিকার হন। বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়ার ঘটনা ঘটে।
রোববার বিকেল ৪টার দিকে গুলিস্তান বিআরটিসি বাস টার্মিনাল থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ শুরু করে। দক্ষিণ সিটি করপোরেশনের সামনে থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের আরেকটি বিক্ষোভ মিছিল করেন যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের উল্টো পাশের গলি থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে জিরোপয়েন্ট অভিমুখে রওনা হয়। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া ও মারধরের শিকার হন তাদের অনেকে।
রোববার সকাল ৯টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিএনপি ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দল পুষ্পস্তবক অর্পণ করেছে। শ্রদ্ধা নিবেদনের পর থেকে জিরো পয়েন্টে অবস্থান না নিলেও বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেয়।
এর আগে শনিবার মধ্যরাতেই জিরো পয়েন্টে ‘ছাত্র-জনতা’ ও ‘গণঅধিকার পরিষদ’ ব্যানারে একদল মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় নূর হোসেনকে হত্যার দিনটিতে রোববার ঢাকার জিপিও এলাকার ‘নূর হোসেন চত্বরে’ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করার কথা থাকলেও জিপিও মোড়ে ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির কারণে তা এক ঘণ্টা পিছিয়ে বিকেল সোয়া ৪টায় নির্ধারণ করেছিল আওয়ামী লীগ।
এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। আওয়ামী লীগের কর্মী সন্দেহে তাদেরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বিএনপি নেতা-কর্মীরা।
মারধরের শিকারদের কেউ কেউ ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা দেশে ফিরবেন’ বলে স্লোগান দিচ্ছিলেন। ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু; ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ ইত্যাদি স্লোগান দিতে দেখে সেখানে অবস্থান নেয়া বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করেন। ধাওয়ার মুখে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকজন মারধরের শিকার হন।
এছাড়া রোববার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর অভিমুখে রওনা হওয়ার পরই বাধার মুখে পড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের আরেকটি মিছিল।
সড়কে সমবেত হয়ে তারা স্লোগান দিতেই মিছিলটিকে ধাওয়া করে একদল তরুণ-যুবক।
আরও পড়ুন:রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে জড়ো হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
সমাবেশ থেকে তাদের ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ বিরোধী স্লোগান দিতে দেখা গেছে।
নূর হোসেন চত্বর নামে পরিচিত জিরো পয়েন্টে রোববার ভোর থেকেই নেতা-কর্মীরা আসতে শুরু করেন।
জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবি জানান তারা।
আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার শহীদ নূর হোসেন দিবস পালনের ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের জিরো পয়েন্টে আসার আহ্বান জানায়।
এরপর তাদের প্রতিহত করতে পাল্টা সমাবেশ ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে।
এদিকে শহীদ নূর হোসেন দিবসে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবির পাশাপাশি পুলিশ, র্যাবসহ অন্যান্য বাহিনীর সদস্যদের সারাদেশে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
রাজধানীতে সচিবালয়ের আশপাশ এবং বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আওয়ামী লীগ অফিসের সামনে কিছু ব্যক্তিকে মারধর করতে দেখা যায় পুলিশকে। তারা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
সেখানে কর্তব্যরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়।’
ইউএনবির প্রতিবেদক রোববার ঘটনাস্থলে পৌঁছে দেখেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে জিরো পয়েন্টে অবস্থান নেন।
‘আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের স্থান নেই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘উই ওয়ান্ট জাস্টিস’—এমন স্লোগান দিতে দেখা যায়।
নাইমুর নামে একজন শিক্ষার্থী বলেন, ‘এই দেশে যেই দল ও সরকার ফ্যাসিবাদকে চরমে নিয়ে গেছে, যারা আমার ভাই-বোনদের হত্যা করেছে, তাদের জন্য কোনো দয়া নেই। আমরা কোনো লীগ চাই না, আর এ কারণেই আমরা আজ এখানে এসেছি।’
বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে ন্যায়বিচারের দাবি জানান।
এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এরশাদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলে ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন।
তার বুক ও পিঠে লেখা ছিল, ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান।
আরও পড়ুন:দেশে বিদ্যমান সংবিধানের অসঙ্গতিগুলো তুলে ধরে সেগুলো সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন একটি আলোচনা অনুষ্ঠানের বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে শনিবার বিকেলে ‘জুলাই গণঅভ্যুত্থানের সংবিধান ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে তারা এ মত দেন।
জনস্তরে সংবিধান চিন্তার প্রসারে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন (বিআইআরই) এ আলোচনা সিরিজের আয়োজন করে, যার প্রথম পর্ব হয় গতকাল।
আলোচনায় বক্তাদের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. মনযুর রাব্বি বলেন, রিপাবলিকের বাংলা অনুবাদ প্রজাতন্ত্র ঠিক নয়। সংবিধানে প্রজা কথাটি থাকায় তা ‘রাজা’র জন্ম দিয়েছে।
তিনি এ ধরনের শব্দ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, বিচার বিভাগের স্বাধীনতা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের বিভিন্ন অংশ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য দরকার।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, সংবিধানের ১৮টি মৌলিক অধিকারের মধ্যে ১৫টিই শর্তসাপেক্ষ (কনডিশনাল)। ফলত এক হাতে অধিকার দিয়ে অন্য হাতে কেড়ে নেয়া হয়েছে।
তিনি এ ধরনের শর্তারোপের বিরোধিতা করে সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এটি সঞ্চালনা করেন মেহেরবা সাবরিন।
স্বাগত বক্তব্যে মো. জহির উদদীন সোহাগ কেন জনস্তরে সংবিধান চিন্তা প্রয়োজন, কীভাবে তা সম্ভব, সে বিষয়টি তুলে ধরেন।
পরে সংবিধান নিয়ে জনমত জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়।
জরিপের ফল প্রকাশ করে ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সাঈদ সারওয়ার জানান, অধিকাংশ অংশগ্রহণকারী চান নতুন সংবিধান। প্রায় সবাই চান এ সংবিধানের সংস্কার।
ব্যতিক্রমী এ আলোচনা অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা সংবিধান নিয়ে তাদের মতামত দেন। তাদের অনেকে সংবিধান পুনর্লিখনের কথা বলেন। কেউ কেউ সংস্কারের পরামর্শ দেন।
অংশগ্রহণকারীদের বক্তব্য শেষে তিন বক্তা সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন দরকার, সে বিষয়ে তাদের মত দেন।
আরও পড়ুন:ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডনাল্ড ট্রাম্পের পোস্টারসহ সমাবেশের অডিও ক্লিপ ভাইরাল করার অভিযোগে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে বলা হয়, ‘রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে যেকোনো প্রান্তে যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
উসকানিদাতা, অর্থদাতা এবং এসব অপকর্মের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া সাম্প্রতিক একটি অডিও ক্লিপে দেখা যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দলের নেতা-কর্মীদের অবৈধ সমাবেশে ঢাল হিসেবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ছবি ও প্ল্যাকার্ড এবং মার্কিন পতাকা বহন করার নির্দেশ দিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন তিনি।
‘বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক নষ্ট করার চেষ্টার অংশ হিসেবে তারা এই অপকর্মের পরিকল্পনা করেছে।’
এতে উল্লেখ করা হয়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
‘এ সময় তাদের হেফাজত থেকে বিপুলসংখ্যক উসকানিমূলক পোস্টার, ছবি, প্ল্যাকার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়।’
আরও পড়ুন:প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেছেন।
ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন শহীদ নূরের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
দলগুলোর মধ্যে ছিল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
দলগুলোর নেতা-কর্মীরা রোববার রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে (জিরো পয়েন্ট) জড়ো হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
রাজনৈতিক কর্মী নূর হোসেন ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচার এইচএম এরশাদবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন।
শ্রদ্ধা নিবেদন শেষে অ্যাক্টিভিস্ট দীপক সেন বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। আগের সরকারের অধীনে কোনো গণতন্ত্র ছিল না, আর আজও কোনো গণতন্ত্র নেই।
‘আমরা বিশ্বাস করেছিলাম যে নতুন সরকার গণতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগ দেবে, কিন্তু তা হয়নি।’
মাহিন শাহরিয়ার নামের আরেকজন বলেন, ‘আমরা এই দিন প্রতি বছর আনুষ্ঠানিকভাবে পালন করি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখব।’
পূর্ববর্তী সরকারের পতন এবং তাদের ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে মাহিন বলেন, ‘স্বাধীনতার জন্য জনগণের গণঅভ্যুত্থানে যে রক্ত ঝরেছে, তা এখনও তাদের হাতে লেগে আছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সরকারের জন্য কোনো স্থান নেই। যদি তারা আবার রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করে, তবে জনগণ নিশ্চয়ই তাদের বাধা দেবে।
‘আমরাও তাদের প্রতিরোধে কর্মসূচি নেব। যদি কেউ স্বৈরাচারী শাসন পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করে, তবে আমরা আগের মতোই প্রতিরোধ গড়ে তুলব।’
দিনটি উপলক্ষে রোববার দুপুর ১২টায় জিরো পয়েন্টে জনসভার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এদিকে নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ শনিবার তাদের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে দলের সদস্যদের বেলা ৩টায় জিরো পয়েন্টে নূর হোসেনকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানায়। এর পর থেকে গুলিস্তান এলাকায় উত্তেজনা বাড়ে।
জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আরও পড়ুন:ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৯১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি রোববার এক খুদেবার্তায় এ তথ্য জানায়।
শহীদ নূর হোসেন দিবসকে ঘিরে ঢাকার জিরো পয়েন্টে আওয়ামী লীগের জমায়েতের আহ্বান এবং বিরোধীদের প্রতিহতের ঘোষণার মধ্যে বিজিবি সদস্য মোতায়েনের ঘোষণা এলো।
খুদেবার্তায় বলা হয, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে: বিজিবি সদরদপ্তর।’
মন্তব্য