মাদারীপুর সদর উপজেলায় আগুন পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় ঘরের দরজায় বাইরে থেকে ছিটকিনি আটকানো ছিল।
উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় আজ দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজনের বয়স আনুমানিক ১ ও ২ বছর। ঘটনার পর থেকে শিশুদের মা ও নানি পলাতক থাকায় শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, 'বাড়ির মালিক ঢাকা থাকেন। এখানে এক ব্যেক্তি তার স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয়দের মাধ্যমে জেনেছি, তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। তবে স্বামী কোনো এক মামলায় বর্তমানে কারাগারে আছে বলে শুনেছি।
'সকালে শিশুদের মা ও নানি বাড়ি থেকে বের হওয়ার পর ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। ধীরে ধীরে আগুন সারা বাড়ি ছড়িয়ে পড়ে। আগুন নিভে গেলে ঘরে শিশুদের মরদেহ পাওয়া যায়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।'
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
উপজেলার চেঙ্গারকান্দি গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ৩২ বছর বয়সী আঁখি বেগম পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ইব্রাহিম প্রধানের মেয়ে। ঘটনার পর থেকে পলাতক আছেন তার স্বামী সাঈদুল ইসলাম। তিনি ওই একই গ্রামের বাসিন্দা।
সোনারগাঁ থানার পুলিশ পরির্দশক আহসান হাবিব নিউজবাংলাকে এসব তথ্য জানান।
স্থানীয় ও ওই গৃহবধূর শিশু সন্তানদের বরাতে তিনি জানান, পারিবারিক কলহের জেরে সাঈদুলের সঙ্গে প্রায় ঝগড়া হতো আঁখি বেগমের। বৃহস্পতিবার রাতেও তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ঝগড়া হয়।
পরে আঁখিকে মারধর করে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় সাইদুল। পরে ঘর থেকে তার দুই সন্তানের চিৎকার শুনে লোকজন গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মুখ থেতলানো অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।
স্বজনরা জানান, প্রায় ১৫ বছর আগে সাইদুলের সঙ্গে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিকভাবে বিয়ে হয় আখিঁর। তাদের দুই ছেলে ও চার মাসের একটি মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী সাঈদুল তাকে নানা অজুহাতে মারধর করত। এ নিয়ে পরিবারের লোকজন শালিসও করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানা হয়েছে। ঘটনায় জড়িত তার পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় হত্যামামলা হবে।
আরও পড়ুন:বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া প্রায় অর্ধকোটি টাকার কয়লা গ্রেডিং মেশিন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে বৃহস্পতিবার ওই চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন রামপালের বর্ণী গ্রামের বাদশা শেখ, পিরোজপুরের নরখালি গ্রামের রাব্বি ইসলাম, ফকিরহাটের চিত্রা গ্রামের কার্তিক শীল ও খাজুরা গ্রামের আবুল কারিম।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাধে শ্যাম সরকার নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিত্বে রামপাল বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে চারজনকে আটক করা হয়। পরে আটকদের তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ি থেকে চুরি হওয়া মেশিনটি উদ্ধার করে। গত ১৬ জানুয়ারি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মেশিনটি চুরি হয়।’
খুলনার ডুমুরিয়ায় বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল কয়েকজন কিশোর, তা দিতে না পারায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
১৩ বছর বয়সী স্কুলছাত্র নিরব মন্ডল ওই এলাকার শেখর মন্ডলের ছেলে এবং একই বিদ্যালয়ের ছাত্র।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া নিউজবাংলাকে এসব তথ্য জানান।
পরিবারের বরাতে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে নিরব বাড়ি থেকে গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দিকে যায়। পরে বিকেল ৪টার দিকে তার বাবার কাছে দুটি নাম্বর দিয়ে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান ও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে ওই নম্বর দুটিতে কল দিলে বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে, অনেক খোঁজাখুঁজির পর রাতে বিদ্যালয়ের পরিত্যাক্ত শ্রেণীকক্ষে তার মরদেহ পাওয়া যায়।
ওসি সেখ কনি মিয়া বলেন, ‘ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে।’
আরও পড়ুন:দেশের কোথাও বই পৌঁছাতে দেরি হয়ে থাকলে সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
চাঁদপুর সার্কিট হাউসে শুক্রবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠ্যবই না পাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যে সকল শিক্ষার্থীর বই দেয়া বাকি ছিল, তাদের ২৫ তারিখের মধ্যে সমস্ত বই দিয়ে দেয়ার কথা ছিল। কাজেই কোথাও যদি বই পৌঁছাতে দেরি হয়ে থাকে, অবশ্যই আমি তা দেখব।’
দীপু মনি বলেন, ‘ওয়েবসাইটে প্রতিটি বই দেয়া আছে। এরপরও যদি কোনো ব্যত্যয় ঘটে থাকে, তাহলে শিক্ষকরা সেখান থেকে শিক্ষার্থীদের পড়াতে পারেন। শুধু জ্ঞানভিত্তিক নয়; দক্ষতাভিত্তিক, সফট স্কিল ও মূল্যবোধ শেখার মধ্য দিয়ে শিক্ষার্থীরা স্মার্ট নাগরিক হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত, সমৃদ্ধশালী, সুখী বাংলাদেশ হব। আর সেটি হবে স্মার্ট বাংলাদেশ। আমাদের সমস্ত সেবা, সমস্ত কাজ এবং বিজ্ঞান-প্রযুক্তি যা কিছু আছে, সকল প্রযুক্তি নিয়ে মানুষ দক্ষ হয়ে উঠবে।
‘যত স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে, যত সেবার মান আছে, তা নিশ্চিত হবে। কাজেই স্মার্ট বাংলাদেশ মানে সেই বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি নাগরিকই স্মার্ট নাগরিক হবেন।’
ওই সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রনজিত রায় চৌধুরী।
আরও পড়ুন:মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে নারীসহ ৮ জনকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই এলাকার সোহরাব সরদার, তার ছেলে আকাশ সরদার, একই এলাকার মাসুদ সরদার, খালেক সরদারের স্ত্রী জুলেখা বেগম, বাদশা সরদারের স্ত্রী মালা বেগম, হালান সরদারের ছেলে বিল্লাল সরদার, আসাদ সরদার ও তার স্ত্রী সোরেফা বেগম।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী নিউজবাংলাকে এসব তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মিয়ারচর এলাকার আসাদ সরদারের সঙ্গে প্রতিবেশি জালাল সরদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মীমাংসার জন্য এলাকায় বেশ কয়েকবার সালিশী-বৈঠক করে স্থানীয় মাতবররা। এতে সমাধান না হলে ক্ষিপ্ত হয়ে আসাদ ও তার পরিবারের ওপর দুপুরে অতর্কিত হামলা চালায় জালাল ও তার লোকজন।
এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় নারীসহ ৮ জনকে। পরে আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এদিকে অবস্থার অবনতি হওয়ায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠায় চিকিৎসক। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী।
ওসি মনোয়ার জানান, হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:প্রধানমন্ত্রী চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছেন বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি পরিষদ ও নগরবাসীর সহযোগিতা নিয়ে আগামী পাঁচ বছরে নগরীর বৈপ্লবিক পরিবর্তন ঘটানোর পরিকল্পনার কথা জানিয়ে মোস্তফা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর অত্যন্ত খুশি। তিনি বলেছেন যে প্রার্থীই নির্বাচিত হোক না কেন, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমার চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’
মেয়র নির্বাচিত হবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গত ৩১ জানুয়ারি শপথ শেষে বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে যান তিনি। এ সময় নেতা-কর্মী ও নগর ভবনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘নগরবাসী আমার ওপর দ্বিতীয়বারের মতো আস্থা রেখে আমাকে সম্মানিত করেছেন, আমি তাদের আস্থার মান রক্ষার চেষ্টা করব।’
নবনির্বাচিত এ মেয়র বলেন, ‘আমি মনে করি দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’
মোস্তফা বলেন, ‘নগরীর উন্নয়নের জন্য আমি এক হাজার ৬৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। চিকলী পার্কের জন্য ৪৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প জমা দেয়া হয়েছে। শ্যামাসুন্দরী খালের উন্নয়ন নিয়েও একটি প্রকল্প জমা দিয়েছি। বিগত সময়ে করোনার জন্য শ্যামাসুন্দরী খালের উন্নয়ন করা সম্ভব হয়নি। এবার বিভাগীয় প্রশাসনের সঙ্গে সেতু বন্ধনের মাধ্যমে আমরা শ্যামাসুন্দরী খালের উন্নয়ন করব।’
আরও পড়ুন:চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ট্রেনের বগি থেকে ১৩০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
চাঁদপুর শহরের কোর্টস্টেশনে চট্টগ্রামগামী ট্রেনের মালবাহী একটি বগীতে তল্লাশি করে বৃহস্পতিবার দুপুরে মাছগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে শহরের কালিবাড়ি রেলওয়ে কোর্ট স্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে চট্টগ্রামগামী সাগরিকা ট্রেনে তল্লাশি করে ১৩০০ কেজি জাটকা জব্দ করা হয়, যা ৩২.৫ মণের সমান।
‘পরে চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।’
মন্তব্য