× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
Head teacher suspended for 4 hours for sexual harassment
google_news print-icon

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক ৪ ঘণ্টা অবরুদ্ধ

যৌন-হয়রানির-অভিযোগে-প্রধান-শিক্ষক-৪-ঘণ্টা-অবরুদ্ধ
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) মহোদয় ও থানা পুলিশের একটি টিম গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

নওগাঁর রানীনগরের একটি স্কুলে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এসব নিশ্চিত করেছেন।

উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার সকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম হাফিজুর রহমান।

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাফিজুর রহমান বিভিন্ন কৌশলে বিভিন্ন সময় ছাত্রীদের শরীর স্পর্শ করেন। সম্প্রতি বেশ কিছু ছাত্রী আতঙ্কিত হয়ে নিজ নিজ অভিভাবকদের বিষয়টি জানায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা রোববার বেলা ১১টার দিকে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

অবরোধকারীদের একজন বলেন, ‘আমার বড় ভাইয়ের মেয়ে বৃহস্পতিবার বিকেলে এসে বলে হাফিজুর রহমান স্যার আমার শরীরে হাত দিয়েছে। আমি খুব ব্যথা পেয়েছি। স্যার ভালো না। এ রকম চরিত্রহীন শিক্ষকের কঠিন শাস্তি চাই। এমন শিক্ষকের দরকার নেই এই স্কুলে।’

আরেক অভিভাবক বলেন, ‘হাফিজুর মাস্টার চার দিন আগে স্কুলে আমার মেয়েকে জড়িয়ে ধরে। বাড়িতে এসে আমার বলে যে স্যার কেমন জানি করে, স্যার ভালো না। তাকে আটক করে শাস্তি দেয়া হোক। এমন জঘন্য মনের শিক্ষক থাকার দরকার নাই।’

অবরোধকারী অভিভাবক ও স্থানীয়রা ওই শিক্ষকের অব্যাহতির দাবি জানান।

তবে শিক্ষক হাফিজুর বলেন, ‘এই স্কুলে যারা পড়াশোনা করে সবাই আমার সন্তান সমতুল্য। এখানকার কিছু মানুষ সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে এই ধরনের পরিকল্পনা সাজিয়েছে। আমার বিরুদ্ধে সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’

এ বিষয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘সহকারী কমিশনার (ভূমি) মহোদয় ও থানা পুলিশের একটি টিম গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

আরও পড়ুন:
শিক্ষক হত্যায় আদালতে স্বীকারোক্তি দেননি ভাতিজা
‘দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলেন’ শিক্ষক রোকসানা
দরজা ভেঙে পাওয়া গেল শিক্ষকের রক্তাক্ত মরদেহ
ঘরে স্কুলশিক্ষকের মরদেহ, তছনছ করা আসবাব
যৌন হয়রানি: সত্যতা পেলেও শিক্ষকের বিরুদ্ধে নেই ব্যবস্থা

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
The protest against the arrest of the head teacher on charges of sexual harassment

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক, বিক্ষোভ আগুন

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক, বিক্ষোভ আগুন ছাত্রীতে যৌন নির্যাতনের অভিযোগে বুধবার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে এলাকাবাসী বিক্ষোভ করে। ছবি:নিউজবাংলা
বুধবার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিবাদে উত্তেজিত জনতা সিএনজিচালিত একটি অটোরিকশা ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি দরোজা ভাঙচুর করে। দুটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়া হয়।

কুমিল্লার দেবিদ্বারে একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানি ও উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়।

বুধবার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রতিবাদে উত্তেজিত জনতা সিএনজিচালিত একটি অটোরিকশা ও বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কয়েকটি দরোজা ভাঙচুর করে।

সন্ধ্যা ৭টার দিকে ঘটনাস্থলে দেবিদ্বার-বিপাড়া (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লা, ওসি কমল কৃষ্ণ ধরসহ এক দল পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তল হোসেন বুধবার দুপুরে স্কুলের বিরতির ফাঁকে এক ছাত্রীকে ডেকে তার অফিস কক্ষে নিয়ে যান। পরে তাকে ভালোমতো লেখাপড়া করা ও কোনো ছেলের সঙ্গে সম্পর্ক না করার জন্য উপদেশ দেন।

এসব কথাবার্তার ফাঁকে ওই প্রধান শিক্ষক ওই ছাত্রীকে জড়িয়ে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দেয়ার চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী ধস্তাধস্তি করে দৌড়ে কক্ষ থেকে বের হয়ে যায়। এ ঘটনা বাইরে থাকা কয়েকজন শিক্ষার্থীও দেখে। পরে তারা পুলিশ ও সাংবাদিকদের কাছে সাক্ষ্য দেয়।

ওই ছাত্রী বাড়ি গিয়ে অভিভাবকদের ঘটনা জানালে তার বাবা স্কুলে আসেন। ঘটনা জানাজানি হলে কয়েক ঘণ্টার মধ্যে এলাকার কয়েক হাজার মানুষ স্কুল মাঠে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে জুতার মালা ও প্লাকার্ড হাতে বিক্ষোভ করে।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, রাত ৯টার দিক রাবার বুলেট বিদ্ধ হওয়া ৫ ছাত্রকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের জামাতা ঘটনাস্থলে এলে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

শ্লীলতাহানির শিকার ছাত্রীর বাবা বলেন, ‘দুপুরে আমার মেয়ে বাড়ি গিয়ে কান্নাকাটি শুরু করে। তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে প্রধান শিক্ষকের যে আচরণের কথা বলেছে তা আমি বাবা হয়ে বলতে পারছি না। স্কুলের প্রধান শিক্ষক যদি মেয়েদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি আইনি ব্যবস্থা নেব।’

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোক্তল হোসেন বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মিথ্যা কলঙ্ক রটিয়ে একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

এ বিষয়ে দেবিদ্বার-বিপাড়া (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লা বলেন, ‘অনেক চেষ্টা করেও বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তারা দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্ত প্রধান শিক্ষক পুলিশের হেফাজতে আছেন। ভুক্তভোগীর বাবা থানায় মামলা করতে চেয়েছেন। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন:
ভাঙ্গায় ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার
শ্লীলতাহানির চেষ্টার পর ট্রেন থেকে ছুড়ে ফেলে হত্যা
শ্লীলতাহানির মামলায় প্রধান শিক্ষক কারাগারে
বাসে ছাত্রীর শ্লীলতাহানির মামলায় চালক রিমান্ডে
‘ছাত্রীর শ্লীলতাহানি’, বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

মন্তব্য

বাংলাদেশ
The acting registrars audio leak in EB

ইবিতে এবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অডিও ফাঁস!

ইবিতে এবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অডিও ফাঁস!
ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রত। কর্মকর্তা সমিতি বিতর্কিত হয়ে গেল। আমরা প্রাথমিকভাবে তার কণ্ঠের সাদৃশ্য পেয়েছি। কর্মকর্তা সমিতির একটি জরুরি মিটিং ডেকেছি। মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী আমরা উপাচার্যের কাছে বিষয়টি উপস্থাপন করব।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্যের কথিত অডিও ফাঁসের পর এবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের আরেক অডিও ফাঁস হয়েছে। সাবেক ডাইরেক্টর অফ প্ল্যানিং (পিডি) ও বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কণ্ঠের মতো অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে এই অডিও ‘সাথী খাতুন’ নামের একটি আইডি দিয়ে প্রচার করা হচ্ছে। লেনদেন সংক্রান্ত পৃথক চারটি সময়ের কথোপকথন একসঙ্গে যুক্ত করে ২ মিনিট ৫০ সেকেন্ডের অডিও ক্লিপিংটি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অডিও’র প্রথম অংশে মঈন নামের একজন বলেন- ‘স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি মঈন বলছিলাম। স্যার, আজকে তো ওইটা জমা দিয়ে দিলাম। টাকা কোথায় কখন প্লেস করবো আপনাকে, বললে আমি ওইভাবে প্রিপারেশন নিতাম আর কি।’ এ সময় বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সদৃশ কণ্ঠে বলা হয়- ‘আপনি, ৩টার সময় কুষ্টিয়া এসে দিতে হবে।’

তখন মঈন বলেন, ‘৩টার সময় স্যার পারবো না। সাড়ে ৪টার সময় পারবো।’ আলী হাসান- ‘সাড়ে ৪টার সময়ই দিয়েন।’ মঈন- ‘জ্বী স্যার, সাড়ে ৪টার সময় পাবো। চার লাখ টাকা পারবো। আপনার টোটাল টাকাটাই পাবো। কিন্তু আপনার চার লাখ টাকা সাড়ে ৪টা থেকে পাবো। ৫টা/সাড়ে ৫টার ভেতর দিয়ে দিব।’

আলী হাসান- ‘ফোনে এগুলো বলার দরকার নাই।’ মঈন- ‘আমি সেইফ জায়গায় আছি।’ আলী হাসান- ‘না না, ফোনে এগুলো বলার দরকার নেই।’ মঈন- ‘ওহ্‌ আচ্ছা, আচ্ছা ঠিক আছে।’ আলী হাসান- ‘আমি শুধু ফোনে বলে দিব কোন জায়গা।’ মঈন- ‘ওকে, ধন্যবাদ স্যার।’

অডিওর দ্বিতীয় অংশে রেজিস্ট্রার আলী হাসান বলেন, ‘কে বলছেন?’ বিপরীত পক্ষ থেকে বলা হয়, ‘মঈন সাহেব বলছিলাম, আপনি কে বলছিলেন?’ আলী হাসান- ‘আমি ডাইরেক্টর প্ল্যানিং বলছিলাম।’ মঈন- ‘ও আচ্ছা, স্যার। ওইটা সাড়ে ৪টার দিকে পাবেন।’

আলী হাসান- ‘আচ্ছা ঠিক আছে। ওইটা একটু দেখেশুনে বলবেন।’ মঈন- ‘না স্যার, বলব না। আামি শুধু ইঙ্গিত দিব আপনাকে। যে আমার হয়ে গেছে, আমি কোথায় আসবো।’ আলী হাসান- ‘আচ্ছা ঠিক আছে।’

অডিওর তৃতীয় অংশে রেজিস্ট্রার আলী হাসান মঈনকে উদ্দেশ করে বলেন, ‘হয়েছে?’ মঈন- না, এখনও হয়নি স্যার। বসে আছি ব্যাংকে। কনফার্মেশনের জন্য বসে আছি ঢাকার।’ এ সময় আলী হাসান বলেন, ‘আচ্ছা, আমি আছি। শহরের ভেতরেই আছি।’

অডিওর চতুর্থ অংশে মঈন বলেন, ‘আসসালামু আলাইকুম স্যার।’ আলী হাসান- ‘কী অবস্থা?’ মঈন- ‘স্যার, একটু অপেক্ষা করতে হবে। স্যার, একটু অপেক্ষা। কোথাও বসে চা-টা খান।’

আলী হাসান- ‘কতক্ষণ লাগবে আর?’ মঈন- ‘লাগবে… আধ ঘণ্টা লাগবে স্যার।’ আলী হাসান- ‘কত কত?’ মঈন- ‘ঢাকা থেকে ক্লিয়ারেন্স নিতে হয়েছে স্যার।’

আলী হাসান এ সময় বলেন, ‘আরে বাবা, এদিকে ব্যাংক বন্ধ করে দিব তো!’ মঈন- ‘আরে বইলেন না। ঢাকা থেকে আবার ক্লিয়ারেন্স নিতে হয়েছে। কিভাবে যে করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি অল্প একটু অপেক্ষা করেন স্যার। একটু অপেক্ষা করেন, আসতিছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল আলম বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খুবই বিব্রত। কর্মকর্তা সমিতি বিতর্কিত হয়ে গেল। আমরা প্রাথমিকভাবে তার কণ্ঠের সাদৃশ্য পেয়েছি। কর্মকর্তা সমিতির একটি জরুরি মিটিং ডেকেছি। মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী আমরা উপাচার্যের কাছে বিষয়টি উপস্থাপন করব।’

এ বিষয়ে রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত না। এমন ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ নিতে পারি। দেখি, বিষয়টি নিয়ে কী করা যায়।’

প্রসঙ্গত, এর আগে সম্প্রতি কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কণ্ঠসদৃশ একাধিক অডিও ফাঁস হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়াও এসব ঘটনায় জড়িতদের খুঁজে বরে করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন:
শিক্ষার্থীদের মারধর: ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
ইবি শিক্ষার্থীকে মারধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
উদ্ধার হয়নি বিবস্ত্র করে ভিডিও ধারণের ফোন, মেলেনি ফুটেজও
পছন্দের হলেই উঠলেন ফুলপরী
ফুলপরীকে নির্যাতন: সানজিদাসহ পাঁচজনকে বহিষ্কার ইবির

মন্তব্য

বাংলাদেশ
After 16 in Chabi three more resigned

চবিতে ১৬ জনের পর আরও তিনজনের পদত্যাগ

চবিতে ১৬ জনের পর আরও তিনজনের পদত্যাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটক। ফাইল ছবি
পদত্যাগকারীদের একজন সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব নিউজবাংলাকে বলেন, ‘উনি (নতুন প্রক্টর) ছাত্রজীবনে শিবিরের রাজনীতি করতেন। আমাদের ছাত্রলীগের অনেক ছেলের সঙ্গে উনি সমস্যা করেছেন। আমার আদর্শের বিপরীতে গিয়ে তার সঙ্গে কাজ করা সম্ভব নয়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিভিন্ন পর্ষদ থেকে ১৬ জনের একযোগে পদত্যাগের পর এবার চারটি পদে আরও তিনজন পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একজন সহকারী প্রক্টর, দুই হলের প্রভোস্ট ও একটি দপ্তরের প্রশাসক রয়েছেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগকারীরা হলেন- সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব, খালেদা জিয়া হলের প্রভোস্ট ও পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. সাইদুল ইসলাম সোহেল এবং আতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট সুমন বড়ুয়া।

পদত্যাগপত্রে সাইদুল ইসলাম সোহেল ও সুমন বড়ুয়া ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

অন্যদিকে সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব জানিয়েছেন, নতুন নিয়োগপ্রাপ্ত প্রক্টরের সঙ্গে আদর্শের দ্বন্দ্বের কারণে তিনি প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছেন।

নিউজবাংলাকে তিনি বলেন, ‘কালকে (রোববার) নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। তিনি কখনোই আমাদের আদর্শের লোক ছিলেন না। আমি আমার আদর্শের জায়গায় দায়বদ্ধ। সেই জায়গায় আমি কখনও আপস করব না। এটার প্রতিবাদে আমি পদত্যাগ করলাম।’

মুহাম্মদ ইয়াকুব আরও বলেন, ‘উনি (নতুন প্রক্টর) ছাত্রজীবনে শিবিরের রাজনীতি করতেন। আমাদের ছাত্রলীগের অনেক ছেলের সঙ্গে উনি সমস্যা করেছেন। আমার আদর্শের বিপরীতে গিয়ে তার সঙ্গে কাজ করা সম্ভব নয়। তাকে নিয়োগ দেয়ার বিষয়ে ম্যামও (উপাচার্য) আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা করেননি। এ অবস্থায় এই পদে আর থাকার প্রয়োজন বোধ করি না।’

আরও পড়ুন:
চবি ছাত্রলীগে ফের সংঘর্ষ ভাঙচুর, আহত ৪
একুশের প্রথম প্রহরে সংঘর্ষে চবি ছাত্রলীগ 
বসন্ত বরণে মেতেছে চবি ক্যাম্পাস
জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে চবির ৮ শিক্ষক-শিক্ষার্থী
চবির আন্দোলনে হামলা ও সাংবাদিক হেনস্তার ঘটনা তদন্তে কমিটি

মন্তব্য

বাংলাদেশ
What is the reason behind the public resignation in the administration of Chabi?

চবি প্রশাসনে গণপদত্যাগের নেপথ্য কারণ কী?

চবি প্রশাসনে গণপদত্যাগের নেপথ্য কারণ কী? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: নিউজবাংলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘শিক্ষকরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে সুশাসনের মারাত্মক ঘাটতি রয়েছে। বিভিন্ন নিয়োগ নিয়েও প্রশ্ন উঠছে। এখন তাদের হয়তো বোধোদয় হয়েছে যে উপাচার্যের স্বাভাবিক চাকরির মেয়াদ শেষ। আমাদের তো থাকতে হবে। আমরা এই অন্যায় বা আইন লঙ্ঘনের সঙ্গে আর থাকব না। অথবা তাদের কারও কারও হয়তো চাওয়া-পাওয়ার হিসাবটা মিলে নাই। সর্বোপরি কারণটা ব্যক্তিগত নয় তা বলাই যায়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একসঙ্গে ১৬ জনের পদত্যাগ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পদত্যাগকারী শিক্ষকবৃন্দ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিলেও এর পেছনে অন্য কারণও থাকতে পারে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা।

প্রশাসনের একটি সূত্র বলছে, উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল টিমের মনোমালিন্য চলছিল। এর জের ধরেই প্রক্টরিয়াল টিমের বড় একটি অংশসহ প্রক্টরের আস্থাভাজন শিক্ষকরা একযোগে পদত্যাগ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা সূত্রে জানা যায়, নিয়োগ সংক্রান্ত মতবিরোধ ও কয়েকটি বিষয়ে মতানৈক্যের জেরে চবি উপাচার্য প্রক্টর ও একজন সহকারী প্রক্টরকে পদত্যাগ করতে বলেন। পরবর্তীতে প্রক্টর প্রশাসনের বিভিন্ন পদে থাকা তার আস্থাভাজনদের নিয়ে একযোগে পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘ব্যক্তিগত কারণে একজন পদত্যাগ করতেই পারেন। কিন্তু যখন একসঙ্গে ১৬ জন একযোগে পদত্যাগ করেন তখন কারণটি যে কেবল ব্যক্তিগত নয়, তা সহজেই অনুমান করা যায়।’

তিনি বলেন, ‘যখন এমন গণপদত্যাগের ঘটনা ঘটে তখন দু’টি বিষয় সামনে আসে। শিক্ষকরা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে না। সুশাসনের মারাত্মক ঘাটতি রয়েছে। সে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে নানা প্রশ্ন উত্থাপিত হচ্ছে।

‘এখন তাদের (পদত্যাগকারী) হয়তো বোধোদয় হয়েছে যে উপাচার্যের স্বাভাবিক চাকরির মেয়াদ শেষ হয়ে গেছে। আর ক’দিনই বা তিনি থাকবেন। আমাদের তো অনেক দিন থাকতে হবে। আমরা এই অন্যায় বা আইন লঙ্ঘনের সঙ্গে আর থাকব না। সেই কারণে তারা একযোগে পদত্যাগ করেছেন। অথবা তাদের কারও হয়তো কোনো চাওয়া-পাওয়া ছিল কিন্তু সেই হিসাবটা মিলে নাই। সেটা থেকেও হতে পারে। পদত্যাগের কারণ কেবলই ব্যক্তিগত নয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে এভাবে একযোগে পদত্যাগের কারণ কী তা জানতে চাইলে সদ্য প্রক্টরিয়াল টিম থেকে পদত্যাগকারী দুই শিক্ষক বলেন, গবেষণা কাজ ও নিজ পরিবারকে সময় দিতে পারছিলেন না তারা। এজন্য দায়িত্ব ছেড়ে দিয়ে নিজ কাজে ফিরতে চান তারা।

সদ্য পদত্যাগ করা সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাবলু বলেন, ‘আমাদের পদত্যাগটা পূর্বপরিকল্পিত না। সকালে কথা হতে হতে একসঙ্গে অনেকের পদত্যাগের বিষয়টি ঘটে গেছে।

উপাচার্যের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যামের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। বিশ্ববিদ্যালয়ের সুনাম মানেই আমাদের সুনাম। ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে সরে যাওয়ার পর এখন একেকজন একেক কথা বলবে এটাই স্বাভাবিক।’

পদত্যাগ করা প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘প্রশাসনের দায়িত্ব পালন ছাড়াও আমি গবেষণা কাজ করি। আমার গবেষণা এবং একাডেমিক কাজও ব্যাহত হচ্ছে। আমি কাউকেই পদত্যাগ করতে বলিনি।

‘শিক্ষকদের নিজ নিজ স্বাধীনতা আছে। তারা হয়তো শুনেছেন যে আমি পদত্যাগ করব। তাই তারাও করেছেন। অনেকে হয়তো আগে থেকেই চিন্তা করে রেখেছিলেন। তাই তারাও এখন পদত্যাগ করেছেন।’

তিনি বলেন, ‘আমি জাপান যাওয়ার আগে মৌখিকভাবেও উপাচার্যকে পদত্যাগের কথা বলেছিলাম। এর আগেও বিভিন্ন সময়ে বলেছি।

‘আরেকটি বিষয় হলো, এখানে এই দায়িত্বে থেকে আমি যদি শিক্ষকদের জন্য কন্ট্রিবিউট করতে না পারি, তাদের যৌক্তিক দাবি পূরণে কাজ করতে না পারি তাহলে এখানে থেকে কী হবে?’

বিষয়টি নিয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের মন্তব্যের জন্য একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল টিমের একটি বড় অংশসহ একাধিক পর্ষদের ১৮ পদে ১৬ জন পদত্যাগ করেছেন।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

তাদের মধ্যে প্রক্টরিয়াল টিমের পদ থেকে প্রক্টরসহ ছয় সহকারী প্রক্টর পদত্যাগ করেন। তারা হলেন- প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভুইয়া, সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম, শহীদুল ইসলাম, রামেন্দু পারিয়াল, শাহরিয়ার বুলবুল ও গোলাম কুদ্দুস লাবলু।

এর বাইরে হল ও অন্যান্য পর্ষদ থেকে যারা পদত্যাগ করেন তারা হলেন- শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হাসান ভুইয়া, শাহজালাল হলের হাউজ টিউটর শাহরিয়ার বুলবুল, এ এফ রহমান হলের হাউজ টিউটর অনাবিল ইহসান, প্রীতিলতার হলের হাউজ টিউটর ফারজানা আফরিন, শহীদ আব্দুর রব হলের হাউজ টিউটর ড. এইচ এম আব্দুল্লাহ আল মাসুদ, শহীদ আব্দুর রব হল হাউজ টিউটর রমিজ আহমদ, শামসুন্নাহার হলের হাউজ টিউটর সাকিলা তাসমি, খালেদা জিয়া হলের হাউজ টিউটর শাহ আলম, নাসরিন আক্তার ও উম্মে হাবিবা এবং আলাওল হলের সিনিয়র হাউজ টিউটর ঝুলন ধর।

এর বাইরে আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ ওমর ফারুক পদত্যাগ করেন।

ঘণ্টাখানেকের ব্যবধানেই নতুন প্রক্টর নিয়োগ

এদিকে প্রক্টরের পদত্যাগের ঘণ্টাখানেকের ব্যবধানেই নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে

চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ বলেন, ‘একজন প্রক্টর ও দুইজন সহকারী প্রক্টরকে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার। এর বাইরে দুজনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক রোকন উদ্দিন ও ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সেসের প্রভাষক সৌরভ সাহা জয়।

আরও পড়ুন:
চবিতে প্রক্টরের পদত্যাগের ঘণ্টাখানেক পর নতুন প্রক্টর
চবি প্রক্টরসহ বিভিন্ন পর্ষদের ১৬ জনের পদত্যাগ
চবির চারুকলা আরও একমাস বন্ধ
ছাত্রলীগের সংঘর্ষ: মধ্যরাতে চবির হলে তল্লাশিতে মিলল দেশীয় অস্ত্র
চবি ছাত্রলীগে ফের সংঘর্ষ ভাঙচুর, আহত ৪

মন্তব্য

বাংলাদেশ
Teachers in press club for 11 days demanding nationalization of MPO institutions

এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে ১১ দিন ধরে প্রেস ক্লাবে শিক্ষকরা

এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে ১১ দিন ধরে প্রেস ক্লাবে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানে শিক্ষক ও কর্মচারীরা। ছবি: নিউজবাংলা
সারা দেশ থেকে আসা শতাধিক শিক্ষক ও কর্মচারী অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তারা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজপথে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।

শিক্ষকদের অবস্থান কর্মসূচির ১১তম দিন ছিল সোমবার।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষক ও কর্মচারীরা।

সারা দেশ থেকে আসা শতাধিক শিক্ষক ও কর্মচারী এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তারা জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত রাজপথে অবস্থান করবেন বলে জানিয়েছেন।

অবস্থান কর্মসূছি থেকে শিক্ষক নেতারা বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম, সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হলেও সরকারি ও বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সুযোগ-সুবিধার ব্যাপক ফারাক। অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ২৫ শতাংশ।

তারা আরও বলেন, অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক ও কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ কেটে রাখলেও ৬ শতাংশের বেশি সুবিধা এখনও দেয়া হয় না। বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই।

জোটের যুগ্ম আহ্বাক প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৩ সালে প্রায় ২৬ হাজার এক শর বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন। ২০১৮ সালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার ব্যবস্থা করেন। এরই ধারাবাহিকতায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রয়োজন শুধু সরকারের সদিচ্ছা ও সুষ্ঠু নীতিমালা। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের মাসিক বেতন ও টিউশন ফি বাবদ যা আয় হয়, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলে ভর্তুকি ব্যতিরেকেই জাতীয়করণ সম্ভব।’

আরও পড়ুন:
সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি
প্রাথমিকে বদলি আবেদন শুরু মঙ্গলবার
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির ফল প্রকাশ
ভোলায় ১৪ দিন পরও সন্ধান মেলেনি মাদ্রাসা শিক্ষকের
বরিশালে শিক্ষককে মারধরের অভিযোগ

মন্তব্য

বাংলাদেশ
Assistant Teacher Recruitment Notification

সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি
রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোর সব উপজেলার স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১০ মার্চ, চলবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার আগের মতো একযোগে নয়, বিভাগ অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শুরুতে তিনটি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোর সব উপজেলার স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১০ মার্চ, চলবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পদের নাম ‘সহকারী শিক্ষক’ এবং বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

বয়সসীমা: ২৪ মার্চে সাধারণ প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় বয়সের সর্বোচ্চ সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪-এর স্কেলে ন্যূনতম ২ দশমিক ২৫ এবং ৫-এর স্কেলে ন্যূনতম ২ দশমিক ৮) স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

মন্তব্য

বাংলাদেশ
Initial transfer application starts on Tuesday

প্রাথমিকে বদলি আবেদন শুরু মঙ্গলবার

প্রাথমিকে বদলি আবেদন শুরু মঙ্গলবার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা একই জেলার মধ্যে আন্তঃউপজেলা বদলির জন্য ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ৪ থেকে ৯ মার্চের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা বদলির প্রয়োজনীয় কাজ শেষ করবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা অনলাইন বদলির আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার। তা চলবে ৩ মার্চ পর্যন্ত।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিদ্যালয়) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা একই জেলার মধ্যে আন্তঃউপজেলা বদলির জন্য ২৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। ৩ মার্চ পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করা যাবে। ৪ থেকে ৯ মার্চের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপ-পরিচালক বদলির প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন।

বদলির শর্তের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনে শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দ দিতে পারবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে সেক্ষেত্রে একটি বা দুটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীর পছন্দ অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হবে বলে কোনোরকম হস্তক্ষেপের সুযোগ থাকবে না।

আরও বলা হয়েছে, আবেদন যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত বছরের ডিসেম্বরে জারিকৃত সবশেষ ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২২’ অনুযায়ী আবেদন ও কাগজপত্র যাচাই করবেন। যাচাই শেষ হলে পরবর্তীতে তা পুনরায় বিবেচনা করার আবেদন গ্রহণ করা হবে না।

আরও পড়ুন:
প্রাথমিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ সহসাই
প্রাথমিকে শিক্ষক নিয়োগে পদ বাড়ানোর দাবিতে অবস্থান
প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন কেন ১০ম গ্রেডে নয়: হাইকোর্ট
মামলা থাকা প্রাথমিক শিক্ষকদের বদলি নয়
প্রাথমিকে নিয়োগ: মৌখিক পরীক্ষায় যাচাই হবে হাতের লেখা

মন্তব্য

p
উপরে