অপরিচ্ছন্ন জলাবদ্ধ নর্দমা, ঠিকমতো দেয়া হয় না মশার ওষুধ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেড়ে চলেছে এডিস মশার উপদ্রব। বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে পুরো ক্যাম্পাসের নর্দমাগুলোয় জমে আছে পানি। ভাষা শহীদ রফিক ভবনের পাশে, ক্যাফেটেরিয়ার পাশের নর্দমা এবং নতুন একাডেমিক ভবনের পেছনের নর্দমার মুখে ময়লা জমে এগুলোর প্রবাহ স্থবির হয়ে গেছে।
এসব নর্দমায় মশার রাজত্ব। মশার কামড়ে শিক্ষার্থীরা নিয়মিত ডেঙ্গু আক্রান্ত হলেও মশা নিধনে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুধু সিটি করপোরেশনের দিনে একবার ফগার মেশিনে মশার ওষুধ ছিটায়। সেটার উপরই নির্ভর করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নর্দমা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেই। শিক্ষক ডরমেটরি, বিজ্ঞান অনুষদ চত্বর কিংবা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটকের ভেতর দিয়ে যাওয়া সিটি করপোরেশনের নর্দমাতেও জমে রয়েছে পানি। জমে থাকা পানিতে দেখা যায় মশার লার্ভা। মশাও উড়ে বেড়াচ্ছে চারদিকে। পরিষ্কার না করায় এই অবস্থা ভয়াবহতায় রূপ নিচ্ছে। আর তা পরিণত হচ্ছে মশার আতুড়ঘরে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রায় অধিকাংশ নর্দমা খোলা অবস্থায় পড়ে আছে। ছাত্রী কমনরুমের পাশে, রফিক ভবনের দুপাশে, বজলুর রহমান মিলনায়তনের পেছনে, কলা ভবন এবং সামাজিক বিজ্ঞান ভবনের পেছনের নর্দমাও উন্মুক্ত অবস্থায় পড়ে আছে।
বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের পেছনের নর্দমাগুলোতেও দেখা যায় বদ্ধ পানি। স্যাঁতসেঁতে পরিবেশ এবং বিভিন্ন ঝোপঝাড় থাকায় ড্রেনগুলি মশার বংশবিস্তারের উপর্যুক্ত পরিবেশ তৈরি করেছে।
মাঝেমধ্যে বিকালে ক্যাম্পাসে শুধুমাত্র প্রশাসনিক ভবনের চারপাশ, নতুন একাডেমিক ভবনের সামনের জায়গা, সামাজিক বিজ্ঞান অনুষদের সামনের জায়গায় ফগার মেশিন দিয়ে নামমাত্র মশার ওষুধ ছিটানো হয়। নিয়মিত নর্দমা পরিষ্কার না করা ও ভবনের পিছনের ঝোপঝাড়ের জায়গাগুলোতে মশার ওষুধ না ছিটানোয় মশা কমছে না।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান আপন বলেন, ‘ক্লাস পরীক্ষার প্রয়োজনে দিনের অধিকাংশ সময় ক্যাম্পাসে কাটানো হয়। সারা দেশে ডেঙ্গুর যা অবস্থা, তাতে আমাদের ক্যাম্পাসে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ। ড্রেনগুলিতে মশা যেভাবে বংশবিস্তার শুরু করেছে, এভাবে চলতে থাকলে বেশিরভাগ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে পড়তে পারে।’
গণিত বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘শুধু বিকালে মশার ওষুধ ছিটানো হয়। এডিস মশা তো রাতে কামড়ায় না। দিনের বেলাতেই বেশি কামড়ায়। সারা দিন ক্যাম্পাসে থাকতে হয়। আমার অনেক বন্ধুই ডেঙ্গু আক্রান্ত হয়েছে।’
এদিকে ঠান্ডা ও জ্বর নিয়ে অনেক শিক্ষার্থী প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে আসছেন। প্রতিদিন গড়ে ২০০ জন রোগীর অধিকাংশই আসছেন জ্বরের উপসর্গ নিয়ে। এদের মধ্যে এক-তৃতীয়াংশ শিক্ষার্থী ডেঙ্গুর উপসর্গের। গত দুই সপ্তাহে প্রায় ২ হাজার শিক্ষার্থী এমন উপসর্গ নিয়ে মেডিক্যাল সেন্টারে এসেছেন। যার মধ্যে অধিকাংশেরই ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশংকা করছেন তারা।
মেডিক্যাল সেন্টারের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম বলেন, ‘আমাদের এখানে অনেক শিক্ষার্থী জ্বর নিয়ে আসছেন। জ্বর হলে প্রাথমিকভাবে নাপা খেতে বলি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে তাদেরকে ডেঙ্গু টেস্ট করার জন্য বলি। শিক্ষার্থীরা বাইরের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায়। উপসর্গ থাকা কিছু শিক্ষার্থীর ডেঙ্গু পজিটিভ আসে, আর অনেকেরই নেগেটিভ আসে। রিপোর্ট নিয়ে এলে আমরা ডেঙ্গু আক্রান্তের নির্দিষ্ট সংখ্যা বলতে পারতাম। তবে বেশ কিছু শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত বলে শুনেছি।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, ‘আমরা দিনে একবার করে ওষুধ ছিটাচ্ছি। ক্যাম্পাসের পিছনের ড্রেনগুলোতেও ছিটানো হচ্ছে। ড্রেনগুলো যেন পরিষ্কার রাখা হয় সে জন্য বলা হয়েছে।'
তবে পানি জমে থাকা ও ঢাকনা না থাকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে সঙ্গে কথা বলতে বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটোয়ারি বলেন, ‘ক্যাম্পাসের ড্রেনগুলোতে ঢাকনার ব্যাপারে আমি ফাইল পাঠিয়েছিলাম, তবে সেটি বাতিল হয়ে যায়। অনেকেই এ ব্যাপারে দ্বিমত পোষণ করে। বলেছে ঢাকনা থাকলে ড্রেন পরিষ্কার করতে সমস্যা হবে। তবে আমরা সবাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।’
শিক্ষাক্রমে ত্রুটিবিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, এ নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাষ্ট্রীয় সংস্থাটি রোববার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এনসিটিবির সচিব নাজমা আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাক প্রাথমিক হতে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। বাংলাদেশের মানসম্পন্ন শিক্ষা উন্নয়ন ও প্রসারে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা লক্ষ করছি স্বার্থান্বেষী একটি গোষ্ঠী সম্প্রতি নতুন জাতীয় শিক্ষাক্রম সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন ও ভুল ব্যাখ্যা দিয়ে জনমনে বিরূপ মনোভাব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বা আমাদের জাতীয় সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থি কাজকে শিক্ষাক্রমের কাজ বলে প্রচার করা হচ্ছে।
‘নবীর ছবি আঁকতে বলা হয়েছে লিখে মিথ্যাচার করছে। হিন্দি গানের সাথে স্কুলের পোশাক পরা কিছু ছেলেমেয়ে ও ব্যক্তির অশ্লীল নাচ আপলোড করে বলা হচ্ছে শিক্ষাক্রমের নির্দেশনা, যা সর্বৈব মিথ্যা। কিছু লোক ব্যাঙের লাফ বা হাঁসের ডাক দিচ্ছে, এমন ভিডিও আপলোড করে বলা হচ্ছে এটা নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণের অংশ, যা সম্পূর্ণ মিথ্যাচার। নতুন শিক্ষাক্রমে সকল ধর্ম বর্ণের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের কথা বলা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, ‘আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বিকশিত করার ব্যবস্থা রাখা হয়েছে। মিথ্যা অপপ্রচারের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বিপন্ন করার প্রচেষ্টা যারা করছেন, তাদের এরূপ কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে।
‘শিক্ষাক্রমের কোনো ত্রটিবিচ্যুতি থাকলে তা আমাদের জানালে আমরা অবশ্যই তা বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন করব, কিন্তু অপপ্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমতাবস্থায় সর্বসাধারণকে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য এনসিটিবি অনুরোধ জানাচ্ছে এবং এরূপ মিথ্যা সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড, শেয়ার বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’
আরও পড়ুন:রাঙ্গামাটিতে সেনাবাহিনী পরিচালিত লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মার্কেটিং বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের হেলাল উদ্দিন।
মঙ্গলবার সকাল আটটার দিকে কলেজে যোগ দেন তিনি। ওই সময় তাকে কলেজের অধ্যক্ষ ও কর্মচারীদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
হেলাল উদ্দিন শাহপরীর দ্বীপের হাজি বশির আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন। ২০১৩ সালে কক্সবাজার কমার্স কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন তিনি। পরবর্তী সময়ে ২০১৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও ২০১৯ সালে এমবিএ সম্পন্ন করেন।
শাহপরীর দ্বীপের ডাংগরপাড়ার প্রয়াত আবদুল মোতালেবের ছেলে হেলাল উদ্দিন।
শিক্ষক হিসেবে যোগদানের বিষয়ে হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের বিশ্বাস যেমন ভালোবাসায় পূর্ণ, তেমনি বিশ্বাসকে সংহত রাখতে আমি কখনোই আপস করিনি। শত প্রতিবন্ধকতার মধ্যেও সোনার বাংলা গড়ার এই অভিযাত্রায় যুক্ত হওয়ার তীব্র ইচ্ছে আমার এবং আমার পরিবারের।’
হেলালের কৃতিত্বে উচ্ছ্বসিত টেকনাফের অনেক বাসিন্দা। তিনি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন, সেখানকার শিক্ষক ফযেজ উল্লাহ বলেন, ‘কলেজের শিক্ষক হওয়া মধুর প্রাপ্তি। শিক্ষার্থীদের সঙ্গে সে পেশাদারত্বের সম্পর্ক গড়ে তুলবে, এ কামনা করি আমরা সবাই।
‘লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার মানোন্নয়নে তার এই অগ্রযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয় ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
লটারির এ অনুষ্ঠানটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ফেসবুক পেজ এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।
মাউশি থেকে জানা যায়, ২০২৪ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ৬৫৮টি সরকারি ও ৩ হাজার ১৮৮টি বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হয় গত ২৪ অক্টোবর। এই প্রক্রিয়া চলমান ছিল ১৮ নভেম্বর পর্যন্ত।
এ প্রক্রিয়ায় দেশব্যাপী ৩ হাজার ৮৪৬টি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির লক্ষ্যে মোট ১০ লাখ ৬০ হাজার নয়টি শূন্য আসনের চাহিদা পাওয়া যায়। শূন্য আসনের বিপরীতে ৮ লাখ ৭৩ হাজার ৭৯২টি আবেদন জমা পড়ে। আবেদনগুলো থেকে ভর্তির লক্ষ্যে শ্রেণিভিত্তিক বণ্টন কার্যক্রমে ডিজিটাল লটারি পদ্ধতি অবলম্বন করা হয়।
রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি গতবারের চেয়ে কমেছে।
গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। গত বছর জিপিএ ৫ পেয়েছিলো ২১ হাজার ৮৫৫জন। এ বছর শতভাগ পাশ করেছে ৩৭ টি কলেজের শিক্ষার্থীরা। শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৪টি।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এবার রাজশাহী বোর্ডে মোট পাস করেছে এক লাখ ৮হাজার ৫৮০জন। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার ৮৩ দশমিক ৯৭ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৭৩ দশমিক ৫৫ ভাগ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ৫ হাজার ৮১৩ জন। আর জিপিএ ৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৫ হাজার ৪৪৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। এর মধ্যে পরীক্ষা দেয় ১ লাখ ৩৮ হাজার ৩৯০জন। এর মধ্যে ছাত্র ৭৩ হাজার ২২৩ জন আর ছাত্রী ৬৫ হাজার ১৬৭জন। বিভাগের আট জেলার ৭৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ২০০টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করে।
পাসের হারে এগিয়ে রাজশাহী জেলা, জিপিএ-৫ এ বগুড়া সেরা
পাসের হার বিবেচনায় রাজশাহী শিক্ষা বোর্ড সেরা হয়েছে রাজশাহী জেলা। তবে জিপিএ -৫ এ রাজশাহী বিভাগের মধ্যে সবার উপরে আছে বগুড়া জেলা।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এসব
তথ্য নিশ্চিত করেছেন।
রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষনে দেখা যায, রাজশাহী জেলাতে পাস করেছে ২৩ হাজার ৮৫ জন, জিপিএ ৫ পেয়েছেন ৩ হাজার ৬২৫ জন, পাসের হার ৮৩ দশমিক ৩৯। চাঁপাইনবাবগঞ্জে পাস করেছে ৭ হাজার ৩৫৯ জন, জিপিএ ৫ পেয়েছেন ৪৩১ জন, পাসের হার ৭১ দশমিক ৫৬।
নাটোরে পাস করেছে ৯ হাজার ২৯ জন, জিপিএ ৫ পেয়েছেন ৫৮৪ জন, পাসের হার ৭৮ দশমিক ০৯। নওগাঁয় পাস করেছে ৯ হাজার ৮৬০ জন, জিপিএ ৫ পেয়েছেন ৩৯৮ জন, পাসের হার ৭৬ দশমিক ৪৭। পাবনায় পাস করেছে ১৪ হাজার ২৪৩ জন, জিপিএ ৫ পেয়েছেন ১হাজার ৩৭ জন, পাসের হার ৭৬ দশমিক ৩৩।
সিরাজগঞ্জে পাস করেছে ১৮ হাজার ২৫৪ জন, জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ২১৪ জন, পাসের হার ৭৪ দশমিক ৭৪। বগুড়া জেলায় পাস করেছে ২১ হাজার ৮৭৪ জন, জিপিএ ৫ পেয়েছেন ৩ হাজার ৬৮৬ জন, পাসের হার ৮৩ দশমিক ২৩, জয়পুরহাট জেলায় পাস করেছে ৪ হাজার ৮৭৬ জন, জিপিএ ৫ পেয়েছেন ২৮৩ জন, পাসের হার ৭৩ দশমিক ৮৫।
আরও পড়ুন:ফরিদপুরের সদরপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
রোববার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সতারো রশি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। সাদিয়া আক্তার উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গী গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সাদিয়া সদরপুর সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরিক্ষা অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফল প্রকাশের পর ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে জেনে নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেয় সাদিয়া। পরে প্রতিবেশীরা তাকে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদরপুর থানা ওসি মামুন আল রশিদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬২ শতাংশ, যা গত বছর ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৯ দশমিক ৮১ শতাংশ।
এ ছাড়া এবার জিপিএ-৫ কম পেয়েছেন ৩ হাজার ১৮২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ৮৮১ জন। এবার পেয়েছে ১ হাজার ৬৯৯ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন চন্দ্র পাল বোববার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘ইংরেজিতে খারাপ করা ও গ্রামাঞ্চলের কলেজগুলো ভালো ফলাফল করতে না পারায় এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ ছাড়া গত তিন বছর সীমিত পরিসরে পরীক্ষা হওয়ায় পাসের হার বেশি ছিলো। এবার সম্পূর্ণ সিলেবাস ও পূর্ণ সময়ে পরীক্ষা হওয়ায় ফলাফলে কিছুটা প্রভাব পড়েছে।’
তিনি বলেন, ‘সিলেট অঞ্চলে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে হবে। সিলেট ৭০ শতাংশ শিক্ষার্থীই মানবিকে পড়ে। অথচ অন্তত ৫০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়লে শিক্ষার মান অনেক বাড়তো। পাসের হার এবং জিপিএ-৫ বাড়তো। বিজ্ঞানে শিক্ষার্থী বাড়াতে শিক্ষা বিভাগের সবাইকে আন্তরিক হতে হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩ জন। এর মধ্যে পাস করেছেন ৫৯ হাজার ৫৩৬ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৩ হাজার ৯১৬ ছেলে ও ৩৫ হাজার ৬২০ মেয়ে। এর মধ্যে ৮১৯ ছেলে ও ৮৮০ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন।
এবার সিলেটে শতভাগ পাস করেছে দুটি শিক্ষা প্রতিষ্ঠান। তবে শূন্য পাস নেই কোন প্রতিষ্ঠানেই।
গত বছর এইচএসসিতে সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪৯১ জন। পাস করেছিল ৫৪ হাজার ১৪২ জন। পাসের হার ছিল ৮১ দশমিক ৪৩ শতাংশ। এর আগের বছর ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ।
দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) ফলাফল ঘোষণা করা হয়েছে রোববার। এই বোর্ডে ৬৭১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১৬টি কলেজের শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র ৪৬ জন। ফলাফলে ১৬টি কলেজের সকলেই অকৃতকার্য হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান।
শিক্ষা বোর্ড সূত্রে অনুযায়ী, এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৬৭১টি কলেজের মোট ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে কৃতকার্য হয়েছে ৮২ হাজার ৫৭৯ জন। এই বোর্ডে পাশের হার ৭৪ দশমিক ৪৮ শতাংশ।
তবে, ৬৭১টি কলেজের মধ্যে ১৬টি কলেজের কেউই পাশ করতে পারেনি। এইচএসসি পরীক্ষায় ১৬টি কলেজের মোট ৪৬ জন পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
কলেজগুলো হলো কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহানগঞ্জ আদর্শ কলেজ (১১ জন), একই জেলার উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল ও কলেজ (৪ জন), রৌমারি উপজেলার দাঁতভাঙ্গা মডেল কলেজ (১ জন), নাগেশ্বরী উপজেলার সমাজকল্যাণ মহিলা কলেজ (১ জন) ও ভুরুঙ্গামারি উপজেলার মেইডাম কলেজ (১ জন), লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার বেহলাবাড়ী স্কুল এন্ড কলেজ (৫ জন), একই জেলার আদিতমারি উপজেলার কুমরিরহাট এসসি স্কুল এন্ড কলেজ (২ জন), কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাই স্কুল ও কলেজ (১ জন), দক্ষিণ ঘানাসিয়াম স্কুল ও কলেজ (১ জন), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারিতলা আদর্শ কলেজ (৫ জন) ও ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষিপুর হাই স্কুল ও কলেজ (১ জন), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লহাট জনতা স্কুল ও কলেজে (৫ জন), সদর উপজেলার কদমরাসুল হাট স্কুল এন্ড কলেজ (৪ জন) ও পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ (১ জন), গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ (২ জন), নীলফামারীর জলঢাকা উপজেলার গলমুন্ডা আদর্শ কলেজ (১ জন)।
১৬টি কলেজের ফলাফল শূন্যের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী বলেন, ‘অকৃতকার্য হওয়া কলেজগুলো সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন:
মন্তব্য