সাভারের আশুলিয়া থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত চার লেনের ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশুলিয়া বাজারসংলগ্ন কনস্ট্রাকশন ইয়ার্ডের সঙ্গে অনলাইনে শনিবার সকালে গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধি যেমন বাড়বে, তেমনি যানজট নিরসনের মধ্য দিয়ে যোগাযোগ ও পণ্য পরিবহন সহজ হবে বলেও মনে করেন সরকারপ্রধান।
শেখ হাসিনা বলেন, ‘ঢাকা শহরের উত্তরাঞ্চল তথা সাভার-আশুলিয়া-নবীনগর-ইপিজেড এলাকার যানজট নিরসনে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি।’
পুরো অঞ্চলটি শিল্পনগরী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার সঙ্গে সারা বাংলাদেশের যোগাযোগটা আরও সহজ হবে।’
প্রকল্পটি নির্মাণ হলে শিল্পাঞ্চলের যোগাযোগ, পণ্য পরিবহন- সব কিছুই খব দ্রুত হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এটি নির্মাণ হলে জিডিপি প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। যেটি এশিয়ান হাইওয়ে অ্যালাইনমেন্টের মধ্যে অবস্থিত।’
এর মধ্য দিয়ে যানজট নিরসনের পাশাপাশি এটির সঙ্গে দেশের সব জাতীয় মহাসড়কের সঙ্গে যোগাযোগ তৈরি হবে বলেও জানান সরকারপ্রধান।
প্রথম সংশোধিত ডিপিপি অনুযায়ী ১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে। মোট ব্যয়ের ৭ হাজার ৮৬০ কোটি ৯৬ লাখ ৪০ হাজার টাকা আসবে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে। আর বাকি অর্থ আসবে চীনের এক্সিম ব্যাংক থেকে। যার পরিমাণ ৯ হাজার ৬৯২ কোটি ৭ লাখ ৯৯ হাজার টাকা।
এই প্রকল্পের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছে চীন সরকারের মনোনীত চীনা ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট-ইমপোর্ট কো-অপরাশেন (সিএমসি)।
প্রকল্পে বিনিয়োগ করায় চীন সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
সাভার ইপিজেডের কাছে শ্রীপুর থেকে ঢাকা-আশুলিয়া সড়ক হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযোগের মাধ্যমে যানজট নিরসন এই প্রকল্পের মূল্য উদ্দেশ্য।
এটি নির্মাণ হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগ সড়ক আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা অংশে যানজট অনেকাংশে কমার পাশাপাশি ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ আরও দ্রুত হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের পক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।
গাজীপুরে সাধারণ মানুষের তিক্ত অভিজ্ঞতার বিষয়টি স্মরণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই প্রকল্প বাস্তবায়নে যাতে জনভোগান্তি তৈরি না হয়, সেদিকে সতর্ক করেছেন।
সেতু সচিবকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এখানে যেন গাজীপুরের পুনরাবৃত্তি না হয়। সেখানে জনভোগান্তি যাতে না হয়, সে ব্যাপারে ট্রাফিক ম্যানেজমেন্ট, রাস্তা ইউজেবল, পসেবল করে- এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।’
প্রকল্পের আওতায় ৪ লেনের মোট ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। সাতটি স্থানে ১০ দশমিক ১৪ কিলোমিটার দীর্ঘ ১৪টি র্যাম্প। নবীনগরে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ দুটি ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি ১৪ দশমিক ২৮ কিলোমিটার দীর্ঘ চার লেন সড়ক নির্মাণ করা হবে। এ ছাড়া নির্মাণ করা হবে সেতু, ওভারপাস, আন্ডারপাস, ড্রেনেজ ইউটিলিটির জন্য ডাক্ট নির্মাণ, টোল প্লাজা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন বলেন, ‘এটি নির্মাণ হলে রপ্তানি পণ্য পরিবহন দ্রুততর হবে। ঢাকা ইপিজেড থেকে ঢাকা-আশুলিয়া-আব্দুল্লাহপুর হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত। যার ফলে যাত্রাবাড়ী কুতুবখালী পর্যন্ত ৪৪ কিলোমিটার নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি হবে।’
দেশের ৩০টি জেলার প্রায় চার কোটি মানুষ এর সুফল ভোগ করবেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৫ উদ্বোধন করেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে রবিবার আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলনে প্রধান উপদেষ্টা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিসিদের সজাগ থাকার নির্দেশ দেন।
একই সঙ্গে তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
নির্বাচন কবে হবে, সেটি জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির সামনে শনিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘জুলাই চার্টারের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরে মধ্যে নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা বাস্তবায়ন করবে।’
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছয় মাস উল্লেখ করে তিনি বলেন, ‘ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার।’
সংস্কার কমিশনের অনেক সুপারিশ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন প্রেস সচিব।
তিনি বলেন, ‘আর যেসব ক্ষেত্রে প্রধান ঐকমত্য প্রয়োজন, সেটার জন্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।’
শফিকুল আলম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং এরপরে আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কীভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে, তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা।’
আরও পড়ুন:রাজধানীর পল্লবীতে শনিবার ভোরে কথাকাটাকাটির জেরে গুলিতে মোহাম্মদ জসিম উদ্দিন ও শাহিনুর বেগম নামের দুই সহোদর আহত হয়েছেন।
তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা তাদের ভগ্নিপতি আমির হোসেন বলেন, ‘আমার শ্যালক জসিম টিভি শোরুমের ব্যবসায়ী। আজ ভোরের দিকে শবে বরাতের নামাজ পড়ে বাসায় ফেরার সময় বাসার সামনে আমাদের এলাকার কয়েকজন ছেলে শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে জসিমের কথাকাটাকাটির একপর্যায়ে জসিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে শহিদুল। এতে জসিমের দুই পায়ের হাঁটুর ওপর দুটি গুলি বিদ্ধ হয়।
‘এ দৃশ্য দেখে তার বোন শাহিনুর বেগম এগিয়ে আসলে শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি বিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। দুইজনকে ওই অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভোরের দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।’
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘আজ ভোরের দিকে গুলিবিদ্ধ অবস্থায় ভাই-বোনকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রবিবার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সম্মেলন উদ্বোধন করবেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, রবিবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন।
ডিসি সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ ৩৪টি কার্য অধিবেশন থাকবে।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
এক দিনে সর্বোচ্চ চার লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী পরিবহন করে নতুন মাইলফলক অর্জন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডিএমটিসিএল শুক্রবার এ তথ্য জানায়।
এতে আরও বলা হয়, ‘ঢাকায় মেট্রোরেল সার্ভিস উদ্বোধনের পর বৃহস্পতিবার এক দিনে সর্বোচ্চ যাত্রী পরিবহনের রেকর্ড এটি।’
এ মাইলফলক অর্জনে সহযোগিতা করার জন্য যাত্রী, শুভানুধ্যায়ী ও অংশীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ধন্যবাদ জানায় ডিএমটিসিএল।
ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকার একটি বাসায় শুক্রবার রাতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে।
দগ্ধদের রাত পৌনে একটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।
দগ্ধদের মধ্যে চার বছর বয়সী মমিনের দেহের ২০ শতাংশ, ৯ বছরের মাহাদীর ১০ শতাংশ, ১৫ বছরের শামীমের ১৪ শতাংশ, চার বছরের সোয়াইদের ২৭ শতাংশ, তিন মাস বয়সী সুমাইয়ার ৯ শতাংশ, ৫০ বছরের সূর্য বানুর ৭ শতাংশ, ৩২ বছরের শিউলি আক্তারের ৯৫ শতাংশ, ৩৫ বছরের মোছাম্মৎ শারমিনের ৪২ শতাংশ, ৩৮ বছরের মোহাম্মদ সোহেল রানার ১০ শতাংশ, ৩২ বছরের মোহাম্মদ সুমন মিয়ার ৯৯ শতাংশ এবং ৭০ বছর বয়সী জহুরা বেগমের দেহের পাঁচ শতাংশ পুড়ে যায়।
দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা আবু ইসহাক জানান, আশুলিয়ার নরসিংহপুরের গোমাইল এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় শবে বরাত উপলক্ষে পিঠা তৈরির সময় হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়। সেখান থেকে তাদের প্রথমে সাভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে তাদের ভর্তি রাখা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আশুলিয়া থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ১১ জনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে পাঁচজনের শ্বাসনালি দগ্ধ হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হবে।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বক্তব্য দেবেন।
মন্তব্য