× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
Shaun does not understand what he lost
google_news print-icon

‘শাওন তো বুঝতেছেও না, কী হারাল ও’

শাওন-তো-বুঝতেছেও-না-কী-হারাল-ও
সড়ক দুর্ঘটনায় মা-বাবাকে হারিয়ে নির্বাক ইসরাফিল-স্বপ্না দম্পতির একমাত্র ছেলেশিশু শাওন। ছবি কোলাজ: নিউজবাংলা
ইসরাফিল-স্বপ্না দম্পতির জীবন কেড়ে নেয় দ্রুতগতির বাস। চাকায় পিষ্ট হয়ে এই যুগল শিকার হলেন মর্মান্তিক দুর্ঘটনার। মুহূর্তেই ভেঙে চূর্ণ হয়ে গেল এক যুগের সাজানো সংসার। আর মা-বাবাকে হারিয়ে কেবলই ছলছল চোখের পানিতে চাপা কষ্টে নির্বাক তাদেরই একমাত্র ছেলেশিশু শাওন।

মঙ্গলবার রাতেও মা আদর করে মুখে তুলে খাইয়েছে একমাত্র সন্তান শাওনকে। এরপর সে ঘুমিয়ে পড়েছিল বাবা-মায়ের সঙ্গে।

প্রতিদিনের মতো বুধবার ভোরে মা-বাবা ঘুম থেকে উঠিয়ে নাশতা খাইয়ে দিয়েছে শাওনকে। এরপর তাকে বাড়িতে রেখে তারা রওনা হয়েছিল কর্মস্থল পোশাক কারখানায়।

কে জানত পথেই ইসরাফিল-স্বপ্না দম্পতির জীবন কেড়ে নেবে দ্রুতগতির বাস। চাকায় পিষ্ট হয়ে এই যুগল শিকার হলেন মর্মান্তিক দুর্ঘটনার।

মুহূর্তেই ভেঙে চূর্ণ হয়ে গেল এক যুগের সাজানো সংসার। আর মা-বাবাকে হারিয়ে কেবলই ছলছল চোখের পানিতে চাপা কষ্টে নির্বাক তাদেরই একমাত্র ছেলেশিশু শাওন।

বুধবার সকালে নিজ কর্মস্থল গ্রাফিক্স ডিজাইন কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা এলাকায় বাসচাপায় মৃত্যু হয় ইসরাফিল হোসেন ও স্বপ্না বেগম দম্পতির।

এ সময় মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার পুলিশ কুষ্টিয়া থেকে ঢাকাগামী দূরপাল্লার জামাল পরিবহনের বাসটি আটক করে। তবে পালিয়ে যান চালক ও সহকারী।

ইসরাফিল-স্বপ্না দম্পতির মৃত্যুর সংবাদ মুহূর্তেই পৌঁছে যায় ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের শোলধন এলাকায় তাদের বাড়িতে।

সেখানে গিয়ে দেখা যায়, টিনের ঘরের ছোট্ট এক কক্ষে একমাত্র ছেলেকে নিয়ে সংসার পেতেছিলেন এই দম্পতি।

আজ সেখানে তাদের স্বজন, প্রতিবেশী ও এলাকার মানুষজনের কান্নার রোল পড়েছে। এত মানুষের আর্তনাদের মাঝে নিহত দম্পতির আট বছর বয়সী ছেলে শাওন ছিল নির্বাক, নিস্তব্ধ।

সে বুঝতে পারছে তার প্রিয় বাবা-মা আর পৃথিবীতে নেই। কিন্তু সবার মতো করে চিৎকার করে কাঁদতে পারছে না শাওন। ছলছল চোখে অপলক তাকিয়ে আছে ছেলেটি। যেন বাবা-মাকে হারানোর বেদনা নিস্তব্ধ করে দিয়েছে তাকে।

স্বজনেরা জানান, প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে ইসরাফিল ও স্বপ্নার বিয়ে হয়।

দুই বছর পরে তাদের একমাত্র সন্তান শাওনের জন্ম। কয়েক বছর ধরে একটি পোশাক কারখানায় চাকরি করতেন ইসরাফিল। কিছুদিন ধরে বাড়িতে নতুন ঘর তোলার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু একার রোজগারে অর্থের সংকুলান না হওয়ায় স্ত্রী স্বপ্নাকেও কারখানায় চাকরি নিয়ে দেন।

সাইকেলে চেপে প্রতিদিন তারা দুজন কারখানায় যেতেন। কিন্তু আজ সকালে কারখানায় যাওয়ার পথে বাসচাপায় চিরতরে থেমে যায় তাদের জীবনের চাকা।

ইসরাফিল-স্বপ্না দম্পত্তির শিশুসন্তানকে কোলে জড়িয়ে কাঁদছিলেন ফুফু নাজনীন আক্তার। বিলাপ করে কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার এই ভাতিজার কী হবে? তার তো কেউ রইল না। গতকাল রাতে শাওনরে খাওয়ায় দিছে ওর মা। বাপ-মায়ের সাথেই ঘুমাইছিল সে। আজকে সকালেও শাওনরে খাওয়ায় দিয়ে কাজে গেছিল। ও তো বুঝতেছেও না, কী হারাল ও।’

ইসরাফিলের চাচি মরিয়ম আক্তার বলেন, ‘খুব হাসিখুশি ও মিশুক ছিল ওরা। বউটা চাকরি যেমন করত বাড়ির সব কাজও একাই করত। এক রুমে থাকত দেখে একটা বাড়ি করতে চাইছিল। কিন্তু টাকাপয়সায় কুলিয়ে উঠতে পারছিল না। এ জন্য দুই মাস আগে কারখানায় চাকরি নেয়। আর আজকে কারখানায় যাওয়ার সময় মারা গেল।’

তিনি বলেন, ‘ছেলেটা এতিম হয়ে গেল। এই ছেলের জন্য ঘরভর্তি জিনিসপত্র করছিল। কিন্তু এসব এখন কে দেখবে, কে খাবে?’

আরও পড়ুন:
ভ্রমণ শেষে ফেরার পথে নিহত বাবা-মেয়ে
ট্রলিতে মাহিন্দ্রার ধাক্কায় নানি-নাতি নিহত
ট্রাকে পিষ্ট স্কুলছাত্রী, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
মেয়েদের আকাশ হোক মুক্ত: দীপু মনি

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
Former MP of Jhenaidah Tahjeev arrested

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব গ্রেপ্তার

ঝিনাইদহের সাবেক এমপি তাহজীব গ্রেপ্তার ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। ছবি: বাসস
জামায়াতে ইসলামীর কর্মী ও ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক আবদুস সালাম হত্যা মামলার আসামি তাহজীব। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জামায়াতে ইসলামীর কর্মী ও ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষক আবদুস সালাম হত্যা মামলার আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার সাভারে বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে সাবেক এমপিকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাবের বরাত দিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, জামায়াতের কর্মী হত্যা ছাড়াও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম সিদ্দিকের নামে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের বাড়িতে আগুন ও ভাঙচুরের দুটি মামলা রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:
কাকরাইল ও আশপাশের এলাকায় শনিবার সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি
ট্রাফিক আইন লঙ্ঘন: এক দিনে ৭২ লক্ষাধিক টাকা জরিমানা ডিএমপির
সাবেক এমপি রশীদুজ্জামান পটুয়াখালীতে গ্রেপ্তার
আদালতে সাবেক এমপির মুক্তির স্লোগান, জনতার ধাওয়া
বিজয়া শোভাযাত্রা প্রতিমা বিসর্জন উপলক্ষে ডিএমপির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মন্তব্য

বাংলাদেশ
ACC inquiry against former whip Iqbalur Rahim and family

সাবেক হুইপ ইকবালুর রহিম ও পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

সাবেক হুইপ ইকবালুর রহিম ও পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম। ছবি: বাসস
দিনাজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ ইকবালুর রহিম, তার স্ত্রী নাদিরা সুলতানা, দুই মেয়ে ইশরাক মারজিয়া ও রাইসা মুমতাহিনা এবং এক ছেলে রাফিদুর রহিমের নামে-বেনামে দিনাজপুর সদর ও জেলার অন্য উপজেলাগুলোতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কোনো জমি, অবকাঠামো, মিল, কারখানা বা অন্য কোনো মূল্যবান সম্পদ কেনা হয়ে থাকলে ওই দলিলের অনুলিপি অনুসন্ধান করে তথ্য প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।  

দিনাজপুর-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলের নামে-বেনামে বিগত সময়ে ক্রয়কৃত সম্পদের দলিলপত্র অনুসন্ধান করে অনুলিপি দিতে জেলা রেজিস্ট্রারকে নির্দেশ দেয়া হয়েছে।

এ তথ্য বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেন দিনাজপুর জেলা রেজিস্ট্রার মো. সাজেদুল হক।

তিনি বলেন, গত ৬ নভেম্বর বিকেলে ডাকযোগে এ সংক্রান্ত একটি নির্দেশপত্র দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে পেয়েছেন।

দিনাজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ ইকবালুর রহিম, তার স্ত্রী নাদিরা সুলতানা, দুই মেয়ে ইশরাক মারজিয়া ও রাইসা মুমতাহিনা এবং এক ছেলে রাফিদুর রহিমের নামে-বেনামে দিনাজপুর সদর ও জেলার অন্য উপজেলাগুলোতে বিগত আওয়ামী লীগ সরকারের সময় কোনো জমি, অবকাঠামো, মিল, কারখানা বা অন্য কোনো মূল্যবান সম্পদ কেনা হয়ে থাকলে ওই দলিলের অনুলিপি অনুসন্ধান করে তথ্য প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন:
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেপ্তার
হুইপ সামসুলকে জয়ী করার শপথ পটিয়া ছাত্রলীগ সভাপতির
শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই নির্বাচন হবে: চিফ হুইপ
গোল্ডেন ৫ পাওয়া সুমাইয়ার দায়িত্ব নি‌লেন চিফ হুইপ
বিমানবন্দরে চালকের বাড়াবাড়ি, ক্ষমা চাইলেন হুইপ স্বপন

মন্তব্য

বাংলাদেশ
An allegation of embezzlement of crores of rupees against the agricultural officer in Kishoreganj

কিশোরগঞ্জে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ অভিযুক্ত ফাহিমা আক্তার ২০২২ সালের ৭ নভেম্বর থেকে কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মরত। ছবি: নিউজবাংলা 
নাম প্রকাশে অনিচ্ছুক উপ-সহকারী কৃষি কর্মকর্তার অভিযোগ, ২০২৩-২০২৪ অর্থবছরে ছয়টি প্রকল্প থেকে (ফ্রিপ প্রকল্প, ময়মনসিংহ প্রকল্প, পার্টনার, অনাবাদি, রাজস্ব প্রকল্প ও মাশরুম উৎপাদন প্রদর্শনী) কোটি টাকার বেশি আত্মসাৎ করেন ফাহিমা। 

কিশোরগঞ্জে বিভিন্ন প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সদর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে।

প্রকল্পগুলোর প্রদর্শনী নামমাত্র বাস্তবায়ন, কোথাও আবার বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, পুরো উপজেলায় বেশির ভাগ প্রদর্শনীতে মোট বরাদ্দের ৩০ শতাংশও কৃষক পাননি।

অভিযুক্ত কর্মকর্তার নাম ফাহিমা আক্তার, যিনি ২০২২ সালের ৭ নভেম্বর থেকে সদর উপজেলায় কর্মরত।

এর আগে একই উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে ছিলেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপ-সহকারী কৃষি কর্মকর্তার অভিযোগ, ২০২৩-২০২৪ অর্থবছরে ছয়টি প্রকল্প থেকে (ফ্রিপ প্রকল্প, ময়মনসিংহ প্রকল্প, পার্টনার, অনাবাদি, রাজস্ব প্রকল্প ও মাশরুম উৎপাদন প্রদর্শনী) কোটি টাকার বেশি আত্মসাৎ করেন ফাহিমা।

ফ্রিপ প্রকল্প

কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে ফ্রিপ প্রকল্পে বিভিন্ন ফসলের মোট ৫০৯টি প্রদর্শনী ও কৃষক প্রশিক্ষণ বাবদ ১ কোটি ৪ লাখ ৯৬ হাজার টাকা বরাদ্দ আসে।

এর মধ্যে বেশির ভাগ প্রদর্শনী বাস্তবায়ন করেননি এ কর্মকর্তা। যেগুলো করেছেন, সেগুলোও নামমাত্র বাস্তবায়ন দেখানো হলেও কৃষকরা তার সুফল পাননি।

ফ্রিপ প্রকল্পের রোপা আমন ধানের প্রদর্শনী করেন কাটাবাড়িয়া এলাকার কৃষক খোকন মিয়া। পাঁচ কেজি বীজ, ১৫ কেজি ডিএপি, ২০ কেজি ইউরিয়া সার আর কিছু কীটনাশক পেয়েছেন তিনি। তার পাওয়া উপকরণের বাজার মূল্য সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। অথচ তার অনূকূলে বরাদ্দ ১০ হাজার টাকা। অর্থাৎ তার অনূকূলে মোট বরাদ্দের ১৫ শতাংশ উপকরণ পেয়েছেন খোকন।

হাজিরগল গ্রামের কৃষক মুখলেছ, কাদির, হাসেম ও আতাউর মিলে ৫ একর জমিতে করেন ফ্রিপ প্রকল্পের বীজ গ্রাম প্রদর্শনী।

৪০ কেজি বীজ, পাঁচ বস্তা ইউরিয়া, চার বস্তা পটাশ, তিন বস্তা ডিএপি ও ১০ বস্তা জৈব সার পেয়েছেন এসব কৃষক, যার বাজারমূল্য সর্বোচ্চ ২০ থেকে ২৫ হাজার টাকা। অথচ তাদের অনূকূলে বরাদ্দ দেখানো হয় দেড় লাখ টাকা। তারা তাদের মোট বরাদ্দের ১৬ থেকে ১৭ শতাংশ উপকরণ পেয়েছেন।

খোকন, মুখলেছদের মতো এমন শত শত কৃষককে এভাবেই নামেমাত্র উপকরণ দিয়ে প্রদর্শনী বাস্তবায়ন দেখানো হয়েছে বলে অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক উপ-সহকারী কৃষি কর্মকর্তার।

তার অভিযোগ, ২০২৩ সালের ৬ ডিসেম্বর ফ্রিপ প্রকল্পে কৃষকের ৯৯টি গ্রুপ গঠনের জন্য চার লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ আসে।

প্রতিটি গ্রুপের অনূকূলে পাঁচ হাজার টাকা বরাদ্দ থাকলেও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা দেড় হাজার করে টাকা পান বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উপ-সহকারী কৃষি কর্মকর্তার অভিযোগ, শুধু গ্রুপ গঠন থেকেই আত্মসাৎ করা হয়েছে তিন লাখ ৪৬ হাজার টাকা।

ময়মনসিংহ প্রকল্প

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পেও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তা ফাহিমার বিরুদ্ধে।

২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর একটি মডেল গ্রামের জন্য ২ লাখ ৬ হাজার টাকা বরাদ্দ আসে। এরপর ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি আরেকটি মডেল গ্রামের জন্য বরাদ্দ আসে ২ লাখ ১৬ হাজার টাকা।

এ দুটি প্রদর্শনীতে বরাদ্দের ৪ লাখ ২২ হাজার টাকা উত্তোলন করে কৃষি কর্মকর্তা একটিও বাস্তবায়ন করেননি বলে অভিযোগ উপ-সহকারী কৃষি কর্মকর্তার।

পাঁচধা গ্রামের কৃষক হাবিবুর রহমান। পার্টনার প্রকল্পের কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী, ময়মনসিংহ প্রকল্পের ভার্মি কম্পোস্ট, অনাবাদি প্রকল্পের পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী রয়েছে তার বাড়িতে। আবার ময়মনসিংহ প্রকল্পের মডেল গ্রাম প্রদর্শনীর বরাদ্দ দেখানো হয়েছে তার নামে।

সরেজমিনে তার বাড়িতে গিয়ে মডেল গ্রামের কোনো সাইনবোর্ড বা অস্তিত্বই পাওয়া যায়নি। তার দাবি, মডেল গ্রামের বরাদ্দটি তিনি পেয়েছেন, তবে প্রাকৃতিক দুর্যোগ আর অসুস্থতার কারণে করতে পারছেন না।

তিনি বলেন, এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করবেন।

সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বাড়িতে থাকা অন্য প্রদর্শনীর সাইনবোর্ড সরানোর চেষ্টাও করেন এ কৃষক।

ময়মনসিংহ প্রকল্পের লতিকচু প্রদর্শনী করেছিলেন বেত্রাটী গ্রামের মিলন ভূঁইয়া। তার অনূকূলে ৩৩ হাজার টাকা বরাদ্দ থাকলেও এই প্রদর্শনীতে ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি পটাশ, এক বস্তা ডিএপি সার ছাড়া কিছুই পাননি তিনি। মিলন যা পেয়েছেন তার বাজারমূল্য আনুমানিক ১ হাজার ২৪০ টাকা। মিলনের নামে প্রদর্শনীর সাইনবোর্ডটি আবার পাওয়া গেছে হৃদয় নামে আরেক লতিকচু চাষির বাড়িতে।

হৃদয়ের বাবা আবদুল হেকিম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাদের এই সাইনবোর্ডটি দিয়ে ছবি তুলেছেন।

এ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা আক্তারের দাবি, মিলনকে কোনো প্রদর্শনী দেয়া হয়নি।

সদর উপজেলার বাগপাড়া এলাকায় রফিকুল ইসলাম সৈয়দও করেছিলেন লতিকচুর প্রদর্শনী। ইউরিয়া, পটাশ, ডিএপি জাতের ৪০ কেজি সার আর ২ হাজার ৫০০ টাকা ছাড়া আর কিছুই পাননি তিনি। অথচ তার অনূকূলে বরাদ্দ ছিল ৩৩ হাজার টাকা। বরাদ্দের ১০ শতাংশও পাননি এ কৃষক।

ময়মনসিংহ প্রকল্পের হলুদের প্রদর্শনী করেছিলেন কাশোরারচর এলাকার বাবলু মিয়া। তার অনূকূলে ২৩ হাজার টাকা বরাদ্দ থাকলেও তিনি পান বীজ কেনার জন্য ৪ হাজার টাকা, এক বস্তা জৈব সার, ১০ কেজি ইউরিয়া আর ১০ কেজি পটাশ।

৫০০ বস্তায় আদা চাষ প্রদর্শনী করেন সদর উপজেলার আগপাড়া এলাকার এমদাদুল হক রুবেল। কৃষি অফিস থেকে ২০ কেজি পটাশ, ২০ কেজি ডিএপি, ১৫ কেজি আদা আর ৩৫০টি বস্তা ছাড়া কিছুই পাননি তিনি। অথচ এ কৃষকের অনূকূলে বরাদ্দ দেখানো হয়েছে ৪৪ হাজার টাকা।

এ কৃষক বলেন, ব্যক্তিগতভাবে যেগুলো করেছেন, সেগুলোতে সুফল পেলেও বিপাকে পড়েন প্রদর্শনী করে।

ফাহিমাঘনিষ্ঠ আবুল হাসেমের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ

২০২৩ সালের ৪ অক্টোবর একটি কমিউনিটি বেজড ভার্মি কম্পোস্ট উৎপাদন পিট স্থাপনের জন্য বরাদ্দ আসে ৭০ হাজার টাকা। সেটি বরাদ্দ দেয়া হয় কৃষি কর্মকর্তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল হাসেমের শ্বশুরবাড়িতে।

কিশোরগঞ্জে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
অভিযুক্ত আকুল হাসেম। ছবি: নিউজবাংলা

এ আবুল হাসেম কৃষি কর্মকর্তার সব অনিয়মের ‘মাস্টারমাইন্ড’ বলে অভিযোগ এক কর্মকর্তার।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অফিসের ওই কর্মকর্তা জানান, অফিসে উচ্চমান সহকারী থাকা সত্ত্বেও বেশির ভাগ আর্থিক ফাইল করেন আবুল হাসেম, যেটার কোনো বিধান নেই।

এ বিষয়ে জানতে চাইলে কমিউনিটি বেজড ভার্মি কম্পোস্ট উৎপাদন পিট স্থাপনের বিষয়টি স্বীকার করেন আবুল হাসেম।

অনিয়ম ও আর্থিক ফাইল করার বিষয়টি অস্বীকার করে দুর্নীতির অভিযোগগুলোকে মিথ্যা হিসেবে আখ্যা দেন তিনি।

অনাবাদি প্রকল্প

অনাবাদি প্রকল্পে আরও বেশি অনিয়মের অভিযোগ রয়েছে কৃষি কর্মকর্তা ফাহিমার বিরুদ্ধে।

এ প্রকল্পের পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী করেছেন কাটাবাড়িয়া এলাকার আছমা খাতুন। প্রদর্শনীতে বিভিন্ন জাতের সবজির বীজ আর একটি সাধারণ নেট ছাড়া তেমন কিছুই পাননি তিনি। তার দাবি, সব মিলিয়ে ৯০০ থেকে ৯৫০ টাকার মতো উপকরণ পেয়েছেন।

এ কিষাণীর অভিযোগ, বাগানে পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে বারবার কীটনাশক চেয়েও পাননি তিনি। আছমার প্রাপ্ত উপকরণের বাজারমূল্য মোট বরাদ্দের ২৫ শতাংশ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় অনাবাদি প্রকল্পের মোট ৯৩২টি প্রদর্শনীতে বরাদ্দ আসে ২৮ লাখ ৪৯ হাজার ৪০০ টাকা। এর মধ্যে পারিবারিক পুষ্টি বাগান ৪১৯টি আর পুষ্টি বাগান পুনঃস্থাপন ৫১৩টি।

উপ-সহকারী এক কৃষি কর্মকর্তার অভিযোগ, এসব প্রদর্শনীতে আছমা খাতুনের মতো শত শত কৃষক/কিষাণীকে নামমাত্র উপকরণ দিয়ে বাস্তবায়ন করেন ফাহিমা।

পার্টনার প্রকল্প

চলতি বছরের ২৮ ফ্রেব্রুয়ারিতে আটটি এবং ৩ এপ্রিলে সাতটি (মোট ১৫) পার্টনার ফিল্ড স্কুলের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ আসে।

উপ-সহকারী এক কৃষি কর্মকর্তা জানান, যেখানে কৃষকদের নাশতার জন্য বরাদ্দ ছিল ৩ লাখ টাকা, সেখান থেকে নামেমাত্র বিস্কুট আর পানি খাইয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।

মাশরুম উৎপাদন প্রদর্শনী

২০২৪ সালের ২৩ জানুয়ারি স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনীর জন্য ৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ আসে। বছরের শুরুতে বরাদ্দ আসলেও কাজ শুরুই করেন অক্টোবর শেষ সাপ্তাহে।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি অফিসের একজন কর্মকর্তা জানান, মূলত প্রকল্পটিও আত্মসাৎ করার পাঁয়তারা করেছিলেন কৃষি কর্মকর্তা। পরে জানাজানি হয়ে যাওয়ায় বাস্তবায়ন শুরু করেন তিনি।

শহরের তারাপাশা এলাকার বাসিন্দা মারিয়াতুল কিপতিয়া পাপিয়া। বিগত তিন বছর ধরে নিজ উদ্যোগে মাশরুম উৎপাদন করছেন তিনি। অক্টোবরের শেষ দিকে কৃষি অফিস থেকে স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনী বরাদ্দ পান তিনি। ২০২৪ সালের ২৩ জানুয়ারি আসা প্রকল্পটির বরাদ্দ ৩ লাখ ৭৪ হাজার টাকা হলেও এ কিষাণী পান আড়াই লাখ টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সবেমাত্র ঘর নির্মাণকাজ শুরু করেছেন তিনি।

অভিযুক্ত কৃষি কর্মকর্তার ভাষ্য

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তারের দাবি, দুটি মডেল গ্রাম বাস্তবায়ন করেছেন, তবে প্রাকৃতিক দুর্যোগ আর কৃষকের অসুস্থতার জন্য খানিকটা বিলম্ব হয়েছে।

বাস্তবায়িত মডেল গ্রামে সাইনবোর্ড আছে দাবি করে তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে সেটি নষ্ট হয়ে গেছে।’

যদিও কৃষক জানিয়েছেন, তিনি এখনও সাইনবোর্ড পাননি।

মাশরুমের বিষয়ে তিনি বলেন, ‘এটি চলমান প্রক্রিয়া। বাস্তবায়নে কোনো অনিয়ম হয়নি।’

তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা দাবি করেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, সদর উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

আরও পড়ুন:
বিএনপি নেতার বিরুদ্ধে জলমহাল দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার 
নিহত লেফটেন্যান্ট তানজিমের বাড়িতে যাচ্ছেন সাবেক সেনা কর্মকর্তারা
ইটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল নেতা গ্রেপ্তার
কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার
কিশোরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মন্তব্য

বাংলাদেশ
After two and a half months the blocked Simebi vice chancellor returned to office

আড়াই মাস পর অফিসে ফিরেই অবরুদ্ধ সিমেবি উপাচার্য

আড়াই মাস পর অফিসে ফিরেই অবরুদ্ধ সিমেবি উপাচার্য সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বৃহস্পতিবার অফিসে এলে কর্মকর্তা-কর্মচারীরা তাকে অবরুদ্ধ করে রাখেন। ছবি: নিউজবাংলা
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) উপাচার্য বৃহস্পতিবার সকালে কার্যালয়ে আসার খবর পেয়ে ক্যাম্পাসে জড়ো হন বেতন-বঞ্চিতরা। চাকরি নিয়মিতকরণ ও বকেয়া বেতন-ভাতার দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর উপাচার্য ১৫ দিনের মধ্যে দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলে তার অবরুদ্ধ অবস্থার অবসান হয়।

শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই ‘লাপাত্তা’ ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) উপাচার্য অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। প্রায় আড়াই মাস পর বৃহস্পতিবার হঠাৎ করেই তিনি নিজ কার্যালয়ে ফেরেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাকে সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

জানা যায়, বৃহস্পতিবার সকালে উপাচার্য কার্যালয়ে এসেছেন এমন খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে জড়ো হন বেতন বঞ্চিতরা। এক পর্যায়ে চাকরি নিয়মিতকরণ ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন তারা।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর উপাচার্য ১৫ দিনের মধ্যে দাবি-দাওয়া পূরণের আশ্বাস দিলে তার অবরুদ্ধ অবস্থার অবসান হয়।

এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিষয়টি সুরাহা করতে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠকে বসেন উপাচার্য, ট্রেজারার, সেনাবাহিনী ও পুলিশসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে লাপাত্তা ছিলেন ভিসি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। বিভিন্নভাবে যোগাযোগ করেও দেখা মেলেনি তার। অথচ অজ্ঞাত স্থান থেকেই তিনি গত ২১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলামকে নিয়োগ দেন।

সূত্র জানায়, ডিন হিসেবে নিয়োগ পাওয়া বিএনপি নেতা ডা. নাজমুল ইসলামের আশ্বাসে ভিসি অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন বৃহস্পতিবার কার্যালয়ে আসেন।

আন্দোলনকারীদের দাবি, উপাচার্য বৃহস্পতিবার সকালে যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়ার খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদের সভাপতি আব্দুস সামাদ চৌধুরী জানান, ৫ আগস্টের পর থেকে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক বলতে কেউ নেই। উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ তিনজনই লাপাত্তা। আজ যুবলীগ-ছাত্রলীগকে নিয়ে ভিসি ক্যাম্পাসে আসার খবর পেয়ে তারা অবস্থান নেন।

এ বিষয়ে সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিন ডা. মো. নাজমুল ইসলাম বলেন, ‘আমরা স্বৈরাচারের দোসরদের সঙ্গে আপস করবো না। তারা আমাদের কাছে আশ্রয় পাবে না। আর ওনাকে (ভিসি) টেককেয়ার করা কিংবা সহযোগিতার প্রশ্নই আসে না।’

স্বৈরাচারের দোসর বললেও ভিসির সইয়ে ডিন পদে নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১০তম সিন্ডিকেটের সভায় আমাকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সই করেছেন মাত্র। দেশের বৃহত্তর স্বার্থে এটা এমন কিছু না। কর্মকর্তা-কর্মচারীরা তাকে অবরুদ্ধ করে দাবি-দাওয়া জানিয়েছেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে নাম পাল্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নামকরণ করে আওয়ামী লীগ সরকার। বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডা. মুর্শেদ আহমদ চৌধুরী ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নঈমুল হক চৌধুরী নিয়োগ বাণিজ্যসহ ব্যাপক জালিয়াতি করেন। এসব অভিযোগের ভিত্তিতে মেয়াদ শেষ হলে প্রথমে চাকরি হারান রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নঈমুল হক চৌধুরী। এরপর একই পথে যেতে হয় উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরীকেও।

প্রথম উপাচার্যের মেয়াদ শেষে ২০২৩ সালের শুরুতেই দ্বিতীয় উপাচার্য হিসেবে নিয়োগ পান স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। ডা. এনায়েত হোসেন যোগ দেয়ার আগেই আগের উপাচার্যের অস্থায়ীভাবে নিয়োগ দেয়া সব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা স্থগিত করার নির্দেশনা দেয় মন্ত্রণালয়। এরপর ২২ মাস পেরিয়ে গেলেও কোনো বেতন-ভাতা পাননি কর্মকর্তা-কর্মচারীরা।

নিয়োগের পর কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সৃষ্ট জটিলতা দূর করার আশ্বাস দেন ভিসি ডা. এনায়েত। কিন্তু দায়িত্ব গ্রহণের প্রায় দুই বছর হলেও এসবের কোনো কিছুই করেননি তিনি।

এ অবস্থায় সৃষ্ট জটিলতা ও বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন চলাকালেই ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে উপাচার্য, রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ লাপাত্তা হয়ে যান। গত মাসে পদত্যাগ করেছেন রেজিস্ট্রার আবুল কালাম মো. ফজলুর রহমান। তার বিরুদ্ধেও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে ভিসি ডা. এ এইচ এম এনায়েত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও হলেও তাকে পাওয়া যায়নি।

মন্তব্য

বাংলাদেশ
BGB brought back 20 fishermen from Arakan Army

আরাকান আর্মি থেকে ২০ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মি থেকে ২০ জেলেকে ফেরত আনল বিজিবি বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়। ছবি: নিউজবাংলা
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মঙ্গলবার ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে নিয়ে আসা হয়। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় নৌকাসহ ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জেলেদের টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে নিয়ে আসা হয় বলে জানান বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপের শাহ আলম, আসমত উল্লাহ, আবদুস শুক্কুর, আবুল হোছন, আয়ুব খান, নুর হোছন, বেলাল, সলিম, আবদুল কাদের, হাশিম, হোছেন,, মহি উদ্দিন, এনায়েত উল্লাহ, নুর হাফেজ, ইয়াছিন, আবদুর রহিম, হাছান আলী ও ওসমান গণি, মহেশখালী উপজেলার ইন্নামিন এবং উখিয়া উপজেলার আবদু শুক্কুর।

লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘মঙ্গলবার বিকেল ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ ট্রলার ঘাট এলাকা থেকে ২০ জন বাংলাদেশি জেলে ১৫টি হস্তচালিত ও দুটি ইঞ্জিনচালিত নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গমন করে। জেলেরা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া নামক স্থানে ঢুকে পড়ে।

‘এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে ২০ বাংলাদইশ জেলেকে ফেরত আনা হয়েছে

তিনি জানান, ২০ বাংলাদেশি নাগরিককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:
বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত, ১৯ জেলেকে অপহরণ
বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত 
আরাকান আর্মির হেফাজত থেকে দুই কিশোরকে ফেরত আনল বিজিবি
মিয়ানমার সীমান্তে রাতভর গোলার শব্দে এপারে আতঙ্ক
ডাকাতির শিকার ১৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

মন্তব্য

বাংলাদেশ
Democracy does not fit with Awami League Sylhet Salahuddin

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না: সিলেটে সালাহউদ্দিন

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না: সিলেটে সালাহউদ্দিন সিলেটে রেজিস্টারি মাঠে বৃহস্পতিবার শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বক্তব্য দেন সালাহউদ্দিন আহমেদ। ছবি: নিউজবাংলা
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ অতীতেও বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলো। তারা সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। গণহত্যায় জড়িতরা পালিয়ে গেলেও তাদেরকে দেশে এনে বিচার করা হবে। যতদিন পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে।’

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়। এটি সম্ভব নয়। কারণ আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না। এদেশে ফ্যাসিবাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সিলেট রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত শোভাযাত্রা-পূর্ব এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ অতীতেও বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলো। তারা সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। গণহত্যায় জড়িতরা পালিয়ে গেলেও তাদেরকে দেশে এনে বিচার করা হবে। যতদিন পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না: সিলেটে সালাহউদ্দিন

বিএনপির এই নেতা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। তিনি ১৯৭৫ সালে দেশ ও জাতির প্রয়োজনে আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন।

‘জুলাই-আগস্ট গণবিপ্লবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নেতৃত্ব না দিলে হয়তো আমরা এই স্বাধীনতা পেতাম না। তাই বাংলাদেশ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান এক সূত্রে গাঁথা। আমরা কারও করদরাজ্যে পরিণত হওয়ার জন্য স্বাধীনতা লাভ করিনি। অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

স্বাগত বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট হাদীয় চৌধুরী মুন্নি, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ড্যাব সিলেট জেলার সভাপতি ডা. নাজমুল ইসলাম, সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর এক বিশেষ প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। তখন দেশের সংগ্রামী সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল।

‘এবারও দেশের মানুষ শহীদ জিয়ার উত্তরাধিকারী দেশনায়ক তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। দেশের সাধারণ মানুষ তারেক রহমানের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়।’

আরিফুল হক চৌধুরী বলেন, ‘দেশের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলেন। ঠিক দেশের ক্লান্তিকালে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নেতৃত্বে দিয়ে যাচ্ছেন। আগামী দিনের রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

জিকে গউছ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য অমৃত্যু কাজ করে গেছেন। সেই ধারাবাহিকতায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দেশের মানুষের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। আর তার নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।’

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্লাকার্ড নিয়ে দলটির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এদিকে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় যোগদান করতে দুপুর থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রেজিস্টারি মাঠে জড়ো হতে থাকেন।

আরও পড়ুন:
বিএনপির ১০ জেলা ও মহানগরে কমিটি ঘোষণা
বিএনপির ৭ আইনজীবী নেতাকে আদালত অবমাননার মামলা থেকে অব্যাহতি
৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি বিএনপির
৭ নভেম্বর ঘিরে বিএনপির ১০ দিনের কর্মসূচি
অন্য ইস্যু নয়, ভোটে নজর দিন: ফখরুল

মন্তব্য

বাংলাদেশ
Audio of BNP leaders demand for donation to save from lawsuit goes viral

মামলা থেকে বাঁচাতে বিএনপি নেতার চাঁদা দাবি, অডিও ভাইরাল

মামলা থেকে বাঁচাতে বিএনপি নেতার চাঁদা দাবি, অডিও ভাইরাল বাঁ থেকে- বিএনপি নেতা বেলাল হোসেন সৌখিন ও আওয়ামী লীগ নেতা সামছুল আলম। কোলাজ: নিউজবাংলা
মামলার আসামির তালিকা থেকে নাম বাদ দিতে আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল আলমের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির ওই নেতা। নওগাঁর বদলগাছী উপজেলার এ ঘটনা এখন ফেসবুকে ভাইরাল।

বিস্ফোরক মামলার আসামির তালিকা থেকে নাম বাদ দিতে আওয়ামী লীগের এক নেতার কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল আলমের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বেলাল হোসেন সৌখিন নামের বিএনপির ওই নেতা। এ ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলায়।

মোবাইল ফোনে বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সাবেক ওই উপজেলা চেয়ারম্যানের কাছে সৌখিন এই চাঁদা দাবি করেন। এ বিষয়ে দুই নেতার কথোপকথনের এক মিনিট ৩৭ সেকেন্ডের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

চাঁদা দাবি করা বেলাল হোসেন সৌখিন বদলগাছী উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক। আর সামছুল আলম খান উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।

জানা যায়, সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ছয়টি ককটেল উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ৪০ নেতাকর্মীর নামে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। আর এই মামলার বাদী হলেন বেলাল হোসেন সৌখিন।

এই মামলায় থানা পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

জানতে চাইলে সামছুল আলম খান বলেন, ‘বিএনপি নেতা সৌখিন আমার কাছে ফোন করে এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি টাকা দিতে অস্বীকার করার কারণে গোবরচাঁপা হাটে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণের মামলায় আমাকে ১০ নম্বর আসামি করা হয়েছে। এতেই প্রমাণ এটি এক সাজানো মিথ্যা মামলা। আমি এর তীব্র প্রতিবাদসহ সঠিক বিচার দাবি করছি।’

বেলাল হোসেন সৌখিন এ বিষয়ে বলেন, “ঘটনাটি অনেক আগের। উপজেলা পরিষদ বাতিল হওয়ার পর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিককে এল লাখ টাকা দেয়ার খবর পাই। সেই জন্যই আমিও তাকে ফোন করে বলেছি মানিককে দিলে আমাকেও দুই লাখ টাকা দিতে হবে। আর ‘চেয়ারম্যানের মরণ মোর হাতে ছিল’ এমন ডায়ালগটার প্রশংসা করলে তিনি হাসতে থাকেন।”

এদিকে বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওরঙ্গজেব চৌধুরী মানিক। মোবাইল ফোনে এই প্রতিবেদককে তিনি বলেন, ‘দলের নেতাদের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায়, সেই ব্যবস্থা নেবো।’

স্থানীয় বিএনপির আরেক নেতা ক্ষোভের সঙ্গে বলেন, ‘এই মামলা তাদের কাছে এখন চাঁদা আদায়ের রসিদ হয়ে গেছে।’

জানতে চাইলে বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু মোবাইল ফোনে বলেন, ‘ওই কল রেকর্ডের ঘটনা এখনকার না, মামলার অনেক আগের। বিষয়টি গতকাল আমি জেনেছি। তবে বিএনপির নাম ভাঙিয়ে যে বা যারা এ ধরনের কাজ করবে, তার বা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

সম্প্রতি হওয়া বিস্ফোরক মামলার তদন্ত সঠিকভাবেই করা হবে জানান থানার ওসি শাহজাহান আলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিও ক্লিপটি এই প্রতিবেদকের হাতে এসেছে। তাদের কথোপকথন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

সৌখিন: হ্যালো, ভাই আমি চ্যাংলার সৌখিন।

সামছুল আলম: হ্যা ভাই, ভালো ভাই?

সৌখিন: চিনতে পারছেন?

সামছুল আলম: হ্যাঁ ভাই চিনতে পারছি, ‘ক’।

সৌখিন: আপনি ওই ম্যানক্যাক (মানিককে) বলে ওই ইয়ে দিছেন। দুই লাখ টাকা বলে দিছেন ম্যানক্যাক?

সামছুল আলম: কোনো ট্যাকাপয়সা আছে ভাই? এলা গুজব, কুটি থ্যাকা শুনলি ক।

সৌখিন: আমি শুনলাম ম্যানক্যাক আপনে দু্ই লাখ টাকা দিছেন।

সামছুল আলম: না না না ভাই।

সৌখিন: তে ম্যানক্যা আপনাক বাঁচাতে পারবে?

সামছুল আলম: বাঁচা-মরা এখন আল্লাহ্’র হাতে ভাই। আল্লাহ্ এখন ভাগ্যে কী লিখে রেখেছে!

সৌখিন: আল্লাহ্’র হাতে ঠিক আছে। কিন্তু আল্লাহ্ যে আমার হাতে লিখে রেখেছে আপনার…, এটার কী হবে কন।

সামছুল আলম: তাই, না?

সৌখিন: হ্যাঁ, তে আপনি ম্যানক্যার সাথে যোগাযোগ করবেন, আর আমি … ফ্যালাবো? ভাগ মিলতেছে না।

সামছুল আলম: না ভাই, না না না।

সৌখিন: আপনি আমার এই নম্বরে বিকাশ, নগদ সব আছে। আপনি এক লাখ তাহলে এখানে পাঠায়ে দেন।

সামছুল আলমের হা হা হা করে হাসি।

সৌখিন: তাহলে আপনে মনে করেন ম্যানক্যাক টাকা দিবেন মানে? ম্যানক্যা দলের কে? ওই সাওয়ার ব্যাটা দলের কে?

সামছুল আলম: না ভাই না, এগুলো মিথ্যে কথা ভাই।

সৌখিন: তাহলে এলা গুজ উঠে কেন? আপনে তাহলে ম্যানক্যাকে ফোন করেন। পাশে থেকে আরেকজনকে বলতে শোনা যায়- সে কোন জায়গায় আছে খোঁজ নাও। সঙ্গে সঙ্গে তার সুরে জানতে চান- আপনি কোথায় আছেন? না হলে আপনি কই আছেন কন তো?

সামছুল আলম: না ভাই, এলা মিথ্যে কথা।

মন্তব্য

p
উপরে