× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
6 thousand hectares of land affected in Shariatpur in Sitrang
google_news print-icon

সিত্রাং-এ শরীয়তপুরে আক্রান্ত ৬ হাজার হেক্টর জমি

সিত্রাং-এ-শরীয়তপুরে-আক্রান্ত-৬-হাজার-হেক্টর-জমি
জাজিরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক আমজাদ হোসেন বলেন, ‘ঝড় হবে বুঝতে পেরেছিলাম, তবে এত বৃষ্টি বৃষ্টি হবে বুঝতে পারিনি।অনেক জমিতে ধান, পেঁয়াজ ও মরিচের আবাদ করেছিলাম। পানিতে প্রায় সব ফসলই তলিয়ে গিয়েছে। আজকের মধ্যে পানি না নামলে সব ফসলই নষ্ট হয়ে যাবে।’

সিত্রাং এর প্রভাবে বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শরীয়তপুরের ৬ হাজার ৮৪৬ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে।

বাতাসের তীব্রতায় মাটির সঙ্গে নুয়ে পড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের ক্ষেত। তলিয়েছে শীতকালীন আগাম সবজি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টিতে ৫ হাজার ৬৬২ হেক্টর জমির রোপা ও বোনা আমন আক্রান্ত হয়েছে। এর মধ্যে বোনা আমন ২ হাজার ২০০ হেক্টর ও রোপা আমন ৩ হাজার ৪৬২ হেক্টর। তলিয়ে গেছে ৬০২ হেক্টর জমির শাক-সবজি, ৪২২ হেক্টর জমির মরিচ, পান ৫০, মাসকালাই ১৯, পেঁয়াজ ১৫ ও অন্যান্য ফসল ৭৬ হেক্টর।

জাজিরা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষক আমজাদ হোসেন বলেন, ‘ঝড় হবে বুঝতে পেরেছিলাম, তবে এত বৃষ্টি বৃষ্টি হবে বুঝতে পারিনি।অনেক জমিতে ধান, পেঁয়াজ ও মরিচের আবাদ করেছিলাম। পানিতে প্রায় সব ফসলই তলিয়ে গিয়েছে। আজকের মধ্যে পানি না নামলে সব ফসলই নষ্ট হয়ে যাবে।

‘সকাল থেকে মানুষ নিয়ে পানি নিষ্কাশনে কাজ করছি। ফসল নষ্ট হয়ে গেলে কিস্তির টাকা দেব কীভাবে? আর নিজেরাই চলব কী করে?’

সিত্রাং-এ শরীয়তপুরে আক্রান্ত ৬ হাজার হেক্টর জমি

বিলাসপুর ইউনিয়নের মেহের আলী মাদবর কান্দি গ্রামের মো. মাহফুজ বলেন, ‘অনেক আশা নিয়া এবার প্রথমবারের মতো টমেটো লাগাইছিলাম, কিন্তু ঘূর্ণিঝড়ে সব শ্যাষ হইয়া গেল। গোড়ায় পানি জমে থাকায় সব গাছ মইরা যাইতাছে। এছাড়াও যেসব গাছ একটু বড় হয়ছে, সেগুলো মাটিতে নুয়ে পড়ছে। এখন মনে হচ্ছে টমেটো লাগানোর খরচই উঠবে না আমার।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতলুবর রহমান বলেন, ‘আগে‌ থেকেই কৃষকদেরকে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় কৃষক ভাইদের ২৮ তারিখের আগে নতুন ফসল না বুনতে পরামর্শ দেয়া হয়েছিল।

‘ঝড়ের কারণে কিছু ফসলের মাঠ আক্রান্ত হয়েছে। আপাতত কৃষকদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য পরামর্শ দেয়া হয়েছে। পানি দ্রুত নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। আক্রান্ত জমির মধ্যে কি পরিমান ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিরূপনে কাজ শুরু হয়েছে।’

আরও পড়ুন:
৯৯৯-এ কল : ‘সিত্রাং’ এর কবল থেকে ৮০ যাত্রী উদ্ধার
সিত্রাং: মাদারীপুরে তলিয়েছে উঠতি আমনের ক্ষেত
সুপার সাইক্লোনের আশঙ্কা ছড়ানোয় কী ক্ষতি হলো?
ঘূর্ণিঝড় সিত্রাং: মৃত বেড়ে ২০
ঘূর্ণিঝড়ের পর সচল চট্টগ্রাম বন্দর

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
In Meherpur the farmer has his hands on his head due to hail

মেহেরপুরে শিলা বৃষ্টিতে মাথায় হাত কৃষকের

মেহেরপুরে শিলা বৃষ্টিতে মাথায় হাত কৃষকের গাংনী উপজেলার দেবিপুর মাঠে বাতাস ও শিলা বৃষ্টিতে নুয়ে পড়েছে গম ও ভুট্টা । কোলাজ: নিউজবাংলা
মেহেরপুর কৃষি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শঙ্কর কুমার মজুমদার বলেন, ‘দমকা বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি হওয়ার কারণে মাঠে থাকা উঠতি ফসল বিশেষ করে গম, ভুট্টা, মসুরি নুয়ে পড়েছে। সেগুলোর কিছুটা ক্ষতি হবে এটা সঠিক, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও সঠিক নিরূপণ করা সম্ভব হয়নি।’

মেহেরপুরে দমকা বাতাস আর শিলা বৃষ্টিতে নুয়ে পড়েছে কাঁচা-পাকা গম ও ভুট্টা ক্ষেত। বৃষ্টির সঙ্গে শিলা থাকায় গমের দানা কালচে হওয়ার আশঙ্কা চাষিদের।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আকাশ মেঘাছন্ন হয়ে শুরু হয় দমকা বাতাস আর ছোট ছোট শিলার সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টি যা শুক্রবার সন্ধ্যায় শেষ হয়। গত দুইদিনের ঘণ্টা চারেক বাতাস আর বৃষ্টিতে নুয়ে পড়েছে কাঁচা-পাকা গম ও ভুট্টা ক্ষেত। গম নুয়ে পড়ে অল্প ক্ষতির সম্ভাবনা থাকলেও শিলাবৃষ্টির কারণে গমের রং কালচে আকার ধারণ করতে পারে।

মেহেরপুর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে গম ও ১৮ হাজার হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যা লক্ষ‍্যমাত্রা ছাড়িয়ে গেছে।

নিশিপুর গ্রামের কৃষক সোহেল বলেন, ‘যে বাতাস আর বৃষ্টি হয়েছে তাতে গম সব নুয়ে পড়েছে। গম কাটা যাবে বলে ভরসা পাচ্ছি না।’

করমদি গ্রামের ভুট্টা চাষি শহিদুল ইসলাম বলেন, ‘আমি দুই বিঘা জমির ভুট্টা কেটে মাড়াইয়ের জন‍্য খোলাই এনে রাখার পর থেকেই শুরু হয় বৃষ্টি। ভুট্টা পলিথিন দিয়ে ঢেকে রাখার পর গরমে নষ্ট হয়ে যাওয়ার মত অবস্থা হয়ে গেছে। ভুট্টার রং কেমন হয়ে গেছে।’

একই এলাকার চাষি জালাল উদ্দিন বলেন, ‘মাঠে থাকা ভুট্টা অর্ধেক কাটা হয়েছিল আর অর্ধেক মাঠে ছিল। বাতাসের সঙ্গে বৃষ্টি হওয়ার কারণে গাছ মাটিতে শুয়ে পড়েছে। নিচু জমি হওয়ার কারণে আবার পানি জমে গেছে। এখন গাছ থেকে ফসল সংগ্রহ করা কঠিন হয়ে যাবে।’

মেহেরপুর কৃষি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শঙ্কর কুমার মজুমদার বলেন, ‘দমকা বাতাসের সঙ্গে শিলা বৃষ্টি হওয়ার কারণে মাঠে থাকা উঠতি ফসল বিশেষ করে গম, ভুট্টা, মসুরি নুয়ে পড়েছে। সেগুলোর কিছুটা ক্ষতি হবে এটা সঠিক, তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও সঠিক নিরূপণ করা সম্ভব হয়নি।’

আরও পড়ুন:
সিত্রাং-এ শরীয়তপুরে আক্রান্ত ৬ হাজার হেক্টর জমি
সিত্রাং: মাদারীপুরে তলিয়েছে উঠতি আমনের ক্ষেত
ঘূর্ণিঝড় সিত্রাং: মৃত বেড়ে ২০
৪১৯ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত, গাছচাপায় মৃত্যু ৯: দুর্যোগ প্রতিমন্ত্রী
বন্ধ কালভার্টের মুখ: জলাবদ্ধ ৬০০ একর ফসলি জমি

মন্তব্য

বাংলাদেশ
Onion import stopped with Benapol

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ

বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ সরকারের সিদ্ধান্তে বেনাপোল বন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে পেঁয়াজ আমদানি। ছবি: নিউজবাংলা
বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, ব্যবসায়ীরা বন্দর দিয়ে এসআরও’র মাধ্যমে পেঁয়াজ আমদানি করতেন। সেটা ১৫ মার্চের পর থেকে আর কার্যকর নয়। এখন ব্যবসায়ীরা নির্দিষ্ট ডকুমেন্ট জোগাড় করে পেঁয়াজ আমদানি করতে চাইলে করতে পারবেন।

দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্য দাম নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করেছে সরকার। এর ফলে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।

বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার আব্দুল রশীদ মিয়া জানান, ব্যবসায়ীরা বন্দর দিয়ে এসআরও (স্ট্যাটুটারি রুলস অ্যান্ড অর্ডার)-এর মাধ্যমে পেঁয়াজ আমদানি করত। তবে সেটা ১৫ মার্চের পর থেকে আর কার্যকর নয়। এখন ব্যবসায়ীরা নির্দিষ্ট ডকুমেন্ট জোগাড় করে পেঁয়াজ আমদানি করতে চাইলে করতে পারবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, ‘প্রতি বছর পেঁয়াজ আমদানির জন্য মার্চের ১৫ তারিখ পর্যন্ত আইপি (ইমপোর্ট পারমিট) মেয়াদ থাকে। সরকার নতুন করে আইপি না দেয়ায় বৃহস্পতিবার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।’

তিনি জানান, দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। দেশের কৃষকরা যাতে তাদের উৎপাদিত পেঁয়াজের সঠিক বাজার মূল্য পায় সে লক্ষ্যে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে যুগান্তকারী পদক্ষেপে দেশীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্যটির সঠিক মূল্য পাবে।’

বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে।

এদিকে অন্যান্য বছরের মতো এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় এ খাদ্যপণ্যটির দাম যাতে না বাড়ে সেদিকে সরকারকে বাজার তদারকি ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ।

ক্রেতারা বলছেন, বর্তমানে পেঁয়াজের দাম তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। তবে প্রতিবার রমজানের সময় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেন। তাই সরকারকে নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।

বেনাপোল বন্দরের পেঁয়াজ আমদানিকারক শামিম হোসেন বলেন, ‘চাহিদা কম থাকায় এবার রোজার আগে আপাতত পেঁয়াজ আমদানির চিন্তা নেই। তবে দেশে চাহিদার তুলনায় পেঁয়াজের উৎপাদন কম হওয়ায় আমদানি নিষিদ্ধ না করে কোটা নির্ধারণ করলে ভালো হতো।’

চলতি অর্থবছরের ৬ মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৯ হাজার ৮৮৭ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে দেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন ও দাম স্বাভাবিক পর্যায়ে থাকায় গত ২ মাস ধরে ভারতীয় পেঁয়াজের আমদানির পরিমাণ অনেকাংশেই কমেছে। বর্তমানে বেনাপোল বন্দর এলাকার খোলা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ২৮ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:
বেশি সময় সংরক্ষণ করা যাবে পেঁয়াজ-রসুন
দামে লোকসানে মেহেরপুরের পেঁয়াজ চাষিরা
তিস্তার চরে পেঁয়াজের বাম্পার ফলন
সুখসাগর পেঁয়াজের বীজে চাষিদের আশা

মন্তব্য

বাংলাদেশ
Farmers are swinging wheat ears in the field hoping for a good price

মাঠে দুলছে গমের শিষ, ভালো দামের আশায় চাষিরা

মাঠে দুলছে গমের শিষ, ভালো দামের আশায় চাষিরা
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজউদ্দিন জানান, এবার গমের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে গম পাঁকা শুরু হয়েছে। আর এক দু সপ্তাহের মধ্যে গম কাটা শুরু হবে। এবার কৃষকরা গম আবাদে লাভবান হবে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজউদ্দিন জানান, এবার গমের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে গম পাঁকা শুরু হয়েছে। আর এক দু সপ্তাহের মধ্যে গম কাটা শুরু হবে। এবার কৃষকরা গম আবাদে লাভবান হবে।

হিমালয়ের সমতল অঞ্চল উত্তরের জেলা পঞ্চগড়ের কৃষকেরা এবার বোরো আবাদের পরিবর্তে গম আবাদের দিকে ঝুঁকেছেন। চাষিরা বলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে গম আমদানি কমে যাবার আশংকায় তারা গম চাষে উদ্বুদ্ধ হয়েছেন। তারা

বলছেন, গম আবাদে সেচ খরচ কম। আবহাওয়া অনুকুলে থাকার কারণে এবার ব্যাপক ফলনও দেখা যাচ্ছে। তাছাড়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে এবার গমের দামও ভালো পাবার আশা করছেন তারা।

বিস্তীর্ণ মাঠ, যতদূর চোখ যায় দুলছে গমের শিষ। এরপর চারপাশে চোখ ঘোরালেও একই চিত্র চোখে পড়বে। প্রতি বছর এই জমিগুলোতে বোরোর আবাদ করা হলেও এ বছর চাষিরা চাষ করছেন গম। তারা বলছেন গমের আবাদে খরচ কম। খুব বেশি সেচের প্রয়োজন পড়েনা। গমেরগঞ্জপরে পাট, পাটের পরে তারা আমন আবাদ করবেন। এতে গম আবাদ করলে লাভের পরিমাণটা বেশি। তাই এবার অনেক চাষিই গমের আবাদের দিকে ঝুঁকেছেন।

চাষিরা বলছে, গমের ফলনও ব্যাপক আবহাওয়াও অনুকূলে। সবকিছু ঠিকঠাক থাকলে বিঘায় ৩০ থেকে ৩৫ মণ গম ঘরে তুলবেন তারা। তাদের আশা সঠিকভাবে গমের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করবেন সরকার । তবে চাষিদের সহযোগিতা করছেন না কৃষি সম্পধসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা এমন অভিযোগও করেছেন তারা।

তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটা পাড়া গধামের ফারুক হোসেন জানান, এবার দুই একর জমিতে গম লাগিয়েছেন তিনি।

তিনি জানান, একরে ২৫ হাজার টাকার মতো খরচ হচ্ছে। তিনবার সার এবং তিনবার সেচ দিতে হয়েছে। বিঘায় ৩০ থেকে ৩৫ মণ গম পাব আশা করি।

সদর উপজেলার সীতাগধামের সলেমান আলী বলেন, ‘গমের ফলন এবার ভালো হয়ছে। সরকার যদি ন্যায্যমূল্য দেয়, তবে চাষিরা ভালো লাভবান হবেন। তবে কৃষি অফিস আমাদের খোঁজ নেয়না। তিন বিঘা গমের আবাদ করেছি একদিনও অফিসের কেউ খোঁজ নেয়নি। ধনীলোকদের বাড়ি বাড়ি গিয়ে সার বীজ দিয়ে আসে।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, তারা চাষিদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রিয়াজউদ্দিন জানান, এবার গমের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে গম পাঁকা শুরু হয়েছে। আর এক দু সপ্তাহের মধ্যে গম কাটা শুরু হবে। এবার কৃষকরা গম আবাদে লাভবান হবে।

এবার ২০ হাজার হেক্টর জমিতে গমের চাষ হয়েছে। ৮৩ হাজার ৫০০ টন গম উৎপাদনের আশা করছেন বলে জানালেন তিনি।

মন্তব্য

বাংলাদেশ
Praying for rain in Howrah

হাওরে বৃষ্টির জন্য দোয়া

হাওরে বৃষ্টির জন্য দোয়া সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে সোমবার কয়েক শ’ কৃষক বৃষ্টির জন্য দোয়ার আয়োজন করেন। ছবি: নিউজবাংলা
‘ফাল্গুনে বৃষ্টি কম হলেও আগে কখনও প্রকৃতির এমন বিরূপ আচরণ দেখা যায়নি। এ বছর হাওরের কোথাও পানি নেই। সেচ দিলেও তা কিছুক্ষণ পরই শুকিয়ে যায়। এখন ধানের থোড় গজানোর সময়। কিন্তু বৃষ্টির অভাবে থোড় অঙ্কুরেই নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা হাওরে দোয়ার উদ্যোগ নিয়েছি।’

খরার তীব্রতায় বোরো ধানের গাছ লালচে হয়ে যাচ্ছে। নলকূপের মাধ্যমে সেচ দেয়া হলেও তা যথেষ্ট নয়। এ অবস্থায় বছরের পর বছর পানিতে ডুবে ফসলহানির হাওরাঞ্চলে এবার বৃষ্টি কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছে।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে লম্বাবাক ফুটবল খেলার মাঠে সোমবার দুপুরে কয়েক শ’ কৃষক আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য দোয়া করেন। দোয়া পরিচালনা করেন লম্বাবাক জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইয়াহিয়া আহমদ জুয়েল।

দোয়া মাহফিলে অংশ নেয়া গ্রামের মুরব্বি মো. সবর আলী জানান, অন্য বছর এমন সময় বেশ কয়েকবার বৃষ্টি হয়। কিন্তু এবার আকাশে মাঝে মাঝে মেঘ দেখা গেলেও বৃষ্টির খবর নেই। খরা ও তাপদাহে হাওরের বুকে ধানি জমি খা খা করছে।

কয়েকজন কৃষক বলেন, ‘ফাল্গুনে বৃষ্টি কম হলেও আগে কখনও প্রকৃতির এমন বিরূপ আচরণ দেখা যায়নি। এ বছর এমনিতেই খরার ভাব। হাওরের কোথাও পানি নেই। নদী থেকে শ্যালো মেশিনে পানি সেচ দিলেও তা কিছুক্ষণ পরই শুকিয়ে যায়। এখন ধানের থোড় গজানোর সময়। কিন্তু বৃষ্টির অভাবে থোড় অঙ্কুরেই নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা হাওরে দোয়ার উদ্যোগ নিয়েছি।’

উপজেলার ৬টি ছোট-বড় হাওরে ৪৫০টি পুকুর এবং সুরমা, পিয়াইন ও কাইল্লানী নদীর অংশবিশেষ ভরাট হয়ে যাওয়ায় পানির অভাব দেখা দিয়েছে। ফলে মৌসুমের এই সময়টাতে দেখা দেয় তীব্র পানির সংকট।

হাওরের কৃষক শাহেদ আলী তালুকদার বলেন, ‘২০ বিঘা জমিতে বোরো চাষ করেছি। জমি তৈরি, চারা রোপণ, আগাছা পরিষ্কার এবং এক দফা সার ও কীটনাশক দিয়েছি। ধান গাছগুলো ভালোভাবেই বেড়ে উঠছিল।

‘আশা ছিল প্রতি বিঘায় ২০ থেকে ২২ মণ ধান হবে। কিন্তু বৃষ্টি ও পানির অভাবে গাছগুলো বেড়ে উঠছে না। এই সময়ে জমিতে হাল্কা বৃষ্টির পানি থাকে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় নদী থেকে অনেক টাকা খরচ করে পানি দিতে হচ্ছে। ৩/৪ দিন পর পর পানি দিয়েও জমি ভিজিয়ে রাখা যাচ্ছে না।’

জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, ‘চলতি বোরো মৌসুমে জামালগঞ্জে মোট ২৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু পানি না থাকায় কৃষকেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি পানির ঘাটতি পূরণে নতুন কিছু পাম্প বসাতে এবং সার ব্যবহার করতে।

‘এবার ধান ক্ষেত দেখে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলনের আশা ছিল। কিন্তু বৃষ্টির অভাবে ফলন কিছুটা কম হতে পারে। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে যে কয়েক দিনের মধ্যেই বৃষ্টি হবে। আর বৃষ্টি হলে ক্ষতিটা কাটিয়ে উঠা সম্ভব হবে।’

মন্তব্য

বাংলাদেশ
What does jute leaf actually look like?

পাট পাতা আসলে দেখতে কেমন

পাট পাতা আসলে দেখতে কেমন পাট পাতা। ফাইল ছবি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক নাম না প্রকাশ করার শর্তে নিউজবাংলাকে বলেন, ‘এটা মোটেই পাটের পাতা না। যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেটির মতো এক ধরনের পাট পাতা আছে ঠিক, তবে এটি সেই পাতা না।’

সরল ও একক আকৃতির পাট পাতা দেখেই যারা এতদিন অভ্যস্ত; পাট নিয়ে তাদের বোধহয় এবার নতুন করে পাঠের সুযোগ তৈরি হয়েছে। এই সোনালি আঁশের পাতা বলে ব্যবহার করা একটি ছবি নিয়ে বিতর্কের মধ্যে এসেছে নানা তথ্য।

পাট পাতা আসলে কেমন তা নিয়েও এখন চলছে আলোচনা। জাতীয় পাট দিবসের প্রচারে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাট পাতা বলে প্রকাশ করা পাতার ওই ছবি ব্যবহার নিয়ে দুদিন ধরেই চলছে বিতর্ক। তবে কৃষি গবেষকরা বলছেন, ওই পাতা কোনোভাবেই পাটের পাতা নয়।

পাট পাতা আসলে দেখতে কেমন
ফেস্টুনে প্রকাশিত পাট পাতা (বাঁয়ে) ও দেশে সাধারণত পাওয়া পাট পাতা

সামাজিক যোগাযোগাধ্যম ফেসবুকে হচ্ছে এ নিয়ে ব্যাপক আলোচনা। পাট পাতার ছবি ও সেই ফেস্টুনের ছবি পাশাপাশি পোস্ট করে অনেকেই লিখেছেন, এটা পাট পাতা না। কেউ লিখেছেন, এটা গাঁজার পাতা।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সহযোগী অধ্যাপক নাম না প্রকাশ করার শর্তে নিউজবাংলাকে বলেন, ‘এটা মোটেই পাটের পাতা না। যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেটির মতো এক ধরনের পাট পাতা আছে ঠিক, তবে এটি সেই পাতা না।’

পাট পাতা চেনার উপায় জানতে চাইলে তিনি বলেন, ‘পাটের পাতা সরল প্রকৃতির। যে কয় ধরনের পাতা আছে, এরকমই। এক ধরনের পাটের পাতা আছে যেটি কিছুটা আঙ্গুলের মতো। তবে ফেস্টুনের দেয়া ছবির সঙ্গে এর মিল নেই।’

পাট পাতা আসলে দেখতে কেমন
কেনাফ পাতা

সোমবার একটি নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, ৬ মার্চ জাতীয় পাট দিবস পালনের দিন রাজধানীর বিজয় সরণী মোড়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সৌজন্যে একটি ফেস্টুনে পাটজাত পণ্যের সঙ্গে সবুজ পাতার ছবি দেয়া হয়। খাঁজ কাটা ওই সবুজ পাতা দেখে অনেকেই এটা পাট পাতা কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। কয়েকজন পথচারী মন্তব্য করেন, এটা পাটের পাতা না কি গাঁজা গাছের পাতা?

একজন কৃষি গবেষক জানান, কেনাফ পাতার সঙ্গে কিছুটা মিল আছে ছাপা হওয়া ছবিটার। এটিও পাটের মতো পরিবেশবান্ধব আঁশ জাতীয় ফসল।

পাট পাতা আসলে দেখতে কেমন
গাঁজা পাতা

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, দেশে সাধারণত দুু ধরনের পাট চাষ হয়। একটি হলো সাদা বা তিতা পাট আর অন্যটি হলো তোষা বা মিঠা পাট। এছাড়া আরও একটি উদ্ভিদ থেকেও পাটের মত তন্তু পাওয়া যায় যার নাম মেস্তা। কিছু কিছু দেশে পাটের বিকল্প হিসেবে চাষ হয় কেনাফ।

বাংলাদেশের জাতীয় প্রতীকেও আছে পাট পাতার আকৃতি। ভাসমান একটি শাপলা, শাপলার দুই পাশে ধানের শীষবেষ্টিত পাট পাতা ও চারটি তারকা সেঁটে দিয়ে তৈরি হয়েছে এই প্রতীক। জাতীয় প্রতীকে যে পাট পাতা, সে পাট পাতাও সরল ও একক আকৃতির।

আরও পড়ুন:
পাট পাতার আছে নানা গুণ
জাতীয় পাট দিবসে পুরস্কার পাচ্ছে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান
পাট এখন কৃষিপণ্য

মন্তব্য

বাংলাদেশ
11 individuals and organizations are receiving awards on National Jute Day

জাতীয় পাট দিবসে পুরস্কার পাচ্ছে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান

জাতীয় পাট দিবসে পুরস্কার পাচ্ছে ১১ ব্যক্তি-প্রতিষ্ঠান
সচিবালায়ে রোববার সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ছবি: নিউজবাংলা
৬ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন।

পাট ও পাটজাত পণ্যের উৎপাদন বাড়াতে অবদান রাখায় ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেবে সরকার।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী রোববার সচিবালায়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

তিনি বলেন, ৬ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে এদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন। এ ছাড়া মতিঝিলের করিম চেম্বারে বহুমুখী পাট পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের‌ও উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী।

এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- পাট শিল্পের অবদান- স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। আগামী ১২ থেকে ১৬ মার্চ শিল্পকলা একাডেমিতে ৫ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য প্রদর্শনী ও মেলার আয়োজন করা হবে বলেও জানান পাটমন্ত্রী।

মন্ত্রী জানান, পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক শ্রেণিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদ আল হোসেন, সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি শ্রেণিতে কিশোরগঞ্জের আবু হানিফ, সেরা পাট উৎপাদনকারী চাষি হিসেবে পাবনার মো. এনামুল হক, পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) শ্রেণিতে উত্তরা জুট ফাইবার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান (হেসিয়ান, সেকিং ও সিবিসি) শ্রেণিতে জোবাইদা করিম জুট মিল মিলস লিমিটেড, পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল হিসাবে আকিজ জুট মিলস লিমিটেড, পাটের সূতা রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান হিসাবে জনতা জুট মিলস লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল হিসাবে সোনালি আঁশ লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্য রপ্তানিকারক সেরা প্রতিষ্ঠান হিসাবে ক্রিয়েশন (প্রা.) লিমিটেড, বহুমুখী পাটজাত পণ্যের সেরা মহিলা উদ্যোক্তা হিসাবে তরঙ্গ এবং বহুমুখী পাটজাত পণ্যের সেরা পুরুষ উদ্যোক্তা হিসাবে গোল্ডেন জুট প্রোডাক্টকে পুরস্কার দেয়া হবে।

এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র পাট ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ পাট চাষি সমিতি, বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ লেমিনেটিং জুট ব্যাগ ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশন, বাংলাদেশ বহুমুখী পাটপণ্য উৎপাদক ও রপ্তানিকারক সমিতি, বাংলাদেশ জুট গুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজেজিইএ), বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ), বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনকে (বিজেএসএ) জাতীয় পাট দিবসে সম্মাননা দেয়া হবে বলে জানান পাটমন্ত্রী।

আরও পড়ুন:
পাট এখন কৃষিপণ্য
ভেজালে বাজার মন্দা মাদারীপুরের পাটালি গুড়ের
‘ঘর থেকে সুতাও বের করতে পারিনি’

মন্তব্য

বাংলাদেশ
Jute is now an agricultural commodity

পাট এখন কৃষিপণ্য

পাট এখন কৃষিপণ্য ফাইল ছবি
২০১৬ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেন। গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে বুধবার গেজেট প্রকাশ করা হয়েছে।

সোনালী আঁশ পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। ফলে এখন থেকে পাট উৎপাদন, বিপণন ও রপ্তানিতে অন্য কৃষিপণ্যের মতো সরকারি সুবিধা পাওয়া যাবে।

২০১৬ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেন। গত ৯ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে পাটকে কৃষিজাত পণ্য হিসেবে গণ্য করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করে বুধবার গেজেট প্রকাশ করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, দেশ-বিদেশে পাটের ব্যবহার অনেক বেড়েছে। ফলে পাট নিয়ে সম্ভাবনার অনেক ক্ষেত্র তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতেই পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এত দিন এটা কৃষিপণ্যের তালিকায় ছিল না।

পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা দেয়ায় এখন থেকে পাট উৎপাদন, বিপণন ও রপ্তানিতে অন্যান্য কৃষিপণ্যের মত সরকারি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া কৃষি ঋণের মধ্যেও পাট যুক্ত হবে বলে কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

আরও পড়ুন:
ভেজালে বাজার মন্দা মাদারীপুরের পাটালি গুড়ের
‘ঘর থেকে সুতাও বের করতে পারিনি’
হেপাটাইটিস বি মোকাবিলায় কর্মসূচির উদ্বোধন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টের

মন্তব্য

p
উপরে