× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
Cyclone Sitrang Death toll rises to 20
google_news print-icon

ঘূর্ণিঝড় সিত্রাং: মৃত বেড়ে ২০

ঘূর্ণিঝড়-সিত্রাং-মৃত-বেড়ে-২০-
কুমিল্লায় ঘরের ওপর গাছ পড়ে মারা গেছে এক দম্পতি ও তাদের শিশু। ছবি: নিউজবাংলা
সিত্রাংয়ের প্রভাবে ১১ জেলায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া চট্টগ্রামে সাগরে ট্রলার ডুবে ৮ শ্রমিক নিখোঁজ। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বিভিন্ন জেলা থেকে ঘূর্ণিঝড় 'সিত্রাং'-এর প্রভাবে দুর্ঘটনায় প্রাণহানির খবর আসছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত ২০ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন নিউজবাংলার প্রতিনিধিরা। এর মধ্যে কুমিল্লার নাঙ্গলকোটে শিশুসন্তানসহ দম্পতির মৃত্যু হয়েছে গাছচাপায়।

এ ছাড়া চট্টগ্রামে সিত্রাংয়ের সময় ট্রলার ডুবে ৮ জন নিখোঁজ আছেন বলে খবর এসেছে। তাদের খোঁজে কাজ করছে ফায়ার সার্ভিস।

তবে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান মঙ্গলবার জানিয়েছেন, সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে।

সবশেষ ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নবীনগর উপজেলা ও কসবা উপজেলায় এ ঘটনাগুলো ঘটেছে।


ব্রাক্ষণবাড়িয়া:

নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম কামরুজ্জামান আশিক জানিয়েছেন, সেখানে বিদ্যুতের খুঁটিসহ পুকুরে পড়ে মারা গেছেন রিপন নামে এক লাইনম্যান।

তিনি জানান, রিপনের বাড়ি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কানিউচ্চ গ্রামে।

আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার টিয়ারা গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। লাইনম্যান রিপন ওই লাইন মেরামত করতে বৈরী আবহাওয়ায় খুঁটিতে ওঠেন। এ সময় বাতাসের তোড়ে খুঁটিসহ তিনি পুকুরে পড়ে যান।

স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ উল আলম স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানান, সোমবার রাতে গোপীনাথপুর ধ্বজনগর গ্রামে গাছ ভেঙে একটি বাড়ির ওপর পড়ে। এতে বাড়িতে ঘুমিয়ে থাকা জয়নাল আবেদিন ভূঁইয়ার মৃত্যু হয়।

কুমিল্লা:

কুমিল্লার নাঙ্গলকোটে ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে শিশুসন্তানসহ দম্পতির মৃত্যু হয়েছে। উপজেলার হেসাখালে সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন নিজাম উদ্দিন, তার স্ত্রী সাথি আক্তার ও তাদের ৭ বছর বয়সী মেয়ে লিজা আক্তার।

নিজাম মালয়েশিয়ায় থাকতেন। তিন মাসের ছুটিতে গত মাসে দেশে আসেন তিনি। প্রতিবেশীরা জানান, এলাকায় পাকা বাড়ি বানিয়েছিলেন তিনি। সেখানে কিছুদিন পর পরিবার নিয়ে ওঠার কথা ছিল।

তার মামাতো ভাই রফিকুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৯টায় বিকট আওয়াজ করে কড়ইগাছ নিজামের ঘরে পড়ে। আমরা সবাই দৌড়ে বের হয়ে দেখি পুরো ঘর গাছের নিচে। এত বড় গাছ ১০০ থেকে ২০০ লোক সরাতে পারবে না। গাছটি ঠিক তিনজনের বুকের ওপরে পড়েছে। এক পাশে নিজাম আরেক পাশে তার স্ত্রী। মাঝখানে ছিল তাদের সন্তান লিজা।

‘পরে করাত এনে গাছ কেটে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার মৃত ষোষণা করে।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘রাতেই আমরা ঘটনাস্থলে যাই। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আমরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।’


গোপালগঞ্জ:

টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে।

উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামে সোমবার রাতে আলাদা এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খার স্ত্রী সারমিন বেগম ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রোমেছা বেগম।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোলা:

ভোলা সদর উপজেলা, চরফ্যাশন ও দৌলতখানে গাছচাপা পড়ে ৩ জন এবং পানিতে ডুবে একজনসহ মোট চারজন মারা গেছে।

তারা হলেন চরফ্যাশন উপজেলায় মনিরুল ইসলাম, দৌলতখান উপজেলায় খাদিজা বেগম, ভোলা সদর উপজেলায় মফিজুল ইসলাম এবং লালমোহন উপজেলায় রাবেয়া বেগম।

লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


বরগুনা

ভেঙে পড়া গাছচাপায় সদরে এক নারীর মৃত্যু হয়েছে। সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনাখালী গ্রামে সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বৃদ্ধার নাম আমেনা বেগম।

বুড়িরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে সোমবার দুপুর ১২টার দিকে গাছের ডাল ভেঙে পড়ে মর্জিনা বেগম নামের একজন মারা যান।

তিনি লোহাগড়া পৌর এলাকার রাজুপুর গ্রামের আব্দুল গফফারের বাড়িতে ভাড়া থাকতেন; গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করতেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ

বৈরী আবহাওয়ায় যমুনায় নৌকাডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে।

সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর এলাকায় যমুনার একটি শাখা নদীতে সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন পূর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী ২৮ বছর বয়সী আয়েশা খাতুন ও তার ছেলে ২ বছরের আরাফাত হোসেন।


শরীয়তপুর

শরীয়তপুরের জাজিরায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গাছ চাপায় ৬৫ বছর বয়সী এক নারী মারা গেছেন।

তীব্র বাতাসে সোমবার রাত ৮টার দিকে গাছ উপড়ে বসত ঘড়ের উপর আছড়ে পড়লে মারা যান তিনি।

মৃত সুফিয়া জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের সিডারচর গ্ৰামের হালান মুসুল্লীর স্ত্রী।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে গাছচাপায় এক বছরের শিশু নিহত হয়েছে।

মৃত শিশুর নাম সানজিদ আফ্রিদি। সে পূর্ব চরবাটা গ্রামের মো. আবদুল্লাহর ছেলে। এ সময় তার মা সানজিদা খানম গুরুতর আহত হন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা এসব তথ্য নিশ্চিত করেন।


মুন্সীগঞ্জ
:

মুন্সীগঞ্জে লৌহজংয়ে কনকসার গ্রামে গাছ ভেঙে পড়লে বসতঘরের নিচে চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শিশুর বাবা ও ভাই গুরুতর আহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন মা আসমা বেগম আশু ও মেয়ে সুরাইয়া।

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।


চট্টগ্রাম

সীতাকুণ্ডে বঙ্গোপসাগরে ভেসে আসা ৩ মাস বয়সী অজ্ঞাতপরিচয় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। সকালে উপজেলার ভাটিয়ারীর কদমরসুলে আছোয়া শিপইয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কুমিরা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া নিউজবাংলাকে জানান, ধারণা করা হচ্ছে ৮ থেকে ১০ ঘণ্টা আগের মরদেহ এটি। ঝড়ের সময় শিশুটি মারা গেছে।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি সকাল ১০টার দিকে। পরে ভাটিয়ারীর কদমরসুলে আছোয়া শিপইয়ার্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় উদ্ধারে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্টদের দিয়েছি। মৃত মেয়ে শিশুটির বয়স ৩ মাসের মতো হবে।’

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন কুমিল্লার মাহফুজ নান্টু, ব্রাহ্মণবাড়িয়ার মাঝহারুল করিম অভি, বরিশালের তন্ময় তপু , ভোলার আদিল তপু, গোপালগঞ্জের মোজাম্মেল হোসেন মুন্না, বরগুনার রুদ্র রুহান, সিরাজগঞ্জের গোলাম মোস্তফা রুবেল, নোয়াখালীর মাহবুবুর রহমান, শরীয়তপুরের নুরুল আমীন রবীন, মুন্সীগঞ্জের মঈনুদ্দীন সুমন ও চট্টগ্রামের আরাফাত বিন হাসান।

আরও পড়ুন:
ঘূর্ণিঝড়ের পর ভেসে এলো শিশুর মরদেহ
৪১৯ ইউনিয়ন ক্ষতিগ্রস্ত, গাছচাপায় মৃত্যু ৯: দুর্যোগ প্রতিমন্ত্রী
উত্তরা হয়ে গাজীপুর সড়ক ব্যবহার না করার অনুরোধ ডিএমপির
উপকূলে মোবাইল ফোন-ইন্টারনেট সেবা ফিরবে ধীরে ধীরে
ঘূর্ণিঝড় সিত্রাং: বিদ্যুৎহীন ৮০ লাখ গ্রাহক

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
8 more pens were taken out from that young mans stomach

সেই যুবকের পেট থেকে বের করা হলো আরও ৮ কলম

সেই যুবকের পেট থেকে বের করা হলো আরও ৮ কলম সিরাজগঞ্জের শাহজাদপুরে এন্ডোস্কপির মাধ্যমে মোতালেব হোসেনের পেট থেকে বের করা কলমগুলো। ছবি: সংগৃহীত
শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু করে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় এন্ডোস্কপির মাধ্যমে তার পেট থেকে আরও ৮টি কলম বের করা হয়েছে। আমরা ভেবেছিলাম তার পেটে আর ৪টি কলম আছে। কিন্তু আজ বের করার সময় দেখি ৮টি। বর্তমানে তার পেটে আর কোনো কলম নেই এবং এখন তিনি সুস্থ আছেন। কাল থেকে তাকে মুখ দিয়ে খাবার দেয়া হবে এবং ৪ থেকে ৫ দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়া হবে।’

সিরাজগঞ্জের শাহজাদপুরে এন্ডোস্কপির মাধ্যমে মোতালেব হোসেনের পেট থেকে আরও ৮টি কলম বের করেছেন চিকিৎসকরা।

সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে এন্ডোসকপি করে তার পেট থেকে আরও ৮টি কলম বের করা হয়।

এ নিয়ে দুই দফায় অস্ত্রোপচার ছাড়াই মোট ২৩টি আস্ত কলম বের করা হলো ওই রোগীর পেট থেকে।

এর আগে ২৫ মে ওই রোগীর পেট থেকে ১৫টি কলম বের করা হয়।

ওই যুবক মোতালেব হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি আটার দাগ গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন। মোতালেব ৪ থেকে ৫ বছর ধরে বিভিন্ন সময়ে এসব কলম আস্ত গিলে খেয়েছেন বলে চিকিৎসকদের ধারণা।

শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু করে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় এন্ডোস্কপির মাধ্যমে তার পেট থেকে আরও ৮টি কলম বের করা হয়েছে। আমরা ভেবেছিলাম তার পেটে আর ৪টি কলম আছে। কিন্তু আজ বের করার সময় দেখি ৮টি। বর্তমানে তার পেটে আর কোনো কলম নেই এবং এখন তিনি সুস্থ আছেন। কাল থেকে তাকে মুখ দিয়ে খাবার দেয়া হবে এবং ৪ থেকে ৫ দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেয়া হবে।’

শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান বলেন, ‘রোগীটি প্রথমে পেটে ব্যথা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিল। পরে মেডিসিন ওয়ার্ডের চিকিৎসকরা এক্সরে ও আলট্রাসনোগ্রাম করেও পেটে কি সমস্যা সেটা শনাক্ত করতে পারছিলেন না। পরে কনসালটেন্ট হিসেবে রোগীটি আমার কাছে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা এন্ডোস্কপির মাধ্যমে পরীক্ষা করে তার পেটের ভেতর এতগুলো কলম দেখে প্রথমে চমকে যাই, এটা কীভাবে সম্ভব। পরে এন্ডোস্কপির মাধ্যমেই অপারেশন ছাড়াই আমরা কলমগুলো বের করার সিদ্ধান্ত নেই। আসলে বিষয়টি মোটেও সহজ ছিল না, আমাদের জন্য দারুণ চ্যালেঞ্জিং ছিল কাজটা।

কলমগুলো একে একে পাকস্থলীতে সেট হয়ে গিয়েছিল। কলমগুলো বের করতে আমাদের প্রথমে মাথায় চিন্তা ছিল, কলমগুলো যেন কোনোভাবেই শ্বাসনালিতে গিয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ না হয়ে যায়। এ ছাড়াও রক্তক্ষরণের একটা চিন্তাও মাথায় ছিল। অতঃপর প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আমরা কলমগুলো বের করে নিয়ে আসতে সক্ষম হই। সেদিন ১৫টি কলম বের করা হলেও আমাদের ধারণা ছিল তার পেটের মধ্যে আরও চারটি কলাম রয়ে গেছে। কিন্তু সোমবার আমরা কলমগুলো বের করার সময় দেখি চারটি নয়, তার পেটে আরও আটটি কলম রয়েছে। আমরা সেই আটটি কলম সোমবার বের করতে সক্ষম হয়েছি। এখন রোগী ভালো আছেন।’

মোতালেবের মা লাইলী বেগম বলেন, ‘এক বছর ধরে আমার ছেলের পেটের ব্যথায় ভুগছিল। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পরও সে সুস্থ হয়নি। ১৫ দিন আগে সমস্যা আরও বাড়ে তার। তখন সে খেতে পারতো না, খালি বমি করতো। এ কারণে তাকে এ হাসপাতালে আনা হয়। এখানে আনার পর তাকে পরীক্ষা-নিরীক্ষা করে পেটের মধ্য থেকে কলমগুলো বের করে এনেছেন চিকিৎসকরা।

তিনি আরও বলেন, ‘১২ বছর ধরে আমার ছেলে মানসিক রোগী। তাকে মানসিক চিকিৎসকও দেখানো হয়েছে। সে কলমগুলো না বুঝেই খেয়ে ফেলেছে।’

শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘প্রথমদিন তার পেট থেকে ১৫টি কলম বের করা হলেও সোমবার আরও ৮টি কলম বের করা হয়েছে। আমরা অত্যাধুনিক ভিডিও এন্ডোস্কপি মেশিনের মাধ্যমে এবং আমাদের দক্ষ ডাক্তার দ্বারা অপারেশন ছাড়াই শুধু এন্ডোস্কপির মাধ্যমে একজন মানসিক ভারসাম্যহীন মানুষের পেট থেকে মোট ২৩টি কলম বের করে আনতে সক্ষম হয়েছি।’

আরও পড়ুন:
সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ৩ বাইক আরোহীর
সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা
গরু চুরির সময় গৃহবধূকে গাড়িচাপা, চক্রের খোঁজে ডিএমপি ডিবি
সিরাজগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
কম্বল ফেরত দিলেন চেয়ারম্যানরা

মন্তব্য

বাংলাদেশ
Even after 18 years Rita and Mita are still under voluntary house arrest

১৮ বছর পরও স্বেচ্ছা ঘরবন্দি সেই রিতা-মিতা

১৮ বছর পরও স্বেচ্ছা ঘরবন্দি সেই রিতা-মিতা কেক কাটছেন রিতা,বেলুন হাতে মিতা এবং মাঝে দাঁড়িয়ে বড় বোন কামরুন নাহার হেনা। ফাইল ছবি
প্রকৌশলী ও চিকিৎসক দুই বোন নুরুন নাহার মিতা ও আইনুন নাহার রিতা এখন আছেন তাদের বড় বোনের ধানমন্ডির বাসায়। খাবার গ্রহণে অনীহা থাকলেও আগের মতো অভুক্ত থাকছেন না। বেছে বেছে খাবার খান। তবে ওষুধ খেতে চান না। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এই দুই বোন মানসিকভাবে এখনও সুস্থ নন। অন্ধকার কক্ষেই থাকতে ভালোবাসেন। বাইরের মানুষকে দেখা দেন না। কথাবার্তাও বলেন না।

প্রায় ১৮ বছর আগে গণমাধ্যমের খবরে দেশের মানুষ প্রথম জানতে পারে তাদের সম্পর্কে। সুশিক্ষিত দুই বোনের স্বেচ্ছা ঘরবন্দি জীবন ও তাদের আচার-আচরণ অবাক করে সবাইকে। কৌতূহলী পাঠকের আগ্রহ দেখে মিডিয়ায়ও একের পর এক খবর প্রকাশ হতে থাকে।

জানা যায়, আরও কয়েক বছর আগে থেকেই তারা স্বেচ্ছায় নিজেদের চার দেয়ালের ভেতর বন্দি করে নিভৃত জীবনযাপন করে আসছেন।

মানসিক ব্যাধিতে আক্রান্ত ওই বোন হলেন রিতা ও মিতা। তাদের মধ্যে নুরুন নাহার মিতা প্রকৌশলী এবং আইনুন নাহার রিতা চিকিৎসক। তারা দু’জনই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত।

দীর্ঘ সময় পেরিয়ে বর্তমানে তারা শারীরিকভাবে আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে মানসিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।

নিউজবাংলার সঙ্গে আলাপচারিতায় এমনটিই জানিয়েছেন তাদের বড় বোন কামরুননাহার হেনা। বর্তমানে তার ধানমণ্ডির বাসাতেই থাকেন তারা।

১৮ বছর পরও স্বেচ্ছা ঘরবন্দি সেই রিতা-মিতা
২০১৩ সালে বগুড়ার সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে দুই বোন রিতা ও মিতা। ছবি: সংগৃহীত

২০০৫ সালের ৭ জুলাই রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি থেকে রিতা ও মিতাকে উদ্ধার করে একটি মানবাধিকার সংগঠন। সে সময় বাড়িটি ‘ভূতের বাড়ি’ নামেই পরিচিত ছিল।

বাসার দরোজা-জানালা বন্ধ করে থাকতেন তারা। কারও সঙ্গে মিশতেন না, কথাও বলতেন না। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা মা বিনা চিকিৎসায় মারা যান। দুই বোন মায়ের লাশ ঘরেই রেখে দেন। কাউকে না জানিয়ে মধ্যরাতে হারিকেনের আলোয় তারা ঘরের বাইরে মায়ের লাশ কবর দেয়ার উদ্যোগ নেন। আর তা দেখে ফেলেন প্রতিবেশীরা। এভাবেই পুরো বিষয়টি জানাজানি হয়ে যায়।

মানসিক ব্যাধিতে আক্রান্ত দুই বোনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। দিনের পর দিন ঘরবন্দি অবস্থায় থেকে তাদের শরীরের বর্ণ হয়ে গিয়েছিল ফ্যাকাশে। পুরো দেহ হয়ে উঠেছিল অস্থিচর্মসার। শরীরও প্রচণ্ড দুর্বল।

চিকিৎসায় দুই বোন কিছুটা সুস্থ হয়ে ওঠেন। বেশ কিছুদিন তাদের নিয়ে কোনো আলোচনাও ছিল না। ২০১৩ সালে কাউকে না বলে তারা বগুড়ায় চলে গেলে ফের আলোচনা শুরু হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে এনে রাখা হয় বড় বোন কামরুন নাহার হেনার বাসায়।

‘কেমন আছেন সেই রিতা-মিতা’ শিরোনামে ২০২১ সালের ৩১ মে নিউজবাংলায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরপর আবার তাদের সবশেষ অবস্থা জানতে সম্প্রতি নিউজবাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয় বড় বোন কামরুন নাহার হেনার সঙ্গে।

তিনি বলেন, ‘আল্লাহন রহমতে এখন ওরা আগের তুলনায় ভালো আছে। আগে যেমন একটু বেশি উচ্ছৃখল ছিলো, এখন তা কিছুটা কম। তবে আর যাই করুক এখন ওরা ঠিকমতো খাওয়া-দাওয়াটা করে। আগে তো বেছে বেছে খাবার খেতো। বলতো- এটা খাবো না, সেটা খাবো না। কিন্তু তেমনটা অনেক কম করে।

‘অবশ্য ওদের আচরণটা এখনও আগের মতোই রয়ে গেছে। অনেকটা বাচ্চাসুলভ। কখনও ভালো ব্যবহার করে আবার কখনো উল্টোপাল্টা শুরু করে দেয়। এই ধরুন, ইচ্ছা হলো তো গান গাইতে শুরু করল। আবার ইচ্ছা জাগলে কুরআন শরীফ পড়ে। আর ঘর সব সময় অন্ধকার করে রাখে।

১৮ বছর পরও স্বেচ্ছা ঘরবন্দি সেই রিতা-মিতা
রাজধানীর মিরপুরের বাসা থেকে ২০০৫ সালে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বড় বোনের সঙ্গে রিতা ও মিতা। ছবি: সংগৃহীত

কামরুন নাহার বলেন, ‘বড় সমস্যাটা হলো যে ওরা দুজনই ঠিকমতো ওষুধ খেতে চায় না। আমি খাওয়ার জন্য ওষুধ দিয়ে এলে ওরা জানালা দিয়ে ফেলে দেয়। পাশের বাড়ি থেকে মানুষ দেখে ফেলে তারা আমাকে আবার সেই খবর জানিয়ে দেয়।

‘তখন আমি ওদের জিজ্ঞাসা করি ওষুধ কেন ফেলছো। তখন আবার ওরা কোনো কথা বলে না। এজন্য অনেক সময়ই আমি বুদ্ধি করে ওদের খাবারের সঙ্গে ‌ওষুধ মিশিয়ে দেই। কোনোদিন ডালের সঙ্গে মিশিয়ে দেই; আবার আরেক হয়তো অন্য কোনো খাবারের সঙ্গে। অবশ্য মাঝে মাঝে দেখি ওরা নিজের ইচ্ছায়ই ওষুধ খেয়ে ফেলে।’

হেনা বলেন, ‘আগে আমার একমাত্র মেয়ে ওর দুই খালার দেখাশোনা করতো। বেশ কিছুদিন হলো সে ব্যারিস্টারি পড়তে লন্ডনে আছে। এখন আমাকেই ওদের দেখতে হয়। আমি ছাড়া তো ওদের আর কেউ নেই। ওরা শারীরিকভাবে অসুস্থ হোক আর মানসিকভাবে অসুস্থ হোক, অন্য কেউ তো ওদের নিতে চাইবে না।

আমি ওদের একমাত্র বড় বোন। আমি কি ওদের ফেলে দিতে পারি? আমি মায়ের মতোই ওদেরকে দেখে রাখি। আমার স্বামীও ওদের দিকে খেয়াল রাখে। সাথে আমার একটা কাজের লোক আছে। সেও ওদের দেখভাল করে।’

রিতা-মিতা কী খেতে পছন্দ করেন- এমন প্রশ্নের জবাবে হেনা বলেন, ‘ওরা আইসক্রিম আর রেস্টুরেন্টের খাবার খেতে পছন্দ করে। এই ধরুন ওদের মনে হলো এখন আইসক্রিম খাবে। তখনই আইসক্রিম কিনে দিতে হবে। অন্যথা হলেই খুব জেদ করে। তাই আমি বাসার ফ্রিজে আইসক্রিম কিনে রাখি। রিতা একটু সহনশীল হলেও মিতা আগে থেকেই একটু জেদী। ও-ই জেদ বেশি করে। তখন আবার রিতা ওর সঙ্গে তাল মেলায়।

‘আবার অল্প পরিমাণ আইসক্রিম দিলে ওরা খাবে না। কম দিলে বা না দিলে অনেক চিৎকার-চেঁচামেচি করে। হাতের কাছে কিছু পেলে সেটা ছুড়ে মারে। অথচ ডাক্তার ওদের আইসক্রিম কম খেতে বলেছেন।

‘করোনা মহামারির সময়ে আইসক্রিম নিয়ে ওরা বেশি ভুগিয়েছে। ওই সময়টাই ঠাণ্ডা কিছু খাওয়ার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই চিকিৎসকরা নিষেধ করতেন। কিন্তু ওদের আইসক্রিম চাই-ই চাই। সে সময়টাতে এই অসুস্থ দুই বোনকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। তবে আল্লাহর রহমতে ওদের করোনা হয়নি।’

রিতা ও মিতা অন্ধকার রুমে দিন-রাত কী করে- এমন প্রশ্নের জবাবে বড় বোন হেনা বলেন, ‘ওরা একেক সময় একেকটি বিষয় নিয়ে ব্যস্ত থাকে। কোনো সময় ধ্যানে বসে, কোনো সময় বিড় বিড় করে কী যেন বলে। আবার কোনো সময় গান গায়। বিশেষ করে হিন্দি গান। আবার কোনো সময় কুরআন শরীফ পড়ে।

‘আসলে আমরা এখন এগুলো নিয়ে বেশি মাথা ঘামাই না। ওরা ওদের মতো করে থাকে, আমরা আমাদের মতো কাজ করি। মানসিক আচরণটা ওদের এই ভালো এই খারাপ। মোট কথা ওদের আচরণ আগের মতোই আছে। বাইরে বের হয় না। বাইরের কারো সঙ্গে মেশেও না। ওরা সব সময় অন্ধকার ঘরে থাকতেই পছন্দ করে।’

হেনা আরও বলেন, ‘রিতা-মিতাকে যে ডাক্তার দেখাই তিনি বলেছেন ওদের নিয়ে চিন্তা না করতে। ডাক্তার বলেছেন, ওরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে তাহলে কোনো সমস্যা হবে না। ওদের স্বাস্থ্যও এখন ভালো আছে।’

১৮ বছর পরও স্বেচ্ছা ঘরবন্দি সেই রিতা-মিতা
দুই বোন রিতা ও মিতা। ফাইল ছবি

কামরুন নাহার হেনার একমাত্র মেয়ে সামিনা তুন নুরের সঙ্গে দুই বছর আগে কথা হয়েছিল নিউজবাংলার। সে সময় তিনি বলেন, ‘খালারা ওষুধ খেলে ছয়-সাত মাস ভালো থাকে। খাওয়া ছেড়ে দিলে আবার আগের মতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে; উল্টোপাল্টা কথা বলে।’

উল্টোপাল্টা কী বলেন- এমন প্রশ্নে তখন সামিনা বলেন, ‘এই যেমন বলে- আমি তো পুরা বাংলাদেশের মালিক। আমিই এই দেশ চালাব। এই পুরা বিশ্বব্রহ্মাণ্ড আমার। আমাদের কাছে আল্লাহর বাণী আসছে।

‘তারা বসে বসে শুধু বিভিন্ন কোড বানায় আর বিড় বিড় করতে থাকে। এসব আমরা বুঝি না। তবে তারা দিনে সময় করে কুরআন তেলাওয়াত করে এবং বাংলায় অর্থসহ পড়ে।’

তিনি বলেন, ‘তারা এতটাই উল্টোপাল্টা বলে যে মাঝে মাঝে আমাকেই বলে- তুমি তো আগে ছেলে ছিলা, এখন মেয়ে হলা কীভাবে? আমার বাবা-মাকে বলে- তোদের ছেলে কই? এই মেয়ে কে? অথচ আমার কোনো ভাই নেই, আমিই বাবা-মার একমাত্র মেয়ে।’

কেন তারা ওষুধ খাওয়া বন্ধ করে দেন জানতে চাইলে সামিনা বলেন, ‘গত বছর হঠাৎ করেই দুই খালা বলে বসে- আমরা ওষুধ খাব না। আল্লাহর ওহি আমাদের কাছে আসছে। আমাদের ওষুধ খেতে নিষেধ করা হয়েছে।

‘শুধু ওষুধ নয়, তারা মাঝে মাঝে খাওয়া-দাওয়াই বন্ধ করে দেয়। আল্লাহর ওহিতে নাকি তাদের সব খাওয়া-দাওয়া বন্ধের নির্দেশ দেয়া হয়। তারপর আমরা সবাই মিলে জোর করে ধরে খাওয়াই।’

রিতা-মিতার এই ভাগনি বলেন, ‘রাতের বেলা যখন আমি পানি খেতে উঠি, তখন মাঝে মাঝে দেখি খালাদের রুম থেকে আওয়াজ আসছে। তারা তখন রুমের লাইট বন্ধ করে দিয়ে গান গায়। পুরনো দিনের বাংলা সিনেমার গান গায়। দুজনে মিলে হাসিঠাট্টা করে। তারা আমাদের সামনে তেমন কথা না বললেও নিজেদের মধ্যে অনেক গল্প করে, গান গায়।’

সামিনা বলেন, ‘তারা ডিকশনারি পড়ে। একেকটা করে ওয়ার্ড মুখস্ত করে। আর তাদের মাথায় যা আসে সেটা ফিজিক্সের কোডের মতো করে লেখে। উল্টোপাল্টা যা মনে আসে তাই লেখে। একজন সাধারণ মানুষ সেই লেখা দেখলে কিছুই বুঝতে পারবে না।

‘আমরা এতোটা কাছে থেকেও তাদের লেখা বুঝতে পারি না। খালারা আগে নিয়মিত টিভি দেখত। এখন আর টিভি দেখে না। এখন তারা কাউকেই পছন্দ করে না। যেই কাছে যায় তাকে গালাগালি করা শুরু করে।’

মন্তব্য

বাংলাদেশ
Cyclone Mokha near Coxs Bazar

কক্সবাজার উপকূল অতিক্রম করছে ‘মোখা’র অগ্রভাগ

কক্সবাজার উপকূল অতিক্রম করছে ‘মোখা’র অগ্রভাগ কৃত্রিম ভূ-উপগ্রহের চোখে ঘূর্নিঝড় ‘মোখা’। ছবি: মোস্তফা কামাল পলাশ
আবহাওয়া অধিদপ্তরের রোববার সকালের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ (১৪ মে, ২০২৩) বিকাল/সন্ধ্যা নাগাদ সিট্টুয়ের (মিয়ানমার) নিকট দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।’

ঘূর্ণিঝড় ‘মোখা’র অগ্রভাগ কক্সবাজার উপকূল অতিক্রম করা শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবির রোববার সকাল সাড়ে ৯টার দিকে নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

এ আবহাওয়াবিদ বলেন, ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর বড় অংশটি অতিক্রম শুরু করলে ঝড়বৃষ্টিসহ বড় পরিসরে প্রভাব বোঝা যাবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, “পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় (১৮.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯১.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় (১৪ মে, ২০২৩) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে।

“এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ (১৪ মে, ২০২৩) বিকাল/সন্ধ্যা নাগাদ সিট্টুয়ের (মিয়ানমার) নিকট দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে।”

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ২১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।’

আরও পড়ুন:
কক্সবাজারে মহাবিপদ সংকেত, আশ্রয়কেন্দ্রে অর্ধলাখ মানুষ
ঘূর্ণিঝড় মোখা: চট্টগ্রামে স্বাস্থ্যের সবার ছুটি বাতিল 
‘মোখা’ মোকাবিলায় বেড়িবাঁধ সংস্কারে এলাকাবাসী
ঘূর্ণিঝড় ‘মোখা’: চবিতে দুই দিন ক্লাস-পরীক্ষা স্থগিত
সতর্ক অবস্থানে মোংলা বন্দর, হচ্ছে পণ্য খালাস

মন্তব্য

বাংলাদেশ
When Cyclone Mokha May Hit the Coast

ঘূর্ণিঝড় ‘মোখা’ কখন আঘাত হানতে পারে উপকূলে

ঘূর্ণিঝড় ‘মোখা’ কখন আঘাত হানতে পারে উপকূলে প্রতীকী ছবি
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার গভীর রাতে দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১২.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে জানিয়ে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঝড়টি বাংলাদেশের দক্ষিণপূর্ব এবং মিয়ানমারের উত্তর উপকূল অতিক্রম করতে পারে রোববার দুপুরের মধ্যে।

ভারতের রাষ্ট্রীয় সংস্থাটি বৃহস্পতিবার গভীর রাতে জানিয়েছে, ঘূর্ণিঝড়টি ওই দিন বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের সিট্টুয়ের কাছে কিয়াউকপিয়ুর মাঝামাঝি উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঘণ্টায় বাতাসের একটানা গতিবেগ ১৫০ থেকে ১৬০ কিলোমিটার হতে পারে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার গভীর রাতে দেয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (১২.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার গভীর রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের মধ্যে বাতাসের গতিবেগ নিয়ে বলা হয়, ‘প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।’

উপকূলে সতর্ক সংকেত নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

‘উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হলো।’

আরও পড়ুন:
ঘূর্ণিঝড় ‘মোখা’ কোন বন্দর থেকে কত দূরে
তিন-চার দিনের মধ্যে কমতে পারে গরম
উপকূলে বিভিন্ন সংকেত দিয়ে কী বোঝানো হয়
ঘূর্ণিঝড় ‘মোখা’: উপকূলে ২ নম্বর সংকেত
গভীর নিম্নচাপটি এখন ঘূর্ণিঝড় ‘মোখা’

মন্তব্য

বাংলাদেশ
College girl hacked to death Accused Saidul Tangail arrested

কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা: আসামি সাইদুল টাঙ্গাইলে গ্রেপ্তার

কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা: আসামি সাইদুল টাঙ্গাইলে গ্রেপ্তার কলেজছাত্রী রাবেয়া আক্তার। ফাইল ছবি
র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার জানান, গাজীপুরের সালনায় কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা এবং তার মা ও বোনকে গুরুতর আহত করার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি সাইদুল ইসলামকে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুরের সালনায় রাবেয়া আক্তার নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা এবং নিহতের মা ও বোনকে গুরুতর আহত করার ঘটনায় মামলার একমাত্র আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়ে বলেন, আসামি সাইদুল ইসলামকে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবেয়া আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে সোমবার সন্ধ্যায়। এ সময় ওই কলেজছাত্রীর মা এবং বোনও গুরুতর আহত হয়েছেন। অভিযোগ ওঠে যে সাইদুল ইসলাম নামে স্থানীয় এক মসজিদের ইমাম এই ঘটনা ঘটিয়েছেন।

স্বজনদের বরাত দিয়ে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ওসি জানান, আবদুর রউফ গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় স্ত্রী ও চার মেয়েকে নিয়ে বসবাস করেন। তিনি ছোট দুই মেয়েকে কোরআন শিক্ষার জন্য স্থানীয় টেকিবাড়ি জামে মসজিদের ইমাম মো. সাইদুল ইসলামকে দায়িত্ব দেন। তাদের পড়ানোর জন্য বাসায় যাওয়া-আসার সুবাদে বড় মেয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারের দিকে সাইদুলের কুনজর পড়ে। তিনি রাবেয়াকে বিয়ের প্রস্তাব দিলে তা সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। সাইদুল এতে ক্ষিপ্ত হয়ে রাবেয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুল বাড়িতে ঢুকে রাবেয়াকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকারে মা ও বোন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে আহত করে পালিয়ে যান সাইদুল।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে রাবেয়া মারা যান। গুরুতর আহত মা ও ছোট বোনকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাইদুল ইসলামকে আসামি করে মামলা করেন।

আরও পড়ুন:
বিয়েতে রাজি না হওয়ায় ছাত্রীকে কুপিয়ে হত্যা, মা-বোন হাসপাতালে

মন্তব্য

বাংলাদেশ
Lover beaten to death Lovers father and uncle arrested

প্রেমিককে পিটিয়ে হত্যা: প্রেমিকার বাবা ও চাচা গ্রেপ্তার

প্রেমিককে পিটিয়ে হত্যা: প্রেমিকার বাবা ও চাচা গ্রেপ্তার কুমিল্লায় প্রেমিকে পিটিয়ে হত্যা মামলায় প্রেমিকার বাবা ও চাচাকে সোমবার গ্রেপ্তার করে র‍্যাব। ছবি: নিউজবাংলা
কুমিল্লায় প্রেমিকার পরিবারের পিটুনিতে প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রাণ হারান তার বাবাও। এ ঘটনায় মামলা হওয়ার পর র‍্যাব ওই প্রেমিকার বাবা ও চাচাকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা এলাকায় প্রেমের জের ধরে মাহিন নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন- প্রেমিকার বাবা রওশন মিয়া ওরফে মুজা মিয়া ও তার ভাই এজাহারনামীয় আসামি জাহাঙ্গীর মিয়া।

সোমবার বেলা আড়াইটায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

মেজর সাকিব জানান, প্রেমিকার বাবা ও চাচার পিটুনিতে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু হয়। ছেলের মৃত্যু সংবাদের বিষয়ে কথা বলার সময় জেলার আদর্শ সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামের বাসিন্দা হিরন মিয়াও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা হওয়ায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। পরে এ ঘটনায় মামলা হওয়ার ৪ ঘণ্টার মধ্যে রোববার রাতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার দুপুরে তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ মে) রাতে প্রেমের জেরে মাহিন নামে এক তরুণকে বেধড়ক পেটান প্রেমিকার চাচা ও বাবা। চিকিৎসাধীন অবস্থায় রোববার মাহিন মারা যান। ছেলের মৃত্যুর খবর শুনে বাবা হিরণ মিয়াও মারা যান।

আরও পড়ুন:
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬
পাওনা চাওয়ায় ভ্রমর, হাতুড়ি ও কাটার দিয়ে হত্যা
ড. তাহের হত্যা: ২ আসামির ফাঁসি স্থগিত চেয়ে রিট
মারধরে আহত প্রেমিকের মৃত্যু, মারা গেলেন বাবাও
বাবাকে খুন করে ৯৯৯ নম্বরে কল ছেলের

মন্তব্য

বাংলাদেশ
Chuadanga twin murders case arrested 2

চুয়াডাঙ্গার জোড়া খুন: মামলা, গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার জোড়া খুন: মামলা, গ্রেপ্তার ২
মামলায় সদর উপজেলার হুচুকপাড়ার আকাশ আলীকে প্রধান আসামি করে আরও ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে। এর সকালে আটক হওয়া দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গার ভালাইপুরে কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত মামুন অর রশিদের বড় ভাই স্বপন আলী। মামলায় সদর উপজেলার হুচুকপাড়ার আলা উদ্দিনের ছেলে আকাশ আলীকে প্রধান আসামি করে আরও ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০ থেকে ১৫ জনকে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন জানান, মঙ্গলবার রাতে ভালাইপুরে কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে দুই যুবককে হত্যা করা হয়। এ ঘটনায় সন্ধ্যায় মামলা হয়েছে। এর আগে সকালে ওই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তারা হলেন-সদর উপজেলার হুচুকপাড়ার খবির উদ্দিনের ছেলে মিঠু মিয়া ও আব্দুল খালেকের ছেলে মানিক মিয়া। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে সদর উপজেলার ভালাইপুর মোড়ে একটি কাপড়ের দোকানে দর কষাকষিকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে সজল আলী ও মামুন অর রশিদ নামে দুই যুবককে হত্যা করা হয়।

আরও পড়ুন:
দোকানে দর কষাকষির জেরে দুই যুবককে হত্যা

মন্তব্য

p
উপরে