১৭ বছর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিবন্ধনধারী হয়ে এখনো নিয়োগ না পাওয়ায় প্যানেল ভিত্তিত নিয়োগসহ তিন দাবিতে গণঅবস্থান করছেন নিয়োগ বঞ্চিত বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীরা।
মঙ্গলবার থেকে তারা শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এসব নিবন্ধনধারী শিক্ষককরা মূলত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেখানে অবস্থান করেন।
প্রশাসন তাদের রাতে থাকার অনুমতি না দেয়ায় থাকতে পারেন না না বলে জানিয়েছেন।
গ্রন্থাগারের সামনে ৩২তম দিন অতিবাহিত করলেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন আশ্বাস তারা পায়নি বলে জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
নিয়োগ বঞ্চিত এসব বেসরকারি শিক্ষক নিবন্ধনধারীদের সাথে কথা বলে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধনের জন্য ২০০৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ১৬ বার পরীক্ষা নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসিএ।
কিন্তু এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধনের জন্য সনদপ্রাপ্ত সকল প্রার্থীদের নিয়োগ হয়নি। বরং প্রতিবছর নতুন করে নিবন্ধন পরীক্ষা নেয়ায় নিবন্ধনধারীর সংখ্যা বৃদ্ধি করেই যাচ্ছে এনটিআরসিএ।
তাই নতুন কোন নিবন্ধন পরীক্ষা না নিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে তাদের গণ অবস্থান।
নিয়োগবঞ্চিত নিবন্ধনধারী এসব শিক্ষকের তিন দাবিগুলো হলো- এক আবেদনেই নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের কোটাবিহীন প্যানেলে নিয়োগ দেয়া।
চাকরি প্রত্যাশীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা।
ইনডেক্সধারী অর্থাৎ নিবন্ধনের সনদ পেয়ে চাকরিতে যোগদানকারীদের প্যানেলের অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করা।
গণ অবস্থানে অংশ নেয়া প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক জিএম ইয়াসিন বলেন, ‘১ হাজার ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পদ খালি থাকলে আমাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা আবেদন করতে হয়। এক চাকরির জন্য একই কর্তৃপক্ষের অধীনে হাজার হাজার আবেদন করার এমন নজির পৃথিবীর কোথাও নেই।’
তিনি বলেন, ‘এনটিআরসিএ প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের জন্য অনির্দিষ্ট আবেদনের ব্যবস্থা চালু করে বেকার নিবন্ধনধারীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সর্বশান্ত করছে। তাই আমাদের দাবি এক আবেদনেই নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে।’
জিএম ইয়াসিন বলেন, ‘২০০৫ থেকে এখন পর্যন্ত যে ১৬টি নিবন্ধন পরীক্ষা হয়েছে। প্রতিটি পরীক্ষায় পূর্বের পরীক্ষার মাধ্যমে নিবন্ধনধারীরাও অংশ নিচ্ছে। অনেকই ১২/১৩টি নিবন্ধন পরীক্ষায়ও অংশ নিয়ে ১২ বার একই সনদ নিতে হয়েছে। কিন্তু তাদেরও নিয়োগ হয়নি।’
এই নেতা প্রশ্ন তুলেন, ‘এনটিআরসিএ কার স্বার্থে প্রতি বছর বা একাধিক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে নিবন্ধনধারীর সংখ্যা শুধু বৃদ্ধি করেই যাচ্ছে? কী কারণে একজন ব্যক্তিকে বার বার যোগ্যতার পরীক্ষা দিয়ে একাধিক সনদ নিতে হচ্ছে?’
যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ প্রথম থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে ১২তম এবং ১৩ থেকে ১৬তম নিবন্ধন পরীক্ষার প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা করলে এসব জটিলতা সহজেই কাটিয়ে উঠা সম্ভব বলেও জানান তিনি।
সংগঠনটির সভাপতি আমির হোসেন বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি ব্যবস্থা চালু না থাকায় এনটিআরসিএ গণবিজ্ঞপ্তি দিচ্ছে। ইনডেক্সধারীদের (সনদ পেয়ে চাকরিরত) সঙ্গে বেকার নিবন্ধনধারীদের একই সাথে আবেদনের ব্যবস্থা চালু থাকায় ঘুরে ফিরে ইনডেক্সধারীদেরই নিয়োগ হচ্ছে। ফলে সারা দেশে কৃত্রিম শিক্ষক সংকট তৈরি হচ্ছে। কিন্তু বেকার নিবন্ধনধারীরা নিয়োগ বঞ্চিত থেকেই যাচ্ছে।’
এই নেতা বলেন, ‘সম্প্রতি এনটিআরসিএ তৃতীয় গণবিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে ৫৪ হাজার ৩০৭টি পদের বিপরীতে ১-১৫তমদের মধ্য হতে কেন ১৪ হাজার ৪৬৬ জনকে নিয়োগ সুপারিশ দিয়েছে। বাকি সব পদেই পূর্বে নিয়োগপ্রাপ্তরাই (ইনডেক্সধারীরা) নিয়োগ পেয়েছে। অথচ ১-১৫তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখনো ৪০ হাজার নিবন্ধনধারী শিক্ষক নিয়োগই পায়নি।’
নিয়োগবঞ্চিত নিবন্ধনধারী শিক্ষককদের এই নেতা আরও বলেন, ‘বহু শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে শিক্ষক শূন্যতায় ভুগছে। সর্বশেষ তথ্যমতে, ৮৫ হাজার পদ এখনও খালি। তাই এক আবেদনে ইনডেক্সধারীদের অন্তর্ভুক্ত না রেখে প্যানেলভিত্তিক নিয়োগ হলে বেকার নিবন্ধনধারীরা বার বার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না। কৃত্রিম শিক্ষক সংকট দূর হবে এবং শিক্ষার্থীরা লাভবান হবে।’
আরও পড়ুন:বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বৈজ্ঞানিক কর্মকর্তা পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
-
১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যা: ১২টি
বিভাগ: কৃষি, ইলেকট্রনিকস
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
-
২. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যা: ১টি
বিভাগ: স্বাস্থ্য পদার্থ
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
-
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২২ সালের ১ আগস্ট প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
প্রার্থীকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।
ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে প্রতি পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে অথবা যেকোনো অপারেটর থেকে ০১৫০০-১২১১২১ অথবা [email protected] মেইলে যোগাযোগ করা যাবে। মেইলের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পোস্ট, ইউজার আইডি এবং কন্টাক্ট নম্বর উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে বিসিআইসি কলেজ। আগ্রহী প্রার্থীকে ২৫ আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
-
১. পদের নাম: খণ্ডকালীন শিক্ষক
বিভাগ: ইংরেজি
পদের সংখ্যা: ১টি
সাকুল্যে বেতন: ২৭,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
-
২. পদের নাম: খণ্ডকালীন শিক্ষক
বিভাগ: আইসিটি/কম্পিউটার শিক্ষা
পদের সংখ্যা: ১টি
সাকুল্যে বেতন: ২৫,২০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
-
৩. পদের নাম: খণ্ডকালীন শিক্ষক
বিভাগ: শারীরিক শিক্ষা
পদের সংখ্যা: ১টি
সাকুল্যে বেতন: ২৫,২০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ বিপিএড কোর্স
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
-
২০২২ সালের ২৫ আগস্ট প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে হতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট যুক্ত করতে হবে।
খামের ওপর পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ/ডিএ দেয়া হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “আরবান রেজিলিয়েন্স প্রকল্প ভিডিএম অংশ” শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ২৫ আগস্টের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
-
১. পদের নাম: সহকারী পরিচালক
বিভাগ: ট্রেনিং
পদের সংখ্যা: ১টি
সর্বসাকুল্যে বেতন: ৩৫,৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
২. পদের নাম: সহকারী পরিচালক
বিভাগ: নেটওয়ার্ক অ্যান্ড আইটি
পদের সংখ্যা: ১টি
সর্বসাকুল্যে বেতন: ৩৫,৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
৩. পদের নাম: সহকারী পরিচালক
বিভাগ: প্ল্যানিং অ্যান্ড ইন্টেলিজেন্স
পদের সংখ্যা: ১টি
সর্বসাকুল্যে বেতন: ৩৫,৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
৪. পদের নাম: সহকারী পরিচালক
বিভাগ: মনিটরিং অ্যান্ড ওয়ারিং শিফট সুপারভিশন
পদের সংখ্যা: ১টি
সর্বসাকুল্যে বেতন: ৩৫,৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
২০২২ সালের ২৫ আগস্ট প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে হতে হবে।
মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
খামের ওপর পদের নাম এবং নিজ জেলা উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও কর্তকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ১ সেপ্টেম্বরের মধ্যে ডাকে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।
-
১. পদের নাম: প্রভাষক
বিভাগ: ভূগোল
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
-
২. পদের নাম: সহকারী শিক্ষক
শাখা: প্রাথমিক
পদের সংখ্যা: ৩টি
বেতন গ্রেড: ১১
বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / সমমান
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
-
৩. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট
প্রার্থীর ধরন: নারী / পুরুষ
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
-
৪. পদের নাম: স্টোরকিপার
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৮
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি / সমমান
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
-
৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
প্রার্থীর ধরন: নারী
পদের সংখ্যা: ১টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি / জেডিসি / সমমান
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
-
অধিক যোগ্যতাসম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
প্রার্থীকে জীবনবৃত্তান্ত, ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
১ ও ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ৩০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার যুক্ত করতে হবে।
নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএ / ডিএ দেয়া হবে না।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপকের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
-
পদের নাম: সহযোগী অধ্যাপক
বিভাগ: আইন
পদের সংখ্যা: ২টি
চাকরির ধরন স্থায়ী
বেতন স্কেল: ৫০০০০-৭১,২০০ টাকা।
অভিজ্ঞতা: ৭ বছর
-
আগ্রহী প্রার্থীকে ফিন্যান্স বিষয়ে উচ্চতর যোগ্যতার অধিকারী হতে হবে। পিএইচডি অথবা সমমানের ডিগ্রি অবশ্যই থাকতে হবে।
সার্টিফিকেট, মার্কশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
মোট ১১ সেট আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ১০০০ টাকা মূল্যের পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।
ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ডাকে আবেদনপত্র পাঠাতে হবে।
-
পদের নাম: ইউনিয়ন পরিষদ সচিব
পদের সংখ্যা: ১১টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক / সমমান
বয়স: ১৮ থেকে ৩০ বছর
-
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২০২২ সালের ১৫ সেপ্টেম্বর প্রার্থীর বয়স উল্লেখিত সীমার মধ্যে হতে হবে। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরম পেতে এখানে ক্লিক করুন।
আবেদনপত্রের সঙ্গে ৫০০ টাকা মূল্যমানের ডিডি অথবা পে-অর্ডার যুক্ত করতে হবে।
খামের ওপরে পদের নাম এবং কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন:সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন ৩ হাজার ৫২ জনকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে।
বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব আফজাল উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, ৩ হাজার ৫২ জনকে আইনজীবীকে হাইকোর্ট বিভাগে প্রাক্টিস করার অনুমতি পেয়েছেন।
গত ২৪ জুন থেকে ২ জুলাই লিখিত পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেন। তার আগে গত ৩১ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হলেও হাইকোর্টে প্রাক্টিস করতে ফের পরীক্ষায় দিতে হয় তাদের। লিখিত ও ভাইভা পরীক্ষায় পাস করলে তবেই হাইকোর্টে প্রাক্টিসের অনুমতি মেলে।
মন্তব্য