গত ৩ দিন ধরে দিন রাত সবসময়ই লোডশেডিং হচ্ছে রাজশাহীতে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকছে বিভিন্ন এলাকা। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ওপরও প্রভাব পড়ছে।
লোডশেডিংয়ের দুর্ভোগে শহরের অনেককেই মেজাজ হারাতে দেখা গেছে। নগরীর টিকাপাড়া এলাকার ইয়ামিন হোসেন বলেন, ‘কারেন্টের কথা আর বলবেন না ভাই। সারা দিন-রাতে তিন চার ঘণ্টাও ঘুমাতে পারছি না। বিদ্যুতের যাওয়া আসা লেগেই আছে। না ঘুমাতে পারছি, না বসতে পারছি। চরম এক কষ্টে দিন কাটছে আমাদের। মাঝরাতে যখন বিদ্যুৎ চলে যায়, তখন কী যে কষ্ট বলে বোঝাতে পারবো না। এমন হলে ঘুম থেকে ওঠে রাস্তায় ঘোরাঘুরি করতে হচ্ছে।’
চন্দ্রিমা এলাকার ফাহমিদা আখতার বলেন, ‘কদিন আগেও এই অবস্থা ছিল না। এখন তো বাচ্চাদের নিয়ে চরম কষ্টে আছি। ওরা ঠিকভাবে না ঘুমাতে পারছে, না লেখাপড়া করতে পারছে। রাত নেই দিন নেই বিদ্যুতের যাওয়া আসা লেগেই আছে।’
লোডশেডিং নিয়ে রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, ‘ব্যবসা বাণিজ্যের ওপর খারাপ প্রভাব ফেলছে এই লোডশেডিং। এখানকার ছোটখাটো যে কয়টা শিল্প কারখানা আছে সেগুলো বিদ্যুৎ নির্ভর। তা ছাড়া সব ব্যবসাতেই লোডশেডিংয়ের খারাপ প্রভাব ফেলছে।’
চেম্বার সভাপতি আরও বলেন, ‘বিদ্যুতের এত ভালো উৎপাদনের সময় এমন পরিস্থিতি কেন- এটা নিয়ে সন্দেহ হয়। সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে কেউ ষড়যন্ত্র করছে কি না সন্দেহ হচ্ছে। আমার মনে হয়, এটি তদন্ত করে দেখা উচিত।’
রাজশাহীতে বিদ্যুত সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার কোম্পানি (নেসকো) লিমিটেডের কর্মকর্তারা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় লোডশেডিং করে বিদ্যুতের সমন্বয় করা হচ্ছে।
নেসকো সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগে বিদ্যুতের যে চাহিদা- কোনো কোনো সময় তার চারভাগের তিনভাগ সরবরাহ মিলছে। এ অবস্থায় বিদ্যুতের সমন্বয় করতে গিয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা।
নেসকো রাজশাহী অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, ‘জাতীয় গ্রিড থেকে চাহিদা মতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। তাই লোডশেডিং করতে হচ্ছে। সমস্যাটা কী- তা আমরাও জানি না।’
পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘রোববার দুপুর ১২টায় রাজশাহী বিভাগে বিদ্যুতের চাহিদা ছিল ৪০৫ মেগাওয়াট আর সরবরাহ পেয়েছি ৩০৩ মেগাওয়াট। লোডশেডিং করতে হয়েছে ১০২ মেগাওয়াট। রাত ৯টায় চাহিদা ছিল ৪৪১ মেগাওয়াট আর সরবরাহ পেয়েছি ৩৫০ মেগাওয়াট। লোডশেডিং হয়েছে ৯১ মেগাওয়াট। সোমবার দুপুর ১২টায় চাহিদা ছিল ৪৬৫ মেগাওয়াট, সরবরাহ পেয়েছি ৩৪৬ মেগাওয়াট। লোডশেডিং হয়েছে ১১৯ মেগাওয়াট। সরবরাহ কম হওয়ায় ম্যানেজ করা হচ্ছে লোডশেডিংয়ের মাধ্যমেই।’
বিদ্যুৎ সংকট কবে নাগাদ কাটতে পারে এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি নেসকোর এই প্রধান প্রকৌশলী।
আরও পড়ুন:শেরপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় টুটুল মিয়া নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপহরণের আলাদা মামলায় তাকে ১৪ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।
রায়ে আসামিকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। অপহরণ মামলায় তাকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। উভয় সাজা একই সঙ্গে চলবে।
সাজাপ্রাপ্ত ২৮ বছরের টুটুল মিয়ার বাড়ি সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু নিউজবাংলাক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০২০ সালের ১২মে শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর শোলারচর গ্রামের নাওভাঙ্গা ব্রিজ থেকে এক কিশোরীকে সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করেন পাশের এলাকার টুটুল মিয়া। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ১৪ মে টুটুল মিয়া এবং তার এক ভাই ও মা-বাবাকে আসামি করে সদর থানায় মামলা করেন।
ওই মামলায় পরদিন অপহৃত কিশোরীকে উদ্ধার করে টুটুলকে গ্রেপ্তার করে পুলিশ।
একই বছরের ২৬ সেপ্টেম্বর শুধু টুটুল মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। পরে জামিনে বেরিয়ে পালিয়ে যান টুটুল।
আরও পড়ুন:খুলনা ও চুয়াডাঙ্গার কয়েক স্থানে মৃদু ভূমিকম্প হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা ২৯ মিনিটে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর স্থায়িত্ব ছিল ৩ সেকেন্ড।
জেলা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যা ৩ সেকেন্ড স্থায়ী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ১ দশমিক ৭।’
একই সময় ভূমিকম্প হয়েছে যশোর ও চুয়াডাঙ্গায়।
পশ্চিমবঙ্গের আলীপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল যশোর শহর থেকে ৯ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ৮।
যশোর শহরের বেজপাড়া এলাকার জয়দেব চক্রবর্ত্তী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ভূমিকম্পে ভয় পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা রাস্তায় বের হয়ে যান।
চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার তৈয়ব আলী বলেন, ‘৫টা ২৯ মিনিটে হঠাৎ করে ঘর কেঁপে ওঠে। ভূমিকম্প হচ্ছে বুঝতে পেরে আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসি।’
আরও পড়ুন:জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
শুধু বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরিবহন সেবা বন্ধ থাকবে। সপ্তাহের অন্য দিনও পরিবহন সেবা কিছুটা শিথিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এসব সিদ্ধান্তের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন উপদেষ্টা কমিটির সুপারিশের আলোকে এসব সিদ্ধান্ত হয়।
রেজিস্ট্রার বলেন, ‘সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস নিলে ২০ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে। সাশ্রয়ের লক্ষ্যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এদিন বিশ্ববিদ্যালয়ে পরিবহন পুরোপুরি বন্ধ থাকবে। সপ্তাহের অন্য দিনও পরিবহন সেবা কিছুটা হ্রাস করা হবে।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক সমস্যার কারণে সৃষ্ট জাতীয় এ সমস্যায় আমরা দেশবাসীর পাশে থাকতে চাই। করোনা মহামারিতে ক্যাম্পাসে করোনা পরীক্ষার ব্যবস্থা করে দেশের মানুষের পাশে ছিল এই বিশ্ববিদ্যালয়। এবারও জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় করে আমরা মানুষের পাশে থাকব।’
এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যাপারে বিভাগীয় প্রধান ও শিক্ষকদের দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন ভিসি।
আরও পড়ুন:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আট বছর পর শুক্রবার হতে যাচ্ছে ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্যানেল নির্বাচন।
নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিচ্ছে। প্রতিটি প্যানেলে তিনজন করে প্রার্থী। তিনটি প্যানেলই আওয়ামীপন্থী শিক্ষকদের। প্যানেল তিনটি হলো, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ এবং বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের দুইটি প্যানেল।
বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা।
বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের একাংশের প্যানেলে নেতৃত্বে আছেন বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. নূরুল আলম। প্যানেলের অন্যরা হলেন, গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার এবং শিক্ষক সমিতির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আরেক অংশের প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ।
এই প্যানেলের অন্য সদস্যরা হলেন, রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন।
বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১) ধারা অনুযায়ী এ নির্বাচন হবে। শুধু নির্বাচিত সিনেট সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজনের প্যানেল মনোনয়ন শেষে তা রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছে পাঠানো হবে।
রাষ্ট্রপতি ক্ষমতাবলে প্যানেলের যে কাউকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেবেন। এবারের নির্বাচনে ৮১ জন সিনেটর ভোট প্রদান করবেন।
২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভিসি প্যানেল নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা ইসলাম নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি তাকে বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেন।
আরও পড়ুন:রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় এই রায় দিয়েছেন।
ফাঁসির দণ্ড পাওয়া আসামি হলেন মমতাজ সুলতান।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক আনিছুর রহমান।
মমতাজের বিয়েবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানার পর থেকে তার সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে স্ত্রী সুমাইয়া আখতার শারমিনের। এর জেরে ২০১৯ সালের ৪ জুন বদরগঞ্জের যমুনেশ্বরী নদীর তীরে আখের ক্ষেতে নিয়ে সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করে মমতাজ। মরদেহ গলায় ওড়না প্যাঁচিয়ে ডুমুর গাছে ঝুলিয়ে রাখে।
এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন বদরগঞ্জ থানায় মমতাজের নামে হত্যা মামলা করেন।
আরও পড়ুন:মৌলভীবাজারের কাউয়াদিঘী হাওর এলাকায় জলাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে ধানের চারা। এক হাজার হেক্টর জমিতে আমন চাষাবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষক।
লোডশেডিংয়ের কারণে মনু নদী প্রকল্পের আওতায় কাশিমপুর পাম্প হাউস পানি নিষ্কাশন করতে না পারায় জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় হাওরঘেরা ৪০ গ্রামের কৃষকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সমস্য নিরসনের দাবিতে তারা মিছিল-সমাবেশ করছেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, বিদ্যুৎ সংকটের কারণে সেচের সমস্যা হচ্ছে।
কৃষকরা জানান, মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় কাউয়াদিঘী হাওর সাড়ে ২২ হাজার হেক্টর বিস্তৃত। মনু নদী সেচ প্রকল্পের আত্ততায় কাউয়াদিঘী হাওর ও হাওর এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ কাশিমপুর পাম্প হাউস। সেখানে ৮টি পাম্প বিদ্যুতের কারণে সচল না থাকায় আমন চাষের জমিতে ৩-৪ ফুট জলাবদ্ধতা তৈরি হয়েছে।
পানিতে তলিয়ে আছে রোপা আমনের বীজতলা। পানি না কমায় আমন ধানের চারা রোপণের সময় চলে যাচ্ছে। বয়স্ক চারা রোপণ করে আশানুরূপ ফলন পাওয়া যাবে না বলে জানান স্থানীয় কৃষকরা।
হাওরপারের রাজন আহমেদ বলেন, ‘হাওরঘেঁষা রাজনগর ও মৌলভীবাজার সদরে জলাবদ্ধতার কারণে প্রায় এক হাজার হেক্টর জমিতে আমন আবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আমরা এ নিয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলেছি, আন্দোলন করছি, কিছুতেই ফল মিলছে না।’
এ সংকট নিরসনের দাবিতে দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন দুই শতাধিক কৃষক। কৃষি ও কৃষক রক্ষা কমিটির উপদেষ্টা সেলিম আহমদের সভাপতিত্বে ও হুমায়ুন রশিদ সোয়েবের সঞ্চালনায় সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য দেন কৃষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, পাঁচগাঁও ইউনিয়নের বাবুল আহমদ, মুন্সিবাজার ইউনিয়নের ফয়ছল আহমদ, কৃষক নেতা সুলতান আহমদ, আক্তার মিয়া, সুলেমান মিয়া ও ইউপি সদস্য জুবেল আহমদ।
সমাবেশ শেষে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের কাছে স্মারকলিপি দিয়েছে কৃষি ও কৃষক রক্ষা কমিটি।
রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা পাউবো ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।’
পাউবোর যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী এম এ হান্নান খান জানান, বিদ্যুৎ সংকটের কারণে কাশিমপুর পাম্প হাউসের ৮টি পাম্প চালু করা যাচ্ছে না । শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
বিদ্যুৎ বিভাগের কেউ এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক শাখাসহ সবাইকে নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। কৃষিকে অগ্রাধিকার দেয়া হবে। দ্রুতই সমস্যার সমাধান হবে।
কৃষি বিভাগ জানায়, মৌলভীবাজার জেলায় ১ লাখ ১ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আমন চাষ হচ্ছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪৩৩ টন।
আরও পড়ুন:মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে নারী কর্মচারীকে হয়রানির অভিযোগ উঠেছে।
অধ্যক্ষ মো. কামরুজ্জামানের বিরুদ্ধে দেয়া লিখিত অভিযোগ তদন্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
ইউএনও মো. সিফাত উদ্দিন বৃহস্পতিবার নিউজবাংলাকে ঘটনাটি নিশ্চিত করেছেন।
ওই নারী প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণির কর্মচারী।
অভিযোগপত্রে বলা হয়েছে, অনেক দিন ধরেই অধ্যক্ষ ওই নারীকে যৌনতার প্রস্তাব দিয়ে আসছিলেন। স্বামীকে ছেড়ে তার কাছে যেতে বলেছিলেন। রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল।
এসব অভিযোগ নাকচ করে অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ‘এসব মিথ্যা। অভিযোগকারীকে পাঁচ হাজার টাকার একটি বিল না দেয়ার কারণে মিথ্যা অপবাদ দিয়েছেন।’
ইউএনও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:
মন্তব্য