পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের সবাইকেই জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ কয়েক গুণ টাকা দিয়েছে সরকার। আর স্বপ্নের এই সেতুর জন্য যারা বাপ-দাদার ভিটেমাটি পুরোটাই হারিয়েছেন, তাদের ক্ষতিপূরণের টাকার পাশাপাশি বসবাসের জন্য প্লটও করে দিয়েছে সরকার। পাঁচটি পুনর্বাসন কেন্দ্রে নামমাত্র মূল্যে আড়াই, পাঁচ ও সাত শতাংশের প্লট দেয়া হয়েছে তাদের। প্রায় সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা রয়েছে সবুজে ঘেরা নান্দনিক এসব পুনর্বাসন কেন্দ্রে।
সেখানে বসবাসরতরা কেমন আছেন তা জানতে নিউজবাংলা পুনর্বাসন কেন্দ্রগুলো ঘুরে দেখেছে, কথা বলেছে সংশ্লিষ্টদের সঙ্গে।
পুনর্বাসন কেন্দ্রগুলো হলো মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ও যশোলদিয়া পুনর্বাসন কেন্দ্র, শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পুনর্বাসন ও পশ্চিম নাওডোবা পুনর্বাসন কেন্দ্র এবং মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি পুনর্বাসন কেন্দ্র।
মুন্সীগঞ্জের দুই কেন্দ্র
লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তাসংলগ্ন কুমারভোগ ও যশোলদিয়া পুনর্বাসন কেন্দ্রে ৭৮০টি প্লট রয়েছে। সেখানকার বাসিন্দারা জীবনযাপন করছেন গ্রাম্য পরিবেশে শহুরে প্রায় সব সুযোগ-সুবিধা নিয়ে। নানা রকম ফলদ ও ঔষধি গাছের পাশাপাশি ফুলগাছ রয়েছে পুনর্বাসন কেন্দ্রের রাস্তার পাশ দিয়ে।
কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের প্রবেশমুখেই রয়েছে মসজিদ। ভেতরে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, পাঠাগার, খেলার মাঠ, স্বাস্থ্য কমপ্লেক্স, পানির ট্যাংকি ও কবরস্থান। স্যানিটেশন, বিদ্যুৎ সুবিধাসহ প্রতিটি প্লটের সঙ্গেই রয়েছে পিচঢালাই রাস্তা।
বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে জমি, ঘর ও গাছপালা বাবদ যথাসময়েই টাকা পেয়েছেন তারা। যশোলদিয়া পুনর্বাসন কেন্দ্রে ৪৫১টি প্লট রয়েছে, কুমারভোগে রয়েছে ৩৩৯টি। এগুলোর মধ্যে কিছু আড়াই শতাংশের প্লট, কিছু পাঁচ শতাংশের এবং বাকিগুলো সাত শতাংশের প্লট।
যশোলদিয়া কেন্দ্র
যশোলদিয়া পুনর্বাসন কেন্দ্রে প্লট পাওয়া মায়া বেগম নিউজবাংলাকে বলেন, ‘আমার হাজব্যান্ড আব্দুল করিম পাঁচ শতকের প্লট পান আট বছর আগে। তিনি মারা গেছেন। এখানে পানি, বিদ্যুৎ, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট সবই ভালো। কিন্তু বহিরাগতদের অত্যাচার রয়েছে। বাইরের ছেলেরা, স্থানীয় ছেলেপেলেরা এসে আমাদের গালাগালি করে, উঠিয়ে দেবে বলে হুমকি-ধমকি দেয়।’
এই পুনর্বাসন কেন্দ্রের আরেক বাসিন্দা মোহাম্মদ সাইমন জানালেন, মাঝেমধ্যেই পানির লাইন নষ্ট হয়ে যায়। নিজেরা টাকা তুলে তা ঠিক করেন। এ ছাড়া এখানে তেমন কোনো অসুবিধা নেই।
যশোলদিয়া পুনর্বাসন কেন্দ্রে আড়াই শতাংশের প্লটে ঘর তুলে সপরিবারে বসবাস করছেন মো. আরমান। তিনি জানান, প্রথম থেকেই এখানে আছেন তারা। চার সদস্যের পরিবার নিয়ে ভালোই আছেন।
যশোলদিয়া পুনর্বাসন কেন্দ্রে কথা হয় কেন্দ্রের সভাপতি সাজ্জাদ হোসেনের সঙ্গে। তিনি নিউজবাংলাকে বলেন, ‘মাওয়া চৌরাস্তা এলাকায় আমার ২২ শতক জায়গা ছিল। পদ্মা সেতু প্রকল্পে ওই জায়গা সরকার অধিগ্রহণ করেছে। আমি আড়াই শতকের একটি প্লট পেয়েছি। আমার ভাইয়েরাও পেয়েছে। এখানে আধুনিক অনেক সুযোগ-সুবিধাই আছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও বেশির ভাগ সময় পর্যাপ্ত সুবিধা পাওয়া যায় না।’
আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন- জানতে চাইলে সাজ্জাদ হোসেন বলেন, ‘মাওয়া চৌরাস্তায় আগে আমাদের ব্যবসা ছিল, আয়-রোজগার ছিল ভালোই। এখন দোকান না থাকায় রানিং আয়টা কমে গেছে। তবে সব মিলিয়ে আমরা ভালোই আছি।’
প্লট পাওয়া অনেকেই ঘরবাড়ি করে ভাড়া দিয়েছেন বলেও জানান তিনি।
কুমারভোগ কেন্দ্র
কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের পাঁচ শতাংশের প্লটে বসবাস করছেন মো. মনির হোসেন। তিনি জানান, তার সাড়ে ১৩ শতাংশ জায়গা ছিল। সেই জমি পদ্মা সেতুর জন্য সরকার নিয়েছে। টাকা দিয়েছে ৩৪ লাখ।
কেমন আছেন জানতে চাইলে মনির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘এক কথায় ভালো আছি। পানি, বিদ্যুৎসহ সব ধরনের সুযোগ-সুবিধাই আছে এখানে। পদ্মা সেতু দিয়ে গ্যাসের সংযোগ যাচ্ছে, সেখান থেকে সংযোগ পেলে আমরা আরও ভালো থাকব।’
এই কেন্দ্রে পাঁচ শতাংশের প্লট পেয়েছেন জামাল হোসেন। তিনি বলেন, ‘এখানে প্রাথমিক স্কুল থাকলেও মাধ্যমিক স্কুল নেই। একটা মাধ্যমিক স্কুল হলে ছেলেমেয়েদের দূরে যাওয়া লাগত না।’
কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের সভাপতি আলতাফ হোসেন নিউজবাংলাকে বলেন, ‘এখানে অনেক ধরনের সুযোগ-সুবিধাই আছে। দুই হাজারের বেশি মানুষ থাকে। তবে গোরস্থান ও খেলার মাঠ নেই। ময়লা ফেলানোরও নির্দিষ্ট জায়গা নেই। অনেকেই যেখানে-সেখানে ময়লা ফেলায় দুর্গন্ধ ছড়ায়।’
এই কেন্দ্রেও অনেকে ঘর তুলে ভাড়া দিয়েছেন বলে জানান তিনি।
মুন্সীগঞ্জের এই দুই পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের সুবিধা-অসুবিধার বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী নিউজবাংলাকে বলেন, ‘কেন্দ্র থেকে কোনো সমস্যার কথা আসে না। সে ক্ষেত্রে বলা যায়, তারা ভালো আছেন। তারা যা চেয়েছেন, সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব দেয়া হয়েছে। কবরস্থান, খেলার মাঠের চাহিদার কথা বলা হচ্ছে, সেসব দেয়ার মতো ফান্ড এখন নেই।’
শরীয়তপুরের দুই কেন্দ্র
পদ্মা সেতু প্রকল্পের সংযোগ সড়ক, নদীশাসন, সার্ভিস এরিয়া-২ ও সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের জন্য সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকার জমি অধিগ্রহণ করা হয়। এতে অনেকেই বাপ-দাদার ভিটেমাটি হারান।
ভূমিহীন এসব পরিবারকে আশ্রয় দেয়ার জন্য পূর্ব নাওডোবা ইউনিয়ন ও পশ্চিম নাওডোবা ইউনিয়নে পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হয়, যেখানে ১ হাজার ১৬৪টি পরিবারের বসবাস। এর মধ্যে পূর্ব নাওডোবায় থাকে ৬৫০টি পরিবার আর পশ্চিম নাওডোবায় ৫১৪টি। পশ্চিম নাওডোবা কেন্দ্রে প্রায় সব ধরনের নাগরিক সুবিধাই নিশ্চিত করা হয়েছে। পূর্ব নাওডোবার অবকাঠামো নির্মাণকাজ এখনও শেষ হয়নি।
পশ্চিম নাওডোবা কেন্দ্র
এই কেন্দ্র ঘুরে দেখা গেছে, পাকা রাস্তার দুই পাশে গড়ে উঠেছে ঘরবাড়ি। এখানকার বাসিন্দাদের একজন রাজিয়া বেগম নিউজবাংলাকে বলেন, ‘১০ বছর ধইরা এইহানে থাহি। আমার সাড়ে আট শতাংশ জমি গ্যাছে পদ্মা সেতুর কামে। জমির টাহাও পাইছি। আবার এইহানে আইয়্যা পাঁচ শতক জমিও পাইছি। ঘরের লগে হাসপাতাল, ডাক্তার, নার্স, ওষুধ সবই আছে। টাউনের মতোই লাগে।’
রাজিয়া বেগমের মতো এই পুনর্বাসন কেন্দ্রে পাঁচ শতাংশের প্লট পেয়েছেন শাহজাহান হাওলাদার।
নিউজবাংলাকে তিনি জানান, তার ২৫ শতাংশের বাড়িসহ দুই বিঘা জমি। সেতুর জন্য সবই নিয়েছে সরকার, দিয়েছে ক্ষতিপূরণের টাকাও। পুনর্বাসন কেন্দ্রে আধাপাকা ঘর তুলে পরিবার নিয়ে থাকছেন তিনি।
কেমন আছেন- জানতে চাইলে শাহজাহান হাওলাদার নিউজবাংলাকে বলেন, ‘এক জায়গাই সবকিছু আছে। শান্তিতেই আছি। আমার ছেলেডা এইহান তোন গাড়ি চালানোর টেনিং লইতাছে। এরপর বড় গাড়ি চালাইব। অহন আর দুশ্চিন্তা নাই।’
এই পুনর্বাসন কেন্দ্রের নাওডোবা পদ্মা সেতু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম বলেন, ‘স্কুলটি হওয়ার কারণে ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ পাচ্ছে। সাতজন শিক্ষক ও পাঁচজন স্টাফের কর্মসংস্থানও হয়েছে। শিক্ষার সহায়ক পরিবেশ ও উপকরণ সবই এখানে রয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য বিশাল মাঠও আছে।’
পূর্ব নাওডোবা কেন্দ্র
সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড-ঘেঁষা পূর্ব নাওডোবা পুনর্বাসন কেন্দ্রে ৬৫০ পরিবারের বসবাস।
পুনর্বাসন প্রকল্প কমিটির সভাপতি লতিফ ফকির নিউজবাংলাকে বলেন, ‘আমাগো এইড্যা তো পোথ্যোম অধিগ্রহণ কইরা নেয় নাই। এই জন্যই পোথ্যোম থিক্যা কাজ শুরু হয় নাই। পরে যখন অধিগ্রহণ করল, ওইয়ার পর থিকাই আমাগো পারমান্যান্ট করছে। এই জন্যই উন্নয়নকাজ দেরি অইছে। অহন সবকিছুই দ্রুত চলতাছে। আমরা ২৫ সদস্যের কমিটি এখানকার সবকিছু ভালো-মন্দ দেহি। পরিবারগুলোর সুবিধা-অসুবিধা আমরা সেতু কর্তৃপক্ষকে জানাই।’
মাদারীপুরে একটি কেন্দ্র
মাদারীপুরের শিবচরের বাখরেরকান্দি পুনর্বাসন কেন্দ্রে প্লট রয়েছে ৬১১টি। এখানে বসবাসে ‘কিছুটা সমস্যা’য় পড়লেও স্বপ্নের পদ্মা সেতুর জন্য জমি দিয়ে খুশি বাসিন্দারা।
কেন্দ্রে পাঁচ শতাংশের প্লট পেয়েছেন আব্দুর ছাত্তার মাতুব্বর। নিউজবাংলাকে তিনি বলেন, ‘পাঁচ বছর আগে পদ্মা সেতুর বেড়িবাঁধের জন্য আমার ৯৮ শতাংশ জমি ও ১৬ শতাংশ বাড়ির জায়গা নিয়েছে সরকার। এ জন্য টাকাও দিয়েছে। পরে বাখরেরকান্দি এলাকায় পুনর্বাসন কেন্দ্রে পাঁচ শতাংশ জমি পাই ১ লাখ ১০ হাজার টাকায়। এই জায়গায় আমার চার ছেলে ও তাদের পরিবার নিয়ে বসবাস করছি।’
এই পুনর্বাসন কেন্দ্রে সম্প্রতি ঘর তুলেছেন শাহজাহান খান।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আড়াই শতাংশ জায়গা পাইছি পুনর্বাসন কেন্দ্রে। পাঁচ সদস্যের পরিবার নিয়ে থাকা লাগবে। এতদিন কাগজপত্রে ঝামেলা থাকায় ঘর করা হয়নি। তাই এখন কোনো রকমে টিনের ঘরটা করলাম। এখানে পাকা রাস্তা আর বিদ্যুতের লাইন আছে। ড্রেনও আছে, তবে পরিষ্কার করা হয় না। আমরা চাঁদা তুলে মাঝেমধ্যে পরিষ্কার করি।’
পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) হিসাবে, এই পুনর্বাসন কেন্দ্রে আড়াই শতাংশের প্লটের জন্য ৫০ হাজার টাকা, পাঁচ শতাংশের প্লটের জন্য ১ লাখ টাকা এবং সাড়ে সাত শতাংশের প্লটের জন্য দেড় লাখ টাকা লেগেছে। প্লট রয়েছে ৬১১টি। বরাদ্দ দেয়া হয়েছে ৬০৩টি।
বাখরেরকান্দি পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বে রয়েছেন পদ্মা বহুমুখী প্রকল্পের সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সারফুল ইসলাম সরকার।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘পদ্মা সেতুর জন্য যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের পুনর্বাসনের জন্য কেন্দ্রে জায়গার ব্যবস্থা করে দিয়েছি। ওখানে রাস্তা-সুপেয় পানির ব্যবস্থা আছে। ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান করে দিয়েছি। এসব রক্ষণাবেক্ষণের দায়িত্ব বসবাসকারীদের। আমরা তাদের সব করে দেব, এমনটা নয়।’
আরও পড়ুন:সাবেক শিক্ষা সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য সোলেমান খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে শিক্ষা সচিব ছিলেন সোলেমান খান। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। পরিকল্পনা কমিশন সদস্যের পদটি সচিব পদমর্যাদার।
প্রজ্ঞাপনে বলা হয়, সোলেমান খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন বলে বিবেচনা করে। তাই সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় দেয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হল। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী সরকার যে কাউকে কারণ দর্শানো ছাড়াই চাকরি থেকে অবসরে পাঠাতে পারে। তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।
অন্তর্বর্তী সরকার এর আগে আরও কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ১১তম দ্বিপাক্ষিক সামরিক সংলাপ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দু’দিনব্যাপী এর সামরিক সংলাপ যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, এই সামরিক সংলাপে বাংলাদেশ থেকে একটি সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন।
সামরিক সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই সংলাপে উভয় দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
উল্লিখিত সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম সংশ্লিষ্ট বিষয়াদি, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় আলোচিত হবে।
প্রতিনিধি দলে সেনা, নৌ ও বিমান বাহিনী ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ কোস্টগার্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
আরও পড়ুন:ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার ইউএনবিকে বলেন, সোমবার বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে অ্যাকাউন্টের তথ্য চেয়ে নির্দেশনা পাঠিয়েছে।
বিএফআইইউর পাঠানো চিঠিতে বলা হয়েছে, লেনদেন তলব করার জন্য মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো এ ক্ষেত্রে প্রযোজ্য হবে।
চিঠিতে তলব করা ব্যক্তিদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে।
বিএফআইইউর সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে ওই টাকা কোথায় ও কীভাবে এসেছে, পরে ওই টাকা কোথায় খরচ হয়েছে এবং নগদে উত্তোলন করা হয়েছে কি না, তা জানাতে বলা হয়েছে।
চিঠিতে এই ট্রাস্টের ঠিকানা হিসেবে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন হিসেবে উল্লেখ করা হয়।
শেখ হাসিনা ট্রাস্টের চেয়ারম্যান এবং তার বোন শেখ রেহানা একজন ট্রাস্টি।
এ ছাড়া এই ট্রাস্টের সঙ্গে জড়িত অন্যদের বা ট্রাস্টের হিসাব থেকে যেসব অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর বা জমা হয়েছে, তাদের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।
আরও পড়ুন:অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে দেয়া সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ।
একই সঙ্গে এ মামলায় তাদের দেয়া সাত বছরের দণ্ডের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। তার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য রাজনৈতিক প্রতিহিংসায় সাত বছরের সাজা দিয়েছিলেন।
‘আজকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আমাদের লিভ দিয়েছেন (আপিলের জন্য অনুমতি)। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দুদক ও আমাদের আপিলের সারসংক্ষেপ দিতে বলেছেন।’
তিনি বলেন, ‘সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সাত বছরের দণ্ড স্থগিত করেছেন। এই মামলায় দুইজন আসামি। দুইজনের ক্ষেত্রেই সাজা স্থগিত করা হয়েছে।’
রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬ অক্টোবর মামলাটি করে দুদক। এরপর ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
২০১১ সালের ৮ আগস্ট এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
মামলাটিতে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়, যাদের মধ্যে অভিযোগপত্রের বাইরের সাক্ষী হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপরোভেট।
মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেয়ার জন্য একটি নির্মাণ কোম্পানির চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াস উদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয়।
এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন।
এ টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেয় ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত।
রায়ে কারাদণ্ডের পাশাপাশি মামুনকে ৪০ কোটি টাকা জরিমানাও করা হয়। পাচার করা ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৬১৩ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় আদালত।
এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক। ২০১৪ সালের ১৯ জানুয়ারি এ আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। পাশাপাশি গিয়াস উদ্দিন মামুনও আপিল করেন।
দুই আপিলের শুনানি শেষে ২০১৬ সালের ২১ জুলাই তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট। একই সঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।
একই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ডের সাজা বহাল রাখে হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেয়।
ওই রায়ের বিরুদ্ধে গিয়াস উদ্দিন মামুন আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আজ এই লিভ টু আপিল মঞ্জুর করে সাজার কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন:এবার বিজয় দিবসকে উৎসবমুখর করতে সারা দেশে বিজয় মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।
ইউএনবিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ইউএনবিকে বলেন, ‘বিজয় দিবস আমাদের জাতির জন্য অনন্য দিন। ৯ মাস যুদ্ধ করে জাতি এই বিজয় অর্জন করেছে। সারা দেশের মানুষ যুদ্ধে সম্পৃক্ত ছিল।
‘একসময় গ্রামে ও সারা দেশেই এই বিজয় উৎসব হতো। ধীরে এই উৎসব নিষ্ক্রিয় ছিল। এবার সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিজয় মেলা হবে।’
তিনি বলেন, ‘সেখানে চারু, কারুমেলার সঙ্গে কৃষি পণ্যের মেলা হবে। তার সঙ্গে দেশীয় পণ্য পরিবেশন করা হবে। মেলায়, শিশু, নারী, পুরুষ সবার অংশগ্রহণ থাকবে।
‘এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সবাই আনন্দ উপভোগ করবে। পাশাপাশি স্কুলগুলোতে অনুষ্ঠান হবে।’
উপদেষ্টা বলেন, ‘আগে যে প্রচলিত কুচকাওয়াজ হতো, এতে জনগণের সম্পৃক্ততা থাকত না, সেখানে স্কাউট ও সেচ্ছাসেবকরা থাকত। তার সঙ্গে অন্যান্য বাহিনী থাকত। এতে সরাসরি জনগণের সম্পৃক্ততা ছিল না। এবার শিশু, নারী, পুরুষ সব শ্রেণির জনগণকে সম্পৃক্ত করা হবে।’
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘জাতীয় প্যারেড স্কয়ারে এবার কুচকাওয়াজ হচ্ছে না। কারণ সেনাবাহিনী এখন সারা দেশে ব্যস্ত।
‘এটার জন্য একটা প্রস্তুতির বিষয় আছে। তাই এবার প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ হচ্ছে না। এটার জন্য পূর্বপ্রস্তুতি প্রয়োজন।’
বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় স্টেডিয়ামে আগে প্রধানমন্ত্রী যেতেন। এবার প্রধান উপদেষ্টা যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না, উপদেষ্টা যাবেন না। এ রকম প্রোগ্রাম হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘প্রতিটি জেলা ও উপজেলায় প্রোগ্রামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে। তেমনই ঢাকায় এখানকার জেলা প্রশাসন করবে।’
উপদেষ্টা বলেন, ‘আগে প্রশাসন করত কুচকাওয়াজ, এখন প্রশাসন মেলার আয়োজন করবে। সেখানে স্ব স্ব এলাকায় মুক্তিযোদ্ধাসহ স্থানীয় সব পর্যায়ের জনগণ অংশ নেবেন।’
তিনি আরও বলেন, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আরও পড়ুন:দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার এ পদে তাকে নিয়োগ দেন।
এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছাম্মৎ আছিয়া খাতুন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ খালি ছিল।
পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে।
কমিটির প্রধান জাকির আহমেদ খান কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন পেশ করেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, নির্ধারিত ৯০ দিনের পূর্বেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
প্রতিবেদন পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এই সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনাপূর্বক যথাযথ সুপারিশ প্রণয়নের জন্য সরকার গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থসচিব এবং বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।
কমিটি সূত্রে জানা যায়, এটি আওয়ামী লীগ সরকারের শাসনামলে বঞ্চনা ও বৈষম্যের শিকার ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ করে। তার মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের ১১৯ জনকে সচিব, ৪১ জনকে সচিব পদমর্যাদায় গ্রেড-১ পদ ও ৫২৮ জনকে অতিরিক্ত সচিব পদমর্যাদা দেয়ার সুপারিশ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, কমিটি গত তিন মাসে প্রায় ১৯টি সভা করে। আবেদনকারী ১৬ বছরে পারিবারিক, আর্থিক ও সামাজিকভাবে বঞ্চিত হয়েছেন, কোনো পদোন্নতি পাননি– এ বিষয়ে সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমেও রিপোর্ট নেয় কমিটি। সেই রিপোর্ট নেতিবাচক না হওয়ায় বিভিন্নভাবে মূল্যায়ন করার জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে।
যাদের চাকরির মেয়াদ বেশি আছে, তাদের পর্যায়ক্রমে সচিব করা যেতে পারে এমন সুপারিশ করা হয়েছে। যাদের সময় কম আছে, তাদের সরকারের এক্সটেনশন অনেক পদ আছে। সেখানে দেয়ার সুপারিশ করেছে।
বঞ্চিত হয়ে অবসরে যাওয়াদের সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থায় গ্রেড-১ পদমর্যাদা দিয়ে চুক্তিভিত্তিক নিয়োগ করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।
আরও পড়ুন:
মন্তব্য