১৯ বছর পর হচ্ছে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন। নগরীর পাঁচলাইশের কিং অফ চিটাগাং প্রাঙ্গণে সোমবার বেলা ১১টা থেকে শুরু হয়েছে এই সম্মেলন।
সম্মেলন উপলক্ষে ভোর ৬টা থেকে বন্ধ করে দেয়া হয়েছে প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানা পর্যন্ত সড়ক।
শহরের এই প্রধান সড়ক ছাড়া আশপাশের আবাসিক এলাকার গেটগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। সুগন্ধা আবাসিক এলাকার ভেতরের সড়কগুলোতেও বাঁশের প্রতিবন্ধকতা দেয়া হয়েছে।
এতে স্থানীয়দের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন এই সড়কের পাশের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা। কারণ প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ থানা পর্যন্ত ২০টিরও বেশি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার আছে।
প্রতিদিন এসব প্রতিষ্ঠানে দূর-দূরান্ত থেকে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। যান চলাচল বন্ধ থাকায় সকাল থেকে তাদের হেঁটে আসতে হচ্ছে।
নগরীর মির্জাপুল একুশে হাসপাতাল থেকে রোগী নিয়ে এসেছেন প্রান্ত চন্দ্র দাশ নামের এক যুবক।
তিনি বলেন, ‘প্রবর্তক মোড়ে পুলিশ ব্যারিকেডেই গাড়ি থেকে নেমে যেতে হয়েছে। এমন ভোগান্তি জানলে এখানে পরীক্ষা করাতে আসতাম না। এখন চিন্তায় আছি বাসায় ফিরব কীভাবে। একে তো গাড়ি নেই, তার ওপর আশপাশের সব সড়কে যানজট।’
মাহফুজুল ইসলাম নামের এক যুবক আকবর শাহ থেকে শেভরন ডায়াগনস্টিক সেন্টারে এসেছেন তার বাবার শারীরিক পরীক্ষার জন্য। পরীক্ষা শেষে হেঁটে প্রবর্তক যাওয়ার সময় কথা হয় তার সঙ্গে।
মাহফুজুল বলেন, ‘রাজনৈতিক প্রোগ্রামের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। একটা রিকশাও পাচ্ছি না যে বাবাকে নিয়ে মোড় পর্যন্ত যাব। মূল সড়কেও যানজট।’
পাঁচলাইশ-প্রবর্তক সড়ক বন্ধ করে দেয়ায় যানবাহনের চাপ বেড়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজসংলগ্ন কে বি ফজলুল কাদের সড়ক, প্রবর্তক-২ নম্বর গেট সড়ক, গোলপাহাড় ও জিইসি মোড়ের সড়কগুলোতে।
সাপ্তাহিক কর্মদিবসে যানজটে স্থবির হয়ে পড়েছে যান চলাচল।
ভোগান্তির বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার নিউজবাংলাকে বলেন, ‘সম্মেলন উপলক্ষে সড়কটি বন্ধ রয়েছে। সব ধরনের যান চলাচল বন্ধ থাকলেও রোগীদের গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে। চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখালেই হবে। বিকেল সাড়ে ৩টার পর সড়কটি খুলে দেয়া হবে।’
আরও পড়ুন:বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ স্বাধীনতা বিপন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিএনপির উদ্যোগে র্যালির আগে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথি হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চেনার দিন। আর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের শত্রু চিহ্নিত করার দিন।
‘আগেও বলেছি, বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে আর কেউ দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না ইনশাল্লাহ।’
সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, ‘রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে ৭ নভেম্বরের অন্তর্নিহিত শিক্ষায় দীক্ষিত করার মিছিল আজ।
‘লাখো জনতার আজকের এই মিছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত অসংখ্য ছাত্র-জনতা এবং হাজারো শহীদের স্বপ্নের একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ী মিছিল।’
আরও পড়ুন:ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মনে করে ভারত।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবিলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর আওয়ামী লীগ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে শেখ হাসিনাকে বাংলাদেশের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন- ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নাকি নির্বাসনে থাকা প্রধানমন্ত্রী হিসেবে মনে করে। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘বার বার আমরা বলেছি যে তিনি (শেখ হাসিনা) একজন সাবেক প্রধানমন্ত্রী। আমরা এই অবস্থানে আছি।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে আছেন। তবে সেখানে তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন, এক সংক্ষিপ্ত নোটিশে শেখ হাসিনা ভারতে আসেন এবং তিনি এখানেই থাকবেন।
আরও পড়ুন:বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ এখন বিএনপির সঙ্গে একাত্ম হয়ে গণতন্ত্র উদ্ধার করতে চায়। এটি সম্ভব নয়। কারণ আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র মানায় না। এদেশে ফ্যাসিবাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিলেট রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত শোভাযাত্রা-পূর্ব এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ অতীতেও বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলো। তারা সব সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল। গণহত্যায় জড়িতরা পালিয়ে গেলেও তাদেরকে দেশে এনে বিচার করা হবে। যতদিন পর্যন্ত দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। তিনি ১৯৭৫ সালে দেশ ও জাতির প্রয়োজনে আবারও দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন।
‘জুলাই-আগস্ট গণবিপ্লবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নেতৃত্ব না দিলে হয়তো আমরা এই স্বাধীনতা পেতাম না। তাই বাংলাদেশ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান এক সূত্রে গাঁথা। আমরা কারও করদরাজ্যে পরিণত হওয়ার জন্য স্বাধীনতা লাভ করিনি। অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার সমান।’
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট হাদীয় চৌধুরী মুন্নি, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন ও ড্যাব সিলেট জেলার সভাপতি ডা. নাজমুল ইসলাম, সিলেট জেলা বারের পিপি অ্যাডভোকেট আশিক উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর এক বিশেষ প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। তখন দেশের সংগ্রামী সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল।
‘এবারও দেশের মানুষ শহীদ জিয়ার উত্তরাধিকারী দেশনায়ক তারেক রহমানের দিকে তাকিয়ে আছে। দেশের সাধারণ মানুষ তারেক রহমানের হাতেই দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘দেশের প্রয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঐক্যবদ্ধভাবে কাজ করেছিলেন। ঠিক দেশের ক্লান্তিকালে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান নেতৃত্বে দিয়ে যাচ্ছেন। আগামী দিনের রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
জিকে গউছ বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের জন্য অমৃত্যু কাজ করে গেছেন। সেই ধারাবাহিকতায় সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দেশের মানুষের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন। আর তার নেতৃত্বে আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।’
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত প্লাকার্ড নিয়ে দলটির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় যোগদান করতে দুপুর থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রেজিস্টারি মাঠে জড়ো হতে থাকেন।
আরও পড়ুন:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও জাতির প্রেক্ষাপটে ৭ নভেম্বর একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। কিন্তু স্বাধীনতা-পরবর্তী শাসক চক্র আমাদেরকে ইতিহাস জানার অধিকার কেড়ে নিয়েছে।
রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তি
জামায়াতের আমির বলেন, ‘১৯৭৫ সালের জুনে আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দেশে একদলীয় বাকশালী শাসন প্রতিষ্ঠা করেছিল। রাষ্ট্রায়ত্ত মাত্র চারটি পত্রিকা বাদে সব গণমাধ্যমের ডিক্লারেশন বাতিল করে গণমানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল।
‘এই ঘটনার প্রতিবাদ করেছিলেন ওই সময়ের তরুণ সংসদ সদস্য ব্যারিস্টার মঈনুল হোসেন এবং কর্নেল এম এ জি ওসমানী। কিন্তু এজন্য তাকে শারীরিকভাবে লাঞ্ছিতও হতে হয়েছিল। এটিই ছিল বাস্তবতা।’
ডা. শফিকুর রহমান বলেন, মূলত বৈষম্য ও অপশাসনের কবর রচনা করে দেশকে দুঃশাসনমুক্ত এবং আধিপত্যবাদী ষড়যন্ত্র মোকাবেলায় ৭ নভেম্বর সিপাহী-জনতা যুগপৎভাবে রাজপথে নেমে এসেছিল। সংগ্রামী জনতা ফুলের পাপড়ি দিয়ে দেশপ্রেমী বিপ্লবীদের বরণ করে নিয়েছিলেন। ষড়যন্ত্রকারীরা দেশটাকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র করেছিল। কিন্তু বীর জনতা তাদের সে ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে।
‘কিন্তু ষড়যন্ত্র থেমে থাকেনি। ৭ নভেম্বর ব্যর্থ হওয়ার পর তারা কথিত বিডিআর বিদ্রোহের নামে দেশের ৫৭ জন দেশপ্রেমী ও চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তকে অরক্ষিত করে ফেলেছে। তাই ৭ নভেম্বরের শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে শপথ গ্রহণ করতে হবে।
বিডিআর হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত শাহাদাত বরণকারী সব শহীদকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম।
আরও পড়ুন:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৭ নভেম্বরের চেতনা ও ছাত্র-জনতার ৫ আগস্টের বিপ্লব এক সূত্রে গাঁথা।
তিনি বলেছেন, এবারের ৭ নভেম্বর আমরা এমন একটা পরিস্থিতিতে এমন একটা সময়ে উদযাপন করছি যখন আধিপত্যবাদ বিরোধী ছাত্র-জনতা একটি গণবিপ্লব সংগঠিত করেছে।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাজধানীর পল্টনে মহানগরী দক্ষিণ জামায়াত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে সিপাহী-জনতার সফল বিপ্লব সংঘটিত হয়। সেদিন নারায়ে তাকবির আল্লাহু আকবর ধ্বনিতে ইসলামী মূল্যবোধ ও গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছিল। জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। একদলীয় শাসনের পরিবর্তে এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করেছিল।
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১৫ বছরে গুম, খুন, ধর্ষণ মহামারি আকারে বিস্তার লাভ করেছিল। দেশের মানুষ গত ৫ আগস্ট স্বৈরাচারকে সমূলে উৎখাত করেছে। এখন দেশে গণতন্ত্র ও দেশের মানুষকে পূর্ণভাবে মুক্ত করতে ইসলামী আদর্শের ভিত্তিতে প্রয়োজন আরেকটি বিপ্লবের, যা এই জাতির ভবিষ্যৎ রচনা করবে।
‘৭ নভেম্বর একনায়কতন্ত্র, শোষণ ও জুলুমের বিরুদ্ধে যেভাবে এদেশের মানুষ সম্মিলিতভাবে গর্জে উঠেছিল একইভাবে ৫ আগস্ট ছাত্র-জনতা সব আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছে।’
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন, মু. কামাল হোসাইন ও ড. মোহাম্মাদ আব্দুল মান্নান।
আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসেন, শ্রমিক নেতা আব্দুস সালাম প্রমুখ।
আরও পড়ুন:অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়সীমার মধ্যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। একইসঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের চেতনা সুদৃঢ় করতে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হবে।
মির্জা ফখরুল বৃহস্পতিবার সকালে ৭ নভেম্বর উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন মির্জা ফখরুল। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার অভ্যুত্থান’ স্মরণে দিনটি পালন করা হয়।
১৯৭৫ সালের এই দিনে রাজনৈতিক অস্থিরতার সময় সৈনিক ও বেসামরিক নাগরিকরা যৌথভাবে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকা সেনানিবাসের ভেতরে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতা গ্রহণের পথ সুগম করে।
বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের নেতাকর্মীরা নতুন করে শপথ নিয়েছেন।
‘আমরা শপথ নিয়েছি- জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেবো। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনে আরও বেশি শক্তিশালী আন্দোলন করব।’
ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বার বার ষড়যন্ত্র ও দমন-পীড়ন চালিয়েছে।
‘আওয়ামী লীগ একদলীয় শাসন ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রচেষ্টায় ৬০ লাখ মানুষকে মিথ্যাভাবে জড়িয়েছে, প্রায় ৭০০ জনকে গুম করেছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে ২০২৪ সালে ছাত্র নেতৃত্বাধীন গণআন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি তৃতীয়বারের মতো পরাজিত হয়েছে।’
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘গত তিন মাসে অন্তর্বর্তীকালীন সরকার নিঃসন্দেহে কার্যকর ভূমিকা পালন করেছে।
‘তারা অনেক কিছু করেছে এবং এখনও করছে। আমরা সবাই সহযোগিতা করলে তারা জাতির সামনে চ্যালেঞ্জ মোকাবিলা করে উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।’
আরও পড়ুন:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার ৮ নভেম্বর তিনি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন। সূত্র: বাসস
খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডি্যাাল বোর্ডের সাতজন চিকিৎসকসহ সব সফরসঙ্গীর ভিসা প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে।
শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ নভেম্বর ‘লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ খালেদা জিয়াকে প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে নেয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে তার বিদেশযাত্রা দুই-একদিন পিছিয়ে যেতে পারে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শারীরিক অবস্থাসহ সবকিছু ঠিক থাকলে আগামী ৮ নভেম্বর তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে।’
বেগম খালেদা জিয়ার সঙ্গে মেডিক্যাল বোর্ডের সাত চিকিৎসক, নার্স ও তিন সহকারীসহ ১৬ জন যাবেন বলেও তিনি উল্লেখ করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘ঢাকা থেকে বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন। সেখান থেকে পরবর্তীতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো ‘মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে’ নেয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য।’
তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য ইতোমধ্যে লন্ডনের কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেয়ার কথা রয়েছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল বোর্ডের পরামর্শে তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানেও গুলশানের বাসায় মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
আরও পড়ুন:
মন্তব্য