নাটোরের লালপুরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার কদিমচিলান এলাকা থেকে রোববার সন্ধ্যায় উদ্ধার করা হয় খোরশেদ আলম মিলন নামের ওই চালকের মরদেহ। আশপাশে ছিল না তার ইজিবাইক।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজী এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত খোরশেদের বাড়ি বড়াইগ্রামের মহিষভাঙ্গা গ্রামে।
স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ কর্মকর্তা শরীফ জানান, শনিবার রাতে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন খোরশেদ। রোববার দুপুর পর্যন্ত বাড়ি না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে। বিকেলের দিকে তারা বড়াইগ্রাম থানা পুলিশকে বিষয়টি জানায়।
সন্ধ্যায় এলাকাবাসী রাস্তার পাশের আখের জমিতে একটি মরদেহ দেখে পুলিশে খবর দেয়। লালপুরের ওয়ালিয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। খোরশেদের পরিবার গিয়ে মরদেহটি তার বলে শনাক্ত করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংঘবদ্ধ ছিনতাইকারীরা মুখে কাদা ঢুকিয়ে শ্বাসরোধ করে খোরশেদকে হত্যার পর ইজিবাইকটি নিয়ে গেছে। ঘ টনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ভোলার চরফ্যাশন থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রলার উল্টে নিখোঁজের ৩ দিন পর ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শরীয়তপুরের জাজিরা পয়েন্টের সিধার চর এলাকা থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত আল আফছার তামিম চরফ্যাশন সরকারি কলেজের ছাত্র ছিলেন। ওই কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। তার বাড়ি চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল আহসান আসিফ বলেন, ‘চরফ্যাশন থেকে শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সঙ্গে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা তাসরিফ-৪ লঞ্চে পদ্মা সেতু উদ্বোধনস্থলে যাই। উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ ছয়জন কাঁঠালবাড়ী ঘাট থেকে মাওয়া ঘাটে যাওয়ার জন্য ট্রলারে উঠে পদ্মা পাড়ি দিই।
‘মাওয়া ঘাটে পৌঁছানোর ৫ মিনিট আগেই প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়। অন্য ট্রলার ও স্পিডবোট এসে পাঁচজনকে উদ্ধার করে। তবে তামিমকে পাওয়া যায়নি।’
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ৩টার দিকে পদ্মা নদীর সিডার চর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। তামিমের পরিবারকে খবর দেয়া হলে স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে।
তামিমের দুলাভাই মো. ইউনুস জানান, জাজিরা থানা থেকে মরদেহ তাদের হস্তান্তর করা হয়েছে। মরদেহ ভোলা নেয়ার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:বরিশাল আখমাড়াইয়ের ডিজেলচালিত যন্ত্রে হাত ঢুকে গুরুতর আহত হয়েছে এক রস বিক্রেতা।
নগরীর গীর্জা মহল্লার বিবির পুকুর পাড়ে সোমবার দুপুর পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি দল এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আহত মো. শিপন নগরীর ৫ নম্বর ওয়ার্ডের তিন নম্বর পলাশপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জিসান বলেন, ‘আমি শিপনের কাছ থেকে রস কিনে খাচ্ছিলাম। তখন শিপন ডান হাত দিয়ে মেশিন পরিষ্কার করছিলেন এবং পাশের দোকানদার বন্ধু আকিবের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে হঠাৎ শিপনের ডান হাতের বাহু পর্যন্ত মেশিনের মধ্যে ঢুকে আটকে যায়।
‘ঘটনার পর ফায়ার সার্ভিসকে কল দিলে তাদের একটি দল ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে মেশিন খুলে শিপনকে উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সে করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন জানান, দুটি টিম নিয়ে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করেছি। তার হাতের বাহু পর্যন্ত ঢুকে যাওয়ায় খুব সাবধানে উদ্ধার কাজ পরিচালনা করতে হয়েছে। অভিযানে ভারী মেশিন ব্যবহার করা অসম্ভব ছিল তাই ছোট যন্ত্রাংশের মাধ্যমে মেশিন খুলে হাত বের করা হয়েছে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলাম বলেন, আহতের চিকিৎসা চলছে। বিস্তারিত পরে বলা যাবে।
আরও পড়ুন:নরসিংদী সদরে সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলা মাধবদীর নুরালাপুর ইউনিয়নে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান।
তিনি জানান, গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সেপটিক ট্যাংকে শ্রমিকরা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আরেকজন শ্রমিক অসুস্থ হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃত শ্রমিকদের পরিচয় নিশ্চিত করেননি ওসি।
দিনাজপুর শহরে মোটরসাইকেলের ধাক্কায় এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের এক ছাত্রী আহতের ঘটনায় ২ ঘণ্টা ধরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়ক আটকে রাখেন সহপাঠীরা।
এম. আব্দুর রহিম মেডিক্যালের সামনে সোমবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম হুমায়রা ফেরদৌস প্রমি। তিনি ২৯তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্রী। ওই মেডিক্যাল কলেজ হাসপাতালেই তিনি চিকিৎসাধীন।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মওলা এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, দুপুরে কলেজের ফটকের সামনে রাস্তা পার হওয়ার সময় বাইকের ধাক্কায় আহত হন প্রমি। তখনই অন্য শিক্ষার্থীরা বাইকচালক মোমিনুল ইসলামকে আটক করে। প্রমিকে হাসপাতালে পাঠানোর পর শিক্ষার্থীরা কলেজ ও হাসপাতালের সামনের স্পিডব্রেকারের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করেন।
পরে কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান সরকার ও দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ২ ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে চলে যান।
সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান সরকার বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে আমি তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কলেজের সামনে দুটি ও হাসপাতালের সামনে দুটি নতুন স্পিডব্রেকার নির্মাণ করা হবে বলে তাদের জানিয়েছি। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।’
আরও পড়ুন:নৌকা থেকে পড়ে ঝালকাঠির বাসন্ডা নদীতে ডুবে যাওয়া দেড় বছরের শিশু হাসানের মরদেহ মিলেছে।
পৌর এলাকার নেছারাবাদ মহিলা মাদ্রাসার সামনে বাসন্ডার তীরে সোমবার দুপুরে মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল কুদ্দুস হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুর বাবা মামুন সরদার বলেন, ‘রোববার সকাল সাড়ে ৯টায় নদীতে পেতে রাখা জাল তুলছিলাম। নৌকায় আমার স্ত্রী সুমী বেগম ও একমাত্র ছেলে হাসান ছিল। আমার সঙ্গে স্ত্রীও নৌকায় জাল তুলছিল। তখন খেলতে খেলতে হঠাৎ বাচ্চাটা পানিতে পড়ে যায়।’
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার দুপুরে গিয়ে ছেলের মরদেহ পায়।
কিশোরগঞ্জের কুলিয়ারচরের পৌর এলাকার ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় এবং সোমবার দুপুরে কুলিয়ারচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও ও ব্যাপারীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বেশ কিছু বাড়িঘর ও দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের পাঁচ-ছয়জন আহত হয়েছেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সন্ধ্যায় ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. অলিউল্লাহ ও বর্তমান কাউন্সিলর হুমায়ুন কবিরের লোকজনের মধ্যে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আজকে (সোমবার) দুপুরে আবারও তাদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কুলিয়ারচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. অলিউল্লাহ নিউজবাংলাকে বলেন, ‘রোববার সন্ধ্যায় বাড়ির পাশে একটি দোকানে আমার ছেলে আলভী ও ভাতিজা জনি ঝালমুড়ি খেতে যায়। এ সময় বর্তমান কাউন্সিলর হুমায়ুন কবিরের ভাতিজা হাবিব, মামাতো ভাই সুজনসহ বেশ কয়েকজন একই দোকানে ঝালমুড়ি খেতে আসে। পরে এসে তারা আগে খেতে চাইলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
‘একপর্যায়ে তারা আমার ছেলে এবং ভাতিজার ওপর হামলা করে। স্থানীয়রা এসে তাদের ধাওয়া দেয়। চলে যাওয়ার পথে আমার বড় ভাই জালালের দোকানে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে তারা।’
তিনি আরও বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে কোনো বিরোধ নেই। তাহলে কী নিয়ে ঝামেলা? এমন প্রশ্নে তিনি বলেন, ‘তার লোকজন এলাকায় মাদক কারবার পরিচালনা করে আর আমরা সেগুলোর প্রতিবাদ করি। এ নিয়ে আমাদের প্রতি তাদের ক্ষোভ রয়েছে।’
এ বিষয়ে কুলিয়ারচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হুমায়ুন কবির বলেন, ‘তার লোকজনের সঙ্গে আমার লোকজনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। সংঘর্ষ হয়েছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
‘রোববার রাতে ঝালমুড়ি ও ফুচকার দোকানদার আল-আমিনের দোকানে বেশ কয়েকটি মেয়ে ফুচকা খেতে আসে। এ সময় সাবেক কাউন্সিলর অলিউল্লাহর ছেলে আর ভাতিজা এসে তাদের উত্ত্যক্ত করে। দোকানদার বিষয়টিতে প্রতিবাদ করলে তারা তাকে মারধর করে। এতে স্থানীয়রা উত্তেজিত হয়ে তাদের ধাওয়া দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
পদ্মা সেতুর নাট খুলে টিকটক করা যুবক বাইজীদকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান সোমবার বিকেলে তাকে রিমান্ডে পাঠান।
আদালতের কোর্ট পরিদর্শক মো. জাহাঙ্গীর নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেপ্তার হন এক যুবক। পরে জানা যায়, তিনি বায়েজিদ তালহা নামে পরিচিত, তবে তার জাতীয় পরিচয়পত্রের নাম মো. বাইজীদ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
আইনটির যে ধারায় তার নামে মামলা হয়েছে, সে ধারায় এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মনে করছে, সেতুর ওপরের রেলিংয়ের ইস্পাতের পাতের সংযোগস্থলের নাট খোলা নিছক খেয়ালের ছলে হয়নি; এটা পরিকল্পিত।
কী আছে বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায়
বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় ‘অন্তর্ঘাতমূলক’ (স্যাবোটাজ) কর্মকাণ্ডের ব্যাখ্যা ও শাস্তির উল্লেখ রয়েছে।
এই আইনের ১৫(খ) ধারায় বলা হয়, কোনো রেলপথ, রোপওয়ে, রাস্তা, খাল, সেতু, কালভার্ট, বন্দর, ডকইয়ার্ড, লাইটহাউস, বিমানবন্দর, টেলিগ্রাফ বা টেলিফোনের লাইন অথবা টেলিভিশন বা বেতার স্থাপনার দক্ষতা বিনষ্ট বা ক্ষতিসাধনের মতো কাজ করা যাবে না।
এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এ ছাড়া যাবজ্জীবন বা ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে আইনে।
আরও পড়ুন:পদ্মা সেতুতে নাট খোলা বাইজীদ পটুয়াখালীর, করতেন ছাত্রদল
বাইজীদ তালহার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার তেলীখালী গ্রামে। একসময়ের ছাত্রদলকর্মী বাইজীদ বর্তমানে ঢাকায় ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী ও পটুয়াখালী বিএনপিসংশ্লিষ্টরা।
তারা বলছেন, বাইজীদ অতীতে ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবের সময়ে বিএনপি ও ছাত্রদলের মিছিল-মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন তিনি।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-হেলাল নয়ন নিউজবাংলাকে বলেন, ‘বাইজীদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে তিনি অনেক দিন ধরে এলাকায় নেই। এখন ঢাকায় রাজনীতি করেন কি না তা জানি না। ব্যক্তির অন্যায় অপরাধ দল কখনই দায় নেবে না।’
আরও পড়ুন:
মন্তব্য