কুমিল্লার চৌদ্দগ্রামে যুবককে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার একই পরিবারের পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
কুমিল্লা জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক বেগম শাহেনারা আক্তার সোমবার দুপুরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রামের মুক্তল হোসেন, স্ত্রী রহিমা বেগম, মেয়ে নাসরিন আক্তার, আইরিন আক্তার ও তানজিনা আক্তার।
রোববার বেলা দেড়টার দিকে ওই গ্রামের ইসরাফিল হোসেনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।
মামলার এজাহারে বলা হয়েছে, এদিন দুপুরের দিকে মুক্তল হোসেনসহ তার পরিবারের সদস্যরা ইসরাফিলের ২ শতাংশ জায়গায় খড়ের গাদা তৈরি করছিলেন। ইসরাফিল এ সময় তাদের বাধা দেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে মুক্তলের ছেলে সজিব তার হাতে থাকা ছুরি দিয়ে ইসরাফিলের মাথায় ও ঘাড়ে আঘাত করেন।
এসময় ইসরাফিলের মা রিনা বেগম, চাচাতো ভাই রামীম ও চাচি আয়েশা বেগম এগিয়ে এলে তাদেরকেও জখম করেন। উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা মুক্তল, তার স্ত্রী ও তিন মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় ৬ জনের নামে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন ইসরাফিলের মা। মামলার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মূল অভিযুক্ত সজিব পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি শুভ রঞ্জন চাকমা।
আরও পড়ুন:কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী সংগঠন যুবজোট নেতা মাহাবুব খান সালাম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।
কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে মঙ্গলবার দুপুরে জেলা যুবজোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতা-কর্মীরা।
কুষ্টিয়া জেলা যুবজোট সভাপতি মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিনসহ অন্যান্যরা।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন বলেন, ‘যুবজোট নেতা সালামকে যারা হত্যা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী। সবাই তাদের চেনে। পুলিশও তাদের চেনে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নেন। সালাম ছিল সত্যবাদী, ন্যায়পরায়ণ নেতা। সব সময় অপরাধের প্রতিবাদ করায় তাকে ভয় পেয়ে প্রতিপক্ষ মনে করে হত্যা করেছে।’
আব্দুল আলীম স্বপন হুশিয়ারি দিয়ে বলেন, ‘একটি হত্যার সঠিক বিচার না পেলে ১০টি হত্যার জন্ম দেয়। আইনের প্রতি জাসদের নেতা-কর্মীদের শ্রদ্ধা রয়েছে। আসামিদের সঙ্গে গোপনে আঁতাত করে রক্ষার চেষ্টা করলে জাসদ তা মেনে নেবে না। যুবজোট নেতা সালাম হত্যার মধ্যে দিয়ে প্রমাণ করে গেছে জাসদ কোনও কাপুরুষের দল নয়।
এসময় বিচার না পেলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
উপজেলার আল্লারদর্গা বাজারে বুধবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুবকে কুপিয়ে জখম করা হয়। রাত ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন খান ওরফে এনামুল হক শুক্রবার মামলা করেন। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর শুক্রবার অভিযান চালিয়ে উপজেলার আল্লারদর্গা ও সোনাইকুন্ডি থেকে সোহান, নজিবুল ও মেহেদী নামে তিন আসামিকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।
আসামিদের মধ্যে রয়েছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরীসহ একই পরিবারের ৬ জন।
আরও পড়ুন:সিলেট সদরে ঝড়ের কবলে পড়ে বিলে ডু্বে যাওয়া নৌকার আরেক আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জালালাবাদ থানার লালপুর গ্রামের লোকজন মঙ্গলবার বিকাল ৩টার দিকে মরদেহ দেখে জানালে পুলিশ গিয়ে উদ্ধার করে।
মৃত ব্যক্তির নাম রেজাখ আলী, তার বাড়ি সিলেট সদর উপজেলার রায়েরগাঁও গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।
এর আগে সোমবার সন্ধ্যায় নৌকা ডুবে নিখোঁজ আছকন্দর আলীর মরদেহ উদ্ধার করা হয়। আছকন্দরের বাড়ি একই উপজেলার পুটামারা গ্রামে।
জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাকের বরাত দিয়ে ওসি জানান, বন্যায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রোববার রাতে নৌকায় করে খারইল বিলের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন আছকন্দর, রেজাখসহ কয়েকজন। ঝড়ের কবলে পড়ে বিলের মাঝামাঝি জায়গায় নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন ওই দুজন।
আরও পড়ুন:ঢাকার সাভারে চলন্ত বাসে অস্ত্র ধরে ডাকাতির অভিযোগে আটক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। পিটুনি দেয়া ওই ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলামুজ্জামান নিউজবাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে নবীনগর এলাকায় পিটুনিতে গুরুতর আহত ওই ব্যক্তিকে আটক করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর রাতেই তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।
এসআই বলেন, ‘চলন্ত বাসে ডাকাতির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তার পরিচয় এখনও জানা যায়নি। ডাকাতির সময় বাসের দুই থেকে তিনজন যাত্রী আহত হওয়ার কথা শুনলেও আমি ঘটনাস্থলে গিয়ে তাদের পাইনি।’
নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী বলা ইমরান খান নামের এক যুবক বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে ছিলাম। তখন এক নারীকে চলন্ত বাস থেকে ফেলা দেয়া হয়। অন্য যাত্রীরা ডাকাত ডাকাত বলে চিৎকার করছিল।
‘মার্কেটের সামনে থাকা ট্রাফিক পুলিশের এক এসআই ওই নারীকে ফেলে দিতে দেখে দৌড়ে গিয়ে বাসে ওঠেন।’
হেলাল উদ্দিন নামের ওই এসআই বলেন, ‘ডাকাতির কথা শুনে কোনো কিছু চিন্তা না করে আমি যাত্রীদের বাঁচাতে যাই। আমার কাছে কোনো অস্ত্র বা লাঠি কিছুই ছিল না। বাসে তিনজন অস্ত্রধারী ছিল। তাদের মধ্যে একজনকে জাপটে ধরে ইঞ্জিনের ওপর ফেললে বাকি দুজন পালিয়ে যায়।
‘এরপর বাসের ও বাইরের লোকজন ওই ডাকাতকে পিটুনি দেয়। আমি একা তাদের থামাতে পারিনি। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে তারা ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালে ভর্তি করে। ছুরিটাও পুলিশ উদ্ধার করেছে। তবে সাভার পরিবহনের বাসটা সুযোগ বুঝে পালিয়ে গেছে।’
আরও পড়ুন:বিয়ের দাবিতে বরগুনায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া জামালপুরের সেই তরুণীকে জামিন দিয়েছে আদালত।
বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহবুবুর রহমান মঙ্গলবার দুপুরে তরুণীকে জামিন দেন। আগের দিন আদালতে জামিন চেয়ে আবেদন করেন তিনি।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু।
তিনি জানান, বেলা ১১টার দিকে তরুণীকে আদালতে নেয়া হয়। এরপর উভয় পক্ষের আইনজীবী শুনানিতে অংশ নেন।
শুনানি শেষে বিচারক মাহবুবুর রহমান তরুণী ও তার ভাইয়ের সঙ্গে কথা বলেন। পরে তিনি জামিন দেন। জামিনের কোনো শর্ত দেয়া হয়নি বলেও জানান এ আইনজীবী।
তবে আইন ভঙ্গ হয় এমন কোনো কাজ থেকে তাকে বিরত থাকতে বলা হয়। একই সঙ্গে কারো বিরুদ্ধে তার অভিযোগ থাকলে আইনি পদ্ধতিতে এগোতে বলা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি বলেন, ‘আমরা আদালতে বলেছি, আসামির ভাইয়ের জিম্মায় জামিন দেয়া হলে বাদীপক্ষের আপত্তি নেই। পরে আদালত তাকে জামিন দেয়।’
তরুণীর বড় ভাই বলেন, ‘ছেলে মাহমুদুল হাসানের মামা আমাকে ফোন করে আলোচনার জন্য তাদের বাড়িতে আমন্ত্রণ জানান। আমরা প্রস্তুতি নিয়ে আসার আগেই তারা আমার বোনের নামে মামলা দিয়ে জেলে পাঠায়। আমার বোন আমাদের বলেছে, সে বিয়ে করেছে, শ্বশুরবাড়িতে যাচ্ছে। তাই আমরা আর দুশ্চিন্তা করিনি।’
মাহমুদুল হাসানের পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।’
এর আগে শুক্রবার ভোরে বেতাগী থানা পুলিশ চান্দখালি এলাকার মাহমুদুল হাসানের বাড়ি থেকে ওই তরুণীকে গ্রেপ্তার করে। পরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তোলা হলে বিচারক নাহিদ ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাহমুদুল হাসানকে প্রেমিক দাবি করে গত ২৮ এপ্রিল থেকে বিয়ের জন্য তার বাড়িতে অবস্থান নিয়ে ছিলেন ওই তরুণী।
বেতাগী থানার শাহ আলম হাওলাদার জানান, ওই তরুণীর বিরুদ্ধে মাহমুদুলের বাবা মোশাররফ হোসেন বৃহস্পতিবার মামলা করেছেন। তাতে জিম্মি করে তালা ভেঙে বাসায় প্রবেশ, আসবাবপত্র ভাঙচুর ও আত্মহত্যার হুমকির অভিযোগ আনা হয়েছে। সেই মামলায় মেয়েটিকে গ্রেপ্তার করা হয়।
যা ঘটেছিল
ওই তরুণী জানিয়েছিলেন, জামালপুরের সরিষাবাড়ীতে তার গ্রামের বাড়ি। ঢাকার উত্তরায় থাকেন এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন।
মেয়েটির দাবি, ওই বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত মাহমুদুল হাসানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। তিন বছর প্রেমের পর সম্প্রতি বিয়ের কথা বললে নানা অজুহাতে তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন মাহমুদুল। রোজার শুরুতে যুবকটি গ্রামের বাড়ি চলে আসেন।
এরপর গত ২৮ এপ্রিল ওই তরুণী বেতাগীর চান্দখালীতে মাহমুদুল হাসানের বাসার সামনে বিয়ের দাবি নিয়ে অবস্থান নেন। তবে সে সময় মাহমুদুলের বাসা তালাবদ্ধ পান।
গত রোববার দুপুরে ওই তরুণী জানান, তিন দিনেও মাহমুদুল বা তার পরিবারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। ফলে বাধ্য হয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন এবং নির্ধারিত সময়ে তার দাবি মেনে না নেয়া হলে বাসার সামনেই আত্মহত্যা করবেন।
সেদিন মেয়েটির খোঁজ নিতে গেলে মাহমুদুলের মামা আবদুস সোবাহান গাজীকে স্থানীয়দের সহায়তায় অবরুদ্ধ করে রাখেন সেই তরুণী। ২৪ ঘণ্টার মধ্যে মাহমুদুলকে হাজির করার আলটিমেটাম দেন।
নিউজবাংলাকে বেতাগী থানার ওসি জানান, ওই তরুণীর বিরুদ্ধে আইনি প্রতিকার চেয়ে গত মঙ্গলবার আদালতে আবেদন করেন মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন। বিচারক সেদিনই মূখ্য বিচারিক হাকিম আদালত মাহবুবুর রহমান বেতাগী থানার ওসি আইনগত ব্যবস্থা নেয়ার আদেশ দেন।
বাদীর আইনজীবী সাইমুল ইসলাম রাব্বি মঙ্গলবার নিউজবাংলাকে জানান, ওই তরুণী মাহমুদুলের মামাকে অবরুদ্ধ করে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে ওই বাড়িতে ঢোকেন। বিয়ের দাবি মেনে না নিলে সেখানেই আত্মহত্যার হুমকি দেন। বাড়ি ফিরলে মাহমুদুলের মা-বাবাকেও মেয়েটি অবরুদ্ধ করেন।
ওসি শাহ আলম নিউজবাংলাকে জানান, মেয়েটির নামে ৪৮৪, ৩০৯, ৩৪৪, ৪২৭, ২৯০, ৫০৬ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। তাতে আসামি করা হয়েছে অজ্ঞাতপরিচয় আরও ৪ থেকে ৫ জনকে।
আরও পড়ুন:হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পি কে) হালদার বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
দেশে ফিরতে চান বলেও জানিয়েছেন আলোচিত এ ব্যক্তি।
ভারতের অর্থসংক্রান্ত গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থেকে পি কে হালদারসহ ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে এক নারী রয়েছেন।
ওই ছয়জনকে গ্রেপ্তারের দিনই আদালতে উপস্থাপন করা হলে পাঁচজনকে তিন দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পায় ইডি। গ্রেপ্তার নারীকে কারা হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
গোয়েন্দা সংস্থাটির হেফাজতে থাকা পি কে হালদারসহ পাঁচ পুরুষকে সোমবার সকালে রুটিন চেকআপের জন্য পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ঘণ্টাখানেক রাখার পর ইডির সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে তাদের ফিরিয়ে আনেন তদন্তকারীরা।
ইডির কার্যালয়ে লিফটের এক কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন পি কে হালদার। ওই সময় লিফটের বাইরে থাকা সাংবাদিকরা তার কাছে অভিযোগের বিষয়ে জানতে চান।
জবাবে পি কে হালদার বলেন, ‘আমি দেশে ফিরতে চাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন।’
দীর্ঘ জিজ্ঞাসাবাদ
ইডি সূত্র জানিয়েছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগে পি কে হালদারসহ পাঁচজনকে রোববার দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ইডি আরও জানায়, ভোটার কার্ড, আধার কার্ড ও নকল পাসপোর্ট ব্যবহার করে ভারতীয় নাগরিক হিসেবে অবৈধভাবে দেশটিতে ছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। তারা জালিয়াতি করে যাচ্ছিলেন।
আরও পড়ুন:বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের টয়লেটে নাড়ি ছিঁড়েই পড়ে গিয়েছিল সেই শিশুটি। হাসপাতালের তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে এমনটিই নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালের পরিচালক এইচ এম সাইফুল ইসলামের কাছে সোমবার দুপুরে এক পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
এই কমিটির সদস্য সচিব ও হাসপাতালের সহকারী পরিচালক মনিরুজ্জামান শাহিন নিউজবাংলাকে বলেন, ‘টয়লেটের প্যানের সঙ্গে পাইপ সরাসরি যুক্ত ছিল। কোনো বাঁকা লাইন হয়ে পাইপ যুক্ত থাকলে বাচ্চাটি পড়ে প্রাণহানির শঙ্কা থাকত। পাইপ সরাসরি প্যানের সঙ্গে যুক্ত হওয়ায় বাচ্চাটি পাইপে পড়ে গেছে।
‘তা ছাড়া বাচ্চাটির ওজন ছিল ১ কেজি ৩০০ গ্রাম এবং আকার স্বাভাবিকের তুলনায় ছোট। এ কারণে সহজেই টয়লেটের পাইপে পড়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘বাচ্চার মায়ের প্রসব ব্যথার মধ্যে মলত্যাগের বেগ পেলে তিনি টয়লেটে যান। টয়লেটে তিনি বাচ্চা প্রসব করেছিলেন। প্রথমে বিষয়টি টের পাননি তিনি। তা ছাড়া তদন্তে পাওয়া গেছে, বাচ্চার নাড়ি স্বাভাবিকভাবেই ছিঁড়ে গেছে।’
তদন্ত কমিটির সভাপতি বরিশাল মেডিক্যালের শিশু বিভাগের প্রধান মুজিবুর রহমান তালুকদার বলেন, ‘তদন্তে উঠে এসেছে বাচ্চাটি ৪৭ মিনিটের মতো পাইপের মধ্যে আটকা ছিল। মেডিক্যাল সায়েন্সে এ রকম ঘটনার নজির নেই। বাচ্চাটি নাড়ি ছিঁড়েই পড়ে গিয়েছিল। বাচ্চার কোনো রক্তক্ষরণও হয়নি।
‘বাচ্চা কীভাবে বেঁচে আছে সেটা অলৌকিক, মিরাকল। চিকিৎসাবিজ্ঞানে এক্সপ্লেইন করার সুযোগ নেই।’
এ ঘটনায় হাসপাতালের কারও গাফিলতি ছিল না বলে জানান পরিচালক এইচ এম সাইফুল ইসলাম।
তদন্ত প্রতিবেদনের বরাতে তিনি জানান, এক পৃষ্ঠার প্রতিবেদনে কারও গাফিলতির বিষয় উঠে আসেনি। রোগী তার স্বজনকে সঙ্গে নিয়ে নিজে থেকেই মলত্যাগের জন্য টয়লেটে যান। সেখানেই বাচ্চা প্রসব করেন।
তিনি বলেন, ‘বাচ্চার নাড়ি ছিঁড়ে গিয়েছিল। এ কারণে কোনো বাধা ছাড়াই পাইপে বাচ্চাটি ঢুকে যায়। পাশাপাশি বাচ্চার সাইজ থেকে পাইপের সাইজ বড় হওয়ায় বাচ্চাটি সহজে পাইপে ঢুকে গিয়েছিল।’
গত ৭ মে বরিশাল মেডিক্যালের প্রসূতি বিভাগের টয়লেটে বাচ্চা প্রসব করেন পিরোজপুরের স্বরূপকাঠির গণমান শেখপাড়া বাজারের শিল্পী বেগম। এটি তার দ্বিতীয় সন্তান। তার চার বছরের আরেকটি মেয়ে আছে।
ওই টয়লেটের পাইপ তিন তলা থেকে সোজা নেমে গেছে দোতলায় শিশু ওয়ার্ডে। শিশু ওয়ার্ডের ছাদের নিচের পাইপ ভেঙে শিশুটিকে জীবিত উদ্ধার করা হয়।
টয়লেটে ভূমিষ্ঠ হওয়া কোনো শিশু কী করে পাইপের ভেতরে গেল এবং তাকে কী করে জীবন্ত উদ্ধার করা সম্ভব হলো তা জানতে তদন্ত কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করে।
হাসপাতালের পরিচালক জানান, শিল্পীকে প্রসূতি ওয়ার্ড থেকে রিলিজ দেয়া হয়েছে। তিনি এখন শিশু বিভাগে তার সন্তানের কাছে আছেন। বাচ্চাটাকে শিগগিরই রিলিজ দেয়া হবে।
আরও পড়ুন:পাকশী রেল বিভাগের ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) শফিকুল ইসলামের বিরুদ্ধে অসাদাচরণের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি। তাকে নির্দোষ উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা নেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটি ৪০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়।
ডিআরএম শাহিদুল ইসলাম জানান, প্রতিবেদনে টিটিইকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে। ওই ট্রেনের গার্ড শরিফুল ইসলাম বিনা টিকেটের যাত্রী ইমরুল কায়েস প্রান্তকে টিটিইর বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য করেন।
রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে গত ৫ মে ইমরুল কায়েস প্রান্ত, ওমর এবং হাসানকে জরিমানা করেছিলেন টিটিই শফিকুল। এর মধ্যে প্রান্ত টিটিই শফিকুলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
৫ মে রাতের এ ঘটনার পর ওই টিটিইকে বরখাস্ত করা হয়েছিল, যা নিয়ে তৈরি হয় সমালোচনা।
প্রান্তর অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ মে তিন সদস্যের তদন্ত কমিটি করে রেল বিভাগ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। পরে এই সময় দুদিন বাড়িয়ে ১৬ মে করা হয়।
এর আগে ৮ মে তাকে দায়িত্ব ফিরিয়ে দেয়ার কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ১০ মে কাজে যোগ দেন শফিকুল।
তবে তাকে বরখাস্ত করার দায় চাপানো হয় পাকশীর রেলওয়ের বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের ওপর।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে খবর আসে, রেলমন্ত্রীর স্ত্রী শাম্মী আকতার মনির নির্দেশে শফিককে বরখাস্ত করা হয়। শাম্মীর মামাতো বোন ইয়াসমিন আক্তার নিপা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। রেলমন্ত্রীও স্বীকার করেছেন, তার স্ত্রী টিটিই শফিকুলের বিরুদ্ধে টেলিফোন করে অভিযোগ দিয়েছিলেন।
এ নিয়ে তীব্র সমালোচনার মুখে ৮ মে মন্ত্রী সাংবাদিকদের বলেন, তার ‘নবপরিণীতার’ বোঝার এখনও অনেক কিছু বাকি।
আরও পড়ুন:
মন্তব্য