আগের দিনের অপ্রীতিকর ঘটনায় পর্যটকদের মনে ভয় দেখা দিয়েছিল। পর্যটন খাতে বিরূপ প্রভাব পড়তে পারে- এমন শঙ্কায় ছিলেন সংশ্লিষ্টরাও। তবে শঙ্কা ছাপিয়ে শুক্রবার ঢল নেমেছিল সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলংয়ে।
শুক্রবার সকাল থেকেই সিলেটের গোয়ানঘাট উপজেলার জাফলংয়ে ভিড় করতে শুরু করেন পর্যটকরা। সন্ধ্যা পর্যন্ত জাফলংয়ের জিরো পয়েন্ট ও গুচ্ছগ্রাম এলাকায় পর্যটকের এমন ভিড় দেখা গেছে। তাদের মুখে আগের দিনের ঘটনা নিয়ে আলোচনা থাকলেও তা তাদের ঘুরে বেড়ানোয় কোনো প্রভাব ফেলেনি।
শুক্রবার থেকে জাফলং পর্যটনকেন্দ্রের নিরাপত্তাও জোরদার করেছে পুলিশ। এই বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় নিয়োজিত থাকতে দেখা গেছে। জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সদস্যরাও দায়িত্বে ছিলেন।
এদিকে আগের দিনই সিলেটের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন ঈদ উপলক্ষে শুক্রবার থেকে টানা সাত দিন জাফলং প্রবেশে কোনো ফি লাগবে না। ফলে এদিন প্রবেশ টিকিট বিক্রির কাউন্টারগুলো বন্ধ দেখা গেছে। ছিল না পিঠে ‘স্বেচ্ছাসেবক’ লেখা গাউন পরিহিত কেউই। এতে পর্যটকরা নির্বিবাদেই ঘুরে বেড়াতে পেরেছেন।
বৃহস্পতিবার জাফলং প্রবেশের জন্য নির্ধারিত টিকিট কাউন্টারে টিকিট কাটা নিয়েই এক পর্যটকের সঙ্গে বাগবিতণ্ডা হয় উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীদের। বিতণ্ডার একপর্যায়ে পর্যটক দলকে মারধর করারও অভিযোগ ওঠে স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে। এ সময় কয়েকজন নারী পর্যটকও লাঞ্ছিত হন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতেই এ ঘটনায় মামলা করেন আক্রান্ত পর্যটক সুমন সরকার। এই মামলায় পুলিশ সাতজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার কোনো প্রভাব শুক্রবার জাফলংয়ে ছিল না। যথারীতি বাস-মাইক্রোবাস ভরে পর্যটকদের জাফলংয়ে দলে দলে হাজির হতে দেখা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা তানভীর হাসান বলেন, ‘গতকালের ঘটনা শুনেছি। ফেসবুকে ভিডিও-ও দেখেছি। এ ঘটনায় কিছুটা ভয় পেয়েছিলাম। তবে এখানে আসার পরিকল্পনা অনেক আগেই করে রেখেছিলাম। তা ছাড়া ঈদের ছুটিও শেষ হয়ে যাচ্ছে। তাই কিছুটা শঙ্কা থাকলেও সাহস করে চলে এসেছি।’
জাফলংয়ে আসার পর কোনো সমস্যায় পড়তে হয়নি বলে জানিয়েছেন তানভীর।
সিলেটের তরুণ আবদুল্লাহ মো. আদিল বলেন, ‘আজ জাফলংয়ে প্রবেশের জন্য কোনো টিকিট কাটতে হয়নি। কাউন্টার বন্ধ ছিল। সবাই বাধাহীনভাবে ঘুরে বেড়িয়েছে।’
আগের দিনের ঘটনার কোনো প্রভাব শুক্রবার জাফলংয়ে পড়েনি জানিয়ে স্থানীয় সাংবাদিক জাকির হোসেন নিউজবাংলাকে বলেন, ‘আজকেও প্রচুর মানুষ এসেছেন। আজকে আসা পর্যটকদের সংখ্যা ৫০ হাজারের বেশি হবে।’
তবে আগের দিনের চেয়ে শুক্রবার পর্যটক কম এসেছে জানিয়ে তিনি বলেন, ‘গতকাল তো সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বেশি পর্যটক এসেছিলেন। এক দিনেই লক্ষাধিক পর্যটক ভিড় করেছিলেন এদিন।’
ঈদের পরদিন থেকেই জাফলংয়ে পর্যটকের ঢল নেমেছে জানিয়ে জাফলং গুচ্ছগ্রাম এলাকার গ্রিন রিসোর্টের স্বত্বাধিকারী বাবলু আহমদ বলেন, ‘আজও প্রচুর পর্যটক এসেছেন। পরিস্থিতিও আজ স্বাভাবিক ও শান্ত রয়েছে।’
পর্যটকরা আসায় স্বস্তি প্রকাশ করে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বলেন, ‘আমরা চেয়েছিলাম পর্যটকদের মনে যাতে ভয় না ঢোকে। যাতে জাফলং নিয়ে কোনো নেতিবাচক ইমেজ তৈরি না হয়। এ জন্য যারা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের গ্রেপ্তার ও মামলাও করা হয়েছে।’
গোয়ানঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, জাফলং ও আশপাশের এলাকায় পর্যটকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে। পর্যটন পুলিশের পাশপাশি নিয়মিত বাহিনীও কাজ করছে। সাদা পোশাকেও পুলিশ মাঠে রয়েছে। এ ছাড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও শুক্রবার জাফলং এসে পরিদর্শন করে গেছেন।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে জাফলং পর্যটনকেন্দ্রে প্রবেশে পর্যটকপ্রতি ১০ টাকা ফি নির্ধারণ করেছিল জেলা প্রশাসন।
আরও পড়ুন:কাচ্চি-লাচ্ছি আর বাকরখানির দোকানের পাশাপাশি পুরান ঢাকায় চোখ আটকে যায় একটি নিরামিষ খাবারের দোকানে। নাম জগন্নাথ ভোজনালয়। আমিষের কোনো ছিটে-ফোঁটাও নেই। তবু নিরামিষ খাবার যে কত বিচিত্র আর সুস্বাদু হতে পারে, তা সংকীর্ণ এ দোকানে খেলে বোঝা যায়।
পুরান ঢাকার তাঁতীবাজারের শিবমন্দির থেকে ডান দিকে এগোলেই পড়বে নিরামিষের এই ভোজনালয়টি। গলির পাশের ভবনের দুই তলার সংকীর্ণ সিঁড়ি বেয়ে উঠতেই ছোট্ট একটি খাবার ঘর।
নিরামিষ ভোজনের এই স্বর্গে চার থেকে পাঁচটি টেবিল। প্রতি টেবিলে চার-পাঁচটি চেয়ার সংযুক্ত। টেবিলে ছোট ছোট অসংখ্য বাটি সাজানো। তাতে হরেক পদের নিরামিষ তরকারি ও ভর্তা। সঙ্গে স্টিলের থালায় ধোঁয়া ওঠা সাদা ভাত। ভাত প্রথম প্লেট ১৫ টাকা, পরবর্তী হাফ প্লেট ৫ টাকা করে। টেবিলে সাজানো বাটি থেকে নিজ ইচ্ছামতো নিয়ে খাওয়া যায়।
নিরামিষ খাবারের দোকান ‘জগন্নাথ ভোজনালয়’-এ খাচ্ছেন অনেকে। ছবি: নিউজবাংলা
জগন্নাথ ভোজনালয়ে আট থেকে ১০ রকমের ভর্তা পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে বেগুন ভর্তা, আলু ভর্তা, ধনে পাতা ভর্তা, শিম ভর্তা, সরিষা ভর্তা, কচুরলতি ভর্তা ইত্যাদি। তা ছাড়া হরেক রকমের শাক পাওয়া যায়। ডালেরও অনেক আইটেম: মটর ডাল, মুগ ডাল, বুটের ডাল, মাষকলাই ডাল। তাছাড়া তরকারি, ছানাবড়া, পনিরসহ রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার।
প্রতি বাটি ভর্তার দাম ১০ টাকা। ছোট বাটি তরকারি অথবা ভাজি ২০ টাকা এবং বড় বাটিতে ফুলকপি ভাজি ৩০ টাকা। বড় বাটি তরকারি ৪০ টাকা।
প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে রাত ১১টা পর্যন্ত খাবার পাওয়া যায় দোকানে। খাবার পরিবেশনের কাজে নিয়োজিত আট কর্মচারী।
এখানে খেতে আসা ওমর ফারুক বলেন, ‘আমি নিয়মিত এখানে খেতে আসি, এখানকার খাবার গুণে ও মানে ভালো এবং দামও কম। আর এদের খাবার পরিবেশনটাও খুব ভালো লাগে। ১০০ টাকা দিয়ে যে কেউ দুপুরে পেট ভরে খেতে পারবে।’
জগন্নাথ ভোজনালয়ে বন্ধু রোহান রায়কে নিয়ে খেতে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিপা রানী রায় নিউজবাংলাকে বলেন, ‘এখানকার পনির, সয়াবিন আর বড়াটা খুবই সুস্বাদু। আমি প্রায়ই এখানে খেতে আসি। আমার মুখে জগন্নাথ ভোজনালয়ের খাবারের কথা শুনে আমার বন্ধুও অনেক দিন ধরে আমাকে নিয়ে আসতে বলছিল। আজ তাকে নিয়ে এলাম।’
নারায়ণগঞ্জ থেকে ইসলামপুরে আসা কাপড় ব্যবসায়ী অনিমেষ রায় ঢাকায় পা রাখলেই দুপুরে খেয়ে যান এই নিরামিষ ভোজনালয়ে। নিউজবাংলাকে তিনি জানান, এখানে যে যে ধরনের নিরামিষ আইটেম পাওয়া যায় তা আশপাশে আর কোথাও পাওয়া যায় না। আর এখানকার খাবারে স্বাদও অনন্য।
ভোজনালয়ের দায়িত্বে থাকা নিতাই পাল বলেন, ‘শীতকালে বেচাকেনা বেশি হয়, এখন বেচাকেনা একটু কম। আমরাও কম দামে ভালো খাবার দেওয়ার চেষ্টা করি।’
ভোজনালয়ের মালিক অশোক কবিরাজ বলেন, ‘আমাদের এখানে হিন্দু-মুসলমান থেকে শুরু করে সব ধরনের কাস্টমার আসে। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা সকাল-দুপুরের খাবার খেতে আসেন। কেউ কেউ রাতের খাবারও খান। কেনাকাটা করতে আসা মানুষজনও নিরামিষ খেতে ভালোবাসেন। সে জন্য এখন ভিড়টাও একটু বেশি।’
তিনি আরো বলেন, ‘এখানে খাবার সাশ্রয়ী। নিরামিষ খাবার স্বাস্থ্যকরও। যে কেউ নিশ্চিন্তে আসতে পারেন, খেতে পারেন। খরচ বেশি পড়ে না। তাই খাবারের বাড়তি দামও রাখার প্রয়োজন হয় না। অনেকেই খেয়ে আবার পরিবারের অন্য সদস্যদের জন্য পার্সেল নিয়ে যান।’
জগন্নাথ ভোজনালয়ের আরেক মালিক শিল্পী রানী নিউজবাংলাকে বলেন, ‘আমাদের হোটেলে কোনো ধরনের বাসি খাবার নেই, প্রতিদিনের খাবার প্রতিদিন বিক্রি করা হয়। আমাদের কোনো ফ্রিজ নেই। আমরা ফুড পান্ডা অ্যাপেও খাবারের অর্ডার নেই। হোটেলটি ছোট পরিসরের। আশপাশে বড় জায়গা পেলে সেখানে আমাদের জগন্নাথ ভোজনালয়টি করব।’
আরও পড়ুন:প্রথমবারের মতো আভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য অনলাইনে ‘চেক-ইন’ সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আগামী ১ জুন থেকে সেবাটি চালু করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়েব চেক-ইনের মাধ্যমে যাত্রীরা নিজেরাই তাদের পছন্দের আসন নির্ধারণ করতে পারবেন। পাশাপাশি, বের করতে পারবেন ডিজিটাল বোর্ডিং পাশ। এতে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।
বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েব চেক-ইনের জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার সর্বোচ্চ ২৪ ঘণ্টা আগে এবং সর্বনিম্ন ৩ ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করা যাবে।
কোনো যাত্রী যদি ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সে ক্ষেত্রে প্রথম যাত্রা শেষের পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে।
ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন শেষ করার পর সেখান থেকে পাওয়া ডিজিটাল বোর্ডিং পাশ বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।
ফ্লাইট ছাড়ার সর্বনিম্ন এক ঘণ্টা আগে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি নিতে হবে।
ওয়েবের পাশাপাশি সাধারণ প্রক্রিয়াতেও চেক-ইন ব্যবস্থা চালু থাকবে বলে জানানো হয়েছে বিমানের বিজ্ঞপ্তিতে।
অভ্যন্তরীণ রুটের পাশাপাশি আগামী ১ জুলাই থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আরও পড়ুন:সব ক্যাটাগরিতে অন অ্যারাইভাল ভিসা চালুর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম সচিব মো. শাহরিয়াজের সই করা এক পরিপত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরিপত্রে বলা হয়, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সুরক্ষা সেবা বিভাগের ২০২১ সালের ১ ডিসেম্বর জারি করা পরিপত্র বাতিল করে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর জারি করা পরিপত্র মোতাবেক আগমনী ভিসা পুনরায় চালু করা হলো।
অন অ্যারাইভাল ভিসা দেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে পরিপত্রে।
দেশে করোনা সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৫ মার্চ অন অ্যরাইভাল ভিসা বন্ধ করা হয়। এর দেড় বছর পর ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে শুধু বাংলাদেশি বংশদ্ভূত বিদেশি নাগরিক, কূটনৈতিক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে অন অ্যারাইভাল ভিসা চালু করা হয়।
নতুন করে পরিপত্র জারির ফলে অনুমোদিত দেশগুলো থেকে আসা যাত্রীরাও এই সুবিধা পাবেন।
আরও পড়ুন:সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এবার অধস্তন আদালতের বিচারকদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণের আবেদন না করতে নির্দেশনা এসেছে।
ভ্রমণে বিদেশি মুদ্রার খরচজনিত কারণে জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ঠেকাতে বৃহস্পতিবার এই নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে অধস্তন আদালতের বিচারকদের বিভিন্ন কারণ দেখিয়ে বিদেশ ভ্রমণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিচারপ্রার্থী জনগণের দ্রুত বিচারিকসেবা প্রদানের উদ্দেশ্যে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে অধস্তন আদালতের বিচারকদের প্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহার করতে অভিপ্রায় ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় অতীব প্রয়োজন ব্যতীত অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
সারা বিশ্বে করোনা পরিস্থিতির উন্নতির পর জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আগের চেয়ে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হওয়ায় দেশে রিজার্ভে টান পড়েছে। এই পরিস্থিতিতে বিলাসদ্রব্যের আমদানি কমাতে চাইছে সরকার। আমদানিনির্ভর কম গুরুত্বপূর্ণ প্রকল্পও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে ইউক্রেনে রাশিয়ার হামলা। ইউক্রেনের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা। দুই পরাশক্তির এই লড়াইয়ে বিশ্বে খাদ্য ও জ্বালানির দাম নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে গত ১২ মে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের আদেশ জারি করা হয়।
চার দিন পর রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের বিদেশ সফরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
করোনাভাইরাস মহামারির অভিঘাত এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে বিশ্বজুড়ে মন্দা ও দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে শঙ্কায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই পরিস্থিতিতে সরকার জোর দিচ্ছে কৃচ্ছ্রসাধনে। বিলাসপণ্য আমদানিতেও নিরুৎসাহিত করতে হচ্ছে। পাশাপাশি আমদানিনির্ভর প্রকল্পও বেছে বেছে করার সিদ্ধান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের অর্থনীতির গতি সচল রাখতে যেসব প্রকল্প অতি প্রয়োজনীয়, সেগুলোই কেবল চালিয়ে যাওয়া হবে। যেসব প্রকল্প এখনই না করলেও চলে, সেগুলো বাস্তবায়নে ধীরে চলার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আনাগোনা লেগে থাকে এই পার্কে। কেউ সন্তান নিয়ে আসেন, কেউ বড় পরিবার নিয়ে, আবার কেউ আসেন বন্ধুদের সঙ্গে। ছবি: নিউজবাংলা
আরও পড়ুন:
জীবন ও জীবিকার তাগিদে সুন্দরবনের ওপর নির্ভরশীল ওই অঞ্চলে বসবাসকারী মানুষের একটি বড় অংশ। তাদের অনেকেই বনের গভীরে গিয়ে মাছ শিকার ও মধু সংগ্রহ করেন।
পর্যটক ও গবেষকরা চাইলে এখন থেকে বনজীবী এসব মানুষের সঙ্গে বনের গভীরে যাওয়ার অনুমতি পাবেন। মূলত বিস্তৃত এই বনে প্রকৃতিকভাবে যে মধুশিল্প গড়ে ওঠেছে তা সচক্ষে দেখার সুযোগ পাবেন তারা। করতে পারবেন গবেষণাও।
সুন্দরবন প্রেমীদের জন্য পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চে চালু করা হয়েছে এই হানি ট্যুরিজম। বুধবার বেলা ১২টায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, ‘এই প্রথমবারের মত পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে হানি ট্যুরিজম চালু করা হয়েছে। বনবিভাগ থেকে অনুমতি নিয়ে মৌমাছি ও মধু বিষয়ে কাজ করতে আগ্রহীরা এখন থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া মৌয়ালরা কিভাবে মধু সংগ্রহ করেন, তা দেখার জন্যও বনের গভীরে যেতে পারবেন পর্যটকরা।’
তিনি জানান, উদ্বোধনের দিনেই ২০ জনের একটি গবেষক দল হানি ট্যুরিজমের আওতায় দুই দিনের জন্য অনুমতি নিয়ে সুন্দরবন প্রবেশ করেছেন। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও মধু ব্যবসায়ীও রয়েছেন।
এমএ হাসান বলেন, ‘এবার মধু সংগ্রহ মৌসুম প্রায় শেষ পর্যায়ে। তাই আগামী মৌসুম থেকেই হানি ট্যুরিজমে ব্যাপক সাড়া পাওয়া আশা করছি আমরা।’
হানি ট্যুরিজম উদ্বোধন অনুষ্ঠানে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ কর্মকর্তা আকমুল হোসেন মাহমুদ। উপস্থিত ছিলেন চট্রগ্রামের মধু গবেষক সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ারসহ আরও অনেকেই।
আরও পড়ুন:দেশের প্রথম বাজেট এয়ারলাইনস হিসেবে আত্মপ্রকাশ করতে এয়ার এশিয়া কনসাল্টিংকে পরামর্শক নিয়োগ দিয়েছে উড়ানের অপেক্ষায় থাকা বেসরকারি এয়ারলাইনস ফ্লাই ঢাকা।
এয়ার এশিয়া কনসাল্টিং মালয়েশিয়াভিত্তিক বিমানসংস্থা এয়ার এশিয়ার সহযোগী প্রতিষ্ঠান।
সাধারণত এয়ার এশিয়া কনসাল্টিং এয়ারলাইনসগুলোকে কৌশল নির্ধারণ, বহর পরিকল্পনা, নেটওয়ার্ক কৌশল ঠিক করতে সহযোগিতা করে।
এয়ার এশিয়া কনসাল্টিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সুবাশিনি সিলভাদাস বলেন, ‘কম খরচের এয়ারলাইনস হিসেবে আত্মপ্রকাশ করতে ফ্লাই ঢাকাকে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সহযোগিতা করবে এয়ার এশিয়া। এয়ার এশিয়া এবং ফ্লাই ঢাকা দুই প্রতিষ্ঠানই বাংলাদেশের এভিয়েশন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে চায়।
‘একইসঙ্গে ফ্লাই ঢাকা এয়ার এশিয়ার নেটওয়ার্ক এবং হাব কাজে লাগিয়ে যাত্রীদের এই অঞ্চলের অন্যান্য গন্তব্যে পৌঁছে দেয়ার সুযোগও কাজে লাগাতে পারবে।’
ফ্লাই ঢাকার প্রধান নির্বাহী কর্মকর্তা এম ফজলে আকবর বলেন, ‘প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা কম খরচের এয়ারলাইনসের মর্যাদায় থাকা এয়ার এশিয়াকে সহযোগী হিসেবে পেয়ে আমরা রোমাঞ্চিত। এয়ার এশিয়ার পরামর্শ আমাদের সামনে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমরা আশা করি এবং দেশের সেরা কম খরচের এয়ারলাইনস হিসেবে নিজেদের পরিচয় তৈরি করার আমাদের যে লক্ষ্য রয়েছে তা পূরণ হবে।
‘ফ্লাই ঢাকা গত বছরের অক্টোবরে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে এবং এই মুহূর্তে এয়ার অপারেটরস সার্টিফিকেট (এওসি) পাওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে ফ্লাই ঢাকা অভ্যন্তরীণ গন্তব্যে পরিচালনার জন্য উড়োজাহাজ সংগ্রহের ক্ষেত্রেও অনেকটা এগিয়েছে। এয়ার এশিয়ার অভিজ্ঞতা ব্যবহার করে সম্ভবত আমরাই দেশে প্রথম এয়ারবাস এ থ্রিটুজিরো উড়োজাহাজ সফলভাবে অপারেট করতে যাচ্ছি।’
দেশে বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়া দুটো বেসরকারি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে। এগুলো হলো- ইউএস বাংলা এয়ারলাইনস ও নভো এয়ার। গত বছর ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাসট্রা নামে আরও দুটো বেসরকারি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনার অনুমোদন চায়। দুটো এয়ারলাইনসকেই এরই মধ্যে অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
দুই এয়ারলাইনস যাত্রা শুরু করলে দেশে বেসরকারি এয়ারলাইনসের সংখ্যা দাঁড়াবে চারে। এর ফলে এভিয়েশন খাতে অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা আরও বাড়বে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
ফ্লাই ঢাকার মূল মালিকানায় রয়েছেন সাবেক পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। তার সঙ্গে আরও কয়েকজন ব্যবসায়ীর বিনিয়োগ রয়েছে প্রতিষ্ঠানটিতে।
আর এয়ার অ্যাসট্রার মালিকানায় রয়েছেন এক জাপান প্রবাসী ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা।
ফ্লাই ঢাকা কম খরচের এয়ারলাইন হিসেবে নিজেদের কৌশল গোছাচ্ছে, এটি বাস্তবায়ন হলে তারাই হবে দেশের প্রথম বাজেট এয়ারলাইনস।
বেবিচকের নিয়ম অনুযায়ী, কোনো এয়ারলাইনস ফ্লাইট শুরুর পর প্রথম এক বছর আবশ্যিকভাবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। এক বছর পর আন্তর্জাতিক গন্তব্যে উড়ালের অনুমতি চাইতে পারে এয়ারলাইনস।
গত ২৫ বছরে দেশে ১০টি বেসরকারি এয়ারলাইনস যাত্রা শুরু করলেও এখন টিকে আছে মাত্র দুটি। এ সময়ের মধ্যে একে একে পাখা গুটিয়েছে অ্যারো বেঙ্গল, এয়ার পারাবত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, জিএমজি এয়ারলাইনস, বেস্ট এয়ার ও ইউনাইটেড এয়ার।
সর্বশেষ করোনার মধ্যে গত বছরের মার্চ থেকে ফ্লাইট বন্ধ রেখেছে আরেকটি এয়ারলাইনস রিজেন্ট এয়ার। কয়েক দফা চালুর কথা বললেও আর ফ্লাইটে ফেরেনি এয়ারলাইনসটি।
বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইনসগুলোর মধ্যে জিএমজি, রিজেন্ট ও ইউনাইটেড আন্তর্জাতিক ফ্লাইটও চালাত।
আরও পড়ুন:
মন্তব্য