বাংলাবাজার-শিমুলিয়া রুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটে।
শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে অন্তত ছয় শতাধিক পণ্য ও যাত্রীবাহী যান। ফেরিঘাট টার্মিনাল পূর্ণ হয়ে খায়েরপট্টি পর্যন্ত দীর্ঘ আড়াই কিলোমিটার সড়কজুড়ে যানজট লেগেছে। যানজটে দীর্ঘ সময় আটকে থেকে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি ট্রাকগুলোয় থাকা কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে।
এই ঘাটে মাত্র সাতটি ফেরিতে যানবাহন পারাপার করায় এবং ঈদের বাড়তি চাপে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। এ অবস্থায় জরুরি ভিত্তিতে যাত্রীবাহী বাস, কাঁচা পচনশীল পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, চট্টগ্রামের সঙ্গে বরিশাল, খুলনা, বেনাপোলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন শরীয়তপুর-চাঁদপুর রুট ব্যবহার করে মেঘনা পাড়ি দিয়ে যাতায়াত করে। এই রুটে মোট সাতটি ফেরি থাকলেও গত সোমবার দুটি ফেরি বিকল হয়ে গিয়েছিল। এতে নরসিংহপুর ফেরিঘাটে অপেক্ষমাণ যানবাহনের চাপ আরও বেড়ে যায়।
এ ছাড়া ঈদ উপলক্ষে শিমুলিয়া-বাংলাবাজার ও দৌলদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকায় এই ঘাটে দ্বিগুণেরও বেশি যানবাহন পারাপারের জন্য আসছে।
তবে বিকল হয়ে যাওয়া ফেরি দুটি মেরামত করে গত বৃহস্পতিবার সকালে বহরে যুক্ত করায় যানবাহন পারাপারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই ধীরে ধীরে জট কেটে যাবে বলে আশা করছেন কর্মকর্তারা। নতুন করে অতিরিক্ত যানবাহনের চাপ না বাড়লে ঈদের আগেই ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
শুক্রবার সকালে নরসিংহপুর ঘাটে গিয়ে দেখা যায়, নরসিংহপুর ঘাটে থাকা দুটি পন্টুন ব্যবহার করে ফেরি লোড ও আনলোড করা হচ্ছে। আর ফেরিঘাট থেকে খায়েরপট্টি পর্যন্ত সড়কের প্রায় আড়াই কিলোমিটার সড়কজুড়ে যানবাহনের দীর্ঘ সারি। এর বাইরেও ফেরিঘাটের টার্মিনালে আটকে আছে আরও আড়াই শ পণ্যবাহী যান।
নরসিংহপুর-খায়েরপট্টি সড়কে তিন সারিতে যানবাহন দাঁড়িয়ে আছে। মাত্র একটি লেন ব্যবহার করে ফেরিঘাট থেকে আসা যানবাহনকে যাতায়াত করতে হচ্ছে।
সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন কাঁচা ও পচনশীল পণ্য বহনকারী যানবাহনের চালক ও ব্যবসায়ীরা। দীর্ঘ সময় তীব্র রোদে আটকা থাকায় অনেক ট্রাকের তরমুজ, পেঁয়াজ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় ট্রাকচালকরা সড়কের পাশে থাকা গাছপালার নিচে কিছুটা ছায়ায় এসব যানবাহন দাঁড় করানোর চেষ্টা করছেন। অনেকে আবার মাছের ট্রাক ছায়ায় রেখে মাছের ড্রামের পানি বদলের চেষ্টা করছেন।
বরিশাল থেকে ট্রাকবোঝাই তরমুজ নিয়ে চট্টগাম যাওয়ার পথে বুধবার রাতে নরসিংহপুর ঘাটে এসে আটকা পড়েন ট্রাকচালক মালেক সরদার। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ফেরিতে উঠতে পারেনি তার ট্রাক।
ক্ষুব্ধ মালেক নিউজবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার সারা দিন রোদে আটকা থাকায় তীব্র তাপে তরমুজ থেকে পানি বের হতে শুরু করেছে। অনেক তরমুজই নষ্ট হয়ে গেছে। বাকি যা আছে তাও মনে হয় নষ্ট হয়ে যাবে। ২ দিন পার হয়ে গেলেও এখনও ফেরিতে ওঠার সিরিয়ালের বিষয়ে কেউ নিশ্চয়তা দিতে পারছে না। আজকের মধ্যে ফেরিতে উঠতে না পারলে বড় ধরনের লোকসানে পরতে হবে।’
পটুয়াখালী থেকে আসা বাসের যাত্রী সুমাইয়া আকতার জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঘাটে এসেছি। সড়কজুড়ে এলামেলা যানবাহন পার্কিং করে রাখায় শেষ দুই কিলোমিটার পার হতে দুই ঘন্টারও বেশি সময় লেগেছে। প্রায় ৭ ঘণ্টা ঘাটে আটকে থেকে মাত্র ফেরিতে ওঠার সিরিয়াল পেয়েছি। সকালে নোয়াখালী থাকার কথা থাকলেও আজ সন্ধ্যার মধ্যে পৌঁছাতে পারব কিনা নিশ্চিত নই।’
ফরিদপুর থেকে পেঁয়াজ নিয়ে চট্রগ্রাম যাচ্ছিলেন মোজাম্মেল হোসেন। দীর্ঘ সময় ঘাটে আটকা থাকায় তার পেঁয়াজে পচন ধরেছে। রোদের উত্তাপ থেকে বাঁচতে সড়কের পাশে একটি গাছের তলায় ট্রাকটি পার্ক করে সিরিয়ালের অপেক্ষা করছেন।
মোজাম্মেল বলেন, ‘পেঁয়াজ সব নষ্ট হইয়া যাইতাছে। অন্য ঘাটে ট্রাক পারাপার বন্ধ কইরা দিছে। কোনো উপায় না পাইয়া এইহান দিয়া আইছি। আমার মত আরও অনেক ট্রাক একলগে আহায় যানজট তৈরি হইছে। তাড়াতাড়ি পার হইতে না পারলে সব যাবে।’
নরসিংহপুর ফেরিঘাটে বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক আব্দুল মোমেন বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ তিনটি নৌপথে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রয়েছে। তাই এই ঘাটে চাপ বেড়ে গেছে। বিকল দুটি ফেরি বহরে যোগ দেয়ায় যানবাহন পারাপারে গতি এসেছ। আশা করি, ২/১ দিনের মধ্যে ঘাটের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
আরও পড়ুন:বরিশালের এক তরুণীকে সৌদি আরবে পাচার করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণীর মা মামলা করেছেন।
বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে সোমবার বিকেলে তিনি মামলা করেন।
মামলায় আসামি করা হয়েছে বরিশাল নগরীর পলাশপুর গুচ্ছগ্রামের লাকি বেগম, তার ছেলে আজমান, ঢাকার নয়াপল্টনের আজিজ অ্যান্ড রিক্রুটিং এজেন্সির পরিচালক কাজী আতাহার হোসেন ও অফিস এক্সিকিউটিভ আনোয়ার হোসেনসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে।
বিচারক মঞ্জুরুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. কাকন।
মামলার এজাহারে বলা হয়, বরিশাল সদর উপজেলার ওই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে আজিজ অ্যান্ড রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ২০২০ সালের ৪ এপ্রিল সৌদি আরবে পাচার করা হয়। সৌদি আরবে নিয়ে তারা তাকে স্থানীয় এক দালালের কাছে বিক্রি করে দেয়।
এরপর থেকে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা শুরু হয়। এখন তরুণীটিকে জেদ্দার আল সাদা নামের শহরে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে।
ওই নারী জানান, ১৪ এপ্রিল তার মেয়ে তাকে ফোন করে বিষয়টি জানান। এরপর তিনি আসামিদের সঙ্গে যোগাযোগ করলে তারা মেয়েকে ফিরিয়ে আনার জন্য ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। এ কারণে তিনি মামলার সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন:চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় সোমবার রাত ১০টার দিকে অভিযান চালানো হয়। গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব দশমীপাড়ার বাসিন্দা। তিনি দামুড়হুদা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রতিদিনের দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
মঙ্গলবার সকালে নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আজ তাকে আদালতে তোলা হবে।’
তিনি জানান, রাতে মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক মারজান আল মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালান। সেখানে মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারের সামনে থেকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি বলেন, ‘হাবিবের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগে ২০১৪ সালে তার নামে দামুড়হুদা মডেল থানায় একটি সংঘর্ষের মামলা ও ২০১৭ সালে একটি চাঁদাবাজির মামলা রয়েছে।’
ধর্ষণচেষ্টা মামলায় বান্দরবানের লামার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুর রহমান সিদ্দিকী সোমবার বিকেলে এই পরোয়ানা জারি করেন।
ওই তিনজন হলেন লামার আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মোস্তাক আহমেদ ও সাইফুল ইসলাম।
আদালতের বেঞ্চ সহকারী এস এম মাঈনুল ইসলাম সিকদার জানান, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর লামা উপজেলার ইসলামপুর এলাকার এক নারী ধর্ষণচেষ্টা ও হত্যার উদ্দেশ্যে গুরুতর জখমের অভিযোগে আদালতে মামলা করেন। এই মামলায় তিনি তিনজনকে আসামি করেন।
ইয়াছমিনের আইনজীবী কাজী মহতুল হোসাইন জানান, সোমবারের শুনানিতে বিচারক বিষয়টি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
শেরপুরের সদর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আহত হয়েছেন।
শেরপুর-জামালপুর সড়কের চরপক্ষীমারীর ব্যাঙের মোড় এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছরের শওকত আলি সলিমের বাড়ি শেরপুর সদরের কামারের চর ইউনিয়নের ডোবার চর গ্রামে। ডোবার চর বাজারে ওয়ালটন শো-রুমের স্বত্বাধিকারী ছিলেন তিনি।
আহত মোটরসাইকেল চালকের নাম উজ্জল মিয়া। তিনি একই এলাকার রহমত আলীর ছেলে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বন্দে আলী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ব্যবসায়ের কাজ শেষ করে সন্ধ্যায় জামালপুর থেকে মোটরসাইকেলে করে সলিম ও উজ্জল শেরপুর ফিরছিলেন। পথে ব্যাঙের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সলিম ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহত উজ্জল মিয়াকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে শেরপুর সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরে পুলিশ এসে সলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি বন্দে আলী মিয়া বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত উজ্জল মিয়া এখনও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:ময়মনসিংহের নান্দাইলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তসরা এলাকায় সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল খানের বাড়ি নান্দাইলের মগটুলা ইউনিয়নের চরকপাশা গ্রামে।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাঠবোঝাই একটি লরি নান্দাইল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। তসরা এলাকায় এটি বিকল হলে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এ সময় একটি অটোর লরিটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বিপুলের মৃত্যু হয়।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতরা হলেন নান্দাইলের চরকামাটখালী গ্রামের ফজলুল হক ও কামালপুর গ্রামের আবুল কালাম এবং সিরাজগঞ্জের তারাশ উপজেলার আব্দুল গফুর।
পুলিশ পরিদর্শক জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:ফেনীর পরশুরাম উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গৃহশিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
ওই গৃহশিক্ষকের বাড়ি উপজেলার মির্জানগর ইউনিয়নে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় শিশুটির বাড়িতে পড়াতে যান গৃহশিক্ষক আফাজ উদ্দিন। শিশুটিকে পড়ানোর সময় তার মা পাশের ঘরে চলে যান। এই ফাঁকে আফাজ উদ্দিন শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে মা ঘরে এসে বিষয়টি জানতে পারেন। তখন তিনি প্রতিবেশীদের ডেকে গৃহশিক্ষকের অপকর্মের কথা জানান।
স্থানীয়রা তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বিষয়টি জানান। পরশুরাম থানা পুলিশ ওই বাড়িতে গিয়ে গৃহশিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
রাতেই শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম থানায় একটি মামলা করেন। ওই মামলায় আফাজ উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়।
সোমবার আদালতে তুললে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে শিশুটির জবানবন্দি নেয়া হয়। পরে আদালত আফাজ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আরও পড়ুন:বরিশাল নগরীতে মেস থেকে সান ই জাহান জুয়েনা নামের কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে নগরীর ব্রজমোহন কলেজের মসজিদের গেটের সামনের গলির আইনুন ভিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৮ বছর বয়সী জুয়েনা সরকারি বরিশাল কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। তিনি পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল এলাকার মাসুম ফরাজীর মেয়ে।
জুয়েনা আইনুন ভিলার চতুর্থ তলার ৪০৪ নম্বর রুমে দেড় বছর ধরে ভাড়া থাকতেন।
আইনুন ভিলার কেয়ারটেকার মর্জিনা বেগম বলেন, ‘সন্ধ্যায় মেয়েদের চিৎকার শুনে দরজার ওপর থেকে দেখতে পাই সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলে আছে ওই ছাত্রী। পরে পুলিশে কল দেই।’
বাড়ির মালিক আইনুন বেগম বলেন, ‘প্রায় দেড় বছর ধরে এই মেয়ে ভাড়া থাকে এখানে। কখনো সন্দেহজনক কোনো বিষয় চোখে পড়েনি।’
পুলিশ জানায়, ওই ছাত্রীর হাতে ব্লেড দিয়ে কাটা অনেকগুলো দাগ পাওয়া গেছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি লোকমান হোসেন জানাান, দরজা ভেঙে ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। ছাত্রীর মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন:
মন্তব্য