× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
Violence in New Market 5 students of Dhaka College arrested
google_news print-icon

নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেপ্তার

নাহিদ-হত্যায়-ঢাকা-কলেজের-৫-ছাত্র-গ্রেপ্তার
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় ব্যবসায়ীদের পক্ষে রাস্তায় নাহিদের অবস্থান এবং ইনসেটে আহত নাহিদ। ছবি: নিউজবাংলা
গ্রেপ্তার ঢাকা কলেজের ৫ ছাত্র ডেলিভারিম্যান নাহিদ মিয়া হত্যায় প্রত্যক্ষভাবে অংশ নেন বলে জানিয়েছে ডিবি।

রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময় ডেলিভারিম্যান নাহিদ মিয়াকে হত্যায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিএমপির মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, গ্রেপ্তার সবাই ঢাকা কলেজের ছাত্র। তারা হলেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের আব্দুল কাইয়্যুম, সমাজবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের পলাশ মিয়া ও মাহমুদ ইরফান, বাংলা বিভাগের ফয়সাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের মো. জুনায়েদ বুগদাদী।

ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘বিভিন্ন ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘর্ষের সময় অস্ত্র হাতে, হেলমেট পরে ফ্রন্টলাইনে ছিলেন। নাহিদকে ঘিরে ধরে হামলায় সরাসরি অংশ নেন এই পাঁচ শিক্ষার্থী, তবে ভাইরাল হওয়া আরেকটি ফুটেজে নিস্তেজ নাহিদকে কোপাতে থাকা ওই ব্যক্তিকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

‘ওই শিক্ষার্থীর নাম ইমন বলে প্রচার করা হলেও তার পরিচয় নিশ্চিত করে জানানো হয়নি। গ্রেপ্তারের পর তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত মনে হয়নি। সংঘর্ষে তাৎক্ষণিক উত্তেজনায় এমনটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে, তবে গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেপ্তার

নিউ মার্কেট সংঘর্ষে ঘটে যাওয়া দুটি হত্যা মামলার তদন্ত ডিবি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঘটনাটি তদন্তের ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি।’

ঘটনার বিবরণে ডিবির এ কর্মকর্তা বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ থেকে ১৯ এপ্রিল নিউ মার্কেট এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এতে নাহিদ ও মোরসালিন নামে দুইজন নিহত হন। নিউ মার্কেটের দুই দোকানকর্মী বাপ্পী ও কাউসারের মধ্যে ঝগড়ার সূত্রপাত ১৮ এপ্রিল বিকেলে। একপর্যায়ে বাপ্পী তার তিন বন্ধু ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে ডেকে নিয়ে আসেন।

‘ওই শিক্ষার্থীরা আহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে উসকানি দিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাতভর হামলা চালান। পরদিন ১১টার দিকে আবার সংঘর্ষ শুরু হলে দুপুর ১টার দিকে নূরজাহান মার্কেটের সামনে নাহিদ ও চন্দ্রিমা মার্কেটের সামনে মোরসালিন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।’

তিনি আরও বলেন, ‘নাহিদের মাথার বাম পাশে, পিঠে ও পায়ে কাটা জখম ছাড়াও বিভিন্ন স্থানে থ্যাঁতলানো পাওয়া যায়। মোরসালিনের মাথায় ইট বা ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মাথা থ্যাঁতলানো ছিল। এই দুটি হত্যা মামলা ডিবিতে স্থানান্তরের পরপরই ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষ সাক্ষীদের প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায়, হামলার অগ্রভাগে ছাত্ররা হাতে ধারালো অস্ত্র, স্ট্যাম্প, লাঠি নিয়ে অবস্থান নেন। পেছন থেকে ছাত্ররা ইট-পাটকেল নিক্ষেপ করছিলেন।

‘এদিকে নূরজাহান আর হকার্স মার্কেটের কর্মচারী ও হকাররা বিপরীত দিক থেকে ইটপাটকেল মারছিলেন। নিহত নাহিদ সরাসরি সামনে থেকে মারামারিতে অংশ নেন। তার হাতে বড় একটি ছাতা ছিল, যা দিয়ে ইট-পাটকেল ঠেকাচ্ছিলেন তিনি। ছাত্ররা ধাওয়া দিলে পেছন থেকে ব্যবসায়ীরা সরে গেলেও ছাতার কারণে তিনি দেখতে পাননি। ছাত্ররা ঘিরে ধরে তার ওপর হামলা চালালে একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

হাফিজ আক্তার বলেন, ‘ওই হত্যাযজ্ঞে যারা ধারালো অস্ত্র নিয়ে অংশ নেন, তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা অস্ত্র হাতে হেলমেট পরে হামলার ফ্রন্টলাইনে ছিলেন। এখন তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হামলায় কার কী অংশগ্রহণ বা কার কী দায়, আমরা দেখব।’

তিনি বলেন, ‘মুরসালিন হত্যার বিষয়ে আমরা এখনও কোনো ফুটেজ বা প্রত্যক্ষ সাক্ষী পাইনি। যেহেতু মামলার তদন্ত চলছে, হয়তো এটি উদঘাটন হতে আরেকটু সময় লাগবে।’

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ১৯ এপ্রিল ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত নাহিদ মিয়া পরে হাসপাতালে মারা যান। এলিফ্যান্ট রোডের একটি কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান ছিলেন নাহিদ।

সংঘর্ষের ঘটনায় মোরসালিন নামের এক দোকান কর্মচারীরও মৃত্যু হয়।

তাদের রাজনৈতিক পরিচয় কী?

এই প্রশ্নে হাফিজ আক্তার বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসা করেছি। তারা বলে তাদের কমিটিই নাই। দেখলাম এখানে অনেক সংখ্যক ছাত্ররা জড়িয়ে গেছে ঘটনার সঙ্গে। সুতরাং এখন ঢালাওভাবে একটা পার্টির কথা বলা যাবে না।’

হেলমেট বাহিনীর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘বারবারই বলা হচ্ছে হেলমেট বাহিনী, হেলমেট বাহিনী। আমি তাদের হেলমেটের বিষয়টা জিজ্ঞাসা করেছি। হেলমেটের বিষয়টা হচ্ছে এমন যে ঢাকা কলেজের অনেক ছাত্রই মোটরসাইকেল ব্যবহার করে। তারা ওই মোটরসাইকেলের হেলমেট ব্যবহার করে ফ্রন্ট লাইনে যাচ্ছিল নিজেদের সেভ করার জন্য।’

তিনি জানান, কলেজের ভেতরে নির্মাণকাজ চলছে। সেখান থেকেই তারা ইটের টুকরার জোগান পায়।

নাহিদ হত্যার বিষয়ে কী জানতে পেরেছিল নিউজবাংলা

নাহিদকে হেলমেটধারী তরুণেরা আঘাত করছেন, এমন ছবি ছড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এই যুবক কারা, সে বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

নিউজবাংলার অনুসন্ধানে বেরিয়ে আসে, নাহিদকে সরাসরি ছোরা দিয়ে আঘাত করা কালো হেলমেট ও ধূসর টি-শার্ট পরা তরুণের নাম ইমন বাসার। এ ছাড়া আরও কয়েকজন হামলায় অংশ নেন।

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার সংঘর্ষের সময় ব্যবসায়ীদের পক্ষে অংশ নেন নাহিদ।

এর আগে নিউজবাংলার অনুসন্ধানে বেরিয়ে আসে সংঘর্ষের একপর্যায়ে বিপরীত দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে থাকা একদল হেলমেটধারী তরুণ নাহিদকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করেন।

ঢাকা কলেজের ফটকের বিপরীত পাশের নূরজাহান মার্কেটের সামনে আহত হন নাহিদ। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান নিউ মার্কেটের ব্যবসায়ীরা। সেদিন রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নিউ মার্কেটের ব্যবসায়ীদের পক্ষে সংঘর্ষে জড়ান নাহিদ

পুলিশের সুরতহাল প্রতিবেদনে নাহিদের মাথায় চারটি আঘাতের চিহ্নের কথা বলা হয়েছে। এ ছাড়া দেহের বিভিন্ন অংশে জখমের উল্লেখ রয়েছে প্রতিবেদনে।

নাহিদের পরিবার নিউ মার্কেট থানায় হত্যা মামলা করার পর এর তদন্ত শুরু করে ডিবির রমনা বিভাগ।

নাহিদ হত্যায় জড়িতদের পরিচয় শনাক্তে টানা অনুসন্ধান চালিয়েছে নিউজবাংলা। এতে নিশ্চিত হওয়া গেছে, সেদিন ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক গ্রুপ মাঠে নেমেছিল। তাদের অনেকের কাছেই ছিল ধারালো দেশীয় অস্ত্র, লাঠি ও রড। পরিচয় আড়াল করতে অধিকাংশের মাথায় ছিল হেলমেট।

সংঘর্ষের সময়ের বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে নিউজবাংলা নিশ্চিত হয়েছে, নাহিদ হত্যায় ঢাকা কলেজ ছাত্রলীগ কয়েকটি গ্রুপের একাধিক কর্মী জড়িত।

এর মধ্যে একটি গ্রুপের অনুসারী বাংলা বিভাগের ছাত্র ইমন ছোরা দিয়ে নাহিদ মিয়াকে একাধিক আঘাত করেন। ইমনের মাথায় ছিল কালো হেলমেট, পরনে ছিল ধূসর টি-শার্ট।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইমন ছোরা দিয়ে আঘাত করলেও নাহিদকে প্রথম মারধর শুরু করেন কাইয়্যুম ও সুজন ইসলাম নামে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই কর্মী।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ১৯ এপ্রিল, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ব্যবসায়ীরা ঢাকা কলেজের ছাত্রদের ধাওয়া দেন। ব্যবসায়ীদের পক্ষে সামনে থেকে অবস্থান নেয়া নাহিদও সামনের দিকে এগিয়ে যান।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এরপর ছাত্ররা পাল্টা ধাওয়া দিলে পিছিয়ে আসার সময় নূরজাহান মার্কেটের গেটের সামনে পা পিছলে পড়ে যান নাহিদ। তখনই ছাত্রদের মাঝে কয়েকজন ছুটে এসে হাতের রড, লাঠি, ইট দিয়ে নাহিদকে বেধড়ক আঘাত করতে শুরু করেন।

দুই থেকে তিন মিনিটের মধ্যে নাহিদ নিস্তেজ হয়ে যান। তাকে পিটিয়ে ফিরে যাওয়ার সময় ছোরা হাতে কালো হেলমেট পরা একজন নাহিদকে কোপাতে থাকেন। পরে হলুদ হেলমেট ও লাল রঙের গেঞ্জি পরা আরেক ছাত্র এসে ওই তরুণকে চড় মেরে ঘটনাস্থল থেকে সরিয়ে দেন।

নিউজবাংলার অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য বলছে, সোমবার রাতভর পুলিশের সঙ্গে সংঘর্ষের পর মঙ্গলবার সকালে নাশকতার প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক গ্রুপ। নেতাদের নির্দেশে কর্মীরা নিজেদের সঙ্গে রেখেছিলেন বিভিন্ন দেশীয় অস্ত্র, রড ও লাঠি। একই সঙ্গে ঢাকা কলেজের বিপরীত দিকের নিউওয়ে পেট্রল পাম্প ও নিজেদের মোটরসাইকেল থেকে পেট্রল সংগ্রহ করেন ছাত্রলীগ কর্মীরা। তা দিয়ে পেট্রলবোমা বানিয়ে বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ীদের লক্ষ্য করে ছোড়া হয়। এই গ্রুপগুলোর সঙ্গে সাধারণ ছাত্ররাও যোগ দেন সংঘর্ষে।

ঢাকা কলেজ ছাত্রলীগের বর্তমানে কোনো কমিটি না থাকায় সেখানে ছাত্রলীগ কয়েকটি গ্রুপে বিভক্ত।

গোয়েন্দা সূত্র নিউজবাংলাকে জানায়, সেদিন ঢাকা কলেজ ছাত্রলীগের চার নেতার অনুসারীদের গ্রুপগুলো মাঠে সহিংসতা করে। এর মধ্যে তিনটি গ্রুপ সম্পর্কে নিশ্চিত হয়েছে নিউজবাংলা। ছাত্রলীগ নেতা সামাদ আজাদ জুলফিকার, জসিমউদ্দীন ও ফিরোজ হোসেন রাব্বীর অনুসারীদের নিয়ে চলছে এই তিনটি গ্রুপ।

নাহিদের ওপর হামলায় চারটি গ্রুপের অনেকেই অংশ নেন। তাদের মধ্যে ইমন দীর্ঘদিন ধরে জুলফিকারের অনুসারী।

ঢাকা কলেজের একাধিক ছাত্র ইমনের বিষয়ে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন, তবে নিরাপত্তাজনিত কারণে তাদের নাম প্রকাশ করছে না নিউজবাংলা।

এক ছাত্র নিউজবাংলাকে বলেন, ‘ঘটনার দিন ইমন তার বাম হাতের ওপরের অংশে ও পায়ে ইটের আঘাত পান। এ কারণে বিভিন্ন ছবি ও ভিডিওতে তার বাম হাতে কাপড় বেঁধে রাখতে দেখা যায়। ইমনকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও দেখা গেছে।’

নিউজবাংলার হাতে আসা ইমনের ছবির সঙ্গেও নাহিদকে অস্ত্রের আঘাত করা তরুণের চেহারার মিল পাওয়া গেছে। মামলা হওয়ার পর থেকে ইমনকে ঢাকা কলেজ ক্যাম্পাসে দেখা যায়নি।

নাহিদকে প্রথম মারধর শুরু করার সময়ের দুজনকেও শনাক্ত করা গেছে। তারা হলেন কাইয়্যুম ও সুজন ইসলাম।

একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, নীল রঙের মাঝে সাদা চেকের টি-শার্ট পরে সংঘর্ষে অংশ নেন কাইয়্যুম। তিনি নাহিদকে রড দিয়ে আঘাত করেন। মাথায় হেলমেট না থাকায় কাইয়্যুমকে সহজেই শনাক্ত করা গেছে।

আর হলুদ হেলমেট ও লাল গেঞ্জি পরা সুজন ইসলাম নাহিদকে ইটের আঘাত ও লাথি মেরে আহত করেন। পরে ইমন নাহিদকে কোপানো শুরু করলে এই সুজনই তাকে চড় মেরে সরিয়ে দেন। সুজন ইমনের সিনিয়র হওয়ায় চড় মেরে শাসন করতে পেরেছিলেন বলে জানিয়েছেন ঢাকা কলেজের কয়েক ছাত্র।

সুজন ঢাকা কলেজের ২০১৩ -২০১৪ সেশনের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা। তার বাড়ি গোপালগঞ্জে।

দেশীয় অস্ত্র হাতে সেদিন সংঘর্ষে অংশ নেয়া ছাত্রলীগের চারটি গ্রুপের আরও কয়েকজনকে শনাক্ত করেছেন গোয়েন্দারা। একটি গ্রুপের প্রধান নেতাকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে দাবি করেছেন তাদের অনুসারীরা। তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পায়নি নিউজবাংলা।

আরও পড়ুন:
আধিপত্যের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
নিউ মার্কেটে মোরসালিন হত্যা ক্লুলেস: ডিবি
আদালত চত্বরেই সংঘর্ষে জড়ালেন বিচারপ্রার্থীরা
নিউ মার্কেটে সংঘর্ষ: রিমান্ড শেষে বিএনপি নেতা মকবুল কারাগারে
নিউ মার্কেটে সংঘর্ষ: বিএনপির মৃত নেতাও আসামি!

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
Pesticide factory fire in Mymensingh under control

ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে ময়মনসিংহে কীটনাশক কারখানায় ধরা আগুন। ছবি: নিউজবাংলা
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে শিল্প এলাকার একটি কীটনাশক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

ময়মনসিংহ নগরের মাসকান্দায় বিসিক শিল্প নগরী এলাকায় শুক্রবার একটি কীটনাশক কারখানায় ধরা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বেলা পৌনে ১১টার দিকে এ আগুন লাগে। বাহিনীর ১১টি ইউনিটের চেষ্টায় একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, ‘বেলা পৌনে ১১টার দিকে শিল্প এলাকার একটি কীটনাশক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

‘দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

তিনি বলেন, ‘এখনও ধোঁয়া বের হচ্ছে। তাই ফায়ার সার্ভিস কাজ করছে।

‘এ আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।’

আরও পড়ুন:
চট্টগ্রামে টায়ার কারখানায় আগুন
কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে আগুন, ৩২ জনকে জীবিত উদ্ধার
বরিশালের শের-ই-বাংলা মেডিক্যালে আগুন
জাহাজে আগুন নাশকতা হতে পারে: বিএসসি
শুক্রাবাদে গ্যাসের আগুনে স্বামীর পর প্রাণ গেল স্ত্রীর

মন্তব্য

বাংলাদেশ
The BNP leader at the press conference with a check of Tk 10 lakh

১০ লাখ টাকার চেক হাতে সংবাদ সম্মেলনে সেই বিএনপি নেতা

১০ লাখ টাকার চেক হাতে সংবাদ সম্মেলনে সেই বিএনপি নেতা রোববার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতার গচ্ছিত রাখা ১০ লাখ টাকার চেক তুলে ধরেন বিএনপির সদ্য সাবেক নেতা বেলাল হোসেন সৌখিন। ছবি: নিউজবাংলা
নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপি থেকে বহিষ্কৃত নেতা বেলাল হোসেন সৌখিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আওয়ামী লীগ নেতা সামসুল আলম খানের কাছে ধারের টাকা ফেরত পেতে ফোন করেছিলাম। আমার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মোবাইল ফোনে সেই কথোপকথনের অডিও এডিট করে ফেসবুক ও মিডিয়ায় ছেড়ে দেয়া হয়েছে।’

নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম খানকে হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-যুব বিষয়ক সম্পাদক বেলাল হোসেন সৌখিনের বিরুদ্ধে। বুধবার রাত থেকে ওই দুই নেতার কথোপকথনের ‌এক মিনিট ৪৩ সেকেন্ডের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এর আগে উপজেলার গোবরচাঁপা বাজারে ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে ৫ নভেম্বর আওয়ামী লীগ নেতা সামছুল আলম খানসহ ৪০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা করেন সৌখিন। ওই মামলায় আরও ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে এবার সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন বিএনপির সদ্য বহিষ্কৃত এই নেতা। রোববার দুপুরে বদলগাছী সাংবাদিক সংস্থার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বেলাল হোসেন সৌখিন বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করা ফেক মোবাইল কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আমার এবং বিএনপির ইমেজ ক্ষুণ্ন করা হয়েছে।’

সৌখিন বলেন, ‘আওয়ামী লীগ বিগত ২০১৩ সালে আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক দুটি মামলা করে। একটি বিস্ফোরক ও আরেকটি দ্রুত বিচার আইনে। আমাকে গ্রেপ্তার করা হয় ক্লিনহার্ট অপারেশনে। সেখানে আমাকে অনেক নির্যাতন করা হয় শুধু বিএনপির রাজনীতি করার জন্য।’

বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা বলেন, ‘আমি জানতে পেরেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খানের সঙ্গে আমার মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। এটি সম্পূর্ণ এডিট করা ফেক মোবাইল রেকর্ড।’

তিনি বলেন, ‘কল রেকর্ডটি আগস্ট মাসের। প্রকৃত তথ্য এই যে, শামসুল আলম খান ইতোপূর্বে তার একটি ব্যাংক চেক গচ্ছিত রেখে আমার কাছ থেকে কিছু টাকা ধার করেন। সেটির নম্বর: ঈউ/অ- ২৮৮৫০৯২ (ডাচ বাংলা ব্যাংক)। ব্যক্তিগত প্রয়োজনে এভাবে আরও অনেকের কাছ থেকেই তিনি টাকা ধার করেছেন বলে লোকমুখে জেনেছি।

‘অতি সম্প্রতি জানতে পারি যে তিনি কিছু কিছু পাওনাদারকে ধারের টাকা পরিশোধ করছেন। এ কারণে আমি তার কাছে আমার পাওনা টাকার জন্য কল করেছিলাম। এছাড়া পাওনা টাকা নেয়ার জন্য তার সামনা-সামনি হলে তিনি আমাকে আওয়ামী লীগের ক্ষমতার ভয় দেখাতেন। আমি গত ২০১৪ সালের ৫ নভেম্বর আওয়ামী লীগের বিস্ফোরক মামলার বিবাদী হওয়ার কারণে আগস্ট মাসের কল রেকর্ডটি নতুন করে এডিট করে যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বাস্তবে আগস্ট মাস থেকে এখন পর্যন্ত শামসুল আলম খানের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।’

সৌখিন আরও বলেন, ‘পাওনা চাওয়া সংক্রান্ত কল রেকর্ডটি এডিট করে যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। সেটি আবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশও করা হয়েছে। শুধু আমাকে এবং আমার দল বিএনপিকে সামাজিকভাবে হেয় করার জন্যই ফেক কল রেকর্ডটি ছেড়ে দেয়া হয়েছে।

‘আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং সে সঙ্গে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল আলম খান বলেন, ‘ঘটনার দিন নওগাঁয় আদালতে একটা কাজে গিয়েছিলাম। ওই সময় একটা অপরিচিত নম্বর থেকে কল আসে। নিজেকে চাংলার সৌখিন পরিচয় দিয়ে আমার কাছে টাকা দাবি করা হয়।’

আরও পড়ুন:
মামলা থেকে বাঁচাতে বিএনপি নেতার চাঁদা দাবি, অডিও ভাইরাল

মন্তব্য

বাংলাদেশ
Protest of the published news and statement of the correspondent

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য বদলি হওয়া কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার নিউজবাংলায় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবাদপত্র পাঠিয়েছেন। ফাইল ছবি
১০ নভেম্বর ফাহিমা আক্তার ফাহিম স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, প্রকাশিত সংবাদটি সত্য নয়, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়াও তার বক্তব্য ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া প্রচার করা হয়েছে। 

‘কিশোরগঞ্জে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে গত ৮ নভেম্বর নিউজবাংলায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জেলার সদর উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম।

১০ নভেম্বর ফাহিমা আক্তার ফাহিম স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, প্রকাশিত সংবাদটি সত্য নয়, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়াও তার বক্তব্য ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া প্রচার করা হয়েছে।

উল্লেখিত ‘অসত্য প্রতিবেদন’টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

তার দাবি, প্রদর্শনী বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রকল্পের ধার্যকৃত উপকরণের সম্পূর্ণ অংশই কৃষকদের সরবরাহ করা হয়েছে। অনাবাদি পুষ্টি বাগান প্রকল্পের প্রদর্শনীতে কীটনাশক সরবরাহ না করে টাকা আত্মস্যাৎ করা হয়েছে মর্মে অভিযোগ করা হয়েছে। প্রকৃতপক্ষে বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রদর্শনীতে কীটনাশক সরবরাহের কোনো বরাদ্দ বা পদ্ধতি এই প্রকল্পে নেই।

প্রতিবাদপত্রে বলা হয়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের দুটি মডেল গ্রামের একটি সুন্দিরবন ব্লকে পাঁচজন কৃষকের বাড়িতে এবং অন্যটি মহিনন্দ ব্লকের পাঁচজন কৃষকের বাড়িতে বাস্তবায়ন করা হয়েছে, যার সুফল কৃষকেরা পাচ্ছেন। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মডেল গ্রামের অস্তিত্ব নেই বলে সংবাদে উপস্থাপন করা হয়েছে।

এতে আরও বলা হয়, ‘প্রদর্শনী সফলভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে কৃষক ভাইদেরকে পর্যায়ক্রমে ধাপে ধাপে উপযুক্ত সময়ে প্রদর্শনীর উপকরণ সরবরাহ করা হয়। মাশরুম চাষ সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের প্রদর্শনীর স্থাপনা তৈরির কাজ সম্পন্ন করে কৃষক ভাই মাত্র মাশরুম উৎপাদনে যাচ্ছে, এমতাবস্থায় প্রকল্পের কাজ শেষ হয়ে গেছে বিবেচনায় নিয়ে অর্থ আত্মসাতের বর্ণিত বিষয়টি খুবই দুঃখজনক।

‘কৃষকগণ বলেছেন, কৃষি বিভাগের বিভিন্ন প্রদর্শনী আবহাওয়ার সাথে খাপ খাইয়ে তাদের সুবিধাজনক সময়ে তারা বাস্তবায়ন করেন। প্রদর্শনী স্থাপন এবং সুফল ভোগ একটি চলমান যুগপৎ প্রক্রিয়া। কৃষকগণ প্রদর্শনীর সুবিধা পাচ্ছেন এবং পাবেন, যা পূর্বেই উপজেলা কৃষি অফিস তাদেরকে অবহিত করে রাখেন।’

প্রতিবেদকের বক্তব্য

কিশোরগঞ্জে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগের সব তথ্য এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

প্রতিবেদনে প্রদর্শনীর তালিকাভুক্ত কৃষক এবং সংশ্লিষ্ট বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের অভিযোগ তুলে ধরা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।

অভিযুক্ত ওই কৃষি কর্মকর্তা প্রতিবাদলিপিতে উল্লেখ করেছেন, দুটি মডেল গ্রাম প্রদর্শনী তিনি বাস্তবায়ন করেছেন। কৃষক তার সুফল ভোগ করছেন। এখানে বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন। তার তথ্যচিত্র প্রতিবেদকের সংরক্ষণে রয়েছে।

২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর একটি মডেল গ্রামের জন্য ২ লাখ ৬ হাজার টাকা বরাদ্দ আসে। এরপর ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি আরেকটি মডেল গ্রামের জন্য বরাদ্দ আসে ২ লাখ ১৬ হাজার টাকা। এ দুটি প্রদর্শনীতে বরাদ্দের চার লাখ ২২ হাজার টাকা উত্তোলন করে একটিও বাস্তবায়ন করেননি উপজেলা কৃষি কর্মকর্তা। এ বিষয়ে ওই কর্মকর্তার বক্তব্য সংগ্রহের পর তড়িঘড়ি করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা শুরু করেন তিনি।

ওই কর্মকর্তা বলেছেন, সুন্দিরবন ব্লকের মডেল গ্রামের প্রদর্শনী বরাদ্দ পাওয়া হাবিবুর রহমানসহ প্রত্যেক কৃষককে সব উপকরণ বুঝিয়ে দেয়া হয়েছে। বাস্তবে সেখানে কোনো কার্যক্রম তখন শুরুই হয়নি। এ ছাড়া মহিনন্দ ব্লকে গিয়ে দেখা যায়, তড়িঘড়ি করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

ওই গ্রামের রফিকুল ইসলাম, ইসরাফিল, হাবুল মিয়া, হাদিস আর জাবিরকে দিয়ে করানো হচ্ছে মডেল গ্রামের প্রদর্শনী। তাদের মধ্যে রফিকুল, হাবুল আর ইসরাফিলের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে মডেল গ্রামের প্রদর্শনী পেয়েছেন। এ বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণ দেয়া হয়নি এবং অফিসের রেজিস্টারে স্বাক্ষরও নেয়া হয়নি।

মূলত যাদের দিয়ে মডেল গ্রামের প্রদর্শনী বাস্তবায়ন দেখানো হচ্ছে তারা মডেল গ্রামের বরাদ্দপ্রাপ্ত কৃষকই না। এ ছাড়াও ২০২৪ সালের ২৩ জানুয়ারি স্পন ও মাশরুম উৎপাদন প্রদর্শনীর জন্য ৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ আসে। বছরের শুরুতে বরাদ্দ আসলেও কাজ শুরু হয় অক্টোবর শেষ সাপ্তাহে। সেখানেও বরাদ্দের পুরো টাকা পাননি কৃষক।

আরও পড়ুন:
উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ
আরও তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চান জামায়াতের মতিউর
বিএনপি নেতার বিরুদ্ধে জলমহাল দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার 
নিহত লেফটেন্যান্ট তানজিমের বাড়িতে যাচ্ছেন সাবেক সেনা কর্মকর্তারা

মন্তব্য

বাংলাদেশ
Allegation of misappropriation of allocated money Kishoreganj agriculture officer transferred 

বরাদ্দের টাকা আত্মসাৎ: কিশোরগঞ্জের সেই কৃষি কর্মকর্তা বদলি 

বরাদ্দের টাকা আত্মসাৎ: কিশোরগঞ্জের সেই কৃষি কর্মকর্তা বদলি  বদলি হওয়া কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার। ফাইল ছবি/নিউজবাংলা
কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদও বদলির বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জে কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্পে বরাদ্দের কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠা সদর উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো: ছাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

প্রকল্পগুলোর প্রদর্শনী নামমাত্র বাস্তবায়ন, কোথাও আবার বাস্তবায়ন না করেই অর্থ আত্মসাতের অভিযোগ ছিল এ কর্মকর্তার বিরুদ্ধে।

আদেশের এক কপি এসেছে এ প্রতিবেদকের হাতে।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদও বদলির বিষয়টি নিশ্চিত করেন।

বদলি হওয়া কৃষি কর্মকর্তার নাম ফাহিমা আক্তার, যিনি ২০২২ সালের ৭ নভেম্বর থেকে সদর উপজেলায় কর্মরত ছিলেন।

এর আগে একই উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে ছিলেন তিনি।

এ কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে ‘কিশোরগঞ্জে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। তাকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নাম প্রকাশে অনিচ্ছুক এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা জানান, কিশোরগঞ্জ সদর উপজেলায় বেশির ভাগ প্রদর্শনীতে মোট বরাদ্দের ৩০ শতাংশও কৃষক পাননি।

ওই উপ-সহকারী কৃষি কর্মকর্তার অভিযোগ, ২০২৩-২০২৪ অর্থবছরে ছয়টি প্রকল্প থেকে (ফ্রিপ প্রকল্প, ময়মনসিংহ প্রকল্প, পার্টনার, অনাবাদি, রাজস্ব প্রকল্প ও মাশরুম উৎপাদন প্রদর্শনী) কোটি টাকার বেশি আত্মসাৎ করেন ফাহিমা।

আরও পড়ুন:
সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চান জামায়াতের মতিউর
বিএনপি নেতার বিরুদ্ধে জলমহাল দখলের অভিযোগ আওয়ামী লীগ নেতার 
নিহত লেফটেন্যান্ট তানজিমের বাড়িতে যাচ্ছেন সাবেক সেনা কর্মকর্তারা
ইটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, যুবদল নেতা গ্রেপ্তার
কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

মন্তব্য

বাংলাদেশ
Allegation of misappropriation of farmers allocation money That agriculture officer transferred

কৃষকের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ: সেই কৃষি কর্মকর্তা বদলি

কৃষকের বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ: সেই কৃষি কর্মকর্তা বদলি সুমন কুমার সাহা ২০২৩ সালের ১৭ মে থেকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মরত ছিলেন। ছবি: নিউজবাংলা
বদলি হওয়া কৃষি কর্মকর্তার নাম সুমন কুমার সাহা, যিনি ২০২৩ সালের ১৭ মে থেকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মরত ছিলেন। 

প্রকল্প বাস্তবায়ন না করে বিল ভাউচার, কোথাও কোথাও নামমাত্র বাস্তবায়ন, কোথাও আবার কৃষকের ফসলি জমিতে সাইনবোর্ড লাগিয়ে প্রদর্শনী দেখিয়ে বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ উঠা কৃষি কর্মকর্তাকে বদলি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ছাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ বদলি করা হয়।

এ আদেশের এক কপি এসেছে এ প্রতিবেদকের হাতে।

কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদও বদলির বিষয়টি নিশ্চিত করেন।

বদলি হওয়া কৃষি কর্মকর্তার নাম সুমন কুমার সাহা, যিনি ২০২৩ সালের ১৭ মে থেকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কর্মরত ছিলেন।

এ কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে গত ২ নভেম্বর ‘উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম। এরপর ৩ নভেম্বর তাকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তাড়াইল উপজেলায় পাঁচটি প্রকল্পে ২০২৩-২০২৪ অর্থবছরে সুমন সাহা প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা।

এ অভিযোগ অস্বীকার করে কৃষি কর্মকর্তার দাবি, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের সব উপকরণ বিতরণ করেন তিনি। যদিও তার এমন দাবি নাকচ করেছেন সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তারা। তাদের ভাষ্য, কোনো প্রদর্শনীর বরাদ্দের পরিমাণ জানেন না তারা।

আরও পড়ুন:
উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে বরাদ্দের টাকায় অনিয়মের অভিযোগ
১৬ বছরে বঞ্চিত ২৫শ’ কর্মকর্তার ‘সুবিধা’ চেয়ে আবেদন
কাঁকরোলের গ্রাম ঝিনাইগাতীর ‘গোমড়া’
তাড়াইলে বজ্রপাতে প্রাণ গেল জেলের
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত

মন্তব্য

বাংলাদেশ
Gas explosion in Rupganj Father also left after three children

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ: তিন সন্তানের পর চলে গেলেন বাবাও

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ: তিন সন্তানের পর চলে গেলেন বাবাও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ভোরের দিকে বাবুল মিয়ার মৃত্যু হয়। এ নিয়ে ছেলে-মেয়েসহ চারজন মারা গেলেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিন সন্তানের মৃত্যুর পর প্রাণ হারিয়েছেন মোহাম্মদ বাবুল মিয়া (৪০), যার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় চারজনের প্রাণহানি হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে বাবুলের মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ভোরের দিকে বাবুল মিয়ার মৃত্যু হয়। এ নিয়ে ছেলে-মেয়েসহ চারজন মারা গেলেন।

তিনি আরও জানান, বর্তমানে দুজন চিকিৎসাধীন। তাদের মধ্যে বাবুলের স্ত্রী শেলির দেহের ৩০ শতাংশ এবং মেয়ে মুন্নির দেহের ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন:
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: আরও চারজনসহ মৃতের সংখ্যা দাঁড়াল ১০
সিলেটে ফিলিং স্টেশনে দগ্ধদের ঢাকায় প্রেরণ
রূপগঞ্জে স্টিল মিল বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ৬
রূপগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ
প্রাণ বাঁচাতে হাসপাতাল ছেড়ে সপরিবারে থানায় সাংবাদিক

মন্তব্য

বাংলাদেশ
Gas explosion in Rupganj Child Taslima left after two brothers

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ: দুই ভাইয়ের পর চলে গেল শিশু তাসলিমা

রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ: দুই ভাইয়ের পর চলে গেল শিশু তাসলিমা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: নিউজবাংলা
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে সোহেল ও ইসমাইল নামের দুই ভাইয়ের মৃত্যু হয় আইসিইউতে। মঙ্গলবার রাত আটটার দিকে আইসিইউতে তাদের ছোট বোন তাসলিমাও মারা যায়, যার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই ভাইয়ের মৃত্যুর পর ৯ বছর বয়সী শিশু তাসলিমার মৃত্যু হয়েছে।

এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের প্রাণহানি হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মঙ্গলবার রাতে শিশুটির মৃত্যু হয়।

গত শুক্রবার গ‍্যাস বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে সোহেল ও ইসমাইল নামের দুই ভাইয়ের মৃত্যু হয় আইসিইউতে। মঙ্গলবার রাত আটটার দিকে আইসিইউতে তাদের ছোট বোন তাসলিমাও মারা যায়, যার শরীরের ৬৩ শতাংশ দগ্ধ ছিল।

তিনি আরও জানান, তিনজনের বাবা বাবুলের দেহের ৬৬ শতাংশ, মা শেলির দেহের ৩০ শতাংশ এবং তাদের স্বজন মুন্নির দেহের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন এ তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।

আরও পড়ুন:
রূপগঞ্জে তিতাসের লাইনে লিকেজ, গ্যাস সরবরাহ বন্ধ
প্রাণ বাঁচাতে হাসপাতাল ছেড়ে সপরিবারে থানায় সাংবাদিক
রূপগঞ্জে আওয়ামী লীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৫
রূপগঞ্জ ট্র্যাজেডির ১ বছর: এখনও কাঁদেন নিহতের স্বজনরা
রূপগঞ্জে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন: মৃত্যু বেড়ে ৪

মন্তব্য

p
উপরে