রাজধানীর কলাবাগানে তেঁতুলতলা মাঠের জায়গায় থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। বর্তমানে তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মো. ফারুক হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাপস সাহেব সংসদ সদস্য থাকা অবস্থায় চিঠি দিয়েছিলেন।’
অবশ্য আগে ডিএমপি জানায় স্থানীয় এক সংসদ সদস্য মাঠে থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন। কোন সংসদ সদস্য চিঠি দিয়েছিলেন তা জানায় না পুলিশ।
এমন অবস্থায় নিউজবাংলা ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি জানান, এমন কোনো চিঠি তিনি পাঠাননি।
ঢাকা-১০ আসনে বর্তমান সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি ২০২০ সালে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন।
এফবিসিসিআইয়ের সাবেক এই নেতার আগে সেখানে সংসদ সদস্য ছিলেন ফজলে নূর তাপস। তিনি সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়ার সময় সংসদীয় আসনটি ছেড়ে দেন। পরে তিনি মেয়র নির্বাচিত হন। তার আগে মাঠে থানার জন্য চিঠি দিয়েছিলেন তিনি।
চিঠি দেয়ার বিষয়ে বক্তব্য জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ‘তেঁতুলতলা মাঠের দায়দায়িত্ব যতক্ষণ পর্যন্ত সিটি করপোরেশনকে দেয়া না হচ্ছে, তার আগে এ বিষয়ে করপোরেশনের কোনো বক্তব্য নেই।’
অবশ্য তেঁতুলতলা মাঠ উন্মুক্ত রাখার পক্ষে বর্তমান সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি নিউজবাংলাকে বলেন, ‘থানা ভবনের জন্য জায়গা চেয়ে আমি কোনো চিঠি দিইনি।’
অর্ধশতকের বেশি সময় ধরে যে মাঠটি স্থানীয়রা ব্যবহার করে আসছেন খেলাধুলার জন্য, সেটি যেন উন্মুক্ত থাকে সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদীয় কমিটিকে জানানো হয়েছে বলে দাবি করেন শফিউল ইসলাম মহিউদ্দিন।
বর্তমানে তিনি ওমরা পালনের জন্য সৌদি আরবে আছেন। ফোনে যোগাযোগ করা হলে সংসদ সদস্য নিউজবাংলাকে বলেন, ‘ঢাকা শহরে এমনিতেই খোলা জায়গা কম। তার মধ্যে জনগণ যে জায়গাটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে, তাদের জন্য সেই জায়গাটি ছেড়ে দেয়া উচিত। আমি সংশ্লিষ্টদের জানিয়েছি। থানার জন্য জায়গা প্রয়োজন কিন্তু সেটি এই মাঠে না করে একটু কষ্ট হলেও অন্য কোথাও করা যেতে পারে। আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে।’
ডিএমপির কর্মকর্তা ফারুক হোসেন জানান, জনস্বার্থে কলাবাগান থানার জন্য ধানমন্ডি মৌজার ০.২০ একর জমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ এর বিধি-বিধান অনুসরণ করা হয়েছে। কলাবাগান থানার জন্য অধিগ্রহণকৃত ০.২০ একর জমি জরিপ অনুযায়ী সরকারি সম্পত্তি ও বাংলাদেশ সরকারের পক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মালিকানাধীন।
যে প্রক্রিয়ায় তেঁতুলতলা মাঠের জমি অধিগ্রহণ
১৪টি পয়েন্টে কলাবাগান থানার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়ার বিষয়ে জানিয়েছে ডিএমপি। এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-
১। কলাবাগান থানার জন্য ০.২০ একর জমি অধিগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়।
২। সরকারি প্রয়োজনে ও জনস্বার্থে রাজউকের কোনো আপত্তি নেই মর্মে ছাড়পত্র পায়।
৩। জায়গাটির প্রস্তাবিত ভূমি ব্যবহার Urban Residential Zone হিসেবে চিহ্নিত আছে মর্মে নগর উন্নয়নের ছাড়পত্র পাওয়া যায়।
৪। সরকারের প্রচলিত আইন ও নীতি অনুসরণে অধিগ্রহণের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনাপত্তি পত্র পাওয়া যায়।
৫। স্থানীয় সংসদ সদস্য, ঢাকা, উক্ত জমিতে এলাকাবাসীর নিরাপত্তার সুবিধার্থে স্থায়ীভাবে কলাবাগান থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর ডিও লেটার দেন।
৬। ঢাকা জেলা প্রশাসক সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে উক্ত জমি অধিগ্রহণের জন্য সুপারিশসহ ভূমি মন্ত্রণালয়ের মতামত পাঠান।
৭। সরকারের কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটিতে কলাবাগান থানার জন্য ০.২০ একর জমি অধিগ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
৮। জেলা প্রশাসক জমির ক্ষতিপূরণ মূল্য বাবদ পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা বরাবর ২৭,৫৪,৪১,৭১০/৯২ টাকার প্রাক্কলন প্রেরণ করেন।
৯। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে ২৭,৫৪,৪১,৭১০/৯২ টাকার ব্যয় মঞ্জুরি পাওয়া যায়।
১০। জেলা প্রশাসক বরাবর প্রাক্কলিত টাকা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়।
১১। গত ৩১ জানুয়ারি ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক সরেজমিনে ডিএমপিকে সেই জমির দখলভার হস্তান্তর করে।
১২। জেলা প্রশাসকের কার্যালয় ভূমি অধিগ্রহণ শাখা-০৪, অধিগ্রহণ মামলা নং-০৪.২০.০৮/২০১৯-২০২০ কলাবাগান থানার ০.২০ একর জমি অধিগৃহীত ও দখল হস্তান্তর বিষয়ে বাংলাদেশ গেজেটের ৬ষ্ঠ খণ্ডে বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ সালে প্রকাশ হয়।
১৩। গত ২৭ মার্চ জমির নামজারি ও জমাভাগ কার্যক্রম সম্পন্ন হয়।
১৪। প্রস্তাবিত থানার জায়গা তেঁতুলতলা মাঠ থেকে কিছু দূরে কলাবাগান মাঠ রয়েছে। সেখানে বাচ্চাদের খেলাধুলাসহ সামাজিক অনুষ্ঠান করার সুযোগ রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে সরকার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কলাবাগান থানা নির্মাণের জন্য দেশের প্রচলিত সকল আইন কানুন মেনে বরাদ্দ দিয়েছে। এ ক্ষেত্রে ডিএমপি কোনো ব্যক্তির বা সংস্থার জমিতে বেআইনিভাবে থানা ভবন নির্মাণ করছে না। বিকল্প খেলার মাঠ ব্যবস্থার বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের এখতিয়ারভুক্ত নয়।
তেঁতুলতলা মাঠটিতে খেলাধুলা, জানাজা, ঈদ জামাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে আসলেও গত ৩১ জানুয়ারি থেকে তা বন্ধ। মাঠের জায়গায় কলাবাগান থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য রোববার থেকে মাঠের সীমানাপ্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।
মাঠ রক্ষার আন্দোলনে থাকা সৈয়দা রত্না ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে রোববার সকালে আটক করে পুলিশ। ওই মাঠ থেকে তাদের থানায় নিয়ে যাওয়া হয়।
সরকারি কাজে বাধা দেয়ায় তাদের দুজনকে আটক করে প্রায় ১৩ ঘণ্টা আটকে রাখার পর রাতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
কলাবাগানের বাসিন্দারা জানান, তেঁতুলতলা মাঠের এক বিঘা জমি একজন বিহারির মালিকানায় ছিল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর তিনি আর দেশে ফেরেননি। সেই জায়গাটিতে স্থানীয় শিশু-কিশোররা খেলাধুলা করত।
সরকারি খাস জমি হিসেবে নথিভুক্ত এই ফাঁকা জায়গাটিতে থানা করতে বরাদ্দ দিয়েছে সরকার। আর এর পর থেকেই সেই জায়গাটি খেলাধুলার জন্য ফাঁকা রাখার দাবি উঠেছে।
আরও পড়ুন:
রাজধানীর রমনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সুব্রত সাহা নামে এক প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
রমনা পুলিশের ধারণা, ওই প্রকৌশলী হোটেলের ছাদ থেকে পড়ে মারা গেছেন। নিহতের বাড়ি চাঁদপুর সদরে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে খবর পাই হোটেল ইন্টারকন্টিনেন্টালে একজনের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।’
তিনি জানান, হোটেলের দ্বিতীয়তলার ছাদে পড়ে ছিল মরদেহ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন ইউনিট। মরদেহের সুরতহাল শেষে ঢাকা মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সুব্রত সাহা নামে নিহত ওই প্রকৌশলী হোটেলেই চাকরি করতেন। ধারণা করা হচ্ছে, টপ ফ্লোর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।’
তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে কারণ জানা যাবে বলে জানান তিনি।
আরও পড়ুন:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডেই ন্যূনতম একটি করে গণশৌচাগার নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার দুপুরে নগরীর যাত্রাবাড়ী এলাকার জনপথ মোড়ে একটি গণশৌচাগার উদ্বোধন শেষে মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, ‘ঢাকাবাসীর দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল, বিশেষ করে যে সব জায়গায় গণপরিসর ও মানুষের আনাগোনা বেশি সে সব স্থানে যেন পর্যাপ্ত গণশৌচাগার নির্মাণ করা হয়। সেই কার্যক্রম আরম্ভ করেছি। আমাদের লক্ষ্য ৭৫টি ওয়ার্ডে প্রথম পর্যায়ে ন্যূনতম যেন একটি করে গণশৌচাগার নির্মাণ করা যায়।
‘পরে আমরা জরিপ করে আরও চাহিদা অনুযায়ী সেটাকে বৃদ্ধি করব। তবে প্রাথমিক পর্যায়ে আমরা এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি।’
অর্থ অপচয় না করেই ঢাকাবাসীর মৌলিক সেবা নিশ্চিত করতে কাজ করছেন উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘আপনারা দেখেছেন, ৫০ নম্বর ওয়াার্ডে একটি আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হয়েছে। এখানে পুরুষ ও মহিলা আলাদা আলাদাভাবেই গণশৌচাগার ব্যবহার করতে পারবেন।
‘এটি অত্যন্ত নিয়ম ও শৃঙ্খলা অনুযায়ী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা হবে। আমাদের চলমান একটি প্রকল্প হতে অর্থ সাশ্রয় করে আমরা এই কাজটি করেছি। সুতরাং অর্থের অপচয় রোধ করেই যেন সঠিকভাবে জনগণের কল্যাণ হয়- সে দিকটা আমরা নজর দিয়েছি। পাশাপাশি আমরা ঢাকাবাসীর মৌলিক সেবা প্রদান নির্বিঘ্ন রাখতেও সজাগ রয়েছি।’
নগরে ছিন্নমূল মানুষদের সুবিধা নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র শেখ তাপস বলেন, ‘ছিন্নমূল ও ভবঘুরেদের জন্য আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে। কিন্তু সেটা র্যাব দখল করে আছে। আমরা অনুরোধ করেছি সেটা ছেড়ে দিতে, কিন্তু এখনো তারা দখল ছাড়েনি। এ ছাড়া ভবঘুরে এবং ছিন্নমূলদের পূনর্বাসনের জন্য আমাদের পরিকল্পনা রয়েছে।’
এর আগে মেয়র নগরীর মতিঝিল এলাকায় ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র ও পরে নগরীর ৭২ নম্বর ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৫ জন নারীর প্রত্যেকের মাঝে ১০ হাজার টাকা করে ৫ লাখ ৫০ হাজার টাকা অনুদান বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ও স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:বিশ্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বমুখী হলেও দেশের মানুষের কথা ভেবে সরকার তা নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
সংকট মোকাবিলায় দেশে খাদ্যপণ্য উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকার মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) আয়োজিত এনভায়রনমেন্টাল ফেস্ট-২০২২-এর এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত বেশ কিছুদিন দেশে দেশে প্রায় সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এমন অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সরকারের তরফ থেকে নানান আশা দেয়া হলেও পণ্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না সরকার।
সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধির ফলেই দেশে দাম বাড়ছে।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘করোনার মহাসংকট শেষ হতে না হতেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পুরো বিশ্বে নতুনভাবে সংকট সৃষ্টি করেছে। আমাদের দেশের অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি এবং দেশীয় খাদ্যপণ্য উৎপাদনে সরকার আগে থেকেই বিশেষ উদ্যোগ নেয়ার ফলেই এই সংকট মোকাবিলা করতে সক্ষম হচ্ছে।’
মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে বলে ভোগের পরিমাণও বেড়েছে বলে মনে করেন এলজিআরডি মন্ত্রী।
এ সময় তিনি রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন। তিনি জানান, গৃহস্থালি ও শিল্প বর্জ্যের পাশাপাশি নির্মাণ বর্জ্যও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে সরকার কাজ করছে।
মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই ঢাকার দুই সিটি করপোরেশনসহ গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে সব সিটি করপোরেশন শহরাঞ্চলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে।’
পৌরসভাগুলোতেও ছোট প্ল্যান্টের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান আছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, ‘এসব উদ্যোগের মাধ্যমে দেশের বর্জ্য যেমন একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আসবে, একইভাবে পরিবেশ দূষণের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।’
তাজুল ইসলাম বলেন, ‘অতীতের তুলনায় বর্তমানে প্রচুর পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে। আগে যে কোনো পণ্য কেনার সময় একটি ব্যাগের মধ্যেই সবকিছু নেয়া হতো। কিন্তু এখন প্রত্যেকটি জিনিসের জন্য আলাদা আলাদা ব্যাগ দেয়া হয়। ফলে গৃহস্থালিসহ অন্য বর্জ্য উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।’
জলবায়ু পরিবর্তনের পরিবেশ দূষণকেই দায়ী করেন তিনি। বলেন, ‘আর এই পরিবেশ দূষণে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর প্রভাব অনেক কম। এসব দেশের তুলনায় উন্নত দেশগুলো পরিবেশ দূষণের জন্য বেশি দায়ী। পৃথিবীকে বাঁচাতে হলে পরিবেশ দূষণ বন্ধ করতে হবে।’
বিউইপির এনভায়রনমেন্টাল ফেস্টে অংশ নিয়েছে দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের স্টলগুলো ঘুরে দেখেন তাজুল ইসলাম।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব উল আলম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. এস এম যোবায়দুল করিম।
আরও পড়ুন:রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে দুই বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায় লবণ ফ্যাক্টরি গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অচেতন অবস্থায় ২৫ বছর বয়সী মিরাজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আর একই বয়সী রুবেল বাসাতেই মারা যান।
মিরাজের চাচাতো ভাই আয়নাল হোসেন জানান, দুই বন্ধু একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। মিরাজের বাবা-মা গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার-বিক্রমপুর গ্রামের বাড়ি গিয়েছিলেন। রাতে মেরাজ ও তার বন্ধু রুবেল বাসায় ছিলেন।
রাতে দুজন কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে ধারণা তার।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আরেকজনের মরদেহ আছে কামরাঙ্গীরচর থানায়।’
মিরাজের গ্রামের বাড়ি বিক্রমপুরে। তার বাবা মো. আবুল কালাম। মিরাজের আরেক ভাই এবং এক বোন রয়েছে। রুবেলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন:যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে।
মামলায় তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল বুধবার, তবে তদন্তকারী সংস্থা দুদক আজ প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়।
এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ প্রতিবেদন জমার নতুন তারিখ ঠিক করেন ৩ আগস্ট।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তিন তলা বাড়ির সন্ধান পাওয়ার কথা জানিয়ে গত ৩১ মার্চ এস কে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার নামে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান।
মামলায় অর্থ পাচার প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন দুই লাখ ৮০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় দুই কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা) এস কে সিনহার জন্য তিন তলা একটি বাড়ি কেনেন তার ভাই অনন্ত কুমার। বাড়িটি কেনার আগে ৩০ বছরের কিস্তিতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে অনন্ত সিনহা নিজের জন্য এক লাখ ৮০ হাজার ডলার ব্যাংক ঋণ নিয়ে আরও একটি বাড়ি কিনেছিলেন।
দন্ত চিকিৎসক অনন্ত কুমার নিজের বাড়িটি ৩০ বছরের কিস্তিতে কিনলেও ভাইয়ের জন্য বাড়ি কেনেন নগদ টাকায়।
মামলার বিবরণ থেকে আরও জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিউ জার্সির প্যাটারসনে ভ্যালি ন্যাশনাল ব্যাংকে অনন্ত কুমার সিনহার একটি হিসাবে ৬০ হাজার ডলার জমা পড়ে। একই হিসাবে অন্য একটি উৎস থেকে একই বছরের ১১ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত এক লাখ ৯৬ হাজার ৪৫৮ ডলার জমা পড়ে।
এস কে সিনহার বিদেশে অর্থ পাঠানো বা বাড়ি কেনার বৈধ কোনো উৎসের সন্ধান পায়নি দুদক।
সংস্থাটির সূত্র জানায়, এস কে সিনহা বিভিন্ন সময়ে ঘুষ হিসেবে যেসব টাকা নিয়েছেন, তা বিদেশে পাচার করেছেন।
আরও পড়ুন:রাজধানীতে দিনভর বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বৃষ্টি হবে থেমে থেমে, যা রাতের দিকে বাড়তে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বুধবার নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে আজ রাজধানীতে দিনভর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে তা হবে থেমে থেমে, যা রাতের দিকে বাড়তে পারে।’
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।
রাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:রাজধানীর যাত্রাবাড়ীতে মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ১৫ বছর বয়সী মোছা. স্বপ্না আক্তার কুতুবখালীর একটি স্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে। সম্প্রতি স্কুলে না গিয়ে বাড়িতেই থাকত সে।
স্বপ্নার বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘স্বপ্নার মা গার্মেন্টসে কাজ করে বাসায় এসে দেখে স্বপ্না ছোট বোনের সঙ্গে মারামারি করছে। একপর্যায়ে তাকে বকাঝকা করার পর চড়-থাপ্পড় দেয় তার মা।
‘মায়ের ওপর অভিমান করে ঘরে থাকা তেলাপোকা মারার কীটনাশক পান করে স্বপ্না। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
স্বপ্নার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর থানার তিলশারপাড়া গ্রামে। তারা তিন বোন এক ভাই। কুতুবখালীর ভাড়া বাসায় থাকা তার বাবা শ্রমিকের কাজ করেন আর মা গার্মেন্টস শ্রমিক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরও পড়ুন:
মন্তব্য