কয়েক জেলায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বৃষ্টি ঝরেছে। এতে তলিয়ে গেছে আলু, ক্ষতিগ্রস্ত হয়েছে গম, সরিষাসহ বিভিন্ন ফসল। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।
মাঘের শীতে এমন বৃষ্টি ও ঠান্ডায় বিপর্যস্ত কৃষক। তারা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন।
কৃষি বিভাগ আশ্বস্ত করেছে, এই বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না। তবে বৃষ্টি চলতে থাকলে লোকসানের শঙ্কা আছে। সে ক্ষেত্রে ক্ষতির পরিমাণ কমাতে কৃষকদের এখনই নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
ঠাকুরগাঁও
সদরের আকচা ইউনিয়নে শুক্রবার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, ঝড়ো বাতাসের তোড়ে আগাম আবাদের গম, সরিষা, ভুট্টাগাছ মাটিতে নুয়ে পড়েছে। আলুক্ষেতে জমে গেছে বৃষ্টির পানি। শীতের তীব্রতায় ফসলি মাঠে কাজ করতে দেখা যায়নি কোনো শ্রমিককে।
নিউজবাংলাকে কৃষক আতাউর রহমান জানান, এবার তিন বিঘা জমিতে আগাম গমের আবাদ করেছেন তিনি। মাত্র দানা বাঁধতে শুরু করেছিল গম, কিন্তু মধ্যরাতের বৃষ্টি ও ঝড়ো বাতাসে তার গমের ব্যাপক ক্ষতি হয়েছে। গমগাছ মাটিতে নুয়ে পড়েছে।
আলুচাষি করিম বলেন, ‘সাত বিঘা জমিতে আলু করেছি। আজ আলু তোলার কথা ছিল। বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। শ্রমিকরা এসে ঘুরে চলে গেলেন।’
দিনমজুর রহমত মিয়া বলেন, ‘আলুর কাজে এসেছিলাম। দেখি আলুক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। তাই কাজ বন্ধ। বাড়ি ফিরে যাচ্ছি।’
ঝড়ো হাওয়ায় উড়ে গেছে অনেক বসতবাড়ির টিনের চাল। সেগুলো মেরামত করছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় মানিক তার ক্ষতিগ্রস্ত ঘর ঠিক করছিলেন। এ সময় তিনি বলেন, ‘কয়েক দিন আগে এনজিও থেকে লোন নিয়ে টিনের ঘর বানাইলাম। বাতাসে টিন উড়ে গেছে। সেগুলো আবার কুড়িয়ে এনে ঘর মেরামত করছি। আজ আর বাইরে কোনো কাজে যাব না।’
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আবু হোসেন নিউজবাংলাকে বলেন, ‘রাতে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল দমকা বাতাস। এতে আগাম গমের কিছুটা ক্ষতি হয়েছে, কৃষিকাজও ব্যাহত হয়েছে।
‘কৃষকদের আলুক্ষেতে পানি না শুকানো পর্যন্ত আলু তোলা থেকে বিরত থাকতে হবে। বন্ধ রাখতে হবে সার-কীটনাশক প্রয়োগ। এখন সবচেয়ে জরুরি বৃষ্টির পানি ক্ষেত থেকে বের করার ব্যবস্থা করা।’
নীলফামারী
গত ২৪ ঘণ্টায় ১২ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। নিউজবাংলাকে সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, আগামীকালও ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা এলাকার মনোরঞ্জন রায় নিউজবাংলাকে বলেন, ‘দুই বিঘা জমিতে আলু আবাদ করেছি। শুক্রবার সকাল থেকে ঝড়ো হাওয়ায় আলুগাছ শুয়ে গেছে।’
একই এলাকার আরেক কৃষক ধীরেন্দ্র নাথ রায় বলেন, ‘তিন বিঘা জমিতে সরিষা করেছি। আজকের এই আবহাওয়ায় সব শেষ হয়ে গেল।’
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘এই বৃষ্টিতে কৃষকদের তেমন ক্ষতি হয়নি। যারা আগাম ভুট্টা করেছেন সেগুলো হয়তো লুটিয়ে পড়েছে। তবে আলুগুলো বীজ হিসেবে সংরক্ষণ যাবে না।’
ময়মনসিংহ
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরেছে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। সঙ্গে দমকা হাওয়ায় বেড়েছে ঠান্ডা। টানা বৃষ্টিতে নিচু ফসলি জমিতে পানি জমেছে, তলিয়ে গেছে আলুসহ শীতের বিভিন্ন সবজি। উৎপাদন নিয়ে চিন্তায় পড়েছেন চাষিরা।
নিউজবাংলাকে পরানগঞ্জ গ্রামের কৃষক ছামাদ মিয়া বলেন, ‘৯ বিঘা জমিতে আলু চাষ করেছি। গত এক সপ্তাহে শ্রমিক নিয়ে চার বিঘা জমি থেকে আলু তুলে বাজারে বিক্রি করেছি। ভেবেছিলাম শুক্রবার পরিবারের সদস্যসহ শ্রমিকের সংখ্যা আরও বাড়িয়ে দুদিনের মধ্যেই সব তুলে বিক্রি করব।
‘তবে আমার জমিগুলো নিচু হওয়ায় সারা দিনের বৃষ্টিতে আলুক্ষেতে পানি জমেছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে আলু পচে যাবে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হব।’
ঋণ নিয়ে চাষাবাদ করা একই গ্রামের ফরহাদ মিয়া যেন আরও বেশি চিন্তিত। বলেন, ‘চার বিঘা জমিতে গম চাষ করেছি। এরই মধ্যে গমে দানা বাঁধতে শুরু করেছে। টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও কোনো ক্ষতি হয়নি।
‘যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে গম উৎপাদন বাড়বে বলে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি বাড়লে ক্ষতিগ্রস্ত হব। কারণ এবার সুদের ওপর ঋণ নিয়ে চাষাবাদ করছি।’
চরখরিচা গ্রামের কৃষক আব্দুল হাই দুই বিঘা জমিতে টমেটো, শিম, ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন।
তিনি বলেন, ‘শীতের মধ্যে বৃষ্টিতে অন্য সবজির ক্ষয়ক্ষতি না হলেও টমেটো নিয়ে চিন্তায় আছি। আগের চেয়ে বাজারে টমেটোর দাম বৃদ্ধি পাওয়ায় আমরাও ভালো দাম পাচ্ছি। কিন্তু হঠাৎ বৃষ্টিতে কিছু গাছ মাটিতে নুয়ে পড়েছে। আর বৃষ্টি না হলেই আমাদের জন্য ভালো।’
নিউজবাংলাকে ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সোয়েব আহমেদ বলেন, ‘ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত হয়নি। তার পরও যেসব জমি এখনও স্যাঁতস্যাঁতে, সেসব জমিতে চারার গোড়াপচা রোগের আক্রমণ দেখা দিতে পারে। তবে রোদ হলেই এই সংকট কেটে যাবে। সংকট থেকে গেলে সেই ক্ষেত্রে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে।
‘যদি কোনো আলুক্ষেতে পানি জমে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। বৃষ্টি থামলে কিংবা একটু রোদে মাটি শুকালেই কৃষকরা আলু তুললে ভালো হবে।’
বগুড়া
আলু ও সরিষার ফলন তোলার একেবারে শেষ সময় এখন। এই সময়ে বৃষ্টি ও ঝড়ো বাতাসে ফসলের উৎপাদন নিয়ে বগুড়ার কৃষকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা।
কৃষকরা বলছেন, কয়েক বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এতে আলুসহ সরিষার উৎপাদনের পরিমাণ ও মান দুটোই কমবে।
শিবগঞ্জ উপজেলার খামারপাড়ার কৃষক সুজাউদ্দিন সুমন এবার ছয় বিঘা জমিতে আলুর আবাদ করেছিলেন। এর মধ্যে তিন বিঘার আলু তুলেছেন। আলু তোলার মূল সময় ছিল এখনই। আর এটা থেকেই বীজ করতেন, কিন্তু বৃষ্টিতে তার আশা নষ্ট হয়ে গেছে।
সুমন বলেন, ‘অন্তত ৩০ বছরের মধ্যে শীতকালে এত বৃষ্টি দেখিনি। আমাদের এখানকার জমি এমনিতেই নিচু। অল্প বৃষ্টি হলে পানি মাটি শুষে নিত। কিন্তু এ পানি দুদিনেও নামবে না।’
‘বৃষ্টির কারণে এসব আলু পচন ধরবে। এগুলো থেকে ভালো বীজও পাওয়া যাবে না।’
এতে অন্তত ২০ হাজার টাকা লোকসান গুনতে হবে বলে মনে করছেন তিনি।
একই দশা দুপচাঁচিয়ার চামরুল ইউনিয়নের কৃষক রফিকুল ইসলামের। তিনি সাড়ে তিন বিঘা জমিতে সরিষা এবং সাড়ে চার বিঘা জমিতে আলুর আবাদ করেছিলেন। বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে সরিষা জমিতে শুয়ে পড়েছে। আর আলুগাছের গোড়া পানিতে তলিয়ে গেছে।
তিনি বলেন, ‘এসব জমিতে বোরো ধান সাধারণত হয় না। এ জন্য আমাদের আলু, সরিষা আবাদে বেশি গুরুত্ব দিতে হয়। এখানে জমিতে কাজ করার লোকও পাওয়া যায় না। এ জন্য আবাদে খরচও বেশি হয়। তার ওপর বৃষ্টিপাত বেশি হওয়ায় ফলন কম আসবে।’
শাজাহানপুরের মানিকদীপা বোরো চাষি মোহাম্মদ আলী জানান, এক মাস আগে তিন বিঘা জমিতে ধান লাগিয়েছেন। এই বৃষ্টি পেয়ে ধানের গাছ এখন দ্রুত বাড়বে। কিন্তু একই উপজেলার বামুনিয়া এলাকার আবু জাফর কয়েক দিন আগেই আড়াই শতক জমিতে বোরো ধানের বীজতলা করেছেন। ধারণা করেননি রাতের বেলা বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, ‘বৃষ্টিতে বীজতলা প্রায় ধুয়ে গেছে। মনে হচ্ছে নুতন করে বীজতলা তৈরি করতে হবে। এতে আমি বোরো আবাদে পিছিয়ে গেলাম।’
এ বৃষ্টিকে স্বাভাবিক বৃষ্টিপাত বলে উল্লেখ করেছেন আবহাওয়াবিদ সজিব হোসাইন। তিনি বলেন, ‘শীতের শেষ দিকে এমন বৃষ্টিপাত হয়। এর স্থায়িত্ব ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে। আগামীকাল থেকে স্বাভাবিক হয়ে আসবে।’
বৃষ্টিপাতে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মুহা. মশিদুল হক বলেন, এই বৃষ্টিপাত আলু ও সরিষার জন্য ক্ষতিকর। এসব ফসল সংগ্রহে অন্তত ১৫ দিন দেরি হবে। এতে বোরো আবাদও পিছিয়ে পড়বে। তবে বোরো আবাদের জন্য বৃষ্টি ভালো। এতে ভূর্গভস্থ পানি সাশ্রয়ী হবে। ধানগাছ দ্রুত বাড়বে।
তিনি আরও বলেন, ‘বৃষ্টি আর না হলে ফসলের উৎপাদনে সমস্যা হবে না। এ ছাড়া আলু, সরিষা, পেঁয়াজের জমিতে পানি নেমে যাওয়ার পর প্রতি লিটারে ২ মিলি করে ছত্রাকনাশক ওষুধ দেয়া যেতে পারে। এতে ফসল পচে যাওয়া রোধ হবে।’
জয়পুরহাট
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে এই জেলায়। পানি জমে ক্ষেতে কাদা হয়েছে। পচে যাওয়া এড়াতে তড়িঘড়ি করে ক্ষেত থেকে আলু তুলেছেন কৃষকরা। তবে হিমাগার না পাওয়ায় সেগুলো সংরক্ষণও করতে পারছেন না তারা। এ কারণে আলু কম দামে বিক্রি করে দিতে হচ্ছে বলে জানালেন তারা।
ক্ষেতলাল উপজেলার বড়ই গ্রামের কৃষক সাদেক হোসেন ছয় বিঘা জমিতে আলু চাষ করেছেন। নিউজবাংলাকে তিনি বলেন, ‘জমিতে বৃষ্টির পানি জমে গেছে। দ্রুত আলু ওঠানোর চেষ্টা করছি। বৃষ্টির পানির কারণে ৫০ শতাংশ আলু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বছর আলুর দাম কম এবং এই অসময়ে বৃষ্টির পানি হওয়ায় ক্ষতির সম্মুখীন হলাম।’
একই ইউনিয়নের সাগরপুর গ্রামের নূর ইসলাম বলেন, ‘আমাদের অঞ্চলে অনেক আলু উৎপাদন হয়, কিন্তু তা সংরক্ষণ করার এখনও সময় হয়নি। বৃষ্টির কারণে আলু দ্রুত জমি থেকে ওঠাতে হচ্ছে। সংরক্ষণ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।’
সদরের গৌরীপাড়া গ্রামের কৃষক বাবু মণ্ডল বলেন, ‘আমি ঋণ করে জমিতে আলু লাগিয়েছিলাম। আলু বিক্রি করে ঋণ পরিশোধ করব, কিন্তু তা আর হয়ে উঠল না। জমিতে পানি জমেছে, দ্রুত আলু ওঠাতে হচ্ছে। তাই কম দামেই আলু বিক্রি করতে হচ্ছে।’
নিউজবাংলাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শফিকুল ইসলাম বলেন, ‘লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ফলনও ভালো হয়েছে। তবে শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে আলুর জমিতে পানি জমে গেছে। এতে আলু পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’
ক্ষতি কমাতে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ঠাকুরগাঁও প্রতিনিধি এম এস রানা, নীলফামারীর নূর আলম, ময়মনসিংহের কাম্রুজ্জামান মিন্টু, বগুড়ার আসাফ-উদ-দৌলা নিয়ন
অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিরাপত্তাহীনতায় পুনরায় বাংলাদেশে অনুপ্রবেশের সময় গারো পাহাড় সীমান্তে মানব পাচারকারী চক্রের দুই সদস্যসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌণে সাতটার দিকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নকশি সীমান্ত পথে নকশি ক্যাম্পের টহলরত বজিবি সদস্যরা তাদের আটক করে বিকেলে পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি ২৬ আগষ্ট সকালে বিজিবি পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলো মানব পাচারকারী চক্রের সদস্য নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে রমজান আলী (২৪) ও আসমত আলীর ছেলে রাসেল (১৬)। আটক অনুপ্রবেশকারীরা হলো, নড়াইল জেলার কালিয়া থানার বোমবাঘ গ্রামের শামীম শেখ (২৩), আফসানা খানম (২২), রুমা বেগম (৩২), মিলিনা বিশ্বাস (২৮) ও তিন বছর বয়সী শিশু কাশেম বিশ্বাস।
বিজিবি এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, মাথাপিছু ২০ থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে গত ২৩ আগস্ট রাতের আধারে নালিতাবাড়ীর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে নারী এবং শিশুসহ ৫ বাংলাদেশীকে ভারতে পাঠায় মানব পাচারকারী রমজান আলী ও রাসেল। কিন্তু ভারতীয় পুলিশের তৎপরতায় নিরাপত্তাহীনতায় পড়ে এ পাঁচ বাংলাদেশী। এ কারণে ২৫ আগষ্ট সোমবার সকাল পৌণে সাতটার দিকে ঝিনাইগাতির নকশি সীমান্তের কালিমন্দির এলাকা দিয়ে পুনরায় তারা বাংলাদেশে প্রবেশ করে। এসময় টহলরত বিজিবি সদস্যরা টের পেয়ে সবাইকে আটক করে। পরে মানব পাচারে জড়িত দুইজনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এবং অন্য ৫ জনের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয় এবং সবাইকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ময়মনসিংহ বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।
ঝালকাঠিতে গ্রাহকদের চাহিদা বিবেচনায় এনে ব্রান্ডশপ লোটো ও লি কুপার প্রতিষ্ঠানটি তাদের ১৩২তম ফ্লাগশিপ আউটলেট উদ্বোধন করেছে।
এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম সহ কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে ফিতা কেটে আউটলেটটি উদ্বোধন করেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
পৌর শহরের সাধনার মোড়ে মঙ্গলবার ২৬ আগষ্ট সকাল ১০টায় লোটো ও লি কুপারের ফ্ল্যাগশিপ আউটলেটদ্বয়ের শুভ উদ্বোধন আনুষ্ঠানে ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে কোম্পানীর এ যাত্রার প্রথম দিনে স্থানীয় ফ্যাশন সচেতন তরুণ তরুণীরা তাদের পছন্দের পন্য কালেকশন বেছে নিতে ভীর জমায়।
কোম্পানীর পক্ষ থেকে জানানো হয় প্রথম তিনদিনের প্রতিদিন প্রথম ৩০ জন পাবেন ৫০% ছাড়, ২য় ৩০ জন পাবেন ৪০% ছাড়, ৩য় ৩০ জন পাবেন ৩০% ছাড়, ৪র্থ ৩০ জন পাবেন ২০% ছাড় এবং তৎপরবর্তী সকল কাস্টমার পাবেন ১০% ছাড়। এই বিশেষ ছাড় ২৬শে আগষ্ট থেকে শুরু হয়ে ২৮ তারিখ পর্যন্ত চলমান থাকবে
নওগাঁয় সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে আটক রেখে ধর্ষণ মামলায় আ: সালাম (৩৮) নামে এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আ: সালাম সদর উপজেলার বর্ষাইল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ভিকটিম ওই শিক্ষার্থীর পরিবার পত্নীতলা উপজেলায় ভাড়া থাকতেন। ভাঙ্গারী ব্যবসার সুবাদে আসামী আ: সালামও পাশাপাশি একটি বাড়িতে ভাড়া থাকতেন। ভিকটিম মাদ্রাসায় যাওয়া আসার পথে আ: সালাম বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতো এবং রাস্তাঘাটে বিরক্ত করতো। বিষয়টি জানাজানি হলে আসামী আ: সালাম ওই ভিকটিমের পরিবারকে গালিগালাজ ও ভয়ভীতি দেখাতো। এরই একপর্যায়ে ২০২২ সালের ১১ জুলাই বিকেল তিনটার দিকে আসামী আ: সালাম একটি বাজার এলাকা থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিন পাড়া গ্রামের মোজাফ্ফর রহমানের ভাড়া বাড়িতে আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই শিক্ষার্থীর বাবা পত্নীতলা থানায় অভিযোগ করলে র্যাব ওই বাড়ি থেকে আসামিকে গ্রেফতার ও মেয়েকে উদ্ধার করে। পরে তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামী আ: সালামসহ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ আ: সালামকে যাবজ্জীবন কারাদন্ড এবং একই সঙ্গে এক লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। বাকি আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে খালাস দেওয়া হয়।
মামলার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম সন্তোষ প্রকাশ করেন। আসামী পক্ষের আইনজীবী ফাহমিদা কুলসুম উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের বালুকাপাড়া গ্রামে রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় তাকে বিয়ে করায় এক দম্পতিকে দেড় বছর ধরে 'সমাজচ্যুত' করে রাখা হয়েছে। শুধু তাই নয়, এ বিষয়ে নালিশ দেওয়ার জের ধরে পেটানো হয় দিনমজুর আব্দুল জলিল প্রামানিককে। প্রতিপক্ষের লোকজনের মারধরে এতে তার বাম হাতের হাঁড় ভেঙে গেছে।
এঘটনায় তিনি একটি থানায় অভিযোগ করেছেন। গত মঙ্গলবার রাতে সেটি মামলাটি হিসেবে রের্কড করা হয়। তবে মামলার এজাহারে সমাজচ্যুত করে রাখার বিষয়টি উল্লেখ করা হয়নি।
সরেজমিনে বালুকাপাড়া গ্রামে গিয়ে আব্দুল জলিলকে ১৮ মাস ধরে সমাজচ্যুত করে রাখার তথ্য জানা গেছে। আব্দুল জলিলের সমাজচ্যুত করার ঘটনাটি স্থানীয় রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রশীদ মন্ডলও অবগত আছেন। তিনি দুই পক্ষকে ইউপি কার্যালয়ে ডেকেও সমাজচ্যুত করে রাখার বিষয়টি সমাধান করতে পারেনি।
গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি পারিবারিক কলহের কারণে আব্দুল জলিল প্রামানিক রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দেন। এঘটনার ২৯ দিন পর তিনি আবারও স্ত্রীকে বিয়ে করেন। এ ঘটনায় গ্রাম্য মাতব্বরেরা ক্ষুব্ধ হয়ে আব্দুল জলিল প্রামানিকের পরিবারকে সমাজচ্যুত করে রাখেন। সেই সময় জলিল প্রামানিক বিষয়টি আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানান। ইউএনও রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ মণ্ডলকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। ইউপি চেয়ারম্যান উভয়পক্ষকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠকে বসেছিলেন। তবে কার্যত কোন কোনো সমাধান করতে পারেননি। এতে গ্রাম্য মাতব্বরেরা আব্দুল জলিলের ওপর আরও ক্ষুব্ধ হন। সমাজচ্যুত করে রাখা আব্দুল জলিল গত ১৫ আগস্ট রাত আটটার দিকে গ্রামের মসজিদের দিকে রওনা হন। এসময় মাতব্বরেরা তাকে দুই দফায় প্রচন্ড মারধর করেন। এতে তার বাম হাতের হাঁড় ভেঙে যায়। তিনি চিকিৎসা নিয়ে থানায় আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বালুকাপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, দেড় বছর আগে আব্দুল জলিল তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন। কয়েক দিন পর আবার সংসার শুরু করেন। এনিয়ে গ্রামের মাতব্বরেরা আব্দুল জলিল প্রামানিককে সমাজচ্যুত করেন। এনিয়ে কথা কাটাকাটির জেরে মারপিটের ঘটনা ঘটেছে।
স্থানীয় বৃদ্ধা লুৎফন নেছা বলেন, আমি কাজ করতে পারিনি। আব্দুল জলিলের বউ আমার বাড়িতে এসে জবাই করা মুরগির তরকারি রান্না করে দিয়েছিল। আমি জলিলের বাড়িতে গিয়ে এক বাটি মুরগির মাংসের তরকারি দিয়ে এসেছি। এতে আমাকেও সমাজচ্যুত করার হুমকি দিয়েছিল।
বালুকাপাড়া গ্রামের মোড়ের দোকানি হাফিজার রহমান বলেন, বউকে তালাক দেওয়ার ঘটনায় আব্দুল জলিল প্রামানিককে গ্রামের মাতব্বরেরা সমাজচ্যুত করেছেন। আব্দুল জলিল গ্রামের সামাজিক কোন কর্মকান্ডে অংশ নিতে দেয় না।
আব্দুল জলিল প্রামানিক বলেন, আমি রাগের মাথায় স্ত্রী তালাক দিয়েছিলাম। ২৯ দিন পর আবার বিয়ে পড়ে নিয়েছি। একারণে গ্রামের মাতব্বর রকি খান, মিল্টন খাঁ, আবু সুফিয়ানসহ আরও ১০-১২ জন আমাকে সমাজচ্যুত করেছেন। রাগের মাথায় স্ত্রীক। তালাক দিলে পুনরায় বিয়ে করা যাবে ঢাকার একজন মুফতির মতামত নিয়ে আসার পরও তারা মানেনি। তারা বলছে হিল্লা বিয়ে ছাড়া আমার বিয়ে বৈধ হবে না। তারা আমাকে দীর্ঘ দেড় বছর ধরে গ্রামের মসজিদে নামাজ আদায়ে করতে ও জানাজায় শরিক হতে বা দেননি। মিলাদ মাহফিল দাওয়াত দেওয়ার মাতব্বরদের চাপে পর ফিরিয়ে নেওয়া হয়েছে। এমনকি গ্রামের কারও জমিতে দিনমজুরি কাজও করতে পারব না বলে লোকজন জানিয়ে দেন। একারণে কেউ আমাকে কাজে নেয় না। সমাজচ্যুত করার জের ধরে মসজিদে যাওয়ার সময় মাতব্বরদের একাংশের লোকজন আমাকে মেরে হাত ভেঙে দিয়েছেন।
গ্রামের মাতব্বদের একজন মো. মিল্টন খাঁ। তিনি আব্দুল জলিলের দায়ের করা মামলার দুই নম্বর আসামি। তাকে তার বাড়িতে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আব্দুল জলিল সমাজ বিরোধী কাজ করেছেন। একারণে গ্রামের লোকজন তাকে সমাজচ্যুত করেছেন। আব্দুল জলিল সমাজ বিরোধী কি কাজ করেছেন এমন প্রশ্নে তিনি বলেন, আব্দুল জলিল তার স্ত্রীকে তালাক দিয়ে আবার স্ত্রীকে নিয়েছেন। এটা সমাজ বিরোধী কাজ।
আক্কেলপুর রায়কালী ইউপির চেয়ারম্যান আব্দুর রশীদ মন্ডল বলেন, আব্দুল জলিল মুক্তিযোদ্ধার সন্তান। তিনি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন। এঘটনায় গ্রামের মাতব্বরেরা আব্দুল জলিলকে সমাজচ্যুত করেন। আব্দুল জলিল ইউএনও স্যারের কাছে অভিযোগ দিয়েছিলেন। ইউএনও স্যার আমাকে ঘটনাটি সমাধানের দায়িত্ব দিয়েছিলেন। উভয়পক্ষকে ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে বৈঠক করেছি। আব্দুল জলিল যেন সামাজিকভাবে মিশতে পারে সেটি বলেছি। সমাজচ্যুতের ঘটনার জের ধরে আব্দুল জলিলকে মারধর করা হয়েছে। এতে তার বাম হাত ভেঙেছে বলে জেনেছি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আব্দুল জলিল প্রামানিক থানায় একটি অভিযোগ দিয়েছিলেন। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় সেটি মামলা হিসেবে রের্কড করা হয়েছে। আসামি আট জনের মধ্যে ইতিমধ্যে আদালত থেকে পাঁচজন আসামি জামিন নিয়েছেন, অন্য আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি অভিযান অব্যাহত রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে ২৭,২৪৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২১,৯১৬ কোটি টাকা। জুলাই-২০২৫ মাসে বিগত জুলাই-২০২৪ মাসের তুলনায় ৫,৩৩৩ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। জুলাই ২০২৫ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২৪.৩৩%।
জুলাই’২৫ মাসে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে স্থানীয় পর্যায়ের মূসক থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ১১,৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই’২৪ মাসে এই খাতে আদায়ের পরিমান ছিল ৮,৫৭১ কোটি টাকা। জুলাই ২০২৫ মাসে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩২.৪৫%।
আয়কর ও ভ্রমন কর খাতে জুলাই’২৫ মাসে রাজস্ব আদায় হয়েছে ৬,২৯৫ কোটি টাকা যা জুলাই’২০২৪ মাসের একই খাতে আদায়কৃত ৫,১৭৫ কোটি টাকার চাইতে ১,১২০ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমন করের ক্ষেত্রে জুলাই ২০২৫ মাসের আদায়ের প্রবৃদ্ধির হার ২১.৬৫%।
২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৯,৬০২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই’২৪ মাসে এই খাতে আদায় ছিল ৮,১৭০ কোটি টাকা, প্রবৃদ্ধির হার ১৭.৫২%।
রাজস্ব আদায়ের এ ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার জন্য আয়কর, মূল্য সংযোজন কর এবং কাস্টমস শুল্ক-কর আদায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারিদের প্রচেষ্টা আরো জোরদার করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড নানাবিধ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
সম্মানিত করদাতাগণ আইনের যথাযথ পরিপালন নিশ্চিত করে যথাযথ পরিমান কর পরিশোধের মাধ্যমে দেশ গড়ার কাজের অন্যতম অংশীদার হবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশাবাদী।
কুমিল্লা নাঙ্গলকোটে ইউপি সদস্য আলাউদ্দিনকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঢাকার হাতিরঝিল রেল মগবাজার রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। শুক্রবার দিনগত রাতে অভিযানটি শেষ করে র্যাব।
গ্রেফতারকৃত আসামী শেখ ফরিদ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ আলীয়ারা গ্রামের আবুল খায়েরের ছেলে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুমিল্লা অশোকতলা এলাকায় র্যাব অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন
র্যাব ১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
মেজর সাদমান জানান, নাঙ্গলকোটের আলিয়ারা গ্রামে দুই পরিবারের মধ্যে বংশপরম্পরায় একটি বিরোধ চলে আসছিল। গেল গেল ২৫ জুলাই গরুর ঘাস খাওয়া কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়।
সেদিন দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়।
এ ঘটনার রেশ ধরে গেলো ৩ আগস্ট দুপুরে আলিয়ারা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে একটি সিএনজিতে তুলে নিয়ে গুলি ও কুপিয়ে হত্যা করে।
পরে এ ঘটনায় ৫ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় নির্ধারিত সময়ের আগেই খোলা হয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সব জলকপাট। সোমবার (৫ আগস্ট) রাত ১২টা ২ মিনিটে হঠাৎ পানি বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে কেন্দ্রের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, রাতে লেকের পানির উচ্চতা ১০৮.০৫ ফুট ছুঁয়ে গেলে বিপদসীমা অতিক্রম করে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে প্রবাহিত হচ্ছে।
তিনি বলেন, “প্রথমে সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে আমরা পরের দিন মঙ্গলবার সকাল ৯টায় জলকপাট খোলার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু হঠাৎ অতিরিক্ত পানি প্রবাহের কারণে নির্ধারিত সময়ের আগেই সোমবার রাতেই জলকপাট খুলে দিতে হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি আরও জানান, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট বর্তমানে সচল রয়েছে, যেগুলোর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি লেক থেকে কর্ণফুলিতে গিয়ে পড়ছে। সবমিলিয়ে পানি নিঃসরণের হার এখন প্রতি সেকেন্ডে ৪১ হাজার কিউসেক।
ভাটি এলাকার জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, “পানি প্রবাহ বাড়লেও আতঙ্কের কোনো কারণ নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে, এবং প্রয়োজনে আমরা আগেভাগেই ব্যবস্থা নেব।”
স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এ বিষয়ে আগেই অবহিত করা হয়েছে বলে নিশ্চিত করেন কর্তৃপক্ষ।
মন্তব্য