× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
The Matarbari project will be coordinated by a strong authority
google_news print-icon

মাতারবাড়ীর প্রকল্প সমন্বয়ে হচ্ছে শক্তিশালী কর্তৃপক্ষ

মাতারবাড়ীর-প্রকল্প-সমন্বয়ে-হচ্ছে-শক্তিশালী-কর্তৃপক্ষ
কক্সবাজারের মাতারবাড়ীতে চলছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের মহাযজ্ঞ। ছবি: নিউজবাংলা
বিদ্যুৎ কেন্দ্র, সমুদ্রবন্দর, এলএনজি, এলপিজি টার্মিনাল, ইকোনমিক জোনসহ ৩৭টি মেগা প্রকল্পের কাজ চলছে মাতারবাড়ীতে। এসব পরিকল্পনা সমন্বয় করতে একটি শক্তিশালী কর্তৃপক্ষ গঠন করা হবে। আর তার জন্য তৈরি করা হচ্ছে আইন।

বহুল প্রতীক্ষিত প্রকল্প এলাকা মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) ঘিরে এখন বিশদ মহাপরিকল্পনা (কম্প্রিহেনসিভ মাস্টার প্ল্যান) নিয়েছে সরকার।

এর আওতায় শিগগির একটি স্বতন্ত্র আইন তৈরি হচ্ছে। যে আইনের ক্ষমতাবলে ‘মিডি’ এলাকা পরিচালনায় একটি শক্তিশালী কর্তৃপক্ষ গঠন করা হবে।

এ কর্তৃপক্ষ হবে স্বয়ংসম্পূর্ণ। প্রয়োজন অনুযায়ী তা নিজ ক্ষমতাবলে পরিকল্পিত ‘মিডি’ গড়তে নতুন প্রকল্প গ্রহণ, অনুমোদন, অর্থায়ন ও বাস্তবায়ন করতে পারবে। সেই সঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় টাউনশিপ গড়ে তোলা, রক্ষণাবেক্ষণ, পরিবেশ সুরক্ষাসহ চিহ্নিত এলাকার আইন-শৃঙ্খলা সব কিছুই পরিচালনা করতে পারবে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৈরি করা এ-সংক্রান্ত একটি প্রতিবেদন পর্যালোচনা করে পাওয়া গেছে এসব তথ্য।

বর্তমানে দেশে বহুমুখী অর্থনৈতিক উন্নয়নের বিরাট কর্মযজ্ঞ চলছে এই ‘মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ এলাকায়।

বিদ্যুৎকেন্দ্র, সমুদ্রবন্দর, এলএনজি, এলপিজি টার্মিনাল, ইকোনমিক জোন, ওয়াটার ফ্রন্ট ইন্ডাস্ট্রিজ, টাউনশিপ ডেভেলপমেন্ট, পানিসম্পদ উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষাসহ ইকোট্যুরিজম পার্কসহ ৩৭টি মেগা প্রকল্পের কাজ চলছে সমানতালে। এ ছাড়া এসব মেগা প্রকল্পসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সেক্টর উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী বর্তমানে এখানে ৬৮টি প্রকল্প চিহ্নিত করা গেছে।

ইতিমধ্যে চিহ্নিত প্রকল্পগুলোর মধ্যে প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প শেষ হয়েছে। প্রায় ৭৮ হাজার ৫৪৪ কোটি ৬৯ লাখ টাকার ছয়টি প্রকল্পের কাজ চলমান। অন্যান্য প্রকল্প সম্ভাব্যতা যাচাইসহ বিভিন্ন পর্যায়ে রয়েছে। এর মধ্যে ১৫টি প্রকল্প জাপান সরকারের বিনিয়োগে বাস্তবায়নের প্রস্তাব রয়েছে।

সরকার আশা করছে, বিপুল পরিমাণ বিনিয়োগে এসব অবকাঠামো উন্নয়ন দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, কানেক্টিভিটি এবং আন্ত ও আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে দায়িত্বশীল সংশ্লিষ্ট সূত্র মতে, মিডি এলাকাজুড়ে চলতে থাকা এসব উন্নয়ন কাজের প্রায় সবটাই হচ্ছে বিচ্ছিন্নভাবে। যেমন- মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের দায়িত্বে আছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের দায়িত্বে বিদ্যুৎ মন্ত্রণালয়। সেখানে যে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, সেটির দায়িত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। গ্যাসলাইন, এলএনজি, রাস্তাঘাট হচ্ছে। সরকারের বিভিন্ন দপ্তর আলাদা করে এসব প্রকল্প বাস্তবায়ন করছে, যার ফলে কাজের সমন্বয় হচ্ছে না। কাজে ব্যাঘাত ঘটছে।

একইভাবে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বহুল আলোচিত এই প্রকল্পে ২০ বিলিয়ন আমেরিকান ডলারের বিনিয়োগ প্রস্তাব রয়েছে, যেখানে জাইকার ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সের (ওডিএ) বিনিয়োগের পরিমাণ থাকছে ১০ বিলিয়ন ডলার। বাকি ১০ বিলিয়ন ডলারের বিনিয়োগ করবে জাপানের বেসরকারি খাত।

বর্তমানে ৩০০-এর বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। তবে এ প্রকল্পে জাপানের বেসরকারি খাতের এই বিনিয়োগ কোথায় হবে, পৃথক অর্থনৈতিক অঞ্চলে, না দেশি-বিদেশিদের সমন্বিত কোনো অঞ্চলে, সে বিষয়টি এখনও নিষ্পত্তি হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও ঢাকায় জাপানি দূতাবাসের তথ্য মতে, এখনও জাপান প্রস্তাব ও সমীক্ষার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, মিডি উদ্যোগে জাপানের ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ বাস্তবায়ন পর্যায়ে গড়ালে সেটি দেশের অর্থনীতির জন্য হবে বিরাট মাইলফলক। তবে প্রশ্ন হলো, জাপানি উদ্যোক্তারা যখন বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসবেন, বিনিয়োগসংক্রান্ত তথ্য ও সেবার জন্য কার কাছে যোগাযোগ করবেন? তাদের অনুকূলে প্রয়োজনীয় ভূমি কে বরাদ্দ দেবে এবং তাদের সুষ্ঠু পরিচালন তদারকিই বা কে করবে? সে রকম কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ মিডিতে নেই।

এ বিষয়ে উত্তর খোঁজার চেষ্টায় প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা যায়, শিগগিরই এই ‘মিডি’ পরিচালনায় কর্তৃপক্ষ তৈরি করা হবে। এ জন্য আগামী দুই মাসের মধ্যে মহেশখালী-মাতারবাড়ী ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (মিডি) কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া তৈরি করতে বলেছে প্রধানমন্ত্রী কার্যালয়।

এ লক্ষ্যে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিবের নেতৃত্বে ১৫ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এতে বেজা, বিডা, প্রধানমন্ত্রীর কার্যালয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, অর্থ বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় প্রতিনিধি এবং কক্সবাজার জেলা প্রশাসককে সদস্য হিসেবে রাখা হয়েছে।

এই কমিটি তাদের কাজের সুবিধার জন্য দরকারি সদস্য সংযুক্ত করতে পারবে। কমিটি সর্বোচ্চ দুই মাসের মধ্যে একটি খসড়া আইন তৈরি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে।

জানা গেছে, বর্তমানে মিডি পরিচালিত হচ্ছে মিডি সমন্বয় কমিটি দিয়ে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী এ কমিটি অনুমোদন করেন। এরপর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সেলের তত্ত্বাবধানে অনুমোদিত কমিটি মিডির কার্যক্রম সমন্বয় ও মনিটরিং করে আসছে।

পরে মিডি কর্তৃপক্ষ গঠনের উদ্দেশ্যে ২০১৯ সালের ৫ মার্চ একটি আইনের খসড়া তৈরি করা হয়। এটির বিষয়ে মতামত পেতে প্রকল্পের বড় স্টেকহোল্ডার জাইকাকেও পাঠানো হয়। তবে এখনও জাইকা থেকে মতামত পাওয়া যায়নি। এ কারণে এ বিষয়ে আর কোনো অগ্রগতিও হয়নি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায, আইনের খসড়াটি জাইকার মনঃপূত হয়নি। তা ছাড়া তারা মিডি প্রকল্পে বিনিয়োগের প্রস্তাব দিলেও এখনও তারা সম্ভাব্যতা সমীক্ষা শেষ করতে পারেনি। যে কারণে মতামত দেয়ারও প্রয়োজন মনে করেনি।

এমন প্রেক্ষাপটে মিডি কর্তৃপক্ষ গঠন বিষয়ে চলতি মাসের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) জুয়েনা আজিজের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের উপস্থিতিতে ভার্চুয়ালি একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ, গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বহুমুখী উন্নয়ন কার্যক্রমের পরিচালন ও নিয়ন্ত্রণের সুবিধায় একটি আলাদা কর্তৃপক্ষ গঠনের আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর জোর দেয়া হয়।

এ বৈঠকে মিডি কর্তৃপক্ষ গঠনে আগের খসড়াটি সংশোধনের পরামর্শ আসে। মুখ্য সচিব কায়কাউস জানান, মিডির প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নসহ পরবর্তীতে সেগুলো পরিচালনার জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি উপযুক্ত একটি কর্তৃপক্ষ গঠনের বিষয়ে জাপান, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের সফল মডেলগুলো পর্যালোচনার পরামর্শ দেন।

কায়কাউস বলেন, মিডি এলাকার জন্য জাইকা শুধু ভূমি ব্যবহার জরিপ পরিকল্পনা করেছে, কিন্তু চাহিদা মূল্যায়ন হয়নি। সে জন্য কম্প্রিহেনসিভ স্ট্যাডি এবং মাস্টার প্ল্যানের প্রয়োজন রয়েছে। এ জন্য এমন একটি আইন তৈরি করতে হবে, যেখানে কর্তৃপক্ষ গঠনের প্রস্তাব থাকে এবং গঠিত কর্তৃপক্ষ যাতে একুশ শতকের উপযোগী রূপান্তরমুখী একটি আধুনিক শহর নির্মাণ করতে সক্ষম হয়।

আইনটির প্রয়োজনীয় সংশোধনের জন্য লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে বলে জানান কায়কাউস।

এ প্রসঙ্গে অর্থ বিভাগের সিনিয়র সচিব জানান, গতানুগতিক ধারণার বাইরে ব্যতিক্রমধর্মী সিটি গভর্নমেন্টের আদলে একটি শক্তিশালী কর্তৃপক্ষ গঠনই প্রকল্পের সুন্দর ভবিষ্যৎ দেখাতে পারে। সে জন্য একটি আইনের প্রয়োজন হবে। যে আইন মিডির মাস্টারপ্ল্যানের কাজও করবে।

আরও পড়ুন:
মাতারবাড়ী হচ্ছে বিদ্যুতের হাব, অবদান রাখবে বহুমাত্রিক
দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হবে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর
মাতারবাড়ীতে আলাদা উন্নয়ন কর্তৃপক্ষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ছে
বাংলাদেশে ভেড়ানো যাবে ১০ মিটার গভীরতার জাহাজ

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
Former BFIU chief Masood Biswas arrested

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস। ছবি: ইউএনবি
জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের নামে মামলা করে দুদক।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক আকতারুল ইসলাম শনিবার ইউএনবিকে এমন তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের নামে মামলা করে দুদক।

এ মামলায় মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার দেখিয়ে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে সংস্থার একটি দল তাকে আদালতে হাজির করবে।

এর আগে ২ জানুয়ারি দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের বলেছিলেন, মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়েছে।

মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের সম্পদের বিবরণীও চেয়েছে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে বলে দুদক জানিয়েছে।

গত সেপ্টেম্বরে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ২ জানুয়ারি তার নামে মামলা হয়।

মূলত অর্থ পাচার প্রতিরোধেই কাজ করে বিএফআইইউ। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন।

আরও পড়ুন:
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ৪ হাজার কোটি টাকা আত্মসাৎ তদন্তে দুদক
স্ত্রী-সন্তানসহ সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে দুদকের মামলা
হাসিনা ও পরিবারের সদস্যদের পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি অনুসন্ধানে দুদক
গণমাধ্যমকে নিজের সম্পদের বিবরণ দিলেন দুদক চেয়ারম্যান

মন্তব্য

বাংলাদেশ
In implementing ADP the governments focus is on small and mass oriented projects

এডিপি বাস্তবায়নে সরকারের নজর ছোট ও গণমুখী প্রকল্পে

এডিপি বাস্তবায়নে সরকারের নজর ছোট ও গণমুখী প্রকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। ছবি: ইউএনবি
পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট এলাকায় কোনো উন্নয়ন করার সময় প্রথমে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলার নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন ত্বরান্বিত করতে ছোট হলেও গণমুখী উন্নয়ন প্রকল্প নিয়ে চিন্তাভাবনা করছে অন্তর্বর্তীকালীন সরকার।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনীতি এখন প্রায় স্থবির হয়ে পড়েছে। এমতাবস্থায় অর্থনীতিতে গতি সঞ্চার করতে একনেকের কয়েকটি সভায় উপদেষ্টারা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, খুব দ্রুত বাস্তবায়ন করা যায়, এমন ছোট ছোট প্রকল্প বাছাই করতে সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে।

ইউএনবিকে ওই কর্মকর্তা বলেন, ‌‌‘তবে এসব ছোট প্রকল্প অবশ্যই স্থানীয় জনগণের জন্য ব্যাপকভাবে উপকারী হতে হবে, এটিই বর্তমান সরকারের উদ্দেশ্য।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় স্পষ্টভাবে বলা হয়, সরকার দেশের মানুষের কল্যাণে কিছু ভালো প্রকল্প বাস্তবায়ন করতে চায়।

এ বিষয়ে একনেক সভায় এসব প্রকল্প থেকে যারা উপকৃত হবেন, তাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আলোচনা করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট এলাকায় কোনো উন্নয়ন করার সময় প্রথমে স্থানীয় জনগণের সঙ্গে কথা বলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, কোনো সেচ প্রকল্প নির্দিষ্ট এলাকার জন্য নেওয়া হলে তা স্থানীয় জনগণের সঙ্গে যথাযথ আলোচনা করে তাদের প্রচলিত সেচ প্রক্রিয়া ও নতুন সেচ ব্যবস্থার প্রতি তাদের মনোভাব সম্পর্কে জানতে হবে।

তিনি বলেন, ‘নতুন সেচ প্রকল্পটি যদি স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা না করে রাজধানী শহর থেকে নকশা করা হয়, তাহলে তা ব্যবহারকারীদের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। কারণ স্থানীয় জনগণ হয়তো এ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত হবেন না বা ব্যবহার করতে উৎসাহিত হবেন না।’

পরিকল্পনা কমিশনের এ কর্মকর্তা বলেন, ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে সহায়তা নিয়ে বড় প্রকল্প চালু করলে ভালো রক্ষণাবেক্ষণের সুযোগ নাও থাকতে পারে।

তিনি বলেন, ‘তাই সরকার এডিপি বাস্তবায়নের হার বৃদ্ধি এবং অর্থনীতিকে চাঙা করতে স্থানীয় পরামর্শ নিয়ে ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করতে চায়।’

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, গত ২০২৩-২৪ অর্থবছরে জুলাই-নভেম্বর মেয়াদে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক ১ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ১৮ দশমিক ৪ শতাংশ। আওয়ামী লীগ সরকারের গত বাজেটে পাস হওয়া ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকার এডিপির মধ্যে চলতি ২০২৪-২৫ অর্থবছরে ছিল মাত্র ১২ দশমিক ৩ শতাংশ।

ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

আইএমইডির তথ্যে দেখা যায়, জুলাই-নভেম্বর সময়ে এডিপির ব্যয় হয় ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪৬ হাজার ৮৫৭ কোটি ৩৮ লাখ টাকা।

অন্তর্বর্তী সরকারের চলমান ও নতুন প্রস্তাবিত সব প্রকল্প পর্যালোচনায় বিলম্বের পাশাপাশি অর্থ ছাড়ে ক্রমবর্ধমান বিলম্বকে এডিপি বাস্তবায়নে ধীরগতির কারণ হিসেবে উল্লেখ করেছেন আইএমইডি কর্মকর্তারা।

এ ছাড়া আগস্টের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর অনেক ঠিকাদার প্রকল্পগুলো ছেড়ে চলে যায়।

আরও পড়ুন:
শেখ হাসিনার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু
অর্থের প্রবাহ বাড়াতে এডিপি বাস্তবায়ন দ্রুত করার উদ্যোগ
টেকনাফে আশ্রয়ণের অধিকাংশ ঘরে চলছে ভাড়া-বাণিজ্য
হাওরে বাঁধ নির্মাণকাজে দেরি: তিন পিআইসির সভাপতিকে শোকজ
কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রের সংস্কার চান বাসিন্দারা

মন্তব্য

বাংলাদেশ
22 thousand tons of Atap rice came from Myanmar

মিয়ানমার থেকে এলো ২২ হাজার টন আতপ চাল

মিয়ানমার থেকে এলো ২২ হাজার টন আতপ চাল জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি গোল্ডেন স্টার জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ছবি: ইউএনবি
খাদ্য মন্ত্রণালয় থেকে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এ জন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে ‌‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

খাদ্য মন্ত্রণালয় থেকে শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের প্রথম চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এ জন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে পাকিস্তান থেকে চাল আমদানির সিদ্ধান্তের কথা জানায় অন্তর্বর্তী সরকার। গত ১৪ জানুয়ারি খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অফ পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল খালেক ও টিসিপির চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহ নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারের ক্রয় কমিটির অনুমোদনের পর চাল আমদানির প্রক্রিয়া শুরু হবে। ওই চাল আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশে আসতে শুরু করবে।

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে এ সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:
মিয়ানমারে সংঘাত: মাছ ধরার নৌকায় অনুপ্রবেশ ৩৬ রোহিঙ্গার
ধলেশ্বরী টোল প্লাজায় নিহত ৬: বাসচালক গ্রেপ্তার
ভারত থেকে আমদানিকৃত চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বৃহস্পতিবার
মিয়ানমার সীমান্তে শীতবস্ত্র বিতরণ কোস্ট গার্ডের
আরাকান আর্মির স্বাক্ষরে আসা ১৯ টন চাল ফেরত যাচ্ছে

মন্তব্য

বাংলাদেশ
Stock market Trading started with a fall in the first hour

পুঁজিবাজার: প্রথম ঘণ্টায় লেনদেন শুরু পতন দিয়ে

পুঁজিবাজার: প্রথম ঘণ্টায় লেনদেন শুরু পতন দিয়ে প্রতীকী ছবি
শুরুর ঘণ্টায় বাজারে লেনদেন হয় প্রায় ৮০ কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম কমে ১৫৪টি এবং বাড়ে ১২২টি শেয়ারের। দাম অপরিবর্তিত ছিল ৮০টি শেয়ারের।

ঢাকার পুঁজিবাজারে প্রথম ঘণ্টার লেনদেন শুরু হয়েছে পতন দিয়ে।

লেনদেনের শুরুর ঘণ্টাতেই পয়েন্ট কমে তিনটি সূচকের।

ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার লেনদেন শুরুর পর থেকেই সূচক কমতে থাকে।

প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬ পয়েন্ট। আর বাছাইকৃত ব্লুচিপ সূচক ডিএসই-৩০ কমেছে ২ পয়েন্ট।

পতনের ধারা অব্যাহত ছিল শরিয়াহভিত্তিক শেয়ারের সূচকে। ডিএসইএসের সূচক কমে দশমিক ১৩ পয়েন্ট।

শুরুর ঘণ্টায় বাজারে লেনদেন হয় প্রায় ৮০ কোটি টাকার। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম কমে ১৫৪টি এবং বাড়ে ১২২টি শেয়ারের। দাম অপরিবর্তিত ছিল ৮০টি শেয়ারের।

দামের দিক থেকে ভালো অবস্থানে ছিল অটোমোবাইল, পেপার মিলস, ফেব্রিকস ও প্রকৌশল কোম্পানির শেয়ারের দাম। দিনের শুরুতে শীর্ষ ২০ ব্যাংক খাতের শেয়ারের সংখ্যা তিনটি।

এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার পুঁজিবাজার সূচক হারিয়েছে ৩৮ পয়েন্ট। দুই দিনের পতনে বর্তমানে প্রধান সূচক কমে নেমেছে ৫ হাজার ১৫৫ পয়েন্টে।

পতনের ধারা অব্যাহত আছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম ঘণ্টায় নিম্নমুখী ছিল প্রধান সূচক।

এ পুঁজিবাজারে লেনদেনের শুরুতেই দাম কমেছে ৪১টি এবং বেড়েছে ২৭টি কোম্পানির শেয়ারের। প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৪৭ কোটি টাকার শেয়ার ও বন্ডের।

আরও পড়ুন:
বেক্সিমকোর শেয়ার কারসাজি: নয় বিনিয়োগকারীকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা
ইসলামী ব্যাংকের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি খতিয়ে দেখার নির্দেশ
শেয়ার কারসাজি: সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা
সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ২০ জনের বিও হিসাব জব্দ
পুঁজিবাজারে ক্রমশই নিম্নগতি, হতাশ বিনিয়োগকারীরা

মন্তব্য

বাংলাদেশ
Am Pravasi and Guardian Life Insurance will provide insurance benefits to expatriate Bangladeshis

প্রবাসী বাংলাদেশিদের বিমা সুবিধা দেবে ‘আমি প্রবাসী’ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স

প্রবাসী বাংলাদেশিদের বিমা সুবিধা দেবে ‘আমি প্রবাসী’ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স আমি প্রবাসীর পক্ষে বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ হেড অফ ইনোভেশন এম তানভীর সিদ্দিকি ও গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ সম্প্রতি চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: নিউজবাংলা
বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ হেড অফ ইনোভেশন এম তানভীর সিদ্দিকি বলেন, ‘চুক্তিটি আমাদের প্রবাসীদের ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এমন একটি সল্যুশন আনতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়তা করবে, যাতে তারা নির্বিঘ্নে কাজ করে তাদের উপার্জনে মনোনিবেশ করতে পারেন।’

বাংলা ট্র্যাক গ্রুপের প্রতিষ্ঠান ‘আমি প্রবাসী’, প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এ চুক্তির মাধ্যমে ‘গার্ডিয়ান প্রবাসী প্রহরী’ নামে একটি বিশেষ বিমা সেবা চালু করেছে, যা বিশেষভাবে প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারকে সুরক্ষা দেবে।

আমি প্রবাসীর পক্ষে বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ হেড অফ ইনোভেশন এম তানভীর সিদ্দিকি ও গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম, এফসিএ সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেন।

বিশেষ এ বিমা সেবাটি প্রবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা দেবে। এসবের মধ্যে রয়েছে বিদেশে হাসপাতাল সেবার খরচ, মৃত্যুজনিত কভারেজ, স্থায়ী বা আংশিক অক্ষমতার কভারেজ, বিনা মূল্যে টেলিমেডিসিন সেবা, ইনকাম লসের কভারেজ, মৃতদেহ দেশে ফেরত আনার ব্যবস্থা ও দাফন সেবা।

এসব সুবিধা প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তি নিশ্চিত করে তাদের সার্বিক ভালো থাকা নিশ্চিত করবে।

এ বিষয়ে বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ হেড অফ ইনোভেশন এম তানভীর সিদ্দিকি বলেন, ‘চুক্তিটি আমাদের প্রবাসীদের ক্ষমতায়নের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা এমন একটি সল্যুশন আনতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সহায়তা করবে, যাতে তারা নির্বিঘ্নে কাজ করে তাদের উপার্জনে মনোনিবেশ করতে পারেন।’

গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময় বিমাকে সহজলভ্য ও অর্থবহ করে তোলা। এ চুক্তির মাধ্যমে আমরা প্রবাসীদের চাহিদা পূরণে কাজ করব যাতে তারা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, সুরক্ষিত অনুভব করতে পারেন।’

অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন আমি প্রবাসীর পক্ষে মো. সাজেদুল হক (চিফ টেকনোলজি অফিসার), আহসানুল হক (হেড অফ বিজনেস অপারেশনস), সিয়াম আহম্মদ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট) এবং মো. সাইফ-উল-আলম (কমিউনিকেশন লিড)।

গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন আবদুল হালিম (এসভিপি এবং হেড অফ মাইক্রো ইন্স্যুরেন্স), মো. জালাল উদ্দিন (ম্যানেজার, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট), নওশীন নাহার হক (এভিপি, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট) এবং শারমিন আক্তার শাওন (বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, মাইক্রো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট)।

আরও পড়ুন:
সোনালী লাইফের ব্যবসা ৫০ শতাংশ কমার দাবি কর্মীদের
সোনালী লাইফের পাঁচ নির্বাহীকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টে স্থগিত
লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড ও ব্যাংকক হসপিটাল থাইল্যান্ডের সংবাদ সম্মেলন
লাইফ অ্যান্ড হেলথ ও পায়াথাই পাহোলিওথিন হসপিটালের যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
দ্য গার্ডিয়ান-এর বিরুদ্ধে ব্যবস্থা চান শ্রমিকরা

মন্তব্য

বাংলাদেশ
RR Imperials National Partner Conference held

আরআর ইম্পেরিয়ালের ন্যাশনাল পার্টনার সম্মেলন অনুষ্ঠিত

আরআর ইম্পেরিয়ালের ন্যাশনাল পার্টনার সম্মেলন অনুষ্ঠিত রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গত ৯ জানুয়ারি এ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি: আরআর ইম্পেরিয়াল
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এম. হারেস আহমেদ এবং ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মিরদাহর উপস্থিতিতে ২৫৫ জন আঞ্চলিক বিজয়ী এবং ১৬ জন জাতীয় বিজয়ীকে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য সম্মানিত করা হয়।

আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেডের ন্যাশনাল পার্টনার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গত ৯ জানুয়ারি এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর এম. হারেস আহমেদ এবং ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মিরদাহর উপস্থিতিতে ২৫৫ জন আঞ্চলিক বিজয়ী এবং ১৬ জন জাতীয় বিজয়ীকে তাদের অভূতপূর্ব সাফল্যের জন্য সম্মানিত করা হয়।

আরআর ইম্পেরিয়ালের ম্যানেজিং ডিরেক্টর এম. হারেস আহমেদ তার বক্তব্যে প্রতিষ্ঠানটির পণ্য তালিকা সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করেন।

আরআর ইম্পেরিয়ালের ডিরেক্টর ও সিইও মাহবুব হোসেন মিরদাহ প্রতিষ্ঠানের প্রতি তাদের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরআর ইম্পেরিয়ালের ডিরেক্টর এ.এন.এম. মনজুর মুর্শেদ উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে। তিনি প্রেরণাদায়ক ভিডিও বার্তা শেয়ার করেন, যেখানে তিনি বৈদ্যুতিক খাতের অগ্রগতির জন্য সহযোগিতা, নিরাপত্তা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিষ্ঠানটির পরিচালক আহমেদ আশফাকুর রহমান ও এ.এম. আহসানুল বারীও অনুষ্ঠানটিতে অংশ নেন।

আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড আরআর ক্যাবল এবং আরআর শ্রমিক ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক তার, অন্যান্য ক্যাবল ও এনামেল পণ্য তৈরি করে।

মন্তব্য

বাংলাদেশ
80 percent of stolen reserves recovered Governor

রিজার্ভ চুরির ৮০ শতাংশ অর্থ ফেরত এসেছে: গভর্নর

রিজার্ভ চুরির ৮০ শতাংশ অর্থ ফেরত এসেছে: গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ইউএনবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের ৮০ শতাংশ ফেরত আনা হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাকি অর্থ আদায়ে মামলা চলছে। মামলায় জিতে বাকি অর্থও ফেরানো সম্ভব।

রাজধানীর একটি হোটেল শনিবার ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে। রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ স্মরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানই ২০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। সেসব অর্থ উদ্ধারে কাজ চলছে। বিদেশিরাও সহযোগিতা করছেন।

গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তথা এফবিআইসহ অন্যান্য সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে। বিদেশি আইনজীবীও নিয়োগ দেওয়া হচ্ছে।

রেমিট্যান্স প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ায় বছরে সরকারের ৭ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। গত ৫ মাসে রেমিট্যান্স বেড়েছে ৩০০ কোটি ডলার। রপ্তানি বেড়েছে ২৫০ কোটি ডলার।

তিনি বলেন, প্রশিক্ষিত কর্মী বিদেশে পাঠাতে পারলে রেমিট্যান্স বছরে ৬০০ কোটি ডলারে উন্নীত করা সম্ভব হবে।

সৌদি আরবকে টপকে রেমিট্যান্স পাঠানোয় শীর্ষে উঠে এসেছে দুবাই।

একে আশঙ্কাজনক উল্লেখ করে গভর্নর জানান, সৌদি আরব থেকে অর্থ প্রথমে দুবাইয়ে আসছে। সেখান থেকে বাংলাদেশে আসছে। দুবাইয়ের কিছু প্রতিষ্ঠান এই সুযোগে মুদ্রা বিনিময় হার ম্যানুপুলেট (হস্তক্ষেপ) করার চেষ্টা করছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২ হাজার ৪৯০ কোটি ডলারে নেমে এসেছে। এ ছাড়া বিপিএম-৬ গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন দুই হাজার কোটি ডলার হয়েছে।

গত ৮ জানুয়ারি বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৬৫৭ কোটি ডলার। আর বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ২ হাজার ১৬৭ কোটি ডলার।

এ প্রসঙ্গে গভর্নর বলেন, ‘চার মাস চলার মতো রিজার্ভ আছে। তাই ভয়ের কিছু নেই।’

আরও পড়ুন:
ঢামেকে টাকা চুরির অভিযোগে নারীসহ দুজন আটক
মানিকগঞ্জে গরু চুরির ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
‘সন্দেহের বসে’ ছাগল চুরিতে অভিযুক্ত কৃষক লীগ নেতা
সিঁধ কেটে শিশু চুরির অভিযোগে আটক ২
ঈদে চুরি ঠেকাতে ডিএমপির ৮ পরামর্শ

মন্তব্য

p
উপরে