কুমিল্লার বুড়িচংয়ে পাশের সড়ক থেকে মহাসড়কে ওঠা মোটরসাইকেল ও ট্রাক্টরকে দুর্ঘটনা থেকে বাঁচাতে একটি কাভার্ড ভ্যান সড়ক বিভাজকে উঠে উল্টে গেছে।
বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমরান হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোটরসাইকেল ও ট্রাক্টরটি পাশের সড়ক থেকে মহাসড়কে উঠে আসছিল। কাভার্ড ভ্যানও দ্রুতগতিতে আসছিল। দুর্ঘটনা এড়াতে এটি সড়ক বিভাজকে উঠে উল্টে যায়। দুর্ঘটনায় চালক আহত হয়েছেন। তবে হেলপার সুস্থ আছেন।
এএসআই বলেন, ‘আহত চালককে ময়নামতী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ চলছে। বাকি দুই যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারা তাদের মতো চলে গেছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলবাহী ট্যাংকারের পাম্প হাউজ বিস্ফোরণের আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন।
উপজেলার ইছাপুরার দড়িকান্দি এলাকায় রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ‘মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী ট্যাংকারে রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে গেছে ৷
‘এসময় কাঞ্চন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। আগুনে ট্যাংকারে থাকা ৬ কর্মচারী ও শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন।’
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (রূপগঞ্জ) মো. আলম জানান, তেলের ট্যাংকারের পাম্প হাউজে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে ৷ এরপর ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।
আরও পড়ুন:চট্টগ্রামে মাইলেজ জটিলতা নিরসনসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং কর্মচারী ঐক্যপরিষদ। সমাবেশ থেকে ১৩ জুনের মধ্যে কর্মচারীদের দাবি মেনে নেয়া না হলে পরদিন থেকে নিয়ম অনুযায়ী ৮ ঘণ্টার বেশি কাজ না করার ঘোষণা দেয়া হয়।
রোববার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ও রেলওয়ে গার্ডস কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি মো. রোকনউদ্দিন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। রেলওয়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের কর্মচারীরা এতে উপস্থিত ছিলেন।
শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে- ১৩ জুনের রানিং স্টাফদের ৭৫ শতাংশ মাইলেজ যোগে ম্যানশন ও আনুতোষিক নিষ্পত্তি করা, আইবাস++ পদ্ধতিতে রানিং স্টাফদের বেতন-ভাতা প্রদান, নিয়োগ বিধি-২০২০ সংশোধন করে যোগ্যদের পদোন্নতি দেয়া এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক লোক নিয়োগ বন্ধ করা।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক কেজি স্বর্ণ, তিনটি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দরজার কব্জার ভেতরে লুকিয়ে তিনি এসব দেশে আনেন।
রোববার সকাল পৌনে ৯টার দিকে এনএসআই ও শুল্ক গোয়েন্দাদের (সিআইআইডি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটক যাত্রীর নাম আবদুল করিম সজন। ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা তিনি।
এনএসআই জানায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সকাল ৮টার দিকে চট্টগ্রামে পৌঁছেন তিনি৷ পরবর্তীতে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করেন এনএসআই ও সিআইআইডির সদস্যরা।
এ সময় তার ব্যাগ থেকে দরজার কব্জার ভেতর কৌশলে লুকানো ৭৪৬ গ্রাম ওজনের ১২টি দণ্ডাকৃতির স্বর্ণের টুকরো, ১১৬ দশমিক ৫ গ্রাম ওজনের একটি বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়।
এ ছাড়া ওই যাত্রীর ব্যাগ থেকে একটি আইফোন-১৪, একটি রেডমি ফোন ও একটি গুগল পিক্সেল মোবাইলফোন এবং দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়৷
কাস্টম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বলন, ‘অবৈধভাবে এসব পণ্য এনে বিপুল অংকের শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
আরও পড়ুন:মুন্সীগঞ্জের সিরাজদিখানে জৈনসার ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের বিশেষ কর্মসূচিতে যোগ দি ৩০ শিক্ষার্থী অতিরিক্তি গরমে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অভিভাবকদের অভিযোগ, জেলা পুলিশের সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টার দিকে তীব্র গরমে কোমলমতি শিক্ষার্থীদের খোলা মাঠে দীর্ঘ সময় অ্যাসেম্বলি করানো হয়। কর্মসূচিতে সিরাজদিখান থানার এএসআই কামরুল ইসলাম যৌন হয়রানি ও মাদকবিরোধী বক্তব্য দেয়ার সময় ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন উদ্দিন বলেন, ‘দুই মাস আগেই আমাদের স্কুলে অ্যাসেম্বলি বন্ধ করে দেয়া হয়েছে। এর পরিবর্তে শ্রেণিকক্ষে প্রার্থনা ও শপথ করানো হয়।
‘কামরুল ইসলাম নামে সিরাজদিখান থানার একজন অফিসার আমাদের বিদ্যালয়ে এসে সচেতনতামূলক কথা বলার জন্য শিক্ষার্থীদের মাঠে বের করেছিলেন। ওই সময় শিক্ষার্থীরা গরমে অসুস্থ হয়ে পড়ে।’
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আঞ্জুমান আরা বলেন, ‘ভবানীপুর বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে আমার এখানে চিকিৎসা নিয়েছে।’
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, বিদ্যালয়গুলোর নিয়মিত এসেম্বলিতে অল্প সময়ের জন্য শিক্ষার্থীদের যৌন হয়রানি ও মাদক বিষয়ক সচেতনতামূলক বার্তা দেয়া হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী গরমে অসুস্থ পড়ে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)-এর চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছেন আজমত উল্লা খান।
জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০ অনুযায়ী চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আজমত উল্লা খানের এই নিয়োগ কার্যকর হবে।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে লড়েছিলেন আজমত উল্লা। তবে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের কাছে পরাজিত হন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিথ্যাচার বিএনপির একমাত্র সম্পদ। মিথ্যাকে পুঁজি করে তারা আজ শেখ হাসিনার সমালোচনা করে। তাকে ক্ষমতা থেকে হটাতে চায়।’
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্মরণে রোববার দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা আওয়ামী লীগ এই স্মরণসভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর গরিব মানুষের আপনজন শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধু-কন্যা ২৪ ঘণ্টার মধ্যে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময়টাতে তিনি সারাদিন দেশের অর্থনীতি ও সাধারণ জনগণের কথা ভাবেন। রাত জেগেও কাজ করেন তিনি।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা আনন্দ করার জন্য বিদেশে যান না। তিনি সম্প্রতি বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে গিয়েছিলেন; নালিশ করতে যাননি। তিনি বিদেশ সফরে গিয়েছিলেন বাংলাদেশের সহযোগিতার জন্য। অথচ তার সফর নিয়ে মির্জা ফখরুল যা ইচ্ছে তাই বলেন। তার মুখে কিছু বাধে না। মিথ্যাচার তাদের একমাত্র সম্পদ।’
ক্ষমতাসীন দলের এই দ্বিতীয় শীর্ষ নেতা বলেন, ‘বিএনপির দেখতে দেখতে ১৪ বছর চলে গেছে। ১৫ বছরে পা দিয়েছে। আন্দোলন হয় না। মরা গাঙ্গে জোয়ার আসে না। তার মানে জনগণ না থাকলে আন্দোলন হয় না। পাবলিক নেই, বিএনপির আন্দোলনও নেই। বিএনপির আন্দোলন ভুয়া। ৫২ দফা ভুয়া, ২৭ দফা ভুয়া। বিএনপির ৫৪ দল ভুয়া।
‘বিএনপির বড় জ্বালা। পদ্মা সেতু হয়ে গেল। মেট্রোরেল চালু হলো। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে। কিছুদিন লোডশেডিং হয়তো থাকবে। সেটাও ঠিক হয়ে যাবে। বিএনপির অন্তর্জ্বালা কমবে না। তারা নালিশ করতেই থাকবে।’
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিশ্ব পরিস্থিতি দায়ী বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, ‘স্যাংকশন, যুদ্ধ, নতুন নতুন সংঘাত পৃথিবীকে স্থিতিহীন করে তুলেছে। জ্বালানি ও নিত্যপ্রয়োজনী পণ্যের মূল্যবৃদ্ধি শুধু আমাদের নয়, সারা বিশ্বের সমস্যা।
‘বড় বড় দেশগুলো যুদ্ধ করে। একে অন্যকে নিষেধাজ্ঞা দেয়। এসব কারণে জিনিসপত্রের দাম বাড়ে। আর কষ্ট করতে হয় বাংলাদেশের মতো দেশগুলোর সাধারণ মানুষকে। আমাদের আজকের এই কষ্টের জন্য আমরা দায়ী নই। এই কষ্টের জন্য দায়ী আজকে বিশ্বে সংকটজনক পরিস্থিতি।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা কাতারে গিয়ে জ্বালানি খাতে যে সহযোগিতা পেয়েছেন সেটা সামনের দিনগুলোতে আমাদেরকে সংকট থেকে উদ্ধার করবে। আপনাদের কাছে চামচাগিরি করব না। যা সত্য তাই বলব। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কষ্ট পাচ্ছে। শেখ হাসিনাও শান্তিতে নেই।
‘বাংলাদেশে বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার চেয়ে গরিব মানুষের আপনজন আর কেউ নেই। এই বাংলাদেশে গত ৪৮ বছরে সবচেয়ে পরিশ্রমী ও দক্ষ প্রশাসক শেখ হাসিনা। ৪৮ বছরে সবচেয়ে জনপ্রিয় নেতা ও সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা। এই সম্মান বাংলাদেশের মানুষের। আমরা তাকে নেতা বানিয়েছি।’
আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানুয়ারিতে পারেনি। ফেব্রুয়ারিতে পারেনি। মার্চ, এপ্রিল, মে মাসেও পারেনি। জুনেও পারবে না। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বরেও পারবে না। ডিসেম্বরে তো নির্বাচন। তখন হবে ফাইনাল খেলা।’
রাজনীতিবিদ আব্দুল জলিলের নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আব্দুল জলিল দুর্দিনে দলের পতাকা ধরে রেখেছিলেন। তার বলিষ্ঠ নেতৃত্বে দল সুসংগঠিত হয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আন্দোলন করেছে। আমার রাজনৈতিক জীবনে আওয়ামী লীগের যত সাধারণ সম্পাদক দেখেছি, তার মতো নেতৃত্ব আর কারও মধ্যে পাইনি।’
নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
স্মরণসভায় যোগদানের আগে বেলা ১১টায় নওগাঁ শহরের চকপ্রাণ এলাকায় আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের অন্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন:সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবনের ছাদ থেকে লোহার পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীসহ সাতজনের বিরুদ্ধে শনিবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেট কোতোয়ালি থানায় মামলা করা হয়।
মামলায় নির্মাণকাজে অবহেলাজনিত অভিযোগ আনা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
ওসি জানান, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কো.–এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কো.–এর মালিক মো. জামাল উদ্দিন, ক্রেনচালক মো. সাদেক। ঠিকাদারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এবং ঠিকাদারকেও আসামি করা হয়।
এর আগে শনিবার দুপুরে বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় নগর ভবনের ছাদ থেকে লোহার পাইপ পড়ে সেনাসদস্য মো. দেলোয়ার হোসেন মারা যান।
দেলোয়ার হোসেনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।
ওই ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তবে রাতে প্রকৌশলীর বিরুদ্ধে মামলার পর রোববার তদন্ত কমিটি পুনর্গঠন করেন মেয়র। কমিটি থেকে প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানকে বাদ দেয়া হয়।
পুনর্গঠিত তদন্ত কমিটিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হককে আহ্বায়ক করা হয়।
আরও পড়ুন:
মন্তব্য