শহীদ বুদ্ধিজীবী দিবসের সকাল থেকেই রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সব স্তরের মানুষের উপচে পড়া ভিড়। জাতির সূর্যসন্তানদের স্মরণে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে তারা।
সকাল হতেই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বরে ছাত্র, শিক্ষক, শহীদ পরিবারের সদস্যরা, রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলোর কর্মীরা ভিড় জমান। স্মৃতিসৌধ চত্বরে প্রবেশ করতে দেয়া হয় সকাল ৬টা থেকে। লাইন ধরে ধরে সবাইকে প্রবেশ করতে দেয়া হয় সবাইকে।
শহীদ বেদির পাশেই শহীদদের স্মরণে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও দেশের গানের আয়োজন করা হয়। শ্রদ্ধা জানাতে এসে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন ‘প্রজন্ম ৭১’ একটি মানববন্ধন করে।
জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সপ্তম শ্রেণির ছাত্রী লাবনী আক্তার বলেন, ‘আমরা শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। এই দিনে পাকিস্তানিরা তাদের হত্যা করেছে। তাদের স্মরণ করতে আমাদের শিক্ষকরা আমাদের নিয়ে এসেছেন।’
মোহাম্মদপুর গার্লস হাই স্কুলের শিক্ষার্থী লামিয়া লাবিবা বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরেও এসেছি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে। আমাদের শিক্ষদের সঙ্গে এসেছি এখানে।’
রাজধানীর চাঁদ উদ্যান গার্লস অ্যান্ড বয়েজ হাই স্কুলের শিক্ষক মুক্তা আফরোজ সিন্থিয়া বলেন, ‘বাচ্চাদের নিয়ে এসেছি এই দিনের সঠিক ইতিহাস তুলে ধরতে। এই দেশের নতুন প্রজন্ম হিসেবে তাদের শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে জানা প্রয়োজন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে এই শিশু-কিশোররাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।
‘শুধু বই পড়ে শিক্ষার্থীরা এই দিন সম্পর্কে জানতে পারবে না। তাই ইতিহাস জানার সঙ্গে সঙ্গে স্থানটাও কাছ থেকে দেখাতে তাদের নিয়ে এসেছি। তাহলেই তারা অনুভব করতে পারবে।’
আরও পড়ুন:রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকের পাঁচ নম্বর এভিনিউর একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
সর্বশেষ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে প্রাণ হারানো মোহাম্মদ আবদুল্লাহর (১৩) শরীরের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল।
এ কিশোর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছিল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে গত ২৪ নভেম্বর গ্যাস বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিল। তাদের মধ্যে আবদুল খলিল, রুমা আক্তার ও তার ছোট ভাই মোহাম্মদের মৃত্যু হয় হাসপাতালে। আজ সকালের দিকে আবদুল্লাহ নামে আরেক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল।
তিনি জানান, আর দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে স্বপ্নার শরীরের ১৪ শতাংশ ও একই পরিবারের আবদুল খলিলের ছেলে ইসমাইলের শরীরে ২০ শতাংশ দগ্ধ। এদের অবস্থাও আশঙ্কাজনক।
গত ২৪ নভেম্বর গভীর রাতে সিলিন্ডারে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন।
তাদের মধ্যে শাহজাহান মিয়া নামের একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। তার শরীরের ছয় শতাংশ দগ্ধ ছিল।
আরও পড়ুন:রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া মাধবী (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
তার পাঁচ বছর বয়সী মেয়ে শ্রেষ্ঠাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালটি (ওএসইসি) সার্ভিসে ভর্তি করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন নামের যুবক মাধবী ও শ্রেষ্ঠাকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে মাকে মৃত বলে জানান চিকিৎসক। তার শিশুটিকে ওএসইসিতে ভর্তি করা হয়।
সালাউদ্দিন বলেন, ‘সদরঘাট লঞ্চ টার্মিনালের ভেতর এক নারী অসুস্থ অবস্থায় ও তার শিশু মায়ের পাশে বসে কাঁদছিল। পরে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শিশুটি চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
জনগণের সেবক হয়ে রাজনীতি করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, নিজেদের সংস্কার করাই রাজনীতির মূল চ্যালেঞ্জ।
আন্তর্জাতিক ফারাক্কা কমিটির প্রয়াত নেতা আতিকুর রহমান সালুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এসব কথা বলেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এই স্মরণ সভার আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)।
বিএনপির এই বর্ষীয়াণ নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে যত সংস্কারই করুক না কেন, নিজেরা নিজেদের সংস্কার না করা পর্যন্ত কোনো লাভ হবে না। আজকের রাজনীতির মূল চ্যালেঞ্জ হচ্ছে আমাদের প্রত্যেককে নিজেকে নিজের সংস্কার করা। একইসঙ্গে রাজনীতি মানেই হতে হবে জনগণের সেবক হয়ে কাজ করা।’
তিনি বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ঐক্য অবশ্যই প্রয়োজন। কিন্তু এ প্রসঙ্গে আমি আরও একটু সতর্ক করে দিতে চাই, ঐক্য করতে গিয়ে আবার নতুন করে যদি বাকশাল করে ফেলি তাহলে সেই ঐক্যে কাজ হবে না।
‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাজার হাজার জীবনের বিনিময়ে স্বৈরাচারকে দেশ থেকে হটানো হয়েছে। কিন্তু তার অর্থ এটা নয় যে, দেশে গণতন্ত্র পুনরায় ফিরে এসেছে। এই সত্যকে আমাদের উপলব্ধি করতে হবে।’
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘গণতন্ত্রে রূপান্তরের মাত্র একটি ধাপ আমরা অতিক্রম করেছি, তা হচ্ছে স্বৈরাচারের বিদায়। আরও কঠিন দুটি ধাপ রয়েছে।
‘দ্বিতীয় ধাপ হলো- অত্যাবশ্যকীয় সংস্কার সম্পাদন করে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে কোটি কোটি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা।
‘তৃতীয় ধাপ হলো- জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর করা।’
ড. মঈন খান বলেন, ‘দেশে জনগণের সরকার আসতে হবে। যারা একটি স্বাধীন সংসদ গঠন করবে, যারা সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করবে, ডামি বা ভুয়া সংসদ নয়। এ গুরুদায়িত্ব এসে পড়েছে বর্তমান অন্তর্বর্তী সরকারের ওপর। সে কারণেই আমরা এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছি।
‘আমরা কোনো অবস্থাতেই চাই না তারা ব্যর্থ হোক। কেননা, এই সরকার ব্যর্থ হলে তা শুধু তাদের ব্যর্থতা হবে না, সেটা হবে পুরো জাতির ব্যর্থতা।’
আতিকুর রহমান সালুর স্মৃতিচারণ করে ড. আব্দুল মঈন খান বলেন, ‘একটি নাম আতিকুর রহমান সালু, একটি প্রতিবাদ আতিকুর রহমান সালু। আজ তার মৃত্যুর এক বছর পর আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি। এই মানুষটিকে কেন এতদিন আমরা স্মরণ করিনি?
‘দ্য ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ ইস্ট বেঙ্গলের ঘোষণাপত্র পাঠ করেছিলেন সালু। ইতিহাস সবসময় মানুষের ওপর সুবিচার করে না। পরবর্তী জীবনে তিনি নতুন করে একটি ইতিহাস সৃষ্টি করেছেন। ২০০৫ সালের ৫ মে দ্বিতীয় ফারাক্কা লংমার্চ করেছিলেন তিনি। তার সমগ্র জীবন আবর্তিত হয়েছে এই দেশের কল্যাণে।’
আইএফসি’র সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার, আইএফসি বাংলাদেশের সহ-সভাপতি ড. নাজমা আহমেদ, সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।
আরও পড়ুন:ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দু’জন পুরুষ ও বাকি তিনজন নারী।
চলতি বছরের জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫১৪ জন। একই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৮৮৪ জন।
বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘যারা আমাদের দেশের পতাকা ছিঁড়ে আমরা তাদের (ভারতীয়) পণ্য বর্জন করব।’
ভারতীয় পণ্য বর্জন ও বাংলাদেশি পণ্য ব্যবহারে উৎসাহিত করতে ‘দেশীয় পণ্য কিনুন, ধন্য হোন’ ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ‘বাংলাদেশি মা-বোনদের আর ভারত থেকে শাড়ি, সাবান, টুথপেস্ট বা অন্য কিছু কেনা উচিত নয়।’
বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘সুতরাং আমরা তাদের (ভারত) ওপর নির্ভরশীল হবো না। আমরা ভারতীয় পণ্য বর্জন করব।’
ভারতীয় শাড়িতে আগুন
অনুষ্ঠানে রিজভী তার সহধর্মিণীর একটি ভারতীয় শাড়ি ছুড়ে মারেন। ভারতবিরোধী স্লোগানের মধ্য দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়।
তিনি বলেন, ‘টাঙ্গাইলের শাড়ি, রাজশাহীর সিল্কের শাড়ি কিংবা কুমিল্লার খদ্দর পরব।’
তবে বাংলাদেশের পতাকায় আগুন ধরিয়ে দিয়ে বাংলাদেশকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করলেও ভারতের পতাকার অবমাননা ও মর্যাদা ক্ষুণ্ন না করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
রিজভী বলেন, ‘আমরা ভারতের পতাকার অপমান করব না। আমরা আরেকটি স্বাধীন দেশের মর্যাদা খাটো করব না। আমরা কোনো জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অসম্মান করব না।’
ভারতীয়রা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ মাথানত করতে পারে না। প্রয়োজন হলে আমরা দিনে একবেলা খাব। তারপরও আমরা মাথানত করব না।’
চিকিৎসা ভিসায় ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের সম্পর্কে ভারতীয় সাংবাদিক ও চিকিৎসকদের সাম্প্রতিক বক্তব্যের উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ ভারতে বিনামূল্যে চিকিৎসা করতে যায় না।
‘বাংলাদেশ থেকে লোকজন সেখানে গিয়ে ডলার খরচ করে। এখন কলকাতার নিউমার্কেট বন্ধ, দোকানপাট বন্ধ। আর কোনো ক্রেতা নেই। বাংলাদেশিরা সবসময় ডলার দিয়ে পণ্য ও সেবা কিনতে সেখানে যায়।
ভারতের হাসিনা-প্রীতি
রিজভী বলেন,’'তারা (ভারত) নিষ্ঠুর হাসিনাকে পছন্দ করে, বাংলাদেশের মানুষকে নয়। তারা চায় না বাংলাদেশ বাঁচুক।’
‘ভারত আজ বাংলাদেশের জনগণের মধ্যে এবং বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ কোনো উস্কানিতে পা দেবে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ঐক্য এতটাই দৃঢ় যে কেউ তা ভাঙতে পারবে না।’
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
আরও পড়ুন:পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জুলাই-আগস্টে আন্দোলনের সময় পুলিশের কিছু সদস্য ভালো কাজ করেননি। তারা যে আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর পুলিশ অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।’
পুলিশ সদরদপ্তরে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘যে সমস্ত পুলিশ জুলাই আন্দোলনে নিহত হয়েছেন, তারা পলিটিক্যালি ইনভলভ ছিল। বিভিন্ন জায়গায় পুলিশ হত্যা হয়েছে, কিন্তু পুলিশ এখনও নিষ্ক্রিয় আছে। সাংবাদিকদের কাছ থেকে তথ্য লুকানোর নজির আছে।’
এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই সরকার তো স্বচ্ছ (ট্রান্সপারেন্ট)। এখন তো খুন, গুম এগুলো নেই যে, আমরা লুকিয়ে রাখব, আগের সরকারের সময়ে যেটা হতো। এখন আমাদের লুকানোর কিছু নেই।’
তিনি বলেন, ‘আইনি ব্যবস্থা জোরদার করার জন্য আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে, ততটা দিয়ে আমরা চেষ্টা করছি।
‘এত মানুষ মারা গেছে। এটা বাংলাদেশ কেন, উপমহাদেশের কোথাও ঘটেনি।’
আরও পড়ুন:রাজধানীর শাহবাগে বৃহস্পতিবার রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় মোহাম্মদ আনোয়ার হোসেন (৫৫) নামের এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন।
সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় স্বজনরা আনোয়ারকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
আনোয়ারকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া তার ছেলে মোহাম্মদ অনিক বলেন, ‘আমার বাবা শাহবাগ ফুল মার্কেটে ফুলের ব্যবসা করতেন। আজ সকালের দিকে বাবা রাস্তা পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বাবাকে ধাক্কা দেয়।
‘এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবাকে মৃত বলে জানান।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকায়। বর্তমানে হাজারীবাগের একটি ভাড়া বাসায় থাকি আমরা।’
ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ ও চালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।’
আরও পড়ুন:
মন্তব্য