ব্যাংকের বিনিয়োগসীমা ক্রয়মূল্যে বিবেচনা, পাশাপাশি বন্ডে বিনিয়োগ পুঁজিবাজারে বিনিয়োগসীমার বাইরে রাখার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জানানোর পর পড়তে থাকা শেয়ারমূল্য দিয়েছে লাফ। এক দিনে ৩০০ কোম্পানির শেয়ারদর বাড়ার প্রভাবে সূচক বেড়েছে ১০০ পয়েন্টের বেশি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের মতভিন্নতার ইস্যুতে টানা দরপতনের কারণে যে হতাশা দেখা গিয়েছিল পুঁজিবাজারে, দুই পক্ষের বৈঠকের পর তার আপাত অবসান দেখা গেছে।
মঙ্গলবার বহুল প্রতীক্ষিত এই বৈঠক শেষে কোনো সার্কুলার জারি হয়নি। তবে বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের পক্ষ থেকে যেসব বিষয় তোলা হয়েছিল, তার প্রতিটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগতভাবে একমত হয়েছে।
ব্যাংকের বিনিয়োগসীমা বা এক্সপোজার লিমিট ক্রয়মূল্যে বিবেচনা, বন্ডে বিনিয়োগ- পুঁজিবাজারে বিনিয়োগসীমার বাইরে রাখার বিষয়ে রাজি হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দাপ্তরিক প্রক্রিয়া শেষে এ বিষয়ে আদেশ জারি করা হবে।
সেই বৈঠকের পরদিন বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলামের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার কথা সেই রাতেই চাওর হয়ে যায়। বৈঠক শেষে বিএসইসি চেয়ারম্যান কোনো সিদ্ধান্ত না জানালেও বলেছেন, যে কথাবার্তা হয়েছে, তা পুঁজিবাজারের জন্য দারুণ হবে।
এসব ঘটনায় বিনিয়োগকারীদের মনের চাপ দূর হওয়ার পর বুধবার সকালে লেনদেন শুরুই হয় ১২৮ পয়েন্ট দিয়ে। লেনদেনের সাড়ে ৪ ঘণ্টায় একটিবারের জন্যও তা সেখান থেকে খুব বেশি কমে দেখা যায়নি। বরং শেষ বেলায় আরও বাড়ে।
বেলা ১১টা ২৮ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৫৪ পয়েন্ট বেড়ে লেনদেন হতে থাকে। তখন সূচক ছিল ৬ হাজার ৮৫৭ পয়েন্ট। এরপর সেখান থেকে অল্প কিছু কমলেও শেষ সময়ে আবার শেয়ারদর বেড়ে সূচকের অবস্থান দাঁড়ায় ৬ হাজার ৮৪৭ পয়েন্ট, যা দিনের সর্বোচ্চ অবস্থান।
এক দিনেই সূচক বেড়েছে ১৪৩ দশমিক ৭৪ পয়েন্ট।
তবে সূচকের ঊর্ধ্বগতিতেও লেনদেন সেভাবে গতি পায়নি। বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখনও বাজারকে পর্যবেক্ষণে রেখেছে। আবার যারা বেশি দামে শেয়ার কিনে ধরে রেখেছেন, তাদের কেনা দামের কাছাকাছিও আসেনি শেয়ার। এ কারণে বিক্রয় চাপ কম ছিল। এ কারণে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কম হয়েছে।
দিন শেষে বেড়েছে ২৯৩টি শেয়ারের দর, কমেছে ৪৫টির, অপরিবর্তিত ছিল ৩৫টির দর।
সূচক বৃদ্ধিতে প্রধান ভূমিকায় ছিল বেক্সিমকো লিমিটেড। টানা পাঁচ কর্মদিবস দর হারানো কোম্পানিটির শেয়ারদর এক দিনেই বাড়ল ৯ দশমিক ৮ শতাংশ। এর প্রভাবে সূচকে যোগ হয়েছে ২১ দশমিক ৮২ পয়েন্ট।
গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, ওয়ালটন, রবি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, ইউনাইটেড পাওয়ার, পাওয়ারগ্রিড, ডেল্টা লাইফের দর বৃদ্ধিতে সূচকে যোগ হয়েছে সবচেয়ে বেশি পয়েন্ট।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানিই সূচক বাড়িয়েছে ৮৬ দশমিক ৪১ পয়েন্ট।
অন্যদিকে পুঁজিবাজারে দারুণ দিনে এতদিন ক্রমাগতভাবে বাড়তে থাকা ওয়ান ব্যাংক দর হারানোয় সূচক থেকে কমেছে ১ দশমিক ০৯ পয়েন্ট।
ট্রাস্ট ব্যাংক, ইউনিট হোটেল, সামিট পাওয়ার, আরামিট সিমেন্ট, তুংহাই নিটিং, ইস্টার্ন ক্যাবলস, নিউলাইন ক্লথিং, প্রভাতী ইন্স্যুরেন্স ও এমারেল্ড অয়েলের দরপতনের কারণে সূচক থেকে কিছু পয়েন্ট কমেছে।
তবে দরপতনের হার খুব একটা বেশি না হওয়ায় এই ১০টি কোম্পানি সূচক কমিয়েছে কেবল ৩ দশমিক ১৩ পয়েন্ট।
দর বৃদ্ধিতে ১০ কোম্পানি
গত ২৮ নভেম্বর থেকে দর কমতে থাকা বিবিধ খাতের ইনডেক্স এগ্রোর শেয়ার দরে চমক লেগেছে। কোম্পানিটির দর বেড়েছে দিনের সর্বোচ্চ ৯ দশমিক ৯৯ শতাংশ।
তবে এই দর বৃদ্ধি নতুন বিনিয়োগকারীদের মুনাফা দিলেও রেকর্ড ডেট ২৮ নভেম্বর যারা শেয়ার কিনে ধরে রেখেছিলেন তাদের জন্য খুব একটা ভালো সংবাদ দেয়নি। কারণ সেদিনও কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১২২ টাকা। বুধবারও লেনদেন শেষে শেয়ার দর দাঁড়িয়েছে ১২২ টাকায়। এই সময়ে কোম্পানিটির সর্বনিম্ম দর ছিল ১১০ টাকা।
দর বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে থাকা নতুন তালিকাভুক্ত সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। দিন শেষে দর দাঁড়িয়েছে ৫৯ টাকা ৬০ পয়সা। তবে এই দামেও শেয়ার বিক্রি করতে রাজি নন বিনিয়োগকারীরা। দিন শেষে হাতবদল হয়েছে কেবল ৮৪ হাজার ৯৫৩টি শেয়ার।
তৃতীয় অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটির শেয়ার হাতবদল হয়েছে ৭৫ লাখ ২৩৪টি। শেয়ার দর ১৫২ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬৬ টাকা ৯০ পয়সা।
বেক্সিমকোর শেয়ার দর গত ১৭ নভেম্বর থেকে টানা পতনে ছিল। ১৭২ টাকা থেকে এই সময়ে দর নেমে আসে ১৫২ টাকায়। সেখান থেকে বুধবারই প্রথম বড় উত্থান হলো কোম্পানিটির।
বস্ত্র খাতের এনভয় টেক্সটাইলের দরও বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন দাম ছিল ৪৫ টাকা। দিন শেষে দাঁড়িয়েছে ৪৯ টাকা ৪০ পয়সায়।
ব্যাংক খাতের ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের শেয়ার ৯ দশমিক ২৮ শতাংশ দর বৃদ্ধির মাধ্যমে পৌঁছেছে ১৫ টাকা ৩০ পয়সায়। ১৮ নভেম্বরের এটির ব্যাংকটির সর্বোচ্চ দর।
বুধবার ৮ শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে এমন কোম্পানির সংখ্যা ছিল তিনটি। এর মধ্যে পাট খাতের কোম্পানি জুট স্পিনার্সের দর ৮ দশমিক ৪৮ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের শ্যামপুর সুগারের দর ৮ দশমিক ৪৭ শতাংশ আর বিমা খাতের ডেল্টা লাইফের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ১৪ শতাংশ।
দর বৃদ্ধির শীর্ষ দশের নয় ও দশ নম্বরে ছিল জিবিবি পাওয়ার, যার শেয়ার বেড়েছে ৭ দশমিক ৯০ শতাংশ আর সোনালী পেপারের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ।
এই ১০টি ছাড়া ৭ শতাংশের বেশি বেড়েছে আরও ৭টি কোম্পানির দর। ৬ শতাংশের বেশি আরও ৩টির, ৫ শতাংশের বেশি ৭টির, ৪ শতাংশের বেশি ৬টির, ৩ শতাংশের বেশি ২৩টির, ২ শতাংশের বেশি বেড়েছে আরও ৬০টি কোম্পানির দর।
দর পতনের ১০ কোম্পানি
গত ৫ বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে লোকসান থাকায় কোনো বছরের জন্যই লভ্যাংশ ঘোষণা না করা তুংহাই নিটিংয়ের রেকর্ড ডেটের পর প্রথম লেনদেন ছিল বুধবার। ফলে এদিন কোম্পানিটির শেয়ার দরে উত্থান পতনে কোনো সীমা ছিল না। লভ্যাংশ না দেয়ায় কোম্পানিটির শেয়ার দর স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি দর পতন হয়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ। শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা থেকে কমে হয়েছে ৬ টাকা।
এরপরই ছিল আরামিট সিমেন্ট। কোম্পানিটির দর কমেছে ৮. দশমিক ৩০ শতাংশ। ২ কোটি ২৭ লাখ টাকা লেনদেন হওয়া কোম্পানিটির ৭৪ লাখ ৩১ হাজার ২৯টি শেয়ার হাতবদল হয়েছে।
ওয়ান ব্যাংকের শেয়ার দর এদিন কমেছে ৩ দশমিক ৪৮ শতাংশ। গত ১৭ নভেম্বর থেকে শেয়ার দরে উত্থানে থাকা এই ব্যাংকটির য়েশার দর ৩০ নভেম্বর থেকে কমছে। বুধবার লেনদেন শেষে ব্যাংকটির দর ছিল ১৯ টাকা ৪০ পয়সা।
এদিন দর পতনের থাকা কোম্পানিগুলোর মধ্যে বস্ত্র খাতের কোম্পানি ছিল সবচেয়ে বেশি। শীর্ষ দশ কোম্পানির মধ্যে ছয়টি ছিল বস্ত্র খাতের।
মিথুন নিটিংয়ের দর কমেছে ৩ দশমিক ৩৩ শতাংশ। শেয়ার দর ১২ টাকা থেকে কমে হয়েছে ১১ টাকা ৬০ পয়সা। ১ লাখ ৯২ হাজার টাকা লেনদেন হওয়া কোম্পানিটির মোট ১৬ হাজার ৫৫৫টি শেয়ার হাতবদল হয়েছে।
এমারেল্ড অয়েলের শেয়ার দর কমেছে ২ দশমিক ৫২ শতাংশ। এ ছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের দর কমেছে ২ দশমিক ৫০ শতাংশ।
সাভার রিফ্যাক্টরিজ, নিউ লাইন ক্লথিং, সোনারবাংলা টেক্সটাইল, ইস্টার্ন ক্যাবলস, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ছিল দর পতন হওয়া শীর্ষ কোম্পানির তালিকায়।
লেনদেনে এগিয়ে ১০ কোম্পানি
বুধবার লেনদেনে এগিয়ে থাকা দশ কোম্পানির মধ্যে শীর্ষে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ১২২ কোটি ২৮ লাখ টাকা লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৭৫ লাখ ২৩৪টি শেয়ার।
লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে মাত্র দুটি কোম্পানির শেয়ার দর কমেছে। এ তালিকায় দর পতন হওয়া কোম্পানি দুটি ছিল ওয়ান ব্যাংক ও একমি পেস্ট্রিসাইডস। নতুন তালিকাভুক্ত হওয়ার পর এই প্রথম দাম কমল শেয়ারটির।
এদিন ওয়ান ব্যাংকের মোট লেনদেন হয়েছে ১৩২ কোট ১১ লাখ টাকা। শেয়ার হাতবদল হয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার ৯১২টি।
ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের মোট লেনদেন হয়েছে ৭৭ কোটি ২০ লাখ টাকা। হাতবদল হয়েছে ৫ কোটি ১৮ লাখ ৯৯ হাজার ৯৪৬টি।
ডেল্টা লাইফের লেনদেন হয়েছে ৪৬ কোটি ৪০ লাখ টাকা। শেয়ার হাতবদল হয়েছে ২২ লাখ ৫ হাজার ১৯টি।
আইএফআইসি ব্যাংকের লেনদেন হয়েছে ২৬ কোটি ৯০ লাখ টাকা। শেয়ার হাতবদল হয়েছে ১৩ লাখ ৯০ হাজার ৬৪৪টি। এর আগে ছিল একমি পেস্টিসাইডস। যার শেয়ার হাতবদল হয়েছ ৯ লাখ ৪৫ হাজার ৭২টি। লেনদেন হয়েছে ৩১ কোটি ৯২ লাখ টাকা।
জেনেক্স ইফফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৩১ লাখ টাকা।
শীর্ষ দশের এই তালিকায় আরও ছিল ওরিয়ান ফার্মা, প্যারামাউন্ড টেক্সটাইল, ফরচুন সুজ।
আরও পড়ুন:সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আবারও সূচকের পতন ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে। দুই পুঁজিবাজারে সবকটি সূচক কমলেও বেড়েছে সামগ্রিক লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসএস ১ পয়েন্ট এবং ডিএস-৩০ কমেছে আধা পয়েন্টের বেশি।
সূচক কমলেও গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসইতে মোট ৪৮২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা আগেরদিন ছিল ৪৫১ কোটি টাকা।
দাম কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের। ৩৯৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫০, বিপরীতে দাম কমেছে ১৮৬ কোম্পানির। সারাদিনের লেনদনে দাম অপরিবর্তিত ছিল ৫৯ কোম্পানির শেয়ারের।
ক্যাটাগরির হিসাবে এ এবং জেড ক্যাটাগরির বেশিরভাগ শেয়ারেরই দাম ছিল নিম্নমুখী। বি ক্যাটাগরিতে দাম বেড়েছে অধিকাংশ শেয়ারের। মধ্যম মানের শেয়ারের এই ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৮২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৯, কমেছে ৩৩ এবং অপরিবর্তিত আছে ১০ কোম্পানির শেয়ারের দাম।
মিউচুয়াল ফান্ডের মধ্যে তালিকাভুক্ত ৩৬ কোম্পানির ২৪টিরই দাম ছিল উর্ধ্বমুখী। দাম কমেছে ৪ এবং অপরিবর্তিত আছে ৮ কোম্পানির।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া ২৬ কোম্পানির ২৬ কোটি ৯২ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। এরমধ্যে ব্যাংক এশিয়া সর্বোচ্চ ১০ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে বিক্রি করেছে।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে ৩ দশমিক ৩৯ শতাংশ দাম হারিয়ে তলানিতে তাল্লু স্পিনিং মিলস।
চট্টগ্রামেও পতন
ঢাকার মতো পতন হয়েছে চট্টগ্রামের সূচকেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১ পয়েন্টের বেশি।
তবে সূচক কমলেও লেনদেন বেড়েছে সিএসই'র বাজারে। সারাদিনে সিএসইতে মোট ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৩ কোটি ৮৩ লাখ টাকা।
লেনদেনে অংশ নেয়া ১৯৩ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬, কমেছে ৭৯ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে আছে পদ্মা ইসলামি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ৯ দশমিক ৯৭ শতাংশ দাম কমে তলানিতে বিচ হ্যাচারি লিমিটেড।
আরও পড়ুন:সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচকের উত্থান হলেও সার্বিক সূচক কমেছে চট্টগ্রামে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ১ ও বাছাইকৃত শেয়ার ব্লু-চিপের সূচক কমেছে ১১ পয়েন্ট।
লেনদেনে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩১, কমেছে ৬৮ এবং অপরিবর্তিত আছে ৭৩ কোম্পানির শেয়ারের দাম।
শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৩০ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৩ পয়েন্ট।
লেনদেন হওয়া ৭০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪০, কমেছে ১৯ এবং অপরিবর্তিত আছে ১১ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথম ঘণ্টায় মোট লেনদেন ৭৩ লাখ টাকা ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন:টানা দুই দিন উত্থানের পর তৃতীয় দিন মঙ্গলবারও ঢাকার পুঁজিবাজারে বইছে সুবাতাস।
সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনের প্রথম দুই ঘণ্টায় শেয়ার ও ইউনিট ক্রয়-বিক্রয় ছাড়িয়েছে ৩০০ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৭ পয়েন্ট। বাকি দুই সূচক ডিএসইএস এবং ব্লু-চিপ কোম্পানির সূচক ডিএস-৩০ বেড়েছে ১০ পয়েন্ট করে।
লেনদেন হওয়া কোম্পানির বেশির ভাগেরই দাম বেড়েছে। ১০৯ কোম্পানির দরপতন এবং ৫৩ কোম্পানির দাম অপরিবর্তিত থাকার বিপরীতে দাম বেড়েছে ২৩০ কোম্পানির।
ঢাকার মতো চট্টগ্রামের পুঁজিবাজারেও বইছে চনমনে হাওয়া। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১০২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৫৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৭, কমেছে ৫১ এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের প্রথমার্ধে সিএসইতে ৮ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
আরও পড়ুন:সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবারের লেনদেনে সূচকের উত্থান হয়েছে ঢাকার পুঁজিবাজারে; বেড়েছে সবকটি সূচক।
অন্যদিকে চট্টগ্রামে পতন দিয়ে শুরু হয়েছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট।
বাকি দুই সূচক শরিয়াহভিত্তিক ডিএসইএসের উত্থান দশমিকের নিচে এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপ সূচকের উত্থান হয়েছে ৫ পয়েন্ট।
লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দাম বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের। দরবৃদ্ধির ২৪৫ কোম্পানির বিপরীতে দর কমেছে ৮৭ এবং অপরিবর্তিত আছে ৫৬ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে দিনের শুরুতে লেনদেন ছাড়িয়েছে ১৯০ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক কমেছে ৫ পয়েন্ট। সূচক কমলেও বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
লেনদেন হওয়া ১০২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৫, কমেছে ২৯ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ২ কোটি টাকা।
আরও পড়ুন:গত সপ্তাহের উত্থানের ধারা ধরে রেখে এ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে প্রথম ঘণ্টার লেনদেন হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতেই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫ পয়েন্ট।
বাকি দুই সূচকের মধ্যে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএসের উত্থান দশমিকের নিচে থাকলেও বাছাইকৃত শেয়ার ব্লু-চিপের সূচক বেড়েছে ৩ পয়েন্ট।
লেনদেনে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৯, কমেছে ৮৭ এবং অপরিবর্তিত আছে ৮৩ কোম্পানির শেয়ারের দাম।
শুরুর ৩০ মিনিটে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৫০ কোটি টাকা। ঢাকার মতোই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১০ পয়েন্ট।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২, কমেছে ৭ এবং অপরিবর্তিত আছে ৬ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে প্রথম আধা ঘণ্টায় মোট লেনদেন ৩০ লাখ টাকা ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন:ঢাকার পুঁজিবাজারে গত এক সপ্তাহের লেনদেনে বেড়েছে সূচক ও মূলধন। তবে পুঁজিবাজার ইতিবাচক দিকে মোড় নিলেও কমেনি মন্দ কোম্পানির শেয়ারের দৌরাত্ম্য।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গত পাঁচ কার্যদিবসে শীর্ষ শেয়ারের তালিকায় থাকা দশ কোম্পানির মধ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি মাত্র দুটি।
বাকি আট কোম্পানির মধ্যে মধ্যম মানের ‘বি’ ক্যাটাগরির সংখ্যা তিন এবং লভ্যাংশ না দেওয়া এমন মন্দ কোম্পানির সংখ্যা পাঁচ।
সপ্তাহজুড়ে লেনদেনে শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস লিমিটেড। কোম্পানিটি বিনিয়োগকারীদের সর্বশেষ লভ্যাংশ দিয়েছে ২০২১ সালে।
কোম্পানিটির সর্বশেষ বার্ষিক সভা হয়েছে ২০২২ সালে। এরপর থেকে বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ না দিয়ে ‘জেড’ ক্যাটাগরিতে আছে কোম্পানিটি।
লেনদেনে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড কোম্পানিটিও ‘জেড’ ক্যাটাগরির। কোম্পানিটি ২০১৬ সালের পর আর কোনো লভ্যাংশ না দিয়েও হয়ে উঠেছে বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘তারল্য সংকটের মধ্যে সূচকের উত্থান হওয়ায় দ্রুত মুনাফা পাওয়ার আশায় অনেক বিনিয়োগকারী খারাপ শেয়ারে অর্থলগ্নি করছেন। এতে করে মন্দ কোম্পানির শেয়ার ফুলেফেঁপে উঠলেও ঝুঁকি বাড়ছে পুঁজিবাজারে।’
তিনি বলেন, ‘বাজারে ভুল তথ্য ছড়িয়ে সুবিধাভোগী কিছু কোম্পানি এসব মন্দ কোম্পানিকে টার্গেট করেই অর্থ লোপাটের পরিকল্পনা করছে। শুধু কোম্পানিই নয়, বাজার অস্থিরতার সুযোগ নিয়ে অনেক ব্রোকারেজ হাউসও জড়াচ্ছে কারসাজিতে।’
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তথ্য অনুযায়ী, সম্প্রতি প্রতারণামূলক সফটওয়্যার ব্যবহার করে বিনিয়োগকারীদের প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চার ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে।
সপ্তাহজুড়ে লেনদেনে পিছিয়ে আছে ব্যাংক খাত। পাঁচ কর্মদিবসে এ খাতে শেয়ারের দাম কমেছে ২৩ দশমিক ৭২ শতাংশ। গত সপ্তাহে এ খাতের সূচক ৬৪৮ পয়েন্ট থেকে কমে ৪৯৪ পয়েন্টে নেমে এসেছে।
ব্যাংকের পাশাপাশি দাম কমেছে বিমা খাতেও। পাঁচ কার্যদিবসে বিমা খাতে শেয়ারের দাম কমেছে ১৬ দশমিক ৬২ শতাংশ।
ব্যাংক-বিমা পিছিয়ে পড়লেও ভালো অবস্থানে রয়েছে আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার। এ খাতে শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৬৮ শতাংশ। এ ছাড়া জ্বালানি খাতে শেয়ারের দাম বেড়েছে ৩৫ শতাংশের ওপরে।
সর্বোপরি পাঁচ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট, ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৬ এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস বেড়েছে ৭ পয়েন্ট।
সপ্তাহজুড়ে ডিএসইতে ১৮৩ কোম্পানির দাম বেড়েছে, কমেছে ১৬৬টির দাম এবং অপরিবর্তিত আছে ৪৯ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন ১ শতাংশের মতো কমলেও মোট বাজার মূলধন বেড়েছে ২ দশমিক ৩৫ শতাংশ।
প্রথাগত লেনদেনের বাইরেও সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১০৬ কোটি টাকার শেয়ার বেচাকেনা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করে এসিআই লিমিটেড। কোম্পানিটি পাঁচ দিনে ব্লক মার্কেটে ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার বিক্রি করে।
সপ্তাহব্যাপী লেনদেনে সবচেয়ে বেশি রিটার্ন আসে সিরামিক খাত থেকে। রিটার্নের হিসাবে তলানিতে আছে আর্থিক খাত, জীবনবিমা ও সাধারণ বিমা। সর্বোপরি মার্কেট রিটার্ন বেড়েছে দশমিক ৫০ শতাংশ।
গত সপ্তাহে প্রথমবারের মতো পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্স বিএসইসির কাছে নিজেদের প্রাথমিক দুটি সুপারিশ জমা দেয়।
মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এসব সুপারিশ আমলে নেওয়া হলে শেয়ারবাজারের অস্থিরতা অনেকটাই কমে আসবে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে সূচকের উত্থানের মধ্য দিয়ে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের প্রথম দুই ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ১০ পয়েন্ট।
শরিয়াহভিত্তিক ডিএসইএস ৩ এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বাড়ে ৪ পয়েন্ট।
লেনদেনের শুরুতেই দাম বাড়ে ১৭৭ কোম্পানির, কমে ১৩৩টির এবং অপরিবর্তিত থাকে ৭৯টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের দুই ঘণ্টায় ডিএসইতে ১৭০ কোটি টাকার ওপর শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বাড়ে ২৮ পয়েন্ট।
লেনদেন হওয়া ১১০ কোম্পানির মধ্যে দাম বাড়ে ৭০, কমে ২২ এবং অপরিবর্তিত থাকে ১৮ কোম্পানির শেয়ারের দাম। মোট শেয়ার ও ইউনিটের লেনদেন ছাড়ায় ১ কোটি ১৫ লাখ টাকা।
আরও পড়ুন:
মন্তব্য