চট্টগ্রামে মারধরে চালক নিহতের ঘটনায় মামলা করেছেন স্ত্রী।
অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে শনিবার রাত ১১টার দিকে নগরীর বায়েজিদ থানায় মামলাটি করেন জোছনা বেগম।
নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ‘নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের নামে রাতে মামলা করেছেন। আমরা গাড়িটি শনাক্ত করে আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘শুরুতে নিহত চালক আব্দুর রহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের চেষ্টা করে পরিবার। পরে পরিবারকে বুঝিয়ে গ্রামের বাড়ি রাউজান থেকে মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এনে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।’
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান জানান, নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকায় শুক্রবার সন্ধ্যায় সাইড না দেয়াকে কেন্দ্র করে প্রচণ্ড মারধরের শিকার হন ৩ নম্বর সিটি সার্ভিসের চালক আব্দুর রহিম। পরে ওইদিন রাত ১১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় পরদিন সকালে হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ শ্রমিকরা।
সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলেও চট্টগ্রাম-খাগড়াছড়ি ও চট্টগ্রাম-রাঙ্গামাটি বাস চলাচল বন্ধ রাখা হয়। পরে নগর পুলিশের দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাসে গাড়ি চলাচল শুরু করে।
শিক্ষক পদে ছাত্রলীগ কর্মীর চাকরি না হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে সংগঠনটির নেতা-কর্মীরা। একই সঙ্গে শাটল ট্রেন অবরোধ করে রেখেছে তারা।
চবির সিন্ডিকেট সভা চলাকালে সোমবার বিকাল চারটার দিকে ভাঙচুর চালানো হয়।
চবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মঈনুল ইসলাম রাসেল বলেন, ‘ছাত্রলীগের স্বর্ণপদক প্রাপ্ত ছেলেকে চাকরি না দিয়ে কোটা সংস্কার আন্দোলন নেতা ও জামাত-শিবির মদদপুষ্ট নিয়োগপ্রার্থীকে নেয়া হচ্ছে। আমাদের দাবি এদেরকে বাদ দিতে হবে।’
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জামাত-শিবির মদদপুষ্ট নিয়োগপ্রার্থীকে বাদ দেয়া হবে না ততক্ষণ পর্যন্ত ট্রেন অবরোধ থাকবে।’
চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘ভাঙচুর কেন হয়েছে সেটা তদন্ত সাপেক্ষে বুঝা যাবে। নিয়োগের বিষয়ে এক্সপার্ট বোর্ড যাদের ভালো মনে করছে তাদের নিয়েছে। শাটলের বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’
আরও পড়ুন:কুমিল্লা নগরীতে ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকা থেকে সোমবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দুপুরের দিকে ডাস্টবিনে শিশুটির মরদেহটি দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়া হয়। পরে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ সনজুর মোর্শেদ বলেন, ‘নবজাতকের পরিচয় পাইনি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ’
নাটোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি পরিবারের বাড়ি ঘরসহ সমস্ত মালামাল পুড়ে গেছে।
শহরতলীর বড়হরিশপুর পূর্বপাড়া এলাকায় সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকতার হোসেন নিউজবাংলাকে এসব তথ্য জানান।
তিনি জানান, দুপুরে কাঁচামাল ব্যবসায়ী সেন্টু হোসেনের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুতই আগুন পাশে থাকা অপর তিন ভাই আনোয়ার, মজনু ও আতোয়ারসহ তাদের বাবার বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তার আগেই পুড়ে যায় নগদ ৯ লাখ টাকা, মোটর সাইকেল, ফ্রীজ, খাট, আসবাসসহ পাঁচ পরিবারের সব কিছু। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।
কেমন হতো যদি দরিদ্র ক্ষুধার্ত মানুষ মাত্র ১ টাকার বিনিময়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে ব্যুফেতে ইচ্ছামতো তাদের পছন্দের খাবার খেতে পারতো! হ্যাঁ, এমনই এক সুযোগ মিলছে বিদ্যানন্দের ১ টাকায় রেস্টুরেন্টে।
কুড়িগ্রামের মঙ্গা পীড়িত এলাকায় বিদ্যানন্দ তৈরি করেছে এই ১ টাকায় রেস্টুরেন্ট। এই উদ্যোগের সঙ্গে ক্রিয়েটিভ পার্টনার হিসেবে আছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড।
বিশেষ এই রেস্টুরেন্টে ১ টাকার বিনিময়ে অসহায় ক্ষুধার্ত মানুষ মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে বসে খেতে পারবে তাদের পছন্দের খাবার।
দেশে অনেকে আছেন যারা তিনবেলা ঠিকমতো খেতে পান না। প্রত্যেক বেলার খাবারের জন্য তাদের নির্ভর করতে হয় অন্যদের সাহায্যের ওপর। এমন অবস্থায় তারা ভালোমানের কোনো রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার কথা চিন্তাও করতে পারেন না। তবে এই রেস্টুরেন্টে মিলছে খাবারের ভালো সুযোগ।
বিদ্যানন্দের আধুনিক ঘরোয়ানা এই রেস্টুরেন্টটি নিশ্চিত করে খাবার খাওয়ার এক মনোরম এবং স্বাস্থ্যকর পরিবেশ। যেখানে রয়েছে পেশাদার বাবুর্চি, রেস্টুরেন্ট স্টাফ, মেন্যু কার্ড এবং বাহারি সব পুষ্টিকর খাবার।
বিদ্যানন্দের এই উদ্যোগে দরিদ্র ক্ষুধার্তরা খুঁজে পায় স্বপ্ন বাস্তব হওয়ার অনুভুতি। তারা এখন এই ১ টাকায় রেস্টুরেন্টে মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে বসে মাত্র ১ টাকার বিনিময়ে ব্যুফে থেকে বাছাই করে খেতে পারেন তাদের ইচ্ছা মতো পছন্দের খাবার।
আরও পড়ুন:মেহেরপুরে অপারেশনের টেবিলে প্রসূতির মৃত্যুর অভিযোগের ঘটনায় বেসরকারি চিকিৎসা সেবামূলক প্রতিষ্ঠান দারুস সালামের বিরুদ্ধে মামলা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এস এম শরিয়তুল্লাহ স্বপ্রণোদিত হয়ে সোমবার দুপুরে মামলাটি করেন।
মামলাটি মেহেরপুর জেলা পুলিশ সুপারকে (সার্কেল) তদন্ত করে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। সেই সঙ্গে মেহেরপুর জেলা সিভিল সার্জনকে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে জেলার সব ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি ক্লিনিকের তালিকা দেয়ার নির্দেশ দেয়।
গত ২৪ জানুয়ারি মেহেরপুর শহরের সরকারি কলেজ মোড়ের সামনে অবস্থিত বেসরকারি ক্লিনিক দারুস সালাম ক্লিনিকে অপারেশনের টেবিলে ২৫ বছর বয়সী প্রসূতি সুমাইয়া খাতুনের সন্তান প্রসবের সময়ে মৃত্যুর ঘটনা ঘটে। তবে এ সময় প্রসূতির একটি সুস্থ্য মেয়ে সন্তান জন্ম নেয়।
এ অপারেশনটি করেন ক্লিনিকের মালিক ডা. আব্দুস সালাম নিজেই। প্রাথমিকভাবে নিহত প্রসূতির পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ তুললেও লিখিত কোনো অভিযোগ না করায় বিষয়টি এতোদিন ধামাচাপা হয়ে পড়েছিল। তবে ওইদিন স্থানীয় এক গণমাধ্যমে সংবাদ প্রচার হলে বিষয়টি আদালতের নজরে আসে।
চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন দাবিতে দুই দিনের কর্মবিরতি শুরু করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন।
কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবিতে দেশের নৌ, বিমান ও স্থলবন্দরগুলোতে এই কর্মবিরতি শুরু করেছে তারা।
সোমবার সকাল থেকে দুই দিনের এ কর্মবিরতি শুরু করে সংগঠনটি। এতে চট্টগ্রামসহ সারাদেশের বন্দরগুলোতে বিল অব এন্ট্রি দাখিল ও শুল্কায়ন কার্যক্রম বন্ধ রয়েছে।
চট্টগ্রাম কাস্টমস অ্যাসোসিয়েশনের সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ‘আমরা গত জুনেও বেশ কয়েকবার এনবিআরের সঙ্গে কথা বলেছি। কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এ আগের কিছু আইন সংশোধন করা হয়েছে, যা আমাদের জন্য বিষফোঁড়ার মত। এগুলো মোটেই ব্যবসাবান্ধব নয়। এই আইনের কিছু ধারা সংশোধন ও বাতিলের দাবিতে আমাদের এই আন্দোলন।’
চট্টগ্রাম কাস্টমস অ্যাসোসিয়েশনের মহাসচিব সুলতান হোসেন খান বলেন, ‘দেশের আমাদানি-রপ্তানির সিংহভাগ এই চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। এ কারণে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়। আমরা সরকারকে বিব্রত করতে চাইনা, এটা সরকার বিরোধী আন্দোলনও না। আমাদের এই আন্দোলন ব্যবসা রক্ষা করে বেঁচে থাকার আন্দোলন।’
বিল অব এন্ট্রি ও শুল্কায়ন বন্ধের বিষয়ে জানতে চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. ফয়জুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:বাঙালি যতবার সভ্যতার সংকটে পড়েছে ততবার কবিগুরুর কবিতা, গল্প ও সুর মানুষকে সঠিক পথ দেখিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বাঙালির আত্মপরিচয় জাগিয়ে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কথা, কবিতা ও গানে বিশ্বকবি সামগ্রিকভাবে বাঙালি নন্দনতত্ত্বকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের কৃতিত্বকে পরিচিত করতে প্রতিটি জেলায় রবীন্দ্র সম্মেলন আয়োজন করা দরকার।’
নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার দুপুর ১২টায় ৪১তম জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘একাত্তরের কোটি মুক্তিযোদ্ধার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে অনুভব তা আমরা লক্ষ করেছি। তিনি যে মুক্তির ডাক দিয়েছেন, তার রচিত স্বদেশের গানে তা অনুরণিত হতে দেখেছি একাত্তরে।’
সভায় জানানো হয়, আগামী ৩-৫ মার্চ নওগাঁ জেলায় ৪১ তম রবীন্দ্র সম্মিলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালায় সহস্রকণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন, পতিসরে রবীন্দ্র প্রীতি সম্মেলন ও স্মৃতিচারণ, রবীন্দ্রনাথের চিত্রকর্ম প্রদর্শন এবং কবিগুরুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে।
মন্তব্য