সরকারি পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া রাষ্ট্রায়ত্ত জনতা ও রূপালী ব্যাংকের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ব্যাংক দুটির সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন এবং জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল, সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন ও সোহেল রানা।
রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এহতেশামুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় গ্রেপ্তার রূপালীর একজন সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বুধবারই বরখাস্তের ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। তবে, বরখাস্ত করার বিষয়ে কিছু নিয়ম-নীতি থাকায় সংশ্লিষ্ট বিভাগ বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের তিন কর্মকর্তা এবং রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিম।
প্রথমে গ্রেপ্তার হন জনতা ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তা শামসুল হক শ্যামল ও রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার জানে আলম মিলন। এরপর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার এমদাদুল হক খোকন ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, বুধবার একই অভিযোগে পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে বরখাস্ত করা হয়। পূবালী ব্যাংকের ওই কর্মকর্তা ব্যাংকের রাজধানীর ইমামগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
প্রশ্ন ফাঁসে জড়িতদের গ্রেপ্তার নিয়ে বুধবার ব্রিফিং করে গোয়েন্দা পুলিশ। সেখানে জানানো হয়, প্রশ্ন ফাঁস হয়েছে প্রশ্নপত্র প্রণয়ন এবং ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে।
গোয়েন্দা পুলিশ বলছে, কয়েকটি সরকারি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা মিলে ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষার্থীদের কাছে ৫-১৫ লাখ টাকায় বিক্রি করেন। আগেভাগে যাদের প্রশ্নপত্র দেয়ার জন্য চুক্তিভুক্ত করা হয়, তাদের ‘গোপন বুথে’ নিয়ে প্রশ্নের উত্তর মুখস্থ করানো হয়। টাকা নিয়ে প্রশ্নপত্র পেয়েছে এমন ২ শতাধিক পরীক্ষার্থীর তালিকা পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতায় ৬ নভেম্বর বিকেলে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ হাজার ৫১১টি পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৬ হাজার ৪২৭ চাকরিপ্রত্যাশী।
এর মধ্যে সোনালী ব্যাংক ১৮৩টি, জনতা ব্যাংক ৫১৬, অগ্রণী ব্যাংক ৫০০, রূপালী ব্যাংক ৫ এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৭টি পদ রয়েছে।
পরীক্ষার পরপরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। একাধিক চাকরিপ্রার্থীর দাবি, পরীক্ষা চলাকালীনই প্রশ্নের প্রিন্ট করা উত্তরপত্র ফেসবুকে পাওয়া যায়।
পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে পরের দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে স্মারকলিপি দেয় এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের একটি দল।
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা জানান, ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত পাঁচ ব্যাংকের সম্মিলিত পরীক্ষা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে হয়েছে। পরীক্ষার প্রশ্নের উত্তর পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যায়।
পরীক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার সময় শেষ হওয়ার পরেও পরীক্ষা দিতে দেয়া হয়েছে। পরীক্ষায় পর্যবেক্ষক কম ছিল। কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার প্রশ্নপত্র পৌঁছাতে দেরি হয়েছে।
এ ছাড়া নানা অব্যবস্থাপনা ও চরম অনিয়ম ছিল বলে স্মারকলিপিতে উল্লেখ করেন পরীক্ষার্থীরা। ওই পরীক্ষা বাতিলসহ দ্রুত নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।
ব্যাংকার্স সিলেকশন কমিটির দুই পরীক্ষা স্থগিত
প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলায় ব্যাংকার্স সিলেকশন কমিটির অন্তর্ভুক্ত তিন ব্যাংকের দুই পদের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোনালী ও বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) এবং জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
এর মধ্যে সিনিয়র অফিসার আইটি পদের পরীক্ষা ১৩ নভেম্বর এবং অ্যাসিসটেন্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষার পরবর্তী তারিখ ও সময়সূচি যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
আরও পড়ুন:বেসরকারি শিল্পগোষ্ঠী সজীব গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
দেশের অন্যতম বৃহৎ গ্রুপটি ১৯৮২ সালে তাদের যাত্রা শুরু করে। এ গ্রুপের নিজস্ব ও বিপণনকৃত পণ্যগুলোর মধ্যে অন্যতম সেজান জুস, কুলসান নুডলস, নসিলা ও সজীব চাল।
প্রতিষ্ঠানের নাম: সজীব গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি-ডেটা অ্যানালাইসিস
বিভাগের নাম: রপ্তানি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ, এমবিএ
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: ২৪ থেকে ৩১ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদনের নিয়ম: আগ্রহীরা স্কিল ডটজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২২ এপ্রিল, ২০২৩
সূত্র: স্কিল ডটজবস
আরও পড়ুন:ব্র্যাক ব্যাংক লিমিটেড বাংলাদেশের স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম। এটি মূলত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান।
ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ‘বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০০৯’ অর্জন করে। এটি ২০২২ সালের ৩ জানুয়ারি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
ব্র্যাক ব্যাংক সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক লিমিটেড
পদের নাম: ডেটা সায়েন্টিস্ট
বিভাগের নাম: ডিজিটাল লোন আন্ডাররাইটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সন্তোষজনক অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ডসহ ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ মার্চ, ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
আরও পড়ুন:ভিভো বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ভিভো বাংলাদেশ
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগের নাম: কল সেন্টার
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ আছে।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: ২৪ থেকে ২৯ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৪ এপ্রিল ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি বাংলাদেশের খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটি রুচি, রাঁধুনি, চপস্টিক, চাষী ও আরাম নামে পণ্যের বিক্রিকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হালাল খাদ্য তৈরির অনুমোদনপ্রাপ্ত। তাদের খাদ্য পণ্যগুলো মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালিতে রপ্তানি হয়।
জনবল নিয়োগ দেয়া হবে এক্সিকিউটিভ পদে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগের নাম: হিউম্যান রিসোর্সেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/এমবিএ
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল: পাবনা
সুবিধা: বেতন, বোনাসের পাশাপাশি প্রফিট শেয়ার
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩ এপ্রিল ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ডব্লিউএইচআইএল) ঢাকাভিত্তিক ওয়ালটন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি ওয়ালটনের ভোক্তা পণ্য ও মোটরগাড়ি শিল্পের উৎপাদন, বিপণন ও রপ্তানি করে থাকে। এর কারখানা গাজীপুরের চন্দ্রায়।
ওয়ালটন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি
পদের নাম: আইটি সাপোর্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা: নিষ্প্রয়োজন
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ইন্টার্নশিপ
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: কমপক্ষে ২০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড (SJIBL) হচ্ছে বাংলাদেশের শরিয়াহভিত্তিক পরিচালিত প্রাইভেট খাতে বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১-এর অধীনে নিবন্ধিত ব্যাংকটি ২০০১ সালের ১০ মে ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
ব্যাংকটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
পদের নাম: মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: নির্ধারিত নয়। ৫০ বছর বয়সেও করা যাবে আবেদন।
কর্মস্থল: ঢাকা (গুলশান)
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিডিজবস-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল, ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার/রিলেশনশিপ ম্যানেজার
বিভাগের নাম: ডিসক্রিশনারি পোর্টফোলিও ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা: অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজারের জন্য ন্যূনতম ২ বছর এবং রিলেশনশিপ ম্যানেজারের জন্য ন্যূনতম ৩ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা ইমেইলে ([email protected]) জীবনবৃত্তান্ত ও পাসপোর্ট সাইজ ছবি পাঠিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৩
সূত্র: বিডিজবস ডটকম
মন্তব্য