পুষ্টিগুণে সমৃদ্ধ খাদ্য হিসেবে নিত্যদিনের জীবনে ডিম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। দেশের ব্যস্ত শহরগুলোর নাগরিক জীবনে ডিমকে ব্যাচেলরদের প্রধান খাদ্যের তকমাও দিয়েছেন অনেকেই।
প্রতিদিনই তো ডিম খাওয়া হয়। কিন্তু ২ নভেম্বর একটু ভিন্ন। এদিন খেতে হয় ‘শয়তানের ডিম’। চিন্তায় পড়লেন? না, এ ডিম শয়তান পাড়ে না! কিংবা এ ডিম দিয়ে শয়তান তাড়ানোও হয় না।
মূলত এটি ডিমের একটি রেসিপি বা রন্ধনকৌশল। আর ডিশটির উদ্ভব নরকেও নয়। মুখরোচক খাবারটির সঙ্গে শয়তানের কোনো যোগসূত্র না থাকলেও এটি ‘শয়তানের ডিম।’
হিস্ট্রি চ্যানেল বলছে, শয়তানের ডিম বিষয়টি এসেছে প্রাচীন রোম থেকে। সেখানে সেদ্ধ ডিমকে নানা ধরনের মসলা, সস দিয়ে উপাদেয় করে সাজিয়ে-গুছিয়ে পরিবেশন করা হতো। আর ডিমটি খাওয়া হতো খাবার শুরুর একদম শুরুতে।
ত্রয়োদশ শতকের দিকে স্পেনের দক্ষিণাঞ্চল ও আন্দালুসিয়ানের অঞ্চলেও এভাবে ডিম খাওয়ার প্রচলন শুরু হয়। ওই সময়ের একটি রান্নার বইয়ে বলা হয়, সেদ্ধ করা ডিমের কুসুমের সঙ্গে পেঁয়াজের রস, গোলমরিচ এবং ধনে যোগ করে তারওপর গাঁজন প্রক্রিয়ায় তৈরি মাছের সস ছড়িয়ে দিয়ে তৈরি করা যায় সুস্বাদু শয়তানের ডিম।
তারও শতাব্দী পরে, এ ধরনের রেসিপি মধ্য ইউরোপে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। ১৯ শতকের দিকে এসে শয়তানের ডিমের রেসিপিতে যুক্ত হয় মেয়নেজ, কাসুন্দি ও শুকনা মরিচের গুঁড়া।
ন্যাশনাল ডে ক্যালেন্ডার ডটকম বলছে, ডিমকে মসলাদার ও ঝাল করে পরিবেশন করা থেকে ‘ডেভিলড’ বিশেষণটি যুক্ত হয়েছে। কিন্তু নির্দিষ্ট করে ডেভিলড এগ বা শয়তানের ডিম নামটি কে রেখেছেন, সেটার কোনো তথ্য পাওয়া যায়নি।
যেভাবে তৈরি হয় শয়তানের ডিম
প্রথমে ডিম সেদ্ধ করে নিতে হবে। তবে মাথায় রাখতে হবে ডিমের কুসুমটি যেন নরম না থাকে। তারপর খোসা ছাড়িয়ে ডিমকে দুই ভাগ করতে হবে।
পরে ডিমের ওপর মেয়নেজ, কাসুন্দি, নানা ধরনের হার্বস, মসলা কিংবা সস ছিটিয়ে পরিবেশন করুন। সঙ্গে প্রয়োজনীয় লবণ দিতে ভুলবেন না। ডিমের ওপর কী ধরনের উপাদান দেয়া হবে, সেটা ব্যক্তির রুচি ও স্বাদের ওপর নির্ভর করে। এর জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই।
তবে একটা শর্ত মানতেই হবে। আপনি দুপুর কিংবা রাতের খাবার খেতে বসলেন। শুরুতেই কিন্তু শয়তানের ডিম খেতে হবে। তারপর অন্য যা কিছু ইচ্ছে আপনি খেতে পারেন।
ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হয়। বন্ধুদের ডিনারে আমন্ত্রণ জানিয়ে গোগ্রাসে খাওয়া হয় ডেভিলড এগ বা শয়তানের ডিম।
এমনকি সেসব দেশের বিভিন্ন রেস্টুরেন্টের মেন্যুতে শয়তানের ডিমকে বেশ গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।
ভোজনরসিকদের কাছে এটি স্টাফড এগস, মাস্টার্ড এগস, রাশান এগস, এগ মিমোসা, স্যালাড এগস নামেও পরিচিত।
আরও পড়ুন:আমাদের গরম লাগলেই আমরা ঠান্ডা কিছু খাওয়ার কথা ভাবি। যেন শরীরটা সতেজ থাকে। তাই গরমে পান করতে পারেন আইস আপেলের মজাদার শরবত। এনডিটিভি ফুডের আইস আপেলের মজাদার শরবতের রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ৪টি আইস আপেল (তালের শাঁস)
২. ২-৩ গ্লাস পানি
৩. লবণ ও চিনি স্বাদমতো
৪. ২ চা চামচ লেবুর রস
৫. বরফ কুচি
৬. পুদিনা পাতা
প্রস্তুত প্রণালি
প্রথমে কচি তালের শাঁসের খোসা ছাড়িয়ে টুকরো করে নিন। এরপর ব্লেন্ডারে টুকরো করে রাখা তালের শাঁস, পানি, লবণ, চিনি, লেবুর রস, পুদিনা পাতা ও বরফ কুচি দিয়ে ব্লেন্ড করে নিন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন আইস আপেলের মজাদার শরবত।
আরও পড়ুন:বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। আর পাকা আম দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মজাদার ম্যাঙ্গো স্যান্ডউইচ। এনডিটিভি ফুডের ম্যাঙ্গো স্যান্ডউইচের রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ৮-১০টি আমের স্লাইস
২. ১ বাটি ক্রিম/ দই
৩. ১ টেবিল চামচ চিনি
৪. ১ টেবিল চামচ আমের পিউরি
৫. হাফ চা চামচ এলাচ গুঁড়া
প্রস্তুত প্রণালি
একটি পাত্রে ক্রিম বা দই, এলাচের গুঁড়া, চিনি এবং আমের পিউরি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এরপর পাউরুটি নিয়ে এর বাদামি সাইডগুলো কেটে আলাদা করে নিন। পাউরুটির স্লাইসে ঠান্ডা ক্রিমের মিশ্রণটি পরিমাণমতো ছড়িয়ে দিন। প্রতিটি পাউরুটির স্লাইসে ৪-৫টি আমের টুকরো দিন এবং এর ওপর আরেকটি পাউরুটি দিয়ে চেপে দিন। তারপর মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। আর পাকা আম দিয়ে খুব সহজেই তৈরি করা যায় মজাদার ম্যাঙ্গো সালসা। এনডিটিভি ফুডের ম্যাঙ্গো সালসার রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১টি পাকা আম,
২. লাল পেঁয়াজ কুচি (পরিমাণমতো)
৩. ২টি কাঁচামরিচ কুচি
৪. ৪ টেবিল চামচ ধনেপাতা কুচি
৫. ১টি লেবুর রস
৬. কালো মরিচ (স্বাদমতো)
৭. ৪ টেবিল চামচ অলিভ অয়েল
৮. ১ টেবিল চামচ ডালিম
প্রস্তুত প্রণালি
একটি বাটিতে সব উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। আর পাকা আম দিয়ে তৈরি করা যায় মজাদার লাচ্ছি। এই গরমে জাফরান, আমের মজাদার লাচ্ছি প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই গরমে পান করতে পারেন জাফরান, আমের মজাদার লাচ্ছি। এনডিটিভি ফুডের জাফরান, আমের মজাদার লাচ্ছির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১ কাপ আমের পাল্প
২. ২ কাপ দই
৩. ১ কাপ দুধ
৪. ১ টেবিল চামচ জাফরান পানিতে ভেজানো
৫. এক চিমটি এলাচ গুঁড়া
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর লাচ্ছি ফ্রিজে রেখে ঠান্ডা করে গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:আমাদের গরম লাগলেই আমরা ঠান্ডা কিছু খাওয়ার কথা ভাবি। যেন শরীরটা সতেজ থাকে। তাই গরমে পান করতে পারেন টেন্ডার কোকোনাটের মজাদার মিল্কশেক। এনডিটিভি ফুডের টেন্ডার কোকোনাটের মজাদার মিল্কশেকের রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১ কাপ কচি নারকেলের পাল্প
২. হাফ কাপ কচি নারকেলের পানি
৩. ১ কাপ ঠান্ডা দুধ
৪. ১ চা চামচ চিনি
৫. বরফ কুচি (অপশনাল)
৬. ৬-৭ কাজুবাদাম বা বাদাম (অপশনাল)
৭. এক চিমটি এলাচ গুঁড়া (অপশনাল)
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:আমাদের গরম লাগলেই আমরা ঠান্ডা কিছু খাওয়ার কথা ভাবি। যেন শরীরটা সতেজ থাকে। তাই গরমে পান করতে পারেন বিটরুটের মজাদার স্মুদি। শেফ সঞ্জিব কাপুরের বিটরুটের মজাদার স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১ কাপ দই
২. ১টি আপেল (কুচি)
৩. ৩-৪ কাপ নারকেলের পানি
৪. ১টি বিটরুট (কুচি)
৫. এক চিমটি লবণ
৬. সামান্য চিনি
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর স্মুদি ফ্রিজে রেখে ঠান্ডা করে গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:বাজারে সবে উঠতে শুরু করেছে পাকা আম। আর আম দিয়ে তৈরি করা যায় মজাদার স্মুদি। এই গরমে আম-দইয়ের মজাদার স্মুদি প্রশান্তি আনবে দেহ ও মনে। তাই গরমে পান করতে পারেন আম-দইয়ের মজাদার স্মুদি। শেফ নিতিন মাথুরের আম-দইয়ের মজাদার স্মুদির রেসিপি তুলে ধরা হলো নিউজবাংলার পাঠকদের জন্য।
উপকরণ
১. ১টি পাকা আম (কুচি করা)
২. ১ কাপ দই
৩. ১ কাপ বরফ কুচি
৪. হাফ চা চামচ দারুচিনি গুঁড়া
৫. ১ চা চামচ লেবুর রস
৬. ১ চা চামচ কুমড়ার বীজ
প্রস্তুত প্রণালি
সব উপকরণ একটি ব্লেন্ডারে দিয়ে মসৃণ না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। তারপর স্মুদি গ্লাসে ঢেলে মনমতো সাজিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুন:
মন্তব্য