রাজধানীর কাওরান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত যুবক রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির ছাত্র কেশব চন্দ্র রায় পাপন।
বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে নিহতের মামা কমল চন্দ্র রায় তার ভাগ্নের পরিচয় শনাক্ত করেন।
কমল চন্দ্র বলেন, ‘আমার ভাগ্নে রাজধানীর সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলের সপ্তম সেমিস্টারের ছাত্র।’
তিনি জানান, পড়াশোনার পাশাপাশি এলিফ্যান্ট রোড শাখা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
পাপনের গ্রামের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার উত্তর হাজিপুর গ্রামে।
তিনি তেজগাঁওয়ের মণিপুরের ৪ নম্বর গলি ৩ নম্বর গেটের কাছে একটি মেসে থাকতেন।
দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
মঙ্গলবার রাতে কারওয়ান বাজার এলাকার প্রিন্স হোটেলের সামনে ছিনতাইকারীরা ওই যুবকের মোবাইল ফোন ছিনিয়ে নেন। সে সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নেয়। সেখান থেকে রাত ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দাবিতে গুলিস্তানে গণজমায়েত করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আগামীকাল রোববার দুপুর ১২টা থেকে গুলিস্তানের জিরোপয়েন্ট মোড়ে এই গণজমায়েত শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার জিরো পয়েন্টে জমায়েত ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় আওয়ামী লীগ। এদিন বিকেল ৩টায় নুর হোসেন চত্বর থেকে তাদের এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের এই ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলও কর্মসূচি ঘোষণা করেছে।
ঢাবি ছাত্রদলের কর্মসূচি
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলকে বিদেশে হেনস্থার প্রতিবাদ এবং ১৫ বছরে বিভিন্ন হামলায় জড়িতদের বিচারসহ তিন দফা দাবিতে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ছাত্রদলের দাবিগুলো হলো-
ড. আসিফ নজরুলের ওপর বিদেশের মাটিতে হামলা ও হেনস্থার অপচেষ্টাকারী বিদেশে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসা।
আওয়ামী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।
আরও পড়ুন:রাজধানীর রামপুরা চৌধুরীপাড়ায় মাটির মসজিদ এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রামপুরা থানা পুলিশ। তারা হলেন- ২৭ বছর বয়সী জুবায়ের হোসেন বিপুল ও তার স্ত্রী ১৮ বছর বয়সী মনীষা আক্তার।
থানা পুলিশ খবর পেয়ে শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) বাছেদ মিয়া বলেন, ‘আজ দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল মালিবাগ মাটির মসজিদ সংলগ্ন একটি ভবনের তৃতীয় তলায় যাই। সেখানে স্বামী গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে এবং স্ত্রী বারান্দায় গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত বলে জানান।
বাছেদ মিয়া জানান, জুবায়ের একজন মোটর মেকানিক ছিলেন। ওই এলাকায় তার নিজের গ্যারেজ আছে। দুই-তিন মাস হলো তারা প্রেম করে বিয়ে করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেন দিবসে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়েছে দলটি। আগামীকাল রোববার রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হতে বলেছে আওয়ামী লীগ।
শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই ডাক দেয়া হয়েছে। এর পাশাপাশি একটি পোস্টারের ছবিও শেয়ার করা হয়েছে।
তাতে লেখা হয়েছে, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, নূর হোসেন চত্বরে। আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ মৌলবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে; আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে।
‘অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আপনিও অংশ নিন।’
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন।
প্রসঙ্গত, প্রতিবছর ১০ নভেম্বর নূর হোসেন দিবস পালিত হয়। ১৯৮৭ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনকালে নূর হোসেন পুলিশের গুলিতে নিহত হন।
তবে আওয়ামী লীগের পক্ষে কর্মসূচি ঘোষণা করা হলেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে কর্মসূচির অনুমতি দেয়া হবে না। কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। দলটি বাধা না মেনে কর্মসূচি পালন করতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।
আরও পড়ুন:রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে চকবাজার থানা পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
মরদেহ নিয়ে আসা চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বলেন, আমরা লোক মারফত খবর পেয়ে বকশিবাজারে নবকুমার ইনস্টিটিউটের বিপরীতে আলিয়া মাদ্রাসার মাঠের কোনায় পড়ে থাকা আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করি।
‘আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, এই নারী ওই এলাকায় ঘোরাফেরা করতেন এবং ওই মাঠের কর্নারে ঘুমাতেন। তবে চার-পাঁচদিন ধরে তাকে কোথাও ঘোরাফেরা করতে দেখেননি তারা।’
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। সিআইডির ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা করা হবে।
শিক্ষাঙ্গনগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্রলীগকে আর ফিরতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার ‘নিরাপদ বাংলাদেশ চাই’ শিরোনামে আয়োজিত সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রলীগ কেন নিষিদ্ধ হয়েছে, অনুষ্ঠানে সে ব্যাখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিয়ে কিছু লোক প্রশ্ন তুলেছেন, সমালোচনাও করেছেন।
তিনি ছাত্রলীগের গত ১২ বছরের সন্ত্রাসী কার্যক্রম তুলে ধরে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
ওই সময় শফিকুল আলম বলেন, ‘এই গবেষণাই প্রমাণ করে ছাত্রলীগ কেন নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ কতটা উগ্র ছিল।’
তিনি বলেন, ‘সুষ্ঠু পরিবেশে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ছাত্রলীগকে আর ফিরতে দেয়া যাবে না। ক্যাম্পাস সন্ত্রাসীমুক্ত রাখতে হবে। এ জন্য দরকার সুস্থ ধারার কার্যক্রম পরিচালিত করা।’
শফিকুল বলেন, নতুন করে রাষ্ট্র মেরামত করতে হলে শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।
গত ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়।
আরও পড়ুন:ভারত থেকে বাংলাদেশ ভ্রমণে আসা এক যুবকের মৃত্যু হয়েছে।
রাজধানীর মিরপুরের একটি আবাসিক হোটেল থেকে আকবর আলী মন্ডলকে (৩৮) অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।
দায়িত্বরত চিকিৎসক শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার রাত সোয়া তিনটার দিকে ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বন্ধুরা ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু ফারজু মন্ডল বলেন, ‘আমরা ভারতের বাসিন্দা। ৮ নভেম্বর আমরা ৬ বন্ধু মিলে ভারত থেকে বাংলাদেশে ভ্রমণে আসি। এখানে এসে মিরপুর ১০ নং রোজ হ্যাভেন আবাসিক হোটেলে আমরা অবস্থান করি।
‘মধ্যরাতে আমাদের বন্ধু আকবর আলী মন্ডল হঠাৎ চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। পরে ওকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক আমাদের বন্ধুকে মৃত বলে জানান।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার কাটাকোপরা গ্রামে। মৃত আকবর আলী মন্ডলের পিতার নাম আমিরউদ্দিন মন্ডল।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক জানান, ভারতীয় নাগরিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন:রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ৩১ দফা নিয়ে সেমিনার করবে বিএনপি।
আগামী ২৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে এ সেমিনার হচ্ছে।
সেমিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরাসহ
যুগপৎ আন্দোলন ও নির্বাচন বর্জন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা অংশ নেবেন।
এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি সেমিনারের বিষয়ে শুনেছি।’
যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে গত বছরের ১৩ জুলাই সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ‘রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।
গণতন্ত্র মঞ্চসহ অন্য দলগুলোর সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।
এর আগে ২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন।
তারও আগে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ উপস্থাপন করেন, তবে তার রাজনৈতিক ঘোষণাটি মূলত আসে আগেই ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সেই সম্মেলনে খালেদা জিয়া জানিয়েছিলেন, ক্ষমতায় এলে তার দল জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নিরসনে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। রাষ্ট্রের এককেন্দ্রিক ক্ষমতা দূর করতে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে।
তিনি বলেছিলেন, ‘জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি।’
বিএনপির ৩১ দফায় এসব সংস্কারের কথা রয়েছে।
আরও পড়ুন:
মন্তব্য