করোনাভাইরাসের কারণে গভীর সংকটে পড়েছিল দেশের পর্যটনশিল্প। প্রায় দেড় বছরের দীর্ঘ অচলাবস্থায় মুখ থুবড়ে পড়ে সম্ভাবনাময় এই খাত। মানুষের আয় কমে যাওয়া, প্রণোদনা নিয়ে জটিলতাসহ নানা কারণে এই খাতের পুনর্জাগরণ নিয়ে শঙ্কায় ছিলেন উদ্যোক্তারা।
তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে পর্যটনশিল্প। সরকারি প্রণোদনা কিংবা বড় বড় বিনিয়োগ নয়, বরং সাধারণ পর্যটকরাই চাঙা করে তুলছেন এই খাত। করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার পরই ঘর ছেড়ে বেরিয়ে পড়ছেন পর্যটকরা। দেশের পর্যটন এলাকাগুলোয় উপচে পড়া ভিড়।
পর্যটকদের কাছে দেশের অন্যতম আকর্ষণীয় জায়গা চট্টগ্রাম ও সিলেট। এই দুই বিভাগের বিভিন্ন জেলায় সারা বছরই পর্যটক সমাগম লেগে থাকে। তবে করোনার বিধিনিষেধ ওঠার পর পর্যটকদের ঢল আরও বেড়েছে। ঘরবন্দি থেকে হাঁপিয়ে ওঠা মানুষ দীর্ঘদিন পর মুক্ত বাতাসে নিশ্বাস ফেলার সুযোগ পেয়েছেন।
কক্সবাজারের সমুদ্র, বান্দরবানের পাহাড়, সুনামগঞ্জের হাওর কিংবা সিলেটের টিলা ও জলাবন– সবখানেই এখন পর্যটকদের ভিড়। ছুটির দিনগুলোতে এসব জায়গায় জট লেগে যায়।
পর্যটক ফেরায় এই খাতসংশ্লিষ্টদের মুখে হাসিও ফিরেছে। টাঙ্গুয়ার নৌকাচালক, জাফলংয়ের ফটোগ্রাফার, বিছনাকান্দির প্রসাধনসামগ্রী বিক্রেতা থেকে শুরু করে বড় রিসোর্টের উদ্যোক্তারাও এখন দুর্দিন কাটিয়ে উঠছেন। তবে সব জায়গাতেই উপেক্ষিত থেকে যাচ্ছে স্বাস্থ্যবিধি। উপেক্ষিত থাকছে পরিবেশের সুরক্ষা।
অবাধে ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে পর্যটকরা মানছেন না স্বাস্থ্যবিধি। বেশির ভাগই পরছেন না মাস্ক। আবার বন-হাওর-নদী-সমুদ্রে দল বেঁধে হইহুল্লোড় করে, শব্দযন্ত্র ব্যবহার করে গান বাজিয়ে আর ময়লা-আবর্জনা ফেলে পর্যটকরা নষ্ট করছেন পরিবেশ। ফলে করোনাকালীন পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশের উন্নতি হলেও বিধিনিষেধ উঠে যাওয়ার পর তা আবার হুমকিতে পড়েছে।
এসব প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, পর্যটনকেন্দ্রগুলো আবার পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে। তবে সবাইকেই পরিবেশের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। প্রশাসনের তরফ থেকেও এ ব্যাপারে কঠোর নজরদারি থাকবে।
চট্টগ্রাম
গত আগস্টে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়ার পর থেকেই চট্টগ্রামে ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে পর্যটক সমাগম। তাতে চাঙা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা। প্রাণচাঞ্চল্য ফিরেছে খাতসংশ্লিষ্টদের মাঝেও।
মূলত সেপ্টেম্বর মাস থেকে পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে শুরু হয় পর্যটন মৌসুম, চলে ফেব্রুয়ারি পর্যন্ত। এরই মধ্যে পাহাড়ি তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রায় সব পর্যটন ও বিনোদনকেন্দ্রে ভ্রমণপিপাসুদের সমাগম বাড়তে শুরু করেছে।
রাঙ্গামাটির সাজেক ভ্যালি, পলওয়েল পার্ক, সুবলং ঝরনা, খাগড়াছড়ির আলুটিলা গুহা, বান্দরবানের নীলাচল, নীলগিরি, কক্সবাজারের সৈকত, হিমছড়ি, রামু, চট্টগ্রামের পতেঙ্গা, ফয়’স লেকসহ অন্যান্য পর্যটন ও বিনোদনকেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
ঢাকা থেকে বান্দরবানে বেড়াতে আসা কনক হাসান নিউজবাংলাকে বলেন, ‘লকডাউনে একপ্রকার ঘরবন্দি ছিলাম। এর মধ্যে করোনাতেও আক্রান্ত হয়েছি। জীবনটা বিষণ্ন হয়ে উঠছিল। তাই পাহাড় দেখতে এলাম। বিশাল পাহাড় মানসিকতা পরিবর্তন করে দেয়।’
দীর্ঘদিন ঘরবন্দি থেকে অবসাদে ভুগছিলেন সেলিম উদ্দিন। ঘুরতে এসেছেন রাঙ্গামাটির সাজেকে।
সেলিম উদ্দিন বলেন, ‘করোনায় বাসাবাড়িতে বন্দি থেকে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছি। সেই অবসাদ কাটাতে সাজেক এলাম। সাজেকের প্রেমে আমরা মুগ্ধ।’
খাগড়াছড়িতে বেড়াতে আসা খুলনার বাসিন্দা সুমন মজুমদার বলেন, ‘দুই দিন সাপ্তাহিক ছুটি ছিল। সেই ছুটিতে পাহাড়ে এসে ঘুরে বেড়ালাম। ঝরনার জলধারায় শরীর জুড়ালাম। মনটা শান্তিতে ভরে গেল।’
কক্সবাজারে সৈকতে বেড়াতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুলতান আহমদ বলেন, ‘স্বাভাবিক সময়ে বছরে কয়েকবার সমুদ্র দেখতে আসি। করোনার কারণে সেটি হয়ে উঠছিল না। অনেক দিন পর সুযোগ পেয়ে সৈকতে চলে এলাম।’
এদিকে পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু হোটেল-মোটেল মালিকরা এখন ব্যস্ত সময় পার করছেন। করোনার ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তারা।
রাঙ্গামাটির হোটেল প্রিন্সের স্বত্বাধিকারী নেছার উদ্দিন বলেন, ‘করোনার ধাক্কা কাটিয়ে উঠতে আমরা চেষ্টা করছি। মোটামুটি পর্যটকদের রাঙ্গামাটিতে সমাগম বাড়ছে। আশা করছি, শীত বাড়লে পর্যটক আরও বাড়বে।’
পর্যটক সমাগমে সন্তুষ্টির কথা জানিয়ে বান্দরবানের হোটেল লেক সিটির স্বত্বাধিকারী জাফর আহমদ বলেন, ‘বান্দরবানে প্রতিদিনই কমবেশি পর্যটক আসেন। তবে শুক্র-শনিবারে এ সংখ্যা বেড়ে যায়। যেভাবে পর্যটকরা আসছেন, আমরা সন্তুষ্ট।’
এদিকে চট্টগ্রামে দূরদূরান্ত থেকে পর্যটক তেমন না এলেও স্থানীয় বিনোদনপ্রেমীরা পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় করছেন প্রতিনিয়ত। নগরের ফয়’স লেক, পতেঙ্গায় প্রতিদিন বিনোদনপ্রেমীদের ভিড় লেগে থাকছে।
পতেঙ্গা এলাকার ব্যবসায়ী আল আমিন নিউজবাংলাকে বলেন, ‘লকডাউনে সৈকত বন্ধ ছিল। এখন চালু হয়েছে। বিভিন্ন এলাকায় প্রতিদিন পিকনিক বাস আসছে। আমরা এখন ভালো আছি।’
ফয়’স লেক কনকর্ডের ব্যবস্থাপক বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘লকডাউনের সময় কর্মীদের বেতন দিতে আমাদের হিমশিম খেতে হয়েছে। তবু আমরা টিকে আছি। এখন লোকসমাগম বেড়েছে। এভাবে চললে আমরা ক্ষতি পুষিয়ে উঠতে পারব।’
তবে করোনার ক্ষতি দ্রুত পোষানো সম্ভব নয় জানিয়ে কক্সবাজারের ‘হোটেল লেক ভিউ’-এর স্বত্বাধিকারী রায়হান উদ্দিন বলেন, ‘করোনার কারণে আমাদের যে ক্ষতি হয়েছে, সেটি পোষানো সম্ভব নয়। তবে লকডাউন উঠে যাওয়ার পর আবার পর্যটন খাত চাঙা হয়ে উঠেছে। আসছে শীত মৌসুমে আশা করি ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা যাবে।’
কক্সবাজার হোটেল মালিক সমিতির নেতা এস এম কিবরিয়া বলেন, কক্সবাজারে এখন সব হোটেলে পর্যটকরা উঠছেন। অনেকেই অগ্রিম বুকিং মেটাতে হিমশিম খাচ্ছেন। বলা যায়, করোনার ধাক্কা সামলে কক্সবাজার মোটামুটি চাঙা হয়ে উঠেছে।
সিলেট
চট্টগ্রামের মতো সিলেটেও সারা বছর পর্যটক সমাগম থাকে। তবে এখানে পর্যটকরা সবচেয়ে বেশি আসেন বর্ষায়।
এখানকার হাওর, ঝরনা, পাথুরে নদী আর জলার বন বর্ষাকালেই দেখা দেয় সবচেয়ে মনমুগ্ধকর রূপে। বর্ষায় সিলেট অঞ্চলের চা-বাগানগুলো হয়ে ওঠে আরও সজীব। তবে এবার বর্ষার প্রায় পুরোটা কেটেছে ঘরবন্দি হয়ে করোনার বিধিনিষেধে।
বর্ষা শেষ হলেও সিলেটে এখনও অব্যাহত আছে বৃষ্টি। ফলে এখনও জলে টইটুম্বুর হাওর আর নদী, পাহাড়ের গায়ের ঝরনাগুলোও এখনও দৃশ্যমান। পাথুরে নদীতেও সাঁতার কাটা যায় অনায়াসে। ফলে পর্যটকরাও এই সময়ে ভিড় করছেন সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে।
এখন পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় করছেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। এ ছাড়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, জৈন্তাপুর উপজেলার লালাখাল, কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর ও নগরের চা-বাগানগুলোতে প্রতিদিনই পর্যটকদের সমাগম হচ্ছে।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গলের চা-বাগান, বড়লেখার মাধবকুণ্ড, কমলগঞ্জের হামহাম জলপ্রপাত, হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানেও বিধিনিষেধ ওঠার পর থেকে পর্যটকদের ভিড় বেড়েছে। বিশেষত শ্রীমঙ্গলে পর্যটক সমাগম হচ্ছে সবচেয়ে বেশি। ছুটির দিনগুলো ছাড়াও অন্যান্য দিনেও এই উপজেলার হোটেল-রিসোর্টে কক্ষ খালি মিলছে না।
নগরের আম্বরখানা এলাকার ব্রিটানিয়া হোটেল অ্যান্ড পার্টি সেন্টারের কর্মকর্তা কাওসার চৌধুরী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ প্রায় তিন মাস হোটেল বন্ধ রাখা হয়েছিল। বড় অঙ্কের ক্ষতি গুনতে হয়েছে। এখন পুরোদমে চালু রয়েছে। অতিথিরাও আসছেন। এখন ছুটির দিনগুলোতে হোটেলে কক্ষ খালি থাকে না।’
গত শুক্রবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ও বিকেলে রাতারগুল গিয়ে দেখা যায়, দুই জায়গায়ই পর্যটকদের উপচে পড়া ভিড়। পাহাড় থেকে নেমে আসা বিছনাকান্দির পাথুরে নদীতে গা ভেজাচ্ছে নানা বয়সী মানুষ। আবার রাতারগুলে গিয়ে দেখা যায়, নৌকায় চড়ে এই জলার বন ঘুরে দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।
ব্রাহ্মণবাড়িয়া থেকে বিছনাকান্দিতে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় ছাত্র অমিত রায়হান বলেন, ‘অনেক দিন ধরে ঘরে আটকে থেকে হাঁপিয়ে উঠেছিলাম। এখন পর্যটনকেন্দ্র খোলায় ঘুরে বেড়ানোর সুযোগ পেয়েছি। তাই সুযোগ পেয়েই ছুটে এসেছি।’
সিলেটের রাতারগুলের নৌকাচালক সামছু মিয়া। সাহের বাজার থেকে নৌকায় করে পর্যটকদের রাতারগুল জলার বন ঘুরিয়ে আনেন তিনি।
সামছু মিয়া বলেন, ‘অনেক দিন পর আবার পর্যটকরা এখানে আসা শুরু করেছেন। দীর্ঘদিন বেকার থাকার পর আবার কাজ শুরু করেছি।’
ছুটির দিনগুলোতে রাতারগুলে দেড় থেকে দুই হাজার পর্যটক সমাগম হয় জানিয়ে তিনি বলেন, ‘এ রকম দিনে আমি প্রতিদিন ৩-৪ হাজার টাকা রোজগার করতে পারি। তবে টাকার বেশির ভাগ অংশই ঘাটের ইজারাদারকে দিয়ে দিতে হয়।’
শুক্রবার সন্ধ্যায় নগরের শাহজালাল (রহ.) মাজার ও লাক্কাতুরা চা-বাগানেও পর্যটকদের ভিড় দেখা যায়। এসব এলাকায় পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় পর্যটকদের।
লাক্কাতুরায় বেড়াতে যাওয়া পর্যটকদের টাকার বিনিময়ে ছবি তুলে দেন সুয়েব আহমদ। তিনি বলেন, গত চার মাস এখানে কেউ আসেনি। ফলে কোনো আয়ও হয়নি। এখন মাসখানেক ধরে মানুষজন আসছে।
তার আক্ষেপ, সবার হাতে স্মার্টফোন থাকায় এখন লোকজন আগের মতো ছবি তোলাতে চায় না।
পর্যটক সমাগম বাড়ায় প্রায় দেড় বছর পর ব্যবসা চাঙা হতে শুরু করেছে বলে জানিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হিমাচল রিসোর্টের স্বত্বাধিকারী সাজু আহমদ।
তিনি বলেন, ‘যে ক্ষতি হয়েছে তা সহজে পুষিয়ে নেয়ার নয়। তবে এখন প্রচুর লোকজন ঘুরতে আসছেন। ক্ষতি কাটিয়ে উঠতে না পারলেও পর্যটকদের কারণে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছি।’
তবে পর্যটক সমাগম বাড়ার পেছনে ভিন্ন এক যুক্তি দিয়েছেন সিলেট চেম্বার অফ কমার্সের সহসভাপতি ও হোটেল নির্ভানা ইন-এর ব্যবস্থাপনা পরিচালক তাহমিন আহমদ। তিনি বলেন, ভারতের ভিসা বন্ধ থাকায় এখন দেশের ভেতরেই ঘুরে বেড়াতে হচ্ছে অনেককে।
তার দাবি, আগে পর্যটকরা সিলেটে এসে থাকতেন না। সিলেট হয়ে ভারতের মেঘালয়ে চলে যেতেন। এখন ভারতে পর্যটন ভিসা বন্ধ থাকায় তারা যেতে পারছেন না। ফলে দেশের ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন তারা।
দুই সপ্তাহ ধরে জাফলংয়ে পর্যটক সমাগম বেড়েছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব-জোনের পরিদর্শক মো. রতন শেখ। তিনি বলেন, ‘জাফলংয়ে এখন প্রচুর পর্যটকরা আসছেন। তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা সহযোগিতা করছি।’
সিলেট বিভাগে পাঁচ শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এগুলোর বেশির ভাগই পর্যটকনির্ভর। করোনার সময়ে একেবারে অতিথিশূন্য হয়ে পড়েছিল এসব হোটেল-রিসোর্ট। তবে এখন আবার অতিথিরা আসতে শুরু করেছে বলে জানিয়েছেন হোটেল-মোটেল ও গেস্টহাউস ওনার্স অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি সুমাত নুরী জুয়েল।
তবে ব্যবসা এখনও আগের অবস্থানে ফেরেনি জানিয়ে তিনি বলেন, ‘মানুষের আয় কমে গেছে। ফলে এখন যারা বেড়াতে আসছেন, তারা কম খরচে থাকতে চাচ্ছেন। এতে করে একটু ভালো মানের হোটেলগুলোতে অতিথি কম আসছেন। তাদের বিভিন্ন ছাড় দিয়ে অতিথি আকর্ষণ করতে হচ্ছে।’
আরও পড়ুন:এবারের দুর্গাপূজায় প্রায় দ্বিগুণ বরাদ্দ দেয়া হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর আগে দুর্গাপূজায় দুই থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেয়া হতো।
তিনি বলেন, এবারের পূজায় সরকার ৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
উপদেষ্টা বলেন, ‘এবার পূজায় নিরাপত্তা অন্যান্য সময়ের চেয়ে বেশি। প্রশাসনও আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করছে।
‘পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।’
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া দুর্গামন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে শনিবার বেলা ১১টার দিকে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলার শ্রীনগর উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
ওই সময় তার সঙ্গে ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, ওসি খন্দকার হাফিজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিউটি আক্তার, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল কুদ্দুস ধীরন, জামায়াতে ইসলামীর সিরাজদিখান উপজেলার সভাপতি মাওলানা কবির হোসেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মো. সুমন মিয়া, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মাসুদ ও সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাছির উদ্দিনসহ অনেকে।
আরও পড়ুন:মেহেরপুরের গাংনী উপজেলার শানঘাট গ্রামে শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে আপন বোন এবং ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন একটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রধান।
কোপে আহত হন ওই ব্যক্তির ভাই ও আরেক বোন।
প্রাণ হারানো দুজন হলেন জোসনা খাতুন ও তার ভাইয়ের স্ত্রী জাকিউল ইলমা।
আহত দুজন হলেন জাহিদ হোসেন ও শামীমা খাতুন।
নিহত জাকিউল ইলমা গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
ইলমাসহ দুজনকে ধারালো অস্ত্র (রামদা) দিয়ে কুপিয়ে মারধরের শিকার হন মহিবুল ইসলাম ওহিদ, যিনি শানঘাট পল্লী উন্নয়ন সংস্থা নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক। খবর পেয়ে মেহেরপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্য, পারিবারিক জমি নিয়ে শানঘাট গ্রামের মহিবুল ইসলাম ওহিদের সঙ্গে তার অপর দুই ভাই ও তিন বোনের বিরোধ চলে আসছিল। ওহিদ একাই প্রায় দেড় একর জমির পুকুর দখল নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তিন ভাই এবং দুই বোন মিলে আজ সকাল থেকে পুকুর ভাগাভাগি নিয়ে আলোচনা করছিলেন। অপর বোন অনুপস্থিত ছিলেন।
আলোচনার একপর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে ওহিদ তার ভাই-বোনদের ওপর আক্রমণ করেন। এতে ঘটনাস্থলেই বোন জোসনা খাতুন ও বড় ভাইয়ের স্ত্রী জাকিউল ইলমা নিহত হন।
গুরুতর আহত অবস্থায় মহিবুলের ভাই জাহিদ হোসেন ও ছোট বোন শামীমাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ।
ঘটনার প্রত্যক্ষদর্শী জোসনা খাতুনের স্বামী কুদরত-ই-হাফিজ জানান, ভাই-বোনদের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে বিরোধ চলে আসছিল। মহিবুল ইসলাম ওহিদ বাড়ির পাশের ১ একর ২৮ শতক জমির একটি পুকুর দখল করে আছেন। ভাই-বোনদের ভাগ নির্ধারণ করার জন্য আজ সবাই মিলে আলোচনায় বসা হয়েছিল। এর একপর্যায়ে মহিবুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন দুজন।
নিহতের প্রতিবেশীরা জানান, ভাই-বোনদের মধ্যে জমিজমার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এ নিয়ে এর আগেও একবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। দুই পক্ষই আদালতে মামলা করেছিল। স্থানীয়ভাবে অনেকবার আলোচনায় বসা হলেও সমস্যা সমাধান হয়নি। দুই ভাই এবং তিন বোন এক পক্ষে এবং মহিবুল একাই তাদের প্রতিপক্ষ। কোনোমতেই মহিবুল তাদের সঙ্গে সমঝোতায় আসেননি।
দীর্ঘদিনের বিরোধের জের শেষ পর্যন্ত রক্তাক্ত হত্যাকাণ্ডের পথে গড়ায়।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া করছে পুলিশ।
দুজনকে হত্যাকারী মহিবুল ইসলাম ওহিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম।
আরও পড়ুন:জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
এ নিষেধাজ্ঞার সময় প্রত্যেক জেলে ভিজিএফের চাল পাবেন ২৫ কেজি করে।
নিষেধাজ্ঞার সময়ে বরাদ্দকৃত চালের সঠিক তালিকা তৈরি করে দ্রুত তা বাস্তবায়নের দাবি জানান জেলেরা।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তার ভাষ্য, নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার জন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান চালানো হবে। গত বছরের অভিযান সফল হওয়ায় মাছের উৎপাদন বাড়ছে।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় ৫২ হাজার জেলে আছেন। তাদের মধ্যে নিবন্ধিত জেলে ৪৩ হাজার ৩০০। এসব জেলে মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।
জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় শনিবার মধ্যরাত (১৩ অক্টোবর) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নদীর ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়।
নিষেধাজ্ঞার সময় এসব এলাকায় সব ধরনের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ নিষিদ্ধ রয়েছে।
জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও পোস্টারিংসহ সব ধরনের প্রচার অব্যাহত রেখেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ।
আরও পড়ুন:মেহেরপুর সদর উপজেলার দফরপুর ও সোনাপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় দুজন নিহত হয়েছেন।
বজ্রপাতে একজন কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রাণ হারানো দুজন হলেন দফরপুর গ্রামের প্রয়াত আবদুর রশিদের ছেলে রাফিজ ও সোনাপুর গ্রামের আবদুর রশিদ।
আকস্মিক বজ্রপাতে শুক্রবার তাদের মৃত্যু হয়।
বজ্রপাতে আহত হন সোনাপুর গ্রামের আবদুল মান্নান নামের কৃষক। তিনি বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার আগে আকস্মিক বৃষ্টি শুরু হয় মেহেরপুরের কিছু গ্রামে। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
সদর উপজেলার দফরপুর গ্রামের রাফিজ কবুতর পোষেন। তিনি মাঠে যান কবুতরের খোঁজে। সন্ধ্যার পর তার দগ্ধ মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
অপরদিকে একই উপজেলার সোনাপুর গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন আবদুর রশিদ ও আবদুল মান্নান। ওই সময় আকস্মিক বজ্রপাতে আবদুর রশিদের মৃত্যু হয় ও আবদুল মান্নান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী বজ্রপাতে দুটি স্থানে দুজন নিহত ও একজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন:নাটোরে আলাদা ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
নলডাঙ্গা উপজেলায় শুক্রবার সকালে বজ্রপাতে দুইজন এবং বড়াইগ্রাম উপজেলায় ডোবার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়।
প্রাণ হারানো তিনজন হলেন নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নূর হোসেনের ছেলে আবদুল মোমিন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র বিশা গ্রামের সাদেক আলীর ছেলে রায়হান আলী এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁওয়ের সুমন মন্ডলের শিশুকন্যা সানজিদা খাতুন।
জেলার পুলিশ সুপার (এসপি) মারুফাত হোসাইন জানান, নলডাঙ্গার হালতিবিলে নৌকায় করে শামুক আনতে যান কয়েকজন। ওই সময় বজ্রপাতে আবদুল মোমিন নামের একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরও দুইজন।
তিনি জানান, একই সময়ে হালতিবিল সংলগ্ন মরা আত্রাই নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রায়হান আলী নামে আরও এক যুবকের মৃত্যু হয়।
এসপি আরও জানান, নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে সানজিদা খাতুন নামে দুই বছর বয়সী শিশু মারা যায়। বাড়ির আঙিনায় খেলা করার একপর্যায়ে সবার অগোচরে ডোবায় পড়ে যায় শিশুটি।
আরও পড়ুন:নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পূজার অঞ্জলি দিতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নের হরিণধরা গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলো হরিণধরা গ্রামের সঞ্জয় তালুকদার ও বাসন্তী তালুকদার দম্পতির মেয়ে ঋতু তালুকদার (১৮) এবং বিপ্লব তালুকদার ও রুপা চন্দ্র তালুকদার দম্পতির ছেলে অমিত তালুকদার (৮)।
ঋতু কলমাকান্দা সরকারি কলেজের বিএ অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে অমিত হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। দুজন সম্পর্কে ফুফু (পিসি) ভাতিজা হন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হরিণধরা গ্রামে নিজ বাড়ির পাশে পশ্চিমপাড়ায় একই পরিবারের ছয়জন মিলে দুর্গাপূজার অঞ্জলির উদ্দেশ্যে ছোট একটি নৌকায় করে বের হয়। পথে কালীবাড়ি খাল পার হওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ওই সময় চারজন সাঁতরে খালপাড়ে উঠলেও ঋতু তালুকদার ও অমিত তালুকদার উঠতে পারেনি।
পরে দুজনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শামীম আরা নিপা তাদের মৃত ঘোষণা করেন।
ফুফু ভাতিজার মৃত্যুর সংবাদে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
মৃতের স্বজন স্বপন তালুকদার জানান, ঋতু তালুকদার সাঁতার জানত, কিন্তু ভাইপো অমিত তালুকদারকে বাঁচাতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়। জীবিতদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে শুক্রবার এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, যার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে।
শহরের হোটেল-মোটেল জোনের মরিয়ম রিসোর্ট নামের আবাসিক হোটেল থেকে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম।
নিথর অবস্থায় উদ্ধার হওয়া অমিত বড়ুয়া (৩২) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার রণজিত বড়ুয়ার ছেলে।
রিসোর্ট কর্তৃপক্ষের বরাতে ওসি ফয়জুল আজীম জানান, গত ৮ অক্টোবর সকালে অমিত বড়ুয়া কক্সবাজার ঘুরতে আসেন। তিনি রিসোর্টটির ১০৮ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার সকালে তার হোটেল কক্ষ ছাড়ার কথা ছিল।
তিনি আরও জানান, বেলা ১১টার দিকে অমিত বড়ুয়ার অবস্থান করা কক্ষটি ছাড়ার বিষয়ে হোটেলের এক কর্মচারী কথা বলতে যান। ওই সময় সেটি ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। কয়েকবার ডাকার পরও সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্মচারীর সন্দেহ জাগে। পরে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশের এ কর্মকর্তা জানান, খবর পেয়ে বাহিনীর একটি দল কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে। ওই সময় তার পকেটে চিরকুট পাওয়া যায়।
তিনি জানান, চিরকুটটি খুলে পড়া সম্ভব হয়নি। তাই কী কারণে যুবক ‘আত্মহত্যা’ করেছেন এবং চিরকুটে কী লিখেছেন, তা জানা সম্ভব হয়নি।
ফয়জুল আজীম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
পুলিশ আরও জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
মন্তব্য