সৌদি আরব থেকে অবৈধ ভিওআইপি কারবার নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ আলি নামের এক প্রবাসী। ঢাকায় তিনি রেখেছেন তিনজন কর্মী। গত দেড় বছরে এ চক্রটি প্রায় আট কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে বলে র্যাবের দাবি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা দল ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন যৌথভাবে মঙ্গলবার বিকেল অভিযান চালায় রাজধানীর লালমাটিয়ায়।
অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ শফিকুল ইসলাম নামে একজনকে আটকের পর র্যাব জেনেছে এ চক্রের নানা তথ্য। ঘটনাস্থলে রাতেই এক ব্রিফিংয়ে র্যাব দাবি করেছে, এ চক্রের হোতা মোহাম্মদ আলী নামের ব্যক্তি। তার অবস্থান সৌদি আরবে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর লালমাটিয়ার বাড়িটিতে অভিযান চলে। সেখানে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম পাওয়া গেছে। আটক শফিকুল ইসলাম এ চক্রের সদস্য ও ফ্ল্যাটটির কেয়ারটেকার।’
তিনি বলেন, ‘জব্দ করা ভিওআইপি সরঞ্জামের মূল মালিক আলি নামের একজন প্রবাসী। তিনি সৌদিতে থাকেন। ঢাকায় তিনজন কর্মী রেখে তিনি এই কারবার পরিচালনা করেন। যে দুজন কর্মী সার্ভার মেইনটেইন করতেন, তারা অভিযানের আগে পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
কমান্ডার মঈন বলেন, ‘এখানে ভিওআইপি কারবারের জন্য যে ব্যবস্থা তাতে তিন হাজার মোবাইল সিমের স্লটসহ বিভিন্ন সিম বক্স রয়েছে। অভিযানের সময় এক হাজার সিম চালু অবস্থায় পেয়েছি।’
র্যাব জানায়, ভিওআইপির লালমাটিয়ার এ অবৈধ সেন্টারে সৌদিসহ মধ্যপ্রাচ্যের কল আসতো বেশি। দেশি সিম ব্যবহার করে মধ্যপ্রাচ্য থেকে আসা ফোনকল অবৈধভাবে ট্রানজেকশন করতো।
অভিযানে জব্দ করা ৩০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম দিয়ে একসঙ্গে ১৬০ টি কল ট্রানজেকশন করা যায়। যে সব কলের মাধ্যমে প্রতি বছর অন্তত ৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। দেড় বছরে তারা ৭-৮ কোটি টাকার রাজস্ব ক্ষতি করেছে বলে র্যাব জানায়।
দেশে অবৈধ ভিওআইপি কারবার বন্ধে র্যাব সাড়ে পাঁচ শতাধিক অভিযান চালিয়েছে। এসব অভিযানে আট শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় শনিবার সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার ডিএমপি কমিশনার ময়নুল হাসানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারা অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’ ব্যানারে মশাল মিছিল বের হয়। জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দলটির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগর এলাকায় মিছিল নিয়ে যায় ছাত্র-জনতা। এ সময় জাতীয় পার্টির কার্যালয়ে থাকা নেতাকর্মীরা মিছিলে হামলা করেন। কার্যালয় থেকে মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মিছিলকারী আহত হন।
পরে মিছিলকারীরা সংঘবদ্ধ হয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর করে। এ সময় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনাও ঘটে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে হলেও আগামীকাল শনিবার কাকরাইলে জাতীয় পার্টি সমাবেশ করবে।’
নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং কমিটির উদ্যোগে তদারকি চালানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও আশপাশের বিভিন্ন সুপারশপে শুক্রবার এ কার্যক্রম চালানো হয়।
মনিটরিং কমিটির সদস্যরা বাজার করতে আসা মানুষকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান। একই সঙ্গে দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেয়া হয় এবং পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন।
পরিবেশ মন্ত্রণালয় গঠিত মনিটরিং টিমের আহ্বায়ক অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) তপন কুমার বিশ্বাস ওই সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পরিবেশ রক্ষায় ৩ নভেম্বর হতে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে সকল জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘১ ও ২ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মোবাইল কোর্ট বন্ধ থাকলেও মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।’
এ কর্মকর্তা নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।
ওই সময় পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সদস্য হিসেবে যুগ্ম সচিব মোহাম্মদ রেজাউল করিম, উপসচিব রুবিনা ফেরদৌসী এবং পরিবেশ অধিদপ্তরের পরিচালক রাজিনারা বেগম ও পরিচালক মোহাম্মাদ মাসুদ হাসান পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
রাজধানীর মিরপুর এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মামলা রয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।’
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। প্রথম দফার আক্রমণ দলটির নেতাকর্মীরা প্রতিরোধ করলেও দ্বিতীয় দফায় হামলা চালিয়ে দলটির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে একদল লোক বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়। সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়া হয়।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক নিউজবাংলাকে বলেন, ‘সন্ধ্যার পর শাহবাগ থেকে মশাল হাতে একদল লোক এসে আমাদের দলীয় কার্যালয়ে হামলা করে। তবে শনিবারের বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিকে ঘিরে আজ দলীয় কার্যালয়ে নেতাকর্মীর উপস্থিতি ছিলো। তাদের প্রতিরোধের মুখে হামলাকারীরা পালিয়ে যায়।
‘আধ ঘণ্টা পর সংঘবদ্ধ হয়ে ফিরে তারা কার্যালয়ে আগুন দেয়। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিস এসেছিল। কিন্তু তাদেরকে আগুন নেভাতে দেয়া হয়নি।’
প্রসঙ্গত, ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সেই মিছিলটি শাহবাগ হয়ে বিজয়নগরে যায়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সন্ধ্যা ৭টার দিকে ফেসবুকে এক পোস্টে বলেন, ‘জাতীয় বেঈমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেঈমানদের উৎখাত নিশ্চিত।’
এর কিছুক্ষণ পর হাসনাত আবদুল্লাহ আরেকটি পোস্টে লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে রাত সাড়ে ৮টায় মিছিল নিয়ে তারা বিজয়নগরে যাবেন। ‘জাতীয় বেঈমানদের’ নিশ্চিহ্ন করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সারজিস আলম সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই রকম একটি পোস্ট দেন। তিনি লিখেন, ‘রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে আমরা বিজয়নগরে যাচ্ছি।’
রাত সোয়া ৮টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের আগুন নিভিয়ে ফেলে বলে জানান দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব। তিনি জানান, দলীয় কার্যালয়ের চারপাশে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আবেদনকারী প্রবাসী বাংলাদেশিদের ৫২ জনের গ্রুপটি বৃহস্পতিবার রাতে দেশে ফিরছে।
বৈরুতের রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওনা হন তারা।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের বহনকারী বিমানটি স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিটে বৈরুতের রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে রাত ১১টায় ঢাকার হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানটি মাঝপথে দুবাইতে যাত্রাবিরতি করবে।
এতে বলা হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এর আগে লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস আগ্রহী নাগরিকদের প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে একটি বিজ্ঞপ্তি জারি করে।
লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি ২১ অক্টোবর সন্ধ্যায় দেশে ফিরে আসেন।
দ্বিতীয় দফায় দুই নবজাতকসহ মোট ৬৫ লেবাননপ্রবাসী সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে জেদ্দায় যাত্রবিরতির পর ২৩ অক্টোবর বুধবার সন্ধ্যা ৫টা ৩৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তৃতীয় দফায় ৩১ বাংলাদেশির একটি দল বৈরুতের রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের একটি বাণিজ্যিক ফ্লাইটে জেদ্দা হয়ে গত বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকায় পৌঁছে।
চতুর্থ দফায় ৩০ লেবানন প্রবাসীর একটি দল সোমবার রাত ২টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পঞ্চম দফায় আরও ৩৬ বাংলাদেশি গত মঙ্গলবার রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এ নিয়ে পাঁচ দফায় ২১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজকের ৫২ জনসহ এ সংখ্যা দাঁড়াবে ২৬৮ জনে।
লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে।
লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি নাগরিক রয়েছেন, তবে এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামের নামে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছে হাইকোর্ট।
মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
যুক্তরাজ্যের লন্ডন থেকে ২০১৫ সালের ৫ জানুয়ারি তারেক রহমানের দেয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করে। পরের দিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের মালিক আবদুস সালামের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করেন তেজগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এমদাদুল হক তদন্ত শেষে ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। সেখানে তারেক রহমান ও আবদুস সালামের সঙ্গে একুশে টেলিভিশনের প্রধান প্রতিবেদক মাহাথীর ফারুকী খান এবং জ্যেষ্ঠ প্রতিবেদক কনক সরওয়ারের নাম যোগ করা হয়। পরে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
এ মামলা বাতিলে আনা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০১৭ সালে রুল জারি করে আদেশ দেয়। সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেয়া হয়।
রাজধানীর মিরপুরে যৌথবাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষে এক নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
মিরপুর ১৪ নম্বর এলাকায় বৃহস্পতিবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন ও ঝুমা আক্তার।
সেনটেক্সের শ্রমিকরা জানান, একই এলাকার মৌসুমি গার্মেন্টস কর্তৃপক্ষ বুধবার রাতে হঠাৎ কারখানা বন্ধ করে দেয়। সে জন্য আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেন। একপর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেয়া হয়। তখন সব শ্রমিক একসঙ্গে রাস্তায় অবস্থান নেন।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর একপর্যায়ে সংঘর্ষ হলে আল আমিন ও ঝুমা গুলিবিদ্ধ হন।
আল আমিনের সহকর্মী মোহাম্মদ কবির হোসেন জানান, গুলিবিদ্ধ আল আমিনের বাড়ি খুলনায়। তিনি মিরপুর-১৪ নম্বরের বিআরপি এলাকায় থাকেন। সকালে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আল আমিন বাসায় যাওয়ার সময় তার পিঠে গুলি লাগে।
গুলিবিদ্ধ ঝুমা সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করেন। তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানিয়েছেন বড় বোন মর্জিনা বেগম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি কাফরুল থানা অবগত আছে।
এদিকে বার্তা সংস্থা ইউএনবি জানায়, বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
ওই সময় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন:
মন্তব্য