শিশুটি কেবল হাঁটতে শিখেছিল। গুটি গুটি পায়ে সে চলত, আর স্বজনরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত।
কিন্তু সে আর কখনও হাঁটবে না। হাঁটতে হাঁটতে সে টয়লেটে চলে গিয়ে বালতিতে রাখা পানিতে ডুবে যায়। ঘরে থাকা মানুষরা টের পাওয়ার আগেই মারা গেল শিশুটি।
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে রাজধানীর কামরাঙ্গীরচরে পশ্চিম রসুলপুর এলাকার একটি বাসায়।
শিশুটির নাম হাফিজা। বয়স হয়েছিল সবে এক বছর।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছিলেন বাবা, কিন্তু শিশুটিকে বাঁচানো যায়নি। বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করলে কান্নার রোল পড়ে যায়।
শিশুটির বাবা সুমন হোসেন জানান, বড় মেয়েকে খাওয়ানোর সময় হাফিজা হেঁটে বাথরুমের দিকে যায়। দরজা খোলা পেয়ে ঢুকে যায় ভেতরে।
সেখানে বালতিটি ছিল পানিতে পরিপূর্ণ। পানি নিয়ে খেলতে খেলতে সেখানে পড়ে যায় মেয়েটি।
সুমন বলেন, ‘মেয়েটাকে হঠাৎ দেখছি না। খোঁজাখুঁজি করতে করতে বাথরুমে গিয়ে দেখি অচেতন অবস্থায় পানিতে পড়ে আছে।’
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন:রাজধানীর মগবাজারে ফ্লাইওভারের ঢালে বাসের চাপায় এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে মগবাজারের ওয়ারলেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৫ বছর বয়সী আনিসুল হক সাকি কিশোরগঞ্জের বোলাই থানার আব্দুস সালামের ছেলে। উত্তরায় একটি মেসে থাকতেন তিনি।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদেরের বরাত দিয়ে নিহতের বোন জামাই আল আমিন বলেন, হাতিরঝিল এলাকার সোনালীবাগে বড় বোন ইশরাত জাহানের বাসায় বেড়াতে এসেছিলেন সাকি। পরে বাসা থেকে বের হয়ে মোটরসাইকলে চালিয়ে উত্তরা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তিনি।
তিনি জানান, মগবাজার ওয়ারলেস ঢালে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আমার শ্যালক মারা যান। হাতিরঝিল থানার এসআই আব্দুল কাদের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:
‘রমজান মাস সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। এর ফলে দাম বৃদ্ধির কোনো আশঙ্কা নেই। এ বিষয়ে ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বুধবার এসব কথা বলেছেন। এর আগে রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে অধিদপ্তরের একটি দল।
অধিদপ্তরের পরিদর্শন দলটি সকাল ১১টায় নিউমার্কেট বনলতা কাঁচাবাজার, নিত্যপণ্য বিক্রয়কারী ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে। মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান, এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও সংশ্লিষ্ট বাজার কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ( প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা জানান, তদারকিকালে মাছ, মুরগি, চাল ও মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। দেখা যায় ছোলা ও মসুর ডালের দাম নিম্নমুখী এবং অন্যান্য পণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে।
ব্রয়লার মুরগির দামের ক্ষেত্রে কোনো অসঙ্গতি আছে কিনা তা যাচাইয়ে মুরগি কেনার ভাউচার দেখে যে দোকান থেকে কেনা করা হয়েছে সে দোকানে তাৎক্ষণিক তদারকির জন্য অধিদপ্তরের মহাপরিচালক অপর একটি টিমকে নির্দেশনা দেন। রমজানে কোনোভাবেই যেন ব্রয়লার মুরগির দাম না বাড়ে সে বিষয়ে সতর্ক করা হয়।
তদারকিকালে ‘পণ্য কিনি প্রয়োজনে, মূল্য রাখি নিয়ন্ত্রণে’ এমন জনসচেতনতামূলক বার্তা দিয়ে ব্যবসায়ীদেরম মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বাজার তদারকি কার্যক্রম শেষে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে এফবিসিসিআই ও বাংলাদেশ দোকান মালিক সমিতিসহ সব বাজার কমিটি যৌথভাবে কাজ করবে।
আরও পড়ুন:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে গাড়িচাপায় রুবিনা আক্তারের নিহতের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে। আগামী ৭ মে নতুন দিন ঠিক করেছে আদালত।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে বুধবার মামলাটির তদন্ত প্রতিবেদন জমার জন্য দিন ঠিক ছিল, তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. জাফর প্রতিবেদন জমা দিতে না পারায় বিচারক নতুন দিন ঠিক করেন।
রুবিনা গত বছরের ২ ডিসেম্বর তার দেবর নুরুল আমিনের সঙ্গে মোটরসাইকেলে করে রাজধানীর তেজগাঁওয়ের বাসা থেকে হাজারীবাগে তার বাবার বাড়ি যাচ্ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে টিএসসি অভিমুখী সড়কে বিকেল ৩টার দিকে একটি প্রাইভেট কার পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নুরুল আমিন মোটরসাইকেলসহ একপাশে ছিটকে পড়েন।
রুবিনা গাড়ির নিচে চাপা পড়েন। এ সময় গাড়ির বাম্পারে তার পোশাক আটকে যায়। ওই অবস্থায় গাড়ির চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহার জাফর শাহ গাড়ি না থামিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বেপরোয়া গতিতে টিএসসি দিয়ে নীলক্ষেত এলাকার দিকে যান। রুবিনা গাড়ির সঙ্গে আটকে যাওয়ায় তাকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন চালক। উপস্থিত জনতা ইট-পাটকেল নিক্ষেপ করলেও চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড়ে গিয়ে আটকে যায় গাড়িটি।
এ সময় চালককে পিটুনি দেয় উপস্থিত জনতা, এতে আহত হন তিনি। পরে আহত রুবিনা ও গাড়িচালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে রুবিনা মারা যান।
এ ঘটনায় রুবিনার ভাই জাকির হোসেন বাদী হয়ে ২ ডিসেম্বর রাতে শাহবাগ থানায় মামলা করেন।
যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে সঠিক তথ্য তুলে ধরা হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিষয়টি নিয়ে আমরা লজ্জিত হই।’
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বুধবার এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
বাংলাদেশের মানবাধিকার নিয়ে সোমবার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।
দলের সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় ওই প্রতিবেদন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘যুক্তরাষ্ট্র মানবাধিকার নিয়ে যে প্রতিবেদন দিয়েছে, তাতে লজ্জিত। দেশে এখন গণতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা নেই। এটি প্রকাশের পর আওয়ামী লীগের নেতারা নিজেদের মতো করে বানিয়ে কথা বলছেন।’
আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকেই আওয়ামী লীগ একক ক্ষমতা, একক নেতৃত্বে বিশ্বাস করে। আওয়ামী লীগ সচেতনভাবে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। আওয়ামী লীগ একদলীয় শাসন প্রতিষ্ঠার পুরনো স্বপ্ন বাস্তবায়ন করছে।
‘আওয়ামী লীগ সবাইকে ছোট করে দেখাতে পছন্দ করে। দলটি কাউকে সম্মান দিতে জানে না। তাজউদ্দীন আহমদ, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামও তারা মুখে নেয় না।’
গোটা দেশ কারাগারে পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সচেতনভাবে বাংলাদেশে গণতন্ত্র থেকে সরিয়ে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, একদলীয় শাসন প্রতিষ্ঠা করছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
স্মরণসভায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, ‘বাংলাদেশ নির্মাণে যেসব মানুষ অবদান রেখেছেন আজ তাদের স্মরণ করা হয় না। তাদের নামগুলো পরিকল্পিতভাবে ভুলিয়ে দেয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে বাদ দিয়ে অব্যাহতভাবে ক্ষমতা দখলের রাজনীতি সৃষ্টি করছে। সংবিধানকে ব্যবহার করে ক্ষমতা দখল করে রেখেছে তারা।
‘সংবিধানের কথা বলা আওয়ামী লীগের মুখে শোভা পায় না। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা ভোগ করছে আওয়ামী লীগ।’
আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে না মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘যুবকদের এখন লড়াই করার সময়। ছাত্রলীগের নেত্রীরা এখন গরু চোরের সরদার। ক্ষমতা মাটিতে পড়ে থাকবে, তবু আওয়ামী লীগকে থাকতে দেয়া হবে না।
‘এ লড়াই বাংলাদেশের ১৮ কোটি মানুষের লড়াই। গণঅভ্যুত্থান, গণআন্দোলনের মাধ্যমে এ সরকারের বিদায় হবে।’
আরও পড়ুন:রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় করা তিন মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়ে আগামী ৩ মে দিন ঠিক করেছে আদালত।
মামলা তিনটির তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য দিন ধার্য ছিল বুধবার, তবে এদিন পুলিশ প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন জমার নতুন তারিখ ঠিক করেন।
মামলা তিনটি হলো, ডেলিভারিম্যান নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলা মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।
গত বছরের ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরদিন সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়, যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন।
সংঘর্ষের সময় গুরুতর আহত ডেলিভারিম্যান নাহিদ পরে হাসপাতালে মারা যান। এলিফ্যান্ট রোডের একটি কম্পিউটার বিক্রয় প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান ছিলেন তিনি। আহত হয়ে হাসপাতালে দোকান কর্মচারী মুরসালিনেরও মৃত্যু হয়।
নাহিদের মৃত্যু ঘিরে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দাবি করা হয় ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারান তিনি। তবে নিউজবাংলার অনুসন্ধানে বেরিয়ে আসে নাহিদও ওই সংঘর্ষে যোগ দিয়েছিলেন। তার অবস্থান ছিল নিউ মার্কেটের ব্যবসায়ীদের পক্ষে। একপর্যায়ে বিপরীত দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে থাকা একদল হেলমেটধারী তরুণ নাহিদকে পিটিয়ে গুরুতর আহত করে।
এ ঘটনায় নিহত নাহিদের বাবা মো. নাদিম হোসেন নিউমার্কেট থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে হত্যা মামলা করেন। মুরসালিন নিহতের ঘটনায় হত্যা মামলা করেন তার ভাই নুর মোহাম্মদ।
এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ দুটি মামলা করে। একটি মামলা বিস্ফোরক আইনে এবং অন্যটি পুলিশের ওপর হামলার অভিযোগে। দুই মামলাতে নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট ১২০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন:বাতাসের নিম্ন মানের দিক থেকে আইকিউএয়ারের তালিকায় নিয়মিত শীর্ষ দশে থাকা ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। এ দিক থেকে শীর্ষে উঠে এসেছে চীনের রাজধানী বেইজিং।
সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানিটির র্যাঙ্কিংয়ে বুধবার সকাল ১০টা ২৪ মিনিটে বায়ুর নিম্ন মানে ১০০টি শহরের মধ্যে ২৪তম অবস্থানে ছিল ঢাকা।
একই সময়ে বায়ুর নিম্ন মানের দিক থেকে শীর্ষে ছিল চীনের রাজধানী শহর বেইজিং। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয়।
আইকিউএয়ার জানিয়েছে, আজ সকালের ওই সময়ে ঢাকার বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতি ক্ষুদ্র কণা পিএম২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আদর্শ মাত্রার চেয়ে ৭ দশমিক ৪ গুণ বেশি। একই সময়ে বেইজিংয়ের বাতাসে পিএম২.৫-এর উপস্থিতি ছিল ডব্লিউএইচওর আদর্শ মাত্রার চেয়ে ৩৬ দশমিক ৮ গুণ বেশি।
নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার।
কোম্পানিটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এ ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়।
৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে কোম্পানিটি।
আইকিউএয়ারের র্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়।
১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়।
র্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।
তিন শর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।
সকাল ১০টা ২৪ মিনিটে ঢাকার বাতাসের স্কোর ছিল ১০৪। এর মানে হলো সে সময়টাতে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ছিল রাজধানীর বাতাস।
একই সময়ে বেইজিংয়ের বাতাসের স্কোর ছিল ২৩৪। এর অর্থ হলো ওই সময়ে খুবই অস্বাস্থ্যকর বাতাস নিতে হয় বেইজিংবাসীকে।
আরও পড়ুন:রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লেগেছে। এতে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ১১টার দিকে রেলে যোগাযোগ স্বাভাবিক হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরহাদ হোসেন নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রেলক্রসিংয়ের মুখে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের বাসটিকে পঞ্চগড় থেকে ঢাকায় ফেরা দ্রুতযান এক্সপ্রেস ধাক্কা দেয়। এতে বাসটি পুরোপুরি রাস্তা থেকে সরে যায়।
ফরহাদ হোসেন জানান, বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোহাগ পরিবহনের বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। সংঘর্ষের আগে যাত্রীরা নেমে যাওয়ায় বাসটি খালি ছিল। ফলে সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হননি।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলি জানান, সোহাগ পরিবহনের বাসটি দ্রুতযান এক্সপ্রেসের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন:
মন্তব্য