× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ কী-কেন ১৫ আগস্ট আফগানিস্তান বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও ক্রিকেট প্রবাসী দক্ষিণ এশিয়া আমেরিকা ইউরোপ সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য যৌনতা-প্রজনন অন্যান্য উদ্ভাবন আফ্রিকা ফুটবল ভাষান্তর অন্যান্য ব্লকচেইন অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
153 media outlets shut down in Afghanistan
google_news print-icon

আফগানিস্তানে বন্ধ ১৫৩ সংবাদমাধ্যম

আফগানিস্তানে-বন্ধ-১৫৩-সংবাদমাধ্যম
ছবি: সংগৃহীত
বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যমের কর্মকর্তারা বলছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর অর্থনৈতিক দৈন্যদশা চরমে পৌঁছেছে। সেই সঙ্গে নানা ধরনের বিধিনিষেধের কারণে হাউসগুলো চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে অন্যসব কিছুর মতো মারাত্মক প্রভাব পড়ছে দেশটির সংবাদমাধ্যমেও। এক মাসের কম সময়ের মধ্যে ২০টি প্রদেশে বন্ধ হয়ে গেছে ১৫৩টি সংবাদমাধ্যম

সংবাদমাধ্যমগুলোর কর্মকর্তারা বলছেন, এসব সংবাদপত্র, রেডিও ও টিভি চ্যানেল বন্ধের মূল কারণ অর্থনেতিক সমস্যা এবং তালেবানের বিধিনিষেধ।

তারা বলছেন, অর্থনৈতিক সংকট সমাধান না হলে এবং বিধিনিষেধগুলো আরোপ বন্ধ না হলে আফগানিস্তানে অচিরেই আরও সংবাদমাধ্যম তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে।

আফগানিস্তান ফেডারেশন অফ জার্নালিস্টের ভারপ্রাপ্ত প্রধান হুজাতুল্লাহ মুজাদাদি বলেন, ‘সংবাদমাধ্যমের স্বার্থরক্ষা প্রতিষ্ঠানগুলো সংবাদমাধ্যমের প্রতি নজর না দিলে অচিরেই দেশের বাকি সংবাদমাধ্যম বন্ধ হওয়ার সাক্ষী হতে হবে আমাদের।’

আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়নের প্রতিনিধি মাসরুর লুতফি বলেন, ‘চলমান এই (সংবাদমাধ্যম বন্ধের) ধারা উদ্বেগ সৃষ্টি করেছে। এই সমস্যা তুলে ধরে উপযুক্ত উদ্যোগ নেয়ার জন্য আমরা আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সমাজ ও মানুষের স্বাধীনতা দ্রুতই শেষ হয়ে যাবে।’

বন্ধ হয়ে যাওয়া মিডিয়া হাউসগুলোর কর্মকর্তারা বলছেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতায় নেয়ার পর অর্থনৈতিক দৈন্যদশা চরমে পৌঁছেছে। সেই সঙ্গে নানা ধরনের বিধিনিষেধের কারণে হাউসগুলো চালিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।

সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বন্ধ হয়ে যায় রেডিও স্টেশন ‘মিলমা রেডিও’র কার্যক্রম। ২০১১ সালে চালু হওয়া রেডিও স্টেশনটি থেকে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও খেলাধুলাসংক্রান্ত খবর সম্প্রচার করা হতো।

‘মিলমা রেডিও’র প্রধান সম্পাদক ইয়াকুব খান মানজুর বলেন, ‘কাজের বৈরী পরিবেশ এবং অর্থনৈতিক সমস্যার কারণে আমরা আমাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছি।’

মনজুর জানালেন, মিলমা রেডিওর সম্প্রচার চলত ১৩টি প্রদেশে। তাদের ছিল ৩৫ জন সংবাদকর্মী। তারা সবাই এখন চাকরিহারা।

এই রেডিওর সাবেক প্রতিবেদক জামালউদ্দিন এলহাম বলেন, ‘অর্থনৈতিক সমস্যার কারণে দুর্ভাগ্যবশত আমাদের রেডিও স্টেশনটি বন্ধ করে দেয়া হয়েছে।’

রেডিওটির আরেক প্রতিবেদক মোহাম্মদ ইকরাম শাহাব বলেন, ‘অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে রেডিও স্টেশনটি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের চাকরি হারালাম।’

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল ও প্রেসিডেন্ট প্রাসাদ দখলের মধ্য দিয়ে দুই দশক পর ফের আফগানিস্তানের সবকিছু নিয়ন্ত্রণে নেয় তালেবান। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারও গঠন করেছে তারা।

তালেবান ক্ষমতায় এসে জানিয়েছিল, এখন তারা ২০ বছর আগের অবস্থানে নেই। আধুনিক চিন্তাধারার কথাও শোনা যাচ্ছিল কট্টর ইসলামপন্থি দলটির পক্ষ থেকে।

তালেবান জানায়, সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে। তাদের কার্যক্রমে হস্তক্ষেপ করা হবে না। শরিয়তমাফিক নিশ্চিত করা হবে নারী অধিকারও। নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। করতে পারবে চাকরিও।

সময়ের সঙ্গে সঙ্গে এসব প্রতিশ্রুতি থেকে সরে আসতে দেখা যাচ্ছে তালেবানকে। স্বাধীনভাবে কাজ করতে পারছে না সংবাদমাধ্যমগুলো। তালেবানের বিধিনিষেধের পাশাপাশি যোগ হয়েছে অর্থনৈতিক দৈন্যদশা। তাতে আফগানিস্তানের মিডিয়া হাউসগুলো পড়েছে কঠিন অবস্থায়। গুটিয়ে আনতে হচ্ছে কার্যক্রম।

অবশ্য তালেবান বলছে, গণমাধ্যম ও সাংবাদিকদের নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য তারা চেষ্টা করবে। যাতে করে, সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে যেতে পারেন।

আরও পড়ুন:
তালেবান শাসনে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যেও
১১০ কোটি ডলার অনুদান পেতে পারে আফগানিস্তান
স্যাটেলাইটের ছবিতে পাক সীমান্তে হাজারো আফগান
কোনো প্রতিশ্রুতিই রাখছে না তালেবান: জাতিসংঘ
নগদ অর্থ নেই, ঘরের জিনিসপত্র বিক্রি করছেন আফগানরা

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
Winter mortality in Afghanistan

শীতে মরণদশা আফগানিস্তানে

শীতে মরণদশা আফগানিস্তানে আফগানিস্তানের রাজধানী কাবুলে গত ১১ জানুয়ারি তুষারপাতের সময় শিশুদের পাশ দিয়ে জ্বালানির সিলিন্ডার হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: এএফপি
মারিয়াম নামের এক নারী বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি শীত দেখেছি এবারের শীত মৌসুমে। খাবার কিংবা হিটার ছাড়া কীভাবে এটি পার করব, বুঝে ‍উঠতে পারছি না।’

গা হিম করা শীতে আফগানিস্তানের ঐতিহ্যবাহী ফ্লোর ম্যাট্রেস তোশকে পা রেখে গুটিসুটি হয়ে বসে ছিল শাহ ইব্রাহিম শাহিনের কম বয়সী সন্তানেরা। তাদের পাশে ছিলেন প্রাপ্তবয়স্করা, যাদের গায়ে ছিল উলের জামা।

ছোট্ট ঘরে এমন চিত্র দেখা যায় উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানে।

এবারের মৌসুমে বাগলানের মতো অনেক প্রদেশেই অস্বাভাবিক শীত অনুভব করছেন বাসিন্দারা। রাজধানী কাবুলে তাপমাত্রা কমে হিমাঙ্কের ২১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে গেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‍শৈত্যপ্রবাহে দেশজুড়ে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বাগলানে গত কয়েক দিনের মধ্যে শুক্রবার তাপমাত্রা একটু বেড়েছিল। তাও সেটি ছিল হিমাঙ্কের ১১ ডিগ্রি সেলসিয়াস নিচে। এমন পরিস্থিতিতে ১০ সন্তানসহ ১৪ সদস্যের পরিবার নিয়ে ঘর গরম রাখার সামগ্রী কেনার অবস্থায় নেই শাহিন। এ পরিবারে উষ্ণতা ছড়ানোর একমাত্র উপায় পরস্পরের গা ঘেঁষে থাকা।

পেশায় ট্যাক্সিচালক শাহিন প্রায় এক বছর ধরে বেকার। শীতে জমে যাওয়া ঘরে বসে ৫৪ বছর বয়সী এ ব্যক্তি আল জাজিরাকে বলেন, ‘আমাদের একটি মাত্র বুখারি (ঐতিহ্যবাহী কয়লাচালিত হিটার)। শীতের শুরুতে আমরা কিছু কয়লা কিনেছিলাম, কিন্তু এমন আবহাওয়ায় আমাদের জোগান প্রায় শেষ এবং নতুন করে কেনার সামর্থ্যও নেই।’

আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার ১৮ মাসের বেশি সময়েও অর্থনীতিকে পুনরুদ্ধারে হিমশিম খাচ্ছে। এখনও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এ সরকার ব্যাপক দারিদ্র্য ও মানবিক সংকট মোকাবিলায় সক্ষমতা দেখাতে পারেনি।

১০ সন্তানের জনক শাহিন যখন প্রয়োজনীয় সামগ্রী কিনতে হিমশিম খাচ্ছিলেন, ঠিক সে সময়ে পরিবারের সদস্যের অসুস্থতা তাকে মারাত্মক ঋণে ফেলে দিয়েছে। এমন বাস্তবতায় ট্যাক্সি চালাতে প্রয়োজনীয় জ্বালানি জোগানো সম্ভব হবে না তার পক্ষে।

সংসার কেমন চলছে, তার বিবরণ দিয়ে শাহিন বলেন, ‘আমার দুই ছেলে দিনমজুরের কাজ করে, তবে তারা দৈনিক দেড় শ আফগানির বেশি রোজগার করতে পারে না, যা দিনের খাবার কেনার জন্যও যথেষ্ট নয়। কয়েক মাস ধরে আমরা ফল বা মাংস ছুঁয়ে দেখিনি।’

হিন্দুকুশ পর্বতমালার পাদদেশে বাগলানে তীব্র শীত নতুন নয়, যেখানে তুষারপাতে ভূগর্ভস্থ পানির স্তর বাড়ে, যা হতে পারে চাষাবাদের সহায়ক।

এ নিয়ে শাহিন বলেন, ‘আমরা খুশি যে তুষার পড়ছে। এটা আল্লাহর দান, যা কুয়ায় কাজে লাগবে এবং কৃষকদের উপকারে আসবে, তবে তাপমাত্রা কমতে থাকার মধ্যে কীভাবে নিজেদের গা গরম রাখব, তা নিয়ে খুবই উদ্বিগ্ন আমরা।’

শীতে মরণদশা আফগানিস্তানে
আফগানিস্তানের বালখ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফের কাছে নাহর-ই-শাহ জেলায় মঙ্গলবার তাঁবুর কাছে বরফ সরাচ্ছে বাস্তুচ্যুত শিশুরা। ছবি: এএফপি

বাগলানের পার্শ্ববর্তী সামানগান প্রদেশেও তীব্র শীত দেখছেন বাসিন্দারা। সেখানে দুই সন্তানের জননী ২৫ বছর বয়সী এক নারী আছেন উভয় সংকটে। তাকে কয়লা বা খাবারের যেকোনো একটিকে অগ্রাধিকার দিতে হবে।

মারিয়াম (ছদ্মনাম) নামের ওই নারী আল জাজিরাকে বলেন, ‘আমরা কাঠ ও কয়লা কিনলে খাবার কিনতে পারব না। আমার স্বামী যে অর্থ পাঠায়, তা মৌলিক প্রয়োজন পূরণের জন্যও যথেষ্ট নয়।’

তার স্বামী যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকারের সাবেক সেনা। তিনি পালিয়ে পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে কাজ নিয়েছেন।

তালেবানের প্রতিশোধের ভয়ে আসল নাম প্রকাশ না করার অনুরোধ করা নারী বলেন, ‘কাবুলের পতনের পর তালেবান আমার স্বামীকে খুঁজেছে, যার ফলে তাকে পালিয়ে প্রতিবেশী দেশে যেতে হয়েছে। সে সময় কিছুদিন আমরা তার সঞ্চয়ের ওপর চলেছি। এরপর চলেছি দানের ওপর। কাজ থাকলে তিনি টাকা পাঠান, কিন্তু এ শীতে আমরা একটি বুখারি কিনতে পারছি না।’

মারিয়াম আরও বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি শীত দেখেছি এবারের শীত মৌসুমে। খাবার কিংবা হিটার ছাড়া কীভাবে এটি পার করব, বুঝে ‍উঠতে পারছি না।’

আরও পড়ুন:
আফগানিস্তানে সেনা বিমানবন্দরে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা
পড়তে চাই, তালেবান মানি না: আফগান কিশোরী
আফগানিস্তানে এনজিওতে নারী নিষিদ্ধ
নিহতের ৪ মাস পর আল-কায়েদা প্রধানের ভিডিও বার্তা
বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ: তালেবানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মন্তব্য

বাংলাদেশ
Womens rights not important Taliban

নারীর অধিকার গুরুত্বপূর্ণ নয়: তালেবান

নারীর অধিকার গুরুত্বপূর্ণ নয়: তালেবান আফগানিস্তানে নারীদের ওপর আরোপিত হয়েছে একাধিক বিধিনিষেধ। ছবি: এএফপি
গত ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে তালেবান। এরপর দেশটিতে এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করা হয়। এ নিয়ে দেশটিতে বিক্ষোভও করেন নারীরা।

নারীর ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা তালেবানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয় বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখমাত্র জবিউল্লাহ মুজাহিদ।

স্থানীয় সংবাদমাধ্যম খামা প্রেসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ শনিবার একটি বিবৃতিতে বলেন, ‘ইসলামিক আইনের ওপরে নির্ভর করেই ইসলামিক শাসন জারি থাকবে। নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করাটা কখনোই সরকারের কাছে অগ্রাধিকার পাবে না।’

গত ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে তালেবান। এরপর দেশটিতে এনজিওতে নারীদের কাজ নিষিদ্ধ করা হয়। এ নিয়ে দেশটিতে বিক্ষোভও করেন নারীরা।

নারীদের ওপর এসব বিধিনিষেধ আরোপ করায় নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন পশ্চিমা দেশ। গত বছরের আগস্টে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে নারীদের শিক্ষার সীমিত প্রবেশাধিকারের কারণে ১২ মাসে দেশটির আনুমানিক ৫০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) অবিলম্বে আফগানিস্তানে লিঙ্গভিত্তিক বৈষম্য তুলে নেয়ার আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন:
আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ২০
তালেবানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামছে পাকিস্তান
পড়তে চাই, তালেবান মানি না: আফগান কিশোরী
নারীদের কাজে নিষেধাজ্ঞা: আফগানিস্তানে ৫ এনজিওর কার্যক্রম স্থগিত
আফগানিস্তানে এনজিওতে নারী নিষিদ্ধ

মন্তব্য

বাংলাদেশ
Blast outside foreign ministry in Afghanistan kills 20

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ২০

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ২০ আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে হামলা হয়। ছবি: সংগৃহীত
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হামলার সময় চীনা একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ের ভেতরে ছিল, তবে আফগানিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এএফপিকে জানিয়েছে, হামলার সময় কোনো বিদেশি মন্ত্রণালয়ে ছিলেন না।

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

বুধবারের এ হামলায় আহত হয়েছেন আরও অনেকে।

তালেবান সরকারের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাবুলের পুলিশ জানিয়েছে, হামলায় পাঁচজন নিহত হয়েছেন। বাহিনীটি এ হামলাকে ‘কাপুরোষচিত’ বলে আখ্যা দিয়েছে।

কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে চালানো এ হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আত্মঘাতী বোমা হামলাকারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পরিকল্পনা করেছিলেন, কিন্তু সে ব্যর্থ হয়।

মন্ত্রণালয়ের বাইরে থাকা গাড়িচালক জামশেদ কারিমি বলেন, ‘ আমি হামলাকারীকে দেখেছি, যিনি নিজেকে উড়িয়ে দিয়েছেন।’

ইতালিভিত্তিক সংস্থা ইমার্জেন্সি এনজিওর প্রতিবেদনে বলা হয়, তাদের কাছে ৪০ জনের বেশি আহত মানুষকে আনা হয়েছে।

একটি টেলিগ্রাম পোস্টে আইএসের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের মধ্যে কূটনৈতিক কর্মকর্তারাও রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়, হামলার সময় চীনা একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ের ভেতরে ছিল, তবে আফগানিস্তানের প্রধানমন্ত্রীর অফিস এএফপিকে জানিয়েছে, হামলার সময় সেখানে কোনো বিদেশি ছিলেন না।

যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট দেশটির ক্ষমতায় আসে তালেবান। তারা শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত অস্থিতিশীল দক্ষিণ এশিয়ার দেশটি।

আফগানিস্তানজুড়ে একের পর এক হামলা চলছেই। এসব হামলার বেশিরভাগেরই দায় স্বীকার করে নিয়েছে আইএস।

আরও পড়ুন:
আফগানিস্তানে এনজিওতে নারী নিষিদ্ধ
নিহতের ৪ মাস পর আল-কায়েদা প্রধানের ভিডিও বার্তা
আত্মঘাতী বিস্ফোরণের পর ইসলামাবাদে রেড অ্যালার্ট
বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ: তালেবানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
আফগান বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ‘হৃদয়ে রক্তক্ষরণ’

মন্তব্য

বাংলাদেশ
Zawahiris successor remains unclear the United States

জাওয়াহিরির উত্তরসূরি কে, নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র

জাওয়াহিরির উত্তরসূরি কে, নিশ্চিত নয়   যুক্তরাষ্ট্র আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র জাওয়াহিরিকে হত্যার দাবি করলেও আল-কায়েদার পক্ষ থেকে এখনও নতুন নেতার নাম ঘোষণা করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন, মিসরীয় গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য ও আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা সাইফ আল-আদেল গোষ্ঠীটির পরবর্তী প্রধান হতে পারেন।

আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হয়েছেন তা এখনও অস্পষ্ট বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা কর্মকর্তা। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি জানান বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে, গত বছরের আগস্টে আফগানিস্তানে তাদের হামলায় নিহত হন জাওয়াহিরি। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রধান নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সংগঠনটির প্রধান হন তিনি। এর পর থেকে জাওয়াহিরি পলাতক ছিলেন।

জাওয়াহিরির মৃত্যুর বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক ক্রিস্টিন আবিজাইদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংগঠনটি নিজেদের সুবিধার জন্যই পরবর্তী উত্তরসূরির নাম প্রকাশ করছে না।’

যুক্তরাষ্ট্র জাওয়াহিরিকে হত্যার দাবি করলেও আল-কায়েদার পক্ষ থেকে এখনও নতুন নেতার নাম ঘোষণা করা হয়নি, তবে বিশ্লেষকরা মনে করছেন, মিসরীয় গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য ও আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতা সাইফ আল-আদেল গোষ্ঠীটির পরবর্তী প্রধান হতে পারেন।

সাইফ আল-আদেলকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে ওয়াশিংটন।

আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু 
যুবকের কামড়ে বিচ্ছিন্ন বৃদ্ধের কান-মুখের একাংশ
নাসার অ্যাপোলো সেভেনের সবশেষ মহাকাশচারীর মৃত্যু
তালেবানের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামছে পাকিস্তান
আফগানিস্তানে সেনা বিমানবন্দরে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা

মন্তব্য

বাংলাদেশ
Killing people not chess pieces Taliban on Prince Harry

আফগানিস্তানে যুদ্ধাপরাধের গল্প শুনিয়েছেন হ্যারি: তালেবান

আফগানিস্তানে যুদ্ধাপরাধের গল্প শুনিয়েছেন হ্যারি: তালেবান সেনাবাহিনীর পোশাকে প্রিন্স হ্যারি। ছবি: সংগৃহীত
আত্মজীবনীমূলক ‘স্পেয়ার’ নামের বইতে হ্যারি আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, ওই ২৫ জনকে তার কাছে মানুষ মনে হয়নি; ‘দাবার ঘুঁটি ’ মনে হয়েছে। এর প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান।

সেনাবাহিনীর হয়ে কাজ করার সময় আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করে তালেবান নেতৃত্বাধীন সরকারের তোপে পড়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি।

এ ঘটনার নিন্দা জানিয়ে আফগান সরকার বলেছে, তালেবান নয়, বেসামরিক লোকজনকে হত্যা করেছিলেন হ্যারি।

আত্মজীবনীমূলক ‘স্পেয়ার’ নামের বইতে হ্যারি আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করেন। আগামী ১০ জানুয়ারি প্রকাশ হতে যাচ্ছে বইটি।

প্রিন্স হ্যারি জানিয়েছেন, ওই ২৫ জনকে তার কাছে মানুষ মনে হয়নি; ‘দাবার ঘুঁটি ’ মনে হয়েছে। তাদের তিনি দাবার বোর্ড থেকে কেবল সরিয়ে দিয়েছেন।

এ নিয়ে তালেবান নেতা আনাস হাক্কানি শুক্রবার আল জাজিরাকে বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, ওই সময় হেলমান্দে কোনো তালেবান সদস্য নিহত হননি। এটা স্পষ্ট যে, তিনি সাধারণ বেসামরিক লোকজনকে হত্যা করেছেন।

‘আফগানিস্তানে পশ্চিমাদের অনেক যুদ্ধাপরাধের একটি মাত্র গল্প বলেছেন হ্যারি। এটি পশ্চিমাদের অপরাধের পুরো চিত্র নয়।’

এর আগে টুইটে আনাস হাক্কানি লেখেন, ‘হ্যারি যাদের হত্যা করেছেন তারা দাবার ঘুঁটি নয়; তারা মানুষ। আপনি সত্য বলেছেন, সাধারণ আফগান মানুষজন আপনাদের সেনা, সেনাবাহিনী ও রাজনৈতিক নেতাদের কাছে দাবার ঘুঁটি ছিল, কিন্তু আপনারা সেই খেলায় হেরেছেন।’

প্রিন্স হ্যারির সমালোচনা করে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি বলেন, ‘আমাদের দেশে পশ্চিমা দখলদারিত্ব সত্যিই মানব ইতিহাসে একটি বিশ্রী মুহূর্ত।’

যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট দেশটির ক্ষমতায় আসে তালেবান। পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার আফগানি।

আরও পড়ুন:
আফগানিস্তানে ২৫ তালেবান হত্যার কথা স্বীকার প্রিন্স হ্যারির
চাকরিতে ঢুকলেন প্রিন্স হ্যারি!
ইতিহাসের পুনরাবৃত্তির ভয়েই রাজপরিবার ছেড়েছেন প্রিন্স হ্যারি!

মন্তব্য

বাংলাদেশ
Explosion at army airport in Afghanistan fear of many casualties

আফগানিস্তানে সেনা বিমানবন্দরে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা

আফগানিস্তানে সেনা বিমানবন্দরে বিস্ফোরণ, হতাহতের শঙ্কা কাবুলে সেনাবাহিনীর বিমানবন্দরের বাইরে দায়িত্ব পালন করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট দেশটির ক্ষমতায় আসে তালেবান। তারা শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত অস্থিতিশীল দক্ষিণ এশিয়ার দেশটি।

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি সেনা বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রোববার এ বিস্ফোরণ ঘটে বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, এ বিস্ফোরণে ১০ জন নিহত ও আটজন আহত হয়েছেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর রয়টার্সকে বলেন, ‘রোববার সকালে কাবুলের সেনা বিমানবন্দরের কাছে বিস্ফোরণে আমাদের অনেক নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।’

যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার পর ২০২১ সালের ১৫ আগস্ট দেশটির ক্ষমতায় আসে তালেবান। তারা শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেও দৃশ্যত অস্থিতিশীল দক্ষিণ এশিয়ার দেশটি।

আফগানিস্তানজুড়ে একের পর এক হামলা চলছেই।

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের সামানগান প্রদেশের আয়বাকে একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় ১৯ জন নিহত ও ২৪ জন আহত হন। ওই মাসেই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংলগ্ন একটি মসজিদে হামলায় চারজন নিহত হন।

এর আগে মে মাসে মাজার-ই-শরিফ এলাকায় একাধিক বিস্ফোরণে ৯ জন নিহত হন।

এসব হামলার দায় স্বীকার করেছে তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট (আইএস)।

আরও পড়ুন:
পাকিস্তান-তালেবান সম্পর্কে ভাটা
সীমান্তে সংঘর্ষে ৬ পাকিস্তানি, ১ আফগান নিহত
প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর তালেবানের
আফগানিস্তানে রাস্তার পাশে বোমায় নিহত ৭
কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলা

মন্তব্য

বাংলাদেশ
Afghan girl stood alone against the Taliban

পড়তে চাই, তালেবান মানি না: আফগান কিশোরী

পড়তে চাই, তালেবান মানি না: আফগান কিশোরী কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটে মোতায়েন তালেবান রক্ষীদের সামনে রোবাবার মারওয়া প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করছেন মারওয়া। ছবি: সংগৃহীত
কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটে মোতায়েন তালেবান রক্ষীদের সামনে রোবাবার মারওয়া যে প্ল্যাকার্ড উঁচু করে ছিল তাতে লেখা-‘ইকরা’। এটি একটি আরবি শব্দ যার অর্থ ‘পড়ুন’।

আফগানিস্তানে নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওপর তালেবানের নিষেধাজ্ঞার প্রতিবাদ করে আলোচনায় চলে এসেছেন ১৮ বছরের এক কিশোরী। কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে তালেবানরক্ষীদের চোখ রাঙানি উপেক্ষা করে রোববার একাই প্রতিবাদ করেন মারওয়া নামের এই কিশোরী।

মারওয়া বলেন, ‘আমার জীবনে প্রথমবারের মতো এত গর্বিত এবং শক্তিশালী বোধ করেছি। কারণ আমি তাদের (তালেবান) বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং ঈশ্বর আমাদের যে অধিকার দিয়েছে সে অধিকারের পক্ষে অবস্থান নিয়েছি।

গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ক্ষমতায় এসেই নারী আন্দোলনকারী দলের নেতাদের আটক করা শুরু করে তারা। সেই থেকে দেশটিতে নারী-নেতৃত্বাধীন বিক্ষোভ আসতে আসতে কমে যায়।

শুরুতে নারীদের অধিকারে আঘাত আসবে এমন কোনো পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দিলেও, সময়ের সঙ্গে সে অবস্থান থেকে সরে আসে তালেবান। প্রথমে নারীদের সরকারে নেয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করে তালেবান। তারপর নারীদের হাই স্কুল বন্ধ করে দেয়।

গত সপ্তাহে নারীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিষিদ্ধ করে আফগানিস্তানের কট্টর শাসকরা। এর কয়েকদিন পর শনিবার এনজিও-তে নিষিদ্ধ হন আফগান নারীরা।

এমন প্রেক্ষপটে তালেবানের বিরুদ্ধে দাঁড়ানো যথেষ্ট কঠিন এবং ঝুঁকিপূর্ণ। আছে সামাজিক হেনস্তার ভয়ও। তবে এসব কিছুই টলাতে পারেনি মারওয়াকে।

আফগানিস্তানের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান কাবুল বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের প্রবেশদ্বার থেকে মাত্র মিটার দূরে একটি প্লেকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন মারওয়া। দূরে একটি গাড়ি থেকে এই দৃশ্য ভিডিও করেন মারওয়ার বোন।

নারী অধিকারের উপর সর্বশেষ আক্রমনের জন্য বিশ্বজুড়ে নিন্দিত হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। শত বাধা উপেক্ষা করে এ পদক্ষেপের প্রতিবাদের চেষ্টা করেছিল কিছু নারী। তবে সরকার তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কাবুল বিশ্ববিদ্যালয়ের গেটে মোতায়েন তালেবান রক্ষীদের সামনে রোবাবার মারওয়া যে প্ল্যাকার্ড উঁচু করে ছিল তাতে লেখা-‘ইকরা’। এটি একটি আরবি শব্দ যার অর্থ ‘পড়ুন’।

মারওয়া বলেন, ‘তারা (তালেবান রক্ষী) আমাকে অনেক আজেবাজে কথা বলছিল। তবে আমি শান্ত ছিলাম।

‘আমি একজন অবিবাহিত আফগান মেয়ের ক্ষমতা দেখাতে চেয়েছিলাম। নিপীড়নের বিরুদ্ধে একজনও যে প্রতিবাদ করতে পারে সেটাই দেখাতে চেয়েছিলাম। যখন আমার অন্য বোনেরা (নারী শিক্ষার্থীরা) দেখবে যে একটি অবিবাহিত মেয়ে তালেবানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তখন তা তাদের প্রেরণা যোগাবে।’

শুধু শিক্ষা বা চাকরি ক্ষেত্রেই না। পার্ক, জিম এবং খোলা জায়গায় গোসলেও নিষেধ করা হয়েছে নারীদের।

তালেবান বলছে, নারীরা হিজাবসহ কঠোর ইসলামিক ড্রেস কোড পালন করছে না বলেই এই নিষেধাজ্ঞাগুলো দেয়া হচ্ছে।

আফগানিস্তান এখন নারীদের জন্য কারাগারে পরিণত হয়েছে বলে মনে করেন চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখা মারওয়া।

তিনি বলেন, ‘আমি বন্দী হতে চাই না। আমার অনেক বড় স্বপ্ন আছে, যা অর্জন করতে চাই। তাই প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন:
আফগান বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ‘হৃদয়ে রক্তক্ষরণ’
বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের নিষিদ্ধ করল তালেবান
৩৩ ‘সন্ত্রাসী’ হত্যার পর জিম্মিদশার অবসান
পাকিস্তানে তালেবানবিরোধী অভিযান
পাকিস্তান-তালেবান সম্পর্কে ভাটা

মন্তব্য

p
উপরে