ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বরখাস্তকৃত উপপরিদর্শক আকসাদুর জামানকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রাজধানীর বিমানবন্দর এলাকায় গত বছরের একটি আলোচিত ডাকাতির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুরের মিঠাপুকুর থানার শঠিবাড়ি বাজার থেকে বুধবার তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার রিমান্ড আবেদনসহ আদালতে হাজির করা হয়।
ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস শুনানি শেষে ৫ দিনের রিমান্ড আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মাসুদুল ইসলাম বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন।
তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার আসামিকে আদালতে হাজির করে বিমানবন্দর থানায় দায়ের করা ডাকাতির মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিকে জামিন না দিয়ে রিমান্ড আদেশ দেন।
অপহরণের পর ডাকাতির ঘটনায় গত ১৯ অক্টোবর বিমানবন্দর থানায় একটি মামলা হয়। সেই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত কমকর্তা মাসুদুল ইসলাম জানান, আসামিদের মধ্যে হাসান রাজা, গাড়িচালক হারুণ অর রশিদ ওরফে সজীব, অটোরিকশাচালক জোনাব আলী ও কায়ছার মাহমুদ ওরফে জাকির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তথ্য যাচাইয়ে দেখা গেছে, সিআইডির এসআই আকসাদুরের নেতৃত্বে এ ডাকাতির ঘটনা ঘটে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকসাদুর ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ঢাকার বিমানবন্দর সড়কে গত বছর ২০ অক্টোবর এক প্রবাসীর অর্থ লুটের ঘটনা ঘটে। দুবাই প্রবাসী রোমান মিয়া লুটের শিকার হয়ে মামলা করেন।
মামলাতে বলা হয়, ঘটনার দিন ফুফাতো ভাই মনির হোসেনকে সঙ্গে নিয়ে রোমান একটি অটোরিকশায় শাহজালাল বিমানবন্দরে যাচ্ছিলেন। কাওলা ওভারব্রিজের নিচে একটি মাইক্রোবাস তাদের আটকায়। গাড়ি থেকে দুজন নেমে এসে নিজেদের ‘ডিবির লোক’ পরিচয় দিয়ে রোমানকে লাগেজসহ মাইক্রোবাসে তুলে নেয়। গাড়ির ভেতরে নিয়ে রোমানকে হাতকড়া পরিয়ে ও চোখে কালো কাপড় বেঁধে মারধর করা হয়। তার কাছ থেকে ৫ হাজার মার্কিন ডলার, দুই হাজার দিরহাম, দুই হাজার টাকাসহ লাগেজটি ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর হাতকড়া খুলে তাকে রশি দিয়ে বেঁধে রামপুরা-স্টাফ কোয়ার্টার সড়কের পাশে ফেলে দিয়ে ডাকাতরা চলে যায়।
আরও পড়ুন:রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বধ্যভূমি (বুদ্ধিজীবী) স্মৃতিসৌধের লেক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ নিউজবাংলাকে বলেন, ‘শনিবার বিকেল ৫টার দিকে খবর পেয়ে লেক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তবে এখনও তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুজনেরই বয়স ৭ থেকে ৮ বছর। আমরা তাদের পরিবারকে খুঁজছি। ধারণা করা হচ্ছে, তারা গোসল করতে নেমেছিল। শিশু দুটির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
শিশুদের জন্য নির্মাণ করা হবে ‘চিলড্রেন পার্ক’, যেখানে হাতে-কলমে শেখানো হবে সড়কে চলাচলের নিয়ম। রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনা রোধে এমন বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে যৌথভাবে এ প্রকল্পের কাজ শুরু করেছে জাইকা। ইতোমধ্যে স্কুল শিক্ষার্থীদের ট্রাফিক আইন শেখানোর কাজ শুরু করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
তিন বছর মেয়াদী এ প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘ঢাকা রোড ট্রাফিক সেইফটি প্রজেক্ট (ডিআরএসপি)’।
শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকল্পটির উদ্দেশ্য ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানান সংশ্লিষ্টরা।
ডিআরএসপির ম্যানেজার (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস) সামনুন সুলতানা বলেন, ‘শুধু ঢাকা সিটি নয়, বাংলাদেশের কোথাও এমন চিলড্রেন পার্ক নেই। আমরা একটা চিলড্রেন পার্ক করতে চাচ্ছি যেখানে বাচ্চারা যাবে, ট্রাফিকের রুলস-রেগুলেশন সম্পর্কে জানবে।
‘আমরা ছোট পরিসরে শুরু করব, একটা শুরু করলে আরও অনেক করা যাবে। ট্রাফিক সিগন্যাল, জেব্রা ক্রসিং নিয়েও আমরা কাজ করব।’
সবার সহযোগিতা পেলে এটি নিয়ে আরও বড় পরিসরে যাওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
শিশু শিক্ষার্থীদের ট্রাফিক আইন শেখানোর ওপর জোর দিয়ে সামনুন বলেন, ‘আমাদের দেশের মানুষের মনোভাব পরিবর্তন করা দরকার। রাস্তা খালি আছে, আমরা সিগন্যাল না মেনে পার হয়ে যাই। এটার শুরু করতে হবে বাসা থেকে, স্কুল থেকে। শিক্ষার্থীরা ছোট, ওদের যেভাবে বুঝানো হবে, শেখানো হবে ধীরে ধীরে তারা তাতেই অভ্যস্ত হয়ে যাবে। এর ফলাফল আমরা হয়ত সঙ্গে সঙ্গে পাব না।
‘আমরা শিশুদের শেখাচ্ছি। ৫-১০ বছর পর সেটার ফলাফল পাব। তারা যখন নিজে ড্রাইভ করবে বা রোড ক্রস করবে, তখন যেন তারা শিক্ষাটা প্রয়োগ করতে পারে।’
এসময় জাপানের ট্রাফিক আইন শিক্ষার উদাহরণ টানেন এ কর্মকর্তা। তিনি বলেন, ‘ঠিক এভাবেই শুরু করেছিল জাপান। আজ থেকে ৩৭ বছর আগে জাপানে কিন্তু এত ভালো ট্রাফিক আইন বা রাস্তা ছিল না। অথচ, ট্রাফিক আইন মানায় এখন বিশ্বের অন্যতম দেশ তারা। ওরাও ওদের কার্যক্রম স্কুলপর্যায় থেকে শুরু করেছিল।’
ডিআরএসপি প্রকল্পের এক্সপার্ট টিমের ট্রান্সপোর্ট প্ল্যানার তেতসুশি ইরি (Tetsushi IRIE) বলেন, ‘ডিআরএসপি প্রজেক্টটি একত্রে বাস্তবায়ন করছে ডিএমপি ও জাইকা। এর অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে ঢাকা মহানগরীতে বসবাসকারী সাধারণ মানুষ ও যানবাহনের চালক-যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।’
এর আগেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগাম করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থী ও জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। জাইকা রোড সেফটি প্রজেক্ট বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে সচেতনতামূলক কর্মকাণ্ডে তারা কীভাবে সস্পৃক্ত করছে ও সে দেশের মানুষের মনোভাব কীভাবে পরিবর্তন করছে, সেগুলো নিয়ে আরও ২ বছর কাজ করা হবে।
‘তিন বছর মেয়াদী এ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সর্বাত্মক সড়ক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ডিএমপি’র সক্ষমতা বৃদ্ধিকরণ।’
২০২২ সালের মার্চ থেকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)-এর সহযোগিতায় ঢাকা মহানগর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে ‘ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পটি বাস্তবায়ন হয়ে আসছে।
আরও পড়ুন:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবারের বাজেট দেয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মন্তব্য করেন তিনি।
শনিবার সকালে প্রস্তাবিত বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপি লুটপাটের চ্যাম্পিয়ন ছিল। তাদের মুখে লুটপাটের কথা শোভা পায় না। আমরা তাদের থেকে বড় বাজেট দিতে পেরেছি।’
ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার পর জিডিপি ১০০ বিলিয়ন হতে সময় লেগেছিল ৩৯ বছর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৪০২ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘কৃষিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমাদের দেশ কৃষি প্রধান হওয়ায় এখনও খাদ্য সংকটে পড়তে হয়নি।’
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশেই নয়, সারাবিশ্বে আজকে সবকিছুর দাম বেড়েছে। আমরা কাউকে কষ্ট দিচ্ছি না। বিশ্ব পরিস্থিতির কারণে মানুষ কষ্ট পাচ্ছে। পৃথিবীতে যেভাবে পানির সংকট দেখা দিয়েছে, দেশেও সংকট দেখা দিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’
সংবাদ সম্মেলনে ভারতে ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেন ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:গ্যাস লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
শুক্রবার কোম্পানির জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্মানিত গ্রাহকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আগামী ০৩ জুন, ২০২৩ তারিখ রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকা হতে সন্ধ্যা ০৬:০০ ঘটিকা পর্যন্ত মোট ০৮ (আট) ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
‘এ ছাড়া উক্ত সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
রাজধানীর ধানমন্ডি লেক থেকে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাণ হারানো কিশোরের নাম, পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ১৫ বছর।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে ধানমন্ডি ৭ নম্বর রোডের শেষ মাথায় লেকের বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলের আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারি ওই কিশোর গোসল করার উদ্দেশে লেকের পানিতে নেমেছিল। নামার পর সে পানিতে তলিয়ে যায়। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে। পরনে ছিল জিন্স প্যান্ট।’
এসআই বলেন, ‘নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। আমরা সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়ত কিশোরের পরিচয় জানা যেতে পারে।’
আরও পড়ুন:অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানাকে।
পুরান ঢাকার চানখাঁরপুল এলাকার বাসা থেকে উদ্ধার করে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় ওয়াসিমকে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ওয়াসিম রানা কবি নজরুল কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন। তার বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া নিউজবাংলাকে বলেন, ‘সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াসিম রানাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। আমরা জানতে পেরেছি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তবে কী কারণে আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।
‘মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানানো হয়েছে।’
ওয়াসিম রানার বন্ধু ও তার স্ত্রীর ভাষ্য, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আত্মহত্যা করেছেন।
বন্ধু ইমরান হোসেন বাবু বলেন, ‘ওয়াসিম রানা সবসময় হতাশাগ্রস্ত থাকত, তবে কী কারণে হতাশাগ্রস্ত থাকত তা কখনও জানতে পারিনি। অনেকবার তাকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। এক বছর আগে তার বাবা মারা যায়। তার এক ভাই ক্যানসার আক্রান্ত হয়ে মারা যায়।
‘গত নভেম্বরে সে ছাত্রলীগের সভাপতি হয়েছে। তিন বছর কষ্ট করার পরে সে এই পদ পেয়েছিল। অথচ সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল! ও আমার অনেক কাছের বন্ধু ছিল। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
ওয়াসিমের স্ত্রী সানজিদা আক্তার ওরফে জান্নাতি কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক।
রানার স্ত্রী সানজিদা আক্তার বলেন, ‘আমাদের বিয়ে হয়েছে সাত বছর। এতদিন পলিটিক্যাল কারণে জানানো হয়নি। সে আমাদের (নারায়ণগঞ্জের তারাব) বাসায় নিয়মিত আসা-যাওয়া করত। গত এক সপ্তাহ আগে ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে রানা আমার গায়ে হাত তোলে।
‘আমার বাবা, মা তখন ওর কাছে যেতে নিষেধ করে। শুক্রবার রাতে ও আমাকে ওর বাসায় আসতে বলে। না আসলে আত্মহত্যা করার হুমকি দেয়। ও এমনটা করবে আমি ভাবতেই পারিনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক এক সহসভাপতি বলেন, ‘আমরা জানতাম সানজিদার সঙ্গে প্রেম ছিল। বিয়ে হয়েছিল কি না, তা সঠিক জানি না।’
সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল রহস্য উন্মোচন করে বিচারের দাবি জানান কলেজ শাখা ছাত্রলীগের সাবেক এ নেতা।
বংশাল থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ‘নাজিমুদ্দিন রোডে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন ওয়াসিম রানা। সেখানে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আমরা তদন্ত করে বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করছি।’
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কবি নজরুল সরকারি কলেজ মাঠে ওয়াসিম রানার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
দীর্ঘ ৩৯ মাস পর গত বছরের ৮ নভেম্বর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওয়াসিম রানাকে সভাপতি ও ফারুক হাওলাদারকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়।
আরও পড়ুন:অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ‘পণ্যের দাম বাড়লেও বাংলাদেশে আমরা ভালো আছি।’
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অর্থ মন্ত্রণালয় আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘আমরা আশা করছি সামনে আরও ভালো কিছু হবে। তবে অন্যদের তুলনায় দেখলে আমরা ভালো আছি।’
তিনি বলেন, ‘সারা পৃথিবীর দিকে তাকালে দেখবেন আমরা কোন অবস্থায় আছি। নিম্ন আয়ের মানুষের কিছু কষ্ট হচ্ছে, এটা অর্থমন্ত্রীও বলেছেন। আমরা কিন্তু এটা মাথায় রেখে এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে ডাল, চিনি ও ভোজ্যতেল দিয়েছি। পেঁয়াজের দাম যখন বেড়েছে আমরা কম দামে পেঁয়াজ বিক্রি করেছি।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে। আমরা যেসব পণ্য আমদানি করি তার দাম যদি বাড়ে বাজারেও এর প্রভাব পড়ে। কোথাও কোথাও সমস্যা আছে। মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিয়ে সমস্যা তৈরি করে।’
মন্তব্য