চল্লিশ বছরের বেশি সময় ধরে কার্টুন আঁকছি, প্রফেশনালি। কমিকস আঁকছি। যে কার্টুন আঁকে তাকে কি কমিকস আঁকতেই হবে? না ব্যাপারটা তা না; তবে তারা রিলেটেড। কার্টুন ক্যারেক্টার যদি ফ্রেমের ভিতর ঢুকে সংলাপ বলতেই থাকে তাহলেইতো দিব্যি কমিকস হয়ে উঠল।
‘ছেলেটা ভালো কমিক করে সবাইকে বেশ হাসায়।’ তবে ছেলেটা কমিকস হয়ত আঁকে না। কমিক আর কমিকসে এই পার্থক্য, এটাও এই ফাঁকে বলে ফেল্লাম।
বলতে যখন বসেছি সবই বলি না কেন? যা যা শিখেছি, প্রকৃতি আমাকে যা যা শিখিয়েছে সবই বলি, সঙ্গে নেওয়ারতো কিছু নেই...।
পদার্থবিদ ডিক ফাইনম্যান যিনি ম্যানহাটন প্রজেক্টের অন্যতম বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন।
তিনি বিজ্ঞান কি বলতে গিয়ে একবার বলেছিলেন, ‘প্রকৃতির চেতনা বুঝতে পারাই হচ্ছে বিজ্ঞান’ কার্টুন নিয়ে আমার এই হাবিজাবি লেখায় আবার ফাইনম্যানকে কেন টানাটানি?
আসলে মজার ব্যাপার হচ্ছে ফাইনম্যান খুব অদ্ভুত একটা মানুষ ছিলেন। তিনি যে কোনো তালা বা লক সে যত জটিলই হোক না কেন একবার দেখলেই বুঝে ফেলতেন এটা কীভাবে খুলতে হয়।
লক খোলা তার একটা নেশার মতো ছিল। বিখ্যাত ম্যানহাটন প্রজেক্টে বড় বড় বিজ্ঞানীরা যখন কাজ করছিলেন একসঙ্গে তখন প্রচণ্ড গোপনীয়ভাবে বিভিন্ন লকারে সব অতীব জরুরি কাগজপত্র ডকুমেন্টস লুকানো ছিল।
কিন্তু ফাইনম্যান তার যখন যে কাগজটা দরকার সেটা সেই লোকের রুমের লকার খুলে নিয়ে জেনে নিতেন। ব্যাপারটা এরকম- আরে ওকে বলে লকার খুলিয়ে কাগজ নেয়ার দরকার কি? আমিই খুলে বের করে নেই না কেন? পরে কাগজ আবার সেই লোকের হাতে হাতে ফেরত দিতেন। সেই লোক (হয়ত তিনিও কোনো বড় বিজ্ঞানী) হতভম্ব। এটা আপনার হাতে গেল কীভাবে? এটাতো আমার লকারেও ছিল।
ফাইনম্যান প্রসঙ্গ আনলাম অন্য কারণে। তিনি জীবনের একটা সময় হঠাৎ ছবি আঁকাআঁকি শুরু করে দিলেন। বেশ সিরিয়াসলি। তার ছবি বিক্রিও হতে শুরু করল।
তিনি আবিস্কার করলেন তিনি বিখ্যাত পদার্থবিদ নোবেল প্রাইজ পাওয়া- এ জন্য কি তার ছবি বিক্রি হচ্ছে? তিনি একটা ছদ্ম নাম নিয়ে ফেললেন ‘ও-ফে’। না; তারপরও তার ছবি বিক্রি হতো।
এই নিয়ে একটা মজার ঘটনা আছ- সেটা পরে বলছি। আগে বলি যে কারণে ফাইনম্যানকে আনলাম এখানে; ফাইনম্যান আর্ট আর বিজ্ঞানের একটা চমৎকার ব্যাখা দিয়েছেন; বা তিনি উপলদ্ধি করেছেন।
সেটা হচ্ছে একটা আর্ট একজনের ভালো লাগতে পারে। আবার দশজনের কাছে সেটা বাজে লাগতে পারে। আবার উল্টোটাও হতে পারে। একটা আর্ট দশজনের কাছে ভালো লাগতে পারে আবার একজনের কাছে জঘন্য লাগতে পারে। (সাহিত্যের ক্ষেত্রে মুভির ক্ষেত্রেও এটা হতে পারে) কিন্তু বিজ্ঞান? বিজ্ঞান একজন বা দশজনের ভালো লাগা মন্দ লাগার ব্যাপার না। বিজ্ঞান চিরন্তন শ্বাশত ...
তবে যেহেতু ‘আর্ট ইজ নট রিলেটেড টু সায়েন্স’ সেহেতু আপনি যেটাই আঁকেন সেটাই আর্ট। কেউ আপনাকে প্রশ্ন করতে আসবে না এটা কি ঘোড়ার ডিম এঁকেছ কাকের ট্যাং বকের ট্যাঙ! কিছুই হয়নি। কিন্তু কে জানে এই ঘোড়ার ডিম থেকে বের হওয়া কাকের ট্যাং বকের ঠ্যাং আরেকজনের অসম্ভব ভালো লেগে যেতে পারে।
সবচে বড় কথা আপনি যদি আর্টিস্ট হন কার্টুনিস্ট হন বা কমিকস আর্টিস্ট হন তাহলে কনফিডেন্স নিয়ে আঁকুন।
আবার সেই শুরুতে আসি। কার্টুন। কার্টুন কেন আঁকি? বরং একটা ঘটনা বলি। এই ঘটনা আমি বহু জায়গায় বলেছি, লিখেছিও। তারপরও আবার রিপ্লে করা যায়।
এক আর্কিটেক্ট হঠাৎ প্রফেশন বদলে কার্টুনিস্ট হয়ে গেলেন। পৃথিবীতে আর্কিটেক্টরা কার্টুনিস্ট হয়েছে এমন অনেক উদাহরণ আছে। তো একদিন এক সাংবাদিক তার ইন্টারভিউ নিতে এল
- আপনি আর্কিটেকচার পেশা ছেড়ে কেন কার্টুনিস্ট হলেন?
- আমি আসলে ঐ পেশায় সুবিধা করতে পারছিলাম না। বলতে পারেন ঐ পেশায় আমি মোটমুটি ব্যর্থ
- তাহলে কার্টুনিস্ট হয়ে কি সফল?
- না। এই লাইনেও ব্যর্থ
- তাহলে এখনো কার্টুন আঁকছেন কেন?
- কারণ বাই দিস টাইম আমি কার্টুনিস্ট হিসেবে বিখ্যাত।
এই গল্পটা কেন বললাম? আসলে কেউ বিখ্যাত হওয়ার জন্য কার্টুনিস্ট হয় না। সে যদি ভালো কাজ করে তাহলে বিখ্যাত তকমাটা তার পিছে ছুটবে।
আসলে যেটা বলতে চাচ্ছি কার্টুন এমন একটা পেশা যে কেউ যে কোনো সময় শুরু করতে পারে।
আমিতো বলি একটা কলম একটা সাদা কাগজ আর একটা পত্রিকা। ব্যাস আপনার কার্টুন আকার মাল মসলা হাতে চলে এসেছে।
এবার পত্রিকা পড়ুন, একটা নিউজ খুঁজে বের করুন- যেটা দিয়ে কার্টুন হতে পারে। তারপর এঁকে ফেলুন- দুজন মানুষ কথা বলছে ... ঐ বিষয়টা নিয়ে তির্যক দৃষ্টিকোণে। ব্যাস কার্টুন হয়ে গেল!
তবে যে জিনিষটা দরকার সেটা হচ্ছে সেন্স অফ হিউমার। এটা সবার ভিতরেই আছে, আমাদের বাঙালিদের ভিতরতো আছেই। চর্চা করলে আরো জোরেসোরে জিনিষটা বের হয়ে আসে।
জোকস পড়তে হবে বেশি বেশি; দশটা জোকস পড়লে একটা মৌলিক জোকস তৈরি করা যায়। আপনার তৈরি সেই জোকসটা নিয়ে হতে পারে একটা কার্টুন।
অনেকে বলে আমি মানুষ আঁকতে পারি না। যে মানুষ একবারেই আঁকতেই পারে না তার বিষয়টা ভিন্ন। সে অন্য কিছু আঁকতে পারে। দুইটা ভাইরাস কথা বলতে পারে, ঘরের চেয়ার টেবিলের সঙ্গে কথা বলছে, বাসার ফ্রিজ-টিভির সঙ্গে কথা বলছে। যে কোনো কিছুই কথা বলতে পারে; শুধু তাকে জীবন্ত করতে হলে তার কোনো জায়গায় দুটো চোখ বসিয়ে দিলেই হলো।
অনেক কার্টুনিস্ট আছেন তারা মানচিত্র দিয়ে কার্টুন আঁকেন। খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে পৃথিবীর মানচিত্রে প্রতিটা দেশ একটা একটা চরিত্র যেন। শুধু চোখ বসানো বাকি। এটাইকে বোধহয় সিমুলাক্রা বলে! আজ এই পর্যন্ত।
লেখক: উন্মাদ সম্পাদক ও কার্টুনিস্ট
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, একটি শর্টগান, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগতরাত আনুমানিক ২টা ৫০ মিনিটে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির আওতাধীন পাকুড়িয়া দক্ষিণপাড়া গ্রামে প্রথম অভিযান চালানো হয়। এসময় মৃত রহমত সর্দারের ছেলে মঞ্জিল সর্দার (৪৩) কে আটক করা হয়। তার বাড়ির উঠানে গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি শর্টগান ও একটি গুলি উদ্ধার করা হয়।
পরে মঞ্জিল সর্দারের স্বীকারোক্তির ভিত্তিতে দ্বিতীয় দফা অভিযান চালানো হয় জয়পুর বিওপির আওতাধীন এলাকায়। অভিযানে মঞ্জিলের ভাতিজা শফিকুল সর্দারের ছেলে টুটুল সর্দার (২৫)-এর বাড়ি তল্লাশি করে একটি চালের ড্রামের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে মঞ্জিল সর্দার স্বীকার করেন, দুই দিন আগে তারা ভারতীয় সীমান্ত এলাকার এক ব্যক্তির কাছ থেকে এসব অস্ত্র সংগ্রহ করেছেন। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক বাজারমূল্য এক লাখ ১৬ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে সৈকতের কবিতা চত্ত্বর পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
মৃত্যু হওয়া রাইয়ান নূর আবু সামি (১৪) কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। সে কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
মৃতের বাবা মোহাম্মদ ইসমাইল বলেন, সকালে বাসায় কাউকে না জানিয়ে প্রতিবেশী বন্ধুদের সাথে সমুদ্র সৈকতে ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায়ে তারা সৈকতে কবিতা চত্ত্বর পয়েন্ট সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে ৩ জন ভেসে যেতে থাকে। এসময় সেখানে থাকা অন্য বন্ধুরা এবং ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
তিনি বলেন, “ পরে তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। “
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ( এডিআইজি ) আপেল মাহমুদ জানান, খবরটি তিনি শুনেছেন। কক্সবাজার সৈকতে ফুটবল খেলা নিষেধ থাকলে অনেকে তা অমান্য করে খেলাধুলা করছেন। এতে সৈকতের নজরদারি কম থাকা পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
স্কুলছাত্রের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজর ৫৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এছাড়াও অভিযানকালে ২৮০টি গাড়ি ডাম্পিং এবং ১৩৮টি রেকার করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে এক লাখ মানুষের গণঅভ্যুত্থানকেন্দ্রিক স্মৃতিকথা সংগ্রহের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ইতোমধ্যে জেলা তথ্য অফিসসমূহে এসব পোস্টকার্ড প্রেরণ করা হয়েছে। জেলা তথ্য অফিসসমূহ সংশ্লিষ্ট জেলাপ্রশাসনের সঙ্গে সমন্বয় করে ‘নোটস্ অন জুলাই’ পোস্টকার্ডের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গণঅভ্যুত্থানকেন্দ্রিক স্মৃতিকথা ও অভিজ্ঞতা সংগ্রহ করছে। আগামী ৫ই আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। জনগণের স্মৃতিকথা-সংবলিত এসব পোস্টকার্ড গুরুত্বসহকারে সংরক্ষণ করা হবে।
জেলা প্রশাসন ও যশোর মৎস্য অধিদপ্তরের আয়োজনে আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হতে যাচ্ছে।
এদিন সকাল ১১ টায় র্যালি ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/ উদ্যোক্তাদের পদক প্রদান ও পৌর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। সপ্তাহব্যাপী নানা আয়োজনে মধ্য দিয়ে আগামী ২৮ জুলাই এই মৎস্য সপ্তাহ শেষ হবে।
মঙ্গলবার যশোর কালেক্টরেট সভা কক্ষে প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপত্বি করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল আলম, সভাটি পরিচালনা করেন জেলা মৎস্য অফিসার সরকার মো:রফিকুল আলম। সভায় উপস্থিত ছিলেন সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। এ সভায় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা সমবায় কর্মকর্তা, জেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি, জেলা সির্ভিল সার্জনের প্রতিনিধি, জেলা আনসার ভিডিভির প্রতিনিধি, আরআরএফ এনজিও প্রতিনিধি, জাগরনি চক্র প্রতিনিধি, হেচারী মালিক সমিতির সভাপতি প্রমুখ। এসভায় আরো উপস্থিত ছিলেন জেলা পর্যায়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম।
সচিব পদে পদোন্নতির পর তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করে বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীনকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার সুবিধার্থে গত ২৪ জুন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।
তিনি বলেন, ‘এনসিপির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ (বুধবার) গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাদের পদযাত্রা বানচাল করতে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ও ভাঙচুর করা হয়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
আহত পুলিশ সদস্যরা হলেন, সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদমাধ্যমে বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, আমরা এখন পর্যন্ত জানি না। এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে। আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করবে দলটি।
মিজানুর রহমান জানান, আজ গোপালগঞ্জ শহরে এনসিপির পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা। উলপুর-দুর্গাপুর সড়ক দিয়ে তাদের গাড়িবহর যাওয়ার কথা ছিল। এ জন্য ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। সেখানে পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
মন্তব্য