× হোম জাতীয় রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ রাজনীতি আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য শিল্প ইভেন্ট উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া বিচিত্র সিটিজেন জার্নালিজম ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন মানসিক স্বাস্থ্য অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ ইউরোপ ব্লকচেইন ভাষান্তর অন্যান্য ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

জাতীয়
ভারতে পাচার বাংলাদেশি তরুণীর ভয়বাহ বয়ান
google_news print-icon

ভারতে পাচার বাংলাদেশি তরুণীর ভয়াবহ বয়ান

ভারতে-পাচার-বাংলাদেশি-তরুণীর-ভয়াবহ-বয়ান
রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়। ছবি: সংগৃহীত
প্রতারণার ফাঁদে ফেলে টিকটক হৃদয় ভারতে যেসব নারীকে পাচার করেছেন, তাদের একজন পালিয়ে এসে সম্প্রতি মামলা করেছেন ১২ জনের বিরুদ্ধে। ওই তরুণীর এজাহারে উঠে এসেছে নারী পাচার চক্রের নিষ্ঠুর কর্মকাণ্ডের ভয়াবহ চিত্র।

চাকরি দেয়ার কথা বলে এক তরুণীর সঙ্গে পরিচিত হন ভিডিও শেয়ারিং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তারকা রিফাদুল ইসলাম হৃদয়। এরপর টিকটক হ্যাংআউটের জন্য কুষ্টিয়ায় যাওয়ার কথা বলে ওই তরুণীকে তিনি নিয়ে যান সাতক্ষীরায়। আর সেখান থেকে কৌশলে ভারতে পাচার করা হয় তরুণীকে।

ভারতের বেঙ্গালুরুতে নিয়ে ওই তরুণীকে হোটেল ও ম্যাসাজ পারলারে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়।

টিকটক হৃদয়ের ফাঁদে পড়ে ভারতে পাচার হওয়ার পর ৭৭ দিনের এক ভয়ংকর দুঃস্বপ্নময় সময় পার করে গত মে মাসে কৌশলে পালিয়ে দেশে ফিরে আসেন ওই তরুণী।

ফিরে এসে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় মানব পাচার আইনে প্রতিরোধ ও দমন আইনে হৃদয়সহ ১২ জনের ‍বিরুদ্ধে মামলা করেন তিনি।

এদের তিনজনকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন ও আবদুল কাদের।

কীভাবে টিকটক হৃদয়ের সঙ্গে পরিচয় এবং কোন কৌশলে তাকে ফাঁদে ফেলে পাচার করা হয়, এর বর্ণনা মামলার এজাহারে জানিয়েছেন ওই তরুণী।

ভারতে পাচার বাংলাদেশি তরুণীর ভয়াবহ বয়ান
ভারতের বেঙ্গালুরু শহর। ছবি: সংগৃহীত

টিকটক হৃদয়ের সঙ্গে যেভাবে পরিচয়

তরুণী জানান, এক বান্ধবীর সঙ্গে হাতিরঝিলে ঘুরতে গেলে হৃদয় যেচে এসে পরিচিত হন তার সঙ্গে।

তিনি এজাহারে বলেন, ‘২০১৯ সালে মার্চ মাসের কোনো একসময়ে আমি আমার বান্ধবী আফরিন (ছদ্মনাম) সাথে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে ঘুরতে যাই। আফরিনের বাসা মগবাজারে। এ সময় ২০-২৫ বছর বয়সী পাঁচ-ছয়জন ছেলে আমাদের সামনে আসে।

‘তাদের মধ্যে একজন আফরিনের সঙ্গে কথা বলে। তার নাম রিফাদুল ইসলাম হৃদয়। সে আফরিনের সঙ্গে দুয়েকটা কথা বলে আমার পরিচয় জানতে চাইলে আফরিন আমাকে তার বান্ধবী বলে পরিচয় করিয়ে দেয়। রিফাদুল ইসলাম হৃদয় আমার মোবাইল নম্বর ও ফেসবুক আইডি চাইলে আমি দিতে অস্বীকৃতি জানাই।’

তিনি বলেন, ‘মাসখানেক পর বসুন্ধরা সিটির তৃতীয় তলার একটি শোরুমে বিক্রয়কর্মী নিয়োগ দেয়া হবে জেনে আমি চাকরিপ্রার্থী হিসেবে সেখানে যাই। রিফাদুল ইসলাম হৃদয়ও চাকরিপ্রার্থী হিসেবে সেখানে যায়। সেখানে সে আমাকে চিনতে পারে। আমার মোবাইল নম্বর ও ফেসবুক আইডি চায়। আমি মোবাইল নম্বর দিই। ফেসবুক আইডি দিইনি।’

টিকটকের আগ্রহকে কাজে লাগান হৃদয়

ওই তরুণী জানান, হৃদয় পরিচিত হওয়ার পর বিভিন্ন সময়ে তাকে কল করতেন, মেসেজ দিতেন। বিভিন্ন জায়গায় ঘুরতে ডাকতেন। কিন্তু তিনি যাননি। ২০১৯ সালে প্রথম হাতিরঝিলে ও দ্বিতীয়বার বসুন্ধরা সিটিতে তাদের দেখা হয়।

২০২০ সালের প্রথম দিকে মৌচাকের সেন্টার পয়েন্ট মার্কেটের তৃতীয় তলার একটি বুটিক শপে বিক্রয়কর্মী হিসেবে কাজ শুরু করেন ওই তরুণী। হৃদয় সেই খবর পেয়ে সেখানেও কয়েক দিন যান।

বিক্রয়কর্মী নয়, ভালো বেতনে চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দেন হৃদয়। এরই মধ্যে ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন তিনি। তা প্রত্যাখ্যান করেন তরুণী।

তরুণী এজাহারে বলেন, ‘আমি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে বলি। সে খুব শিগগিরই পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবে বলে জানায়। এরপর সে আমার সাথে কয়েকবার দেখা করতে চেয়েছে। আমি রাজি হইনি। তবে সে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে অ্যাড করার জন্য ফোনে অনুরোধ করলে আমি তাকে আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করি। মোবাইল ফোনে ও ফেসবুক মেসেঞ্জারে তার সাথে মাঝে মাঝে আমার কথা হতো।’

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে রিফাদুল ইসলাম হৃদয় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় অ্যাডভেঞ্চার ল্যান্ডপার্কে ‘টিকটক হ্যাংআউট’ পার্টির আয়োজন করেন। হৃদয় মোবাইল ফোনে ও ফেসবুক মেসেঞ্জারে তরুণীকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানান। ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকে টিকটক তারকারা সেখানে আসবে বলে তরুণীকে জানানো হয়।

তরুণী বলেন, ‘টিকটক নিয়ে আমারও আগ্রহ ছিল। ঢাকা থেকে কীভাবে যাব, জানতে চাইলে হৃদয় জানায়, রিজার্ভ করা বাস ঢাকা থেকে অ্যাডভেঞ্চার ল্যান্ডপার্কে যাবে। যেহেতু আরও অনেকেই যাবে, আমি টিকটক হ্যাংআউট পার্টিতে যেতে রাজি হই। ওই পার্টিতে প্রায় ৭০-৮০ জনের মতো উপস্থিত ছিল। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পার্টি চলে। সবাই অনেক ছবি তোলে।

‘টিকটক তারকা হিসাবে হৃদয়ের বেশ পরিচিতি ছিল। হৃদয় জানায়, টিকটকে ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করার সুযোগ আছে। সে আমাকে জনপ্রিয় টিকটক তারকা বানানোর আশ্বাস দেয়।’

অ্যাডভেঞ্চার ল্যান্ডপার্কের পার্টি থেকে ফেরার পর তরুণীকে বুটিক শপের চাকরি ছেড়ে দিতে চাপ দেন হৃদয়। তার কাছে ভালো বেতনে দেশে-বিদেশে চাকরির সুযোগ আছে বলে জানান তিনি। গত বছর লকডাউন শুরুর পর হৃদয়ের সঙ্গে অনেক দিন দেখা হয়নি তরুণীর। তবে যোগাযোগ হতো মোবাইল ফোন ও ফেসবুকে।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর গাজীপুরের ‘আফরিন গার্ডেন রিসোর্টে’ হৃদয় একটি পুল পার্টির আয়োজন করে। এতে ৭০০-৮০০ তরুণ-তরুণী অংশগ্রহণ করে। সবাই টিকটক করে এবং হৃদয়ের পরিচিত। হৃদয় ও তার কয়েকজন বন্ধু ফেসবুকে টিকটক গ্রুপ খুলে এই পার্টিতে অংশ নিতে গ্রুপের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছিলেন। পার্টিতে অংশ নেন ওই তরুণী।

করোনায় বেকার, কুষ্টিয়ায় ফাঁদ

লকডাউনে বুটিক শপের চাকরি হারান ওই তরুণী। তার বাবা অসুস্থ। দীর্ঘদিন কাজ না থাকায় ঋণ করে সংসার চলছিল তাদের। তখন হৃদয়কে একটি চাকরির জন্য অনুরোধ করেন ওই তরুণী। হৃদয় কিছু করবেন বলে আশ্বাস দেন।

এরই মধ্যে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হৃদয় মেসেঞ্জারে নক করে ওই তরুণীকে জানান, কুষ্টিয়ায় বাউল লালন ফকিরের মাজারে টিকটক হ্যাংআউটের আয়োজন করেছে খুলনার একটি টিকটক গ্রুপ। হাতিরঝিল মোড়লবাড়ির সামনে থেকে তিনটি বাস যাবে সকাল ৯টায়।

ওই তরুণী এজাহারে বলেন, ‘যেহেতু ঢাকা থেকে আরও অনেকেই কুষ্টিয়ায় লালন ফকিরের মাজারে যাবে বলে হৃদয় আমাকে জানায়, সে জন্য যেতে রাজি হই।

‘কুষ্টিয়ার টিকটক হ্যাংআউট ১৯ ফেব্রুয়ারি। আমি সকাল সাড়ে ৮টায় রিকশায় করে হাতিরঝিল মোড়লবাড়ির সামনে চলে আসি। গ্রুপের সদস্যদের কাউকে দেখতে না পেয়ে হৃদয়কে মেসেঞ্জারে ফোন করলে সে আমাকে জানায়, রাতে বাস ছাড়ার টাইম চেঞ্জ করে ৭টা ২০ মিনিটে বাস ছেড়ে গেছে। গভীর রাতে গ্রুপে মেসেজ দেয়া হয়েছিল। সে নিজেও টের পায়নি।’

তরুণী উল্লেখ করেন, ‘হৃদয় খুব আফসোস করতে থাকে। এই পার্টিতে না গেলে তার নাকি টিকটক ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তার প্রতিদ্বন্দ্বীরা তার ক্যারিয়ার ধ্বংসের জন্য তাকে পার্টিতে বাদ দেয়ার জন্যই সুকৌশলে গভীর রাতে বাস ছাড়ার টাইম চেঞ্জ করেছে। খুব ইমোশনাল হয়ে সে আমার হাত ধরে বলে যে, সে দমবার পাত্র নয়। সে বলে, যেকোনো মূল্যে সে কুষ্টিয়ায় যেতে চায়। আমি তার সাথে যাব কি না। খুব ইমোশনাল দেখে আমি রাজি হয়ে যাই।’

কুষ্টিয়ার কথা বলে সাতক্ষীরায়

ওই তরুণী হৃদয়ের সঙ্গে কুষ্টিয়া যেতে রাজি হওয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে তারা দুজন শ্যামলী যান। সেখানে হোটেলে নাশতা করেন। এরই মাঝে কুষ্টিয়ার গাড়ি আছে কি না, তা দেখতে বেরিয়ে যান হৃদয়।

ভুক্তভোগী তরুণী এজাহারে বলেন, ‘মিনিট দশেক পরে হৃদয় আমাকে দ্রুত বাসে উঠতে বলে। বাস নাকি ছেড়ে যাচ্ছে। হৃদয় ও আমি বাসে উঠি। পাশাপাশি দুই সিটে বসি। কোন বাসে উঠি মনে নেই। বাসে ওঠার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি বাস থেমে আছে। কুষ্টিয়া পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, জিজ্ঞাসা করলে হৃদয় জানায়, “এটা আরিচাঘাট। আরও চার-পাঁচ ঘণ্টা লাগবে।’”

আরিচাঘাট হয়ে ফেরিতে করে নদী পার হওয়ার পর আবার ঘুমিয়ে পড়েন তরুণী। বিকেল সাড়ে পাঁচটার দিকে আবার তার ঘুম ভাঙে। হৃদয় তখন ঘুমাচ্ছিলেন।

তরুণী বলেন, ‘আমি সুপারভাইজারকে জিজ্ঞাসা করি, কুষ্টিয়া পৌঁছাতে আর কতক্ষণ লাগবে। সুপারভাইজার জানায়, এটা কুষ্টিয়ার বাস না। কিছুক্ষণের মধ্যে সাতক্ষীরা লাস্ট স্টপেজে পৌঁছাবে বাস। আমি ধাক্কা দিয়ে হৃদয়ের ঘুম ভাঙাই।

‘সাতক্ষীরার গাড়িতে কেন ওঠা হলো, প্রশ্ন করলে হৃদয় জানায়, বাস চিনতে ভুল হতে পারে। তার কোনো দোষ নেই। কুষ্টিয়া যেতে না পারলে তো তারই ক্ষতি। হৃদয় আমাকে টেনশন করতে নিষেধ করে।’

তরুণীর ভাষ্য অনুযায়ী, সাতক্ষীরার বাসটি একটি সিনেমা হলের সামনে থামে। কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়। হৃদয় অস্থিরভাবে হাঁটাহাঁটি করতে করতে মোবাইলে কথা বলতে থাকেন।

১০ মিনিট পর ২৫ থেকে ৩০ বছর বয়সী একজন লোক মোটরসাইকেল চালিয়ে হৃদয় ও ভুক্তভোগী তরুণীর কাছে আসেন। হৃদয় লোকটিকে বলেন, ‘আমরা ঢাকা থেকে কুষ্টিয়া যেতে চেয়েছিলাম। ভুল করে সাতক্ষীরা এসেছি। দ্রুত কুষ্টিয়া যাওয়ার কোনো বাস আছে কি না।’

মোটরসাইকেলে আসা লোকটি জানান, সামনে কুষ্টিয়ার লাস্ট বাসটি আছে। ১৫-২০ মিনিটের মধ্যেই বাস ছাড়বে।

ওই ব্যক্তিটি হৃদয় ও তরুণীকে দ্রুত মোটরসাইকেলে চড়তে ইশারা করেন। হৃদয় ও তরুণী মোটরসাইকেলে চড়েন। ১৫ থেকে ২০ মিনিট পর একটি টিনশেড বাড়ির সামনে মোটরসাইকেলটি থামে।

মোটরসাইকেলের চালক তাদের জানান, বাস চলে গেছে। রাতে আর বাস নেই। হৃদয় মোটরসাইকেলচালককে অনুরোধ করেন যেন তাদের শহরে কোথাও থাকার ব্যবস্থা করে দেন।

হৃদয় জানান, তার কাছে ৩০০ টাকা আছে মাত্র। মোটরসাইকেলচালক বলেন, এত কম টাকায় সাতক্ষীরা সদরে কোনো হোটেলে সিঙ্গেল রুম পাওয়া যাবে না। তা ছাড়া দুজনের তো দুই রুম লাগবে।

মোটরসাইকেলচালক পাশের একটি বাসা দেখিয়ে বলেন, সেখানে সস্তায় একটি পরিবারের সঙ্গে থাকা যাবে। সেই বাসায় যেতে অস্বীকৃতি জানান তরুণী।

অভিযোগে তরুণী বলেন, ‘হৃদয় আমাকে অনুরোধ করে সেই বাসায় যেতে। যেহেতু পরিবারের সাথে থাকা যাবে, কাজেই আমরা দুজন আলাদা রুমে থাকতে পারব। রাতে বন্ধুবান্ধবদের সাথে কথা বলে সে বিকাশ অ্যাকাউন্টে টাকা নেবে। সকালে সেই টাকা ক্যাশ আউট করে কুষ্টিয়ায় যাবে।

‘আমার কাছেও তেমন টাকাপয়সা ছিল না। যেহেতু হৃদয়ের কাছে পর্যাপ্ত টাকা নেই এবং সেই বাসাটিতে বাসায় পরিবারের সাথে আলাদা রুমে থাকা যাবে, তাই আমি সেই বাসায় থাকতে রাজি হই।’

বাড়িটি ভারতে পাচারের ট্রানজিট পয়েন্ট

তিন কক্ষের এই বাড়িটির মালিক আলম। সেখানে তার স্ত্রী ও দুই সন্তান থাকে। হৃদয় ও তরুণী বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর হৃদয়ের সমবয়সী আরও তিন তরুণ ও লাবণী (ছদ্মনাম) নামের ২৫ থেকে ৩০ বছর বয়সী এক নারী আসেন। হৃদয় সেই তিন তরুণের সঙ্গে কথা বলেননি। হৃদয়ের সঙ্গে আসা তরুণী ও লাবণীকে একটি কক্ষে থাকতে দেয়া হয়। হৃদয় ও অন্য তিন তরুণ তৃতীয় কক্ষটিতে ঘুমান।

ওই তরুণী এজাহারে বলেন, ‘রাত আড়াইটার দিকে হৃদয় রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে আমার নাম ধরে ডেকে দরজা খুলতে বলে। লাবণী ও আমার ঘুম ভাঙে। দরজা খুলে দিলে হৃদয় ও ৩০-৩৫ বছর বয়সী এক লোককে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি। হৃদয় তাকে আনিস ভাই বলে ডাকে। আনিস আমাকে ও লাবণীকে দেখে চলে যায়। আমরা ঘুমিয়ে পড়ি।

‘ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদয় আবার রুমের দরজা ধাক্কাতে ধাক্কাতে আমার নাম ধরে ডেকে দ্রুত দরজা খুলতে বলে। দরজা খুলে দেখি হৃদয়সহ লাবণীর সঙ্গে আসা অন্য তিন তরুণ রুমের সামনে দাঁড়ানো। হৃদয় ও সেই তিন তরুণ আমাদের দ্রুত রুম থেকে বের হতে বলে। আমরা দ্রুত বের হয়ে দৌড়ে বেশ দূরের একটি বাড়িতে চলে যাই।

‘সেই বাড়িটিতে গিয়ে আমরা ছয়জন একটি রুমে ঢোকামাত্রই হৃদয় দরজা বন্ধ করে দেয়। হৃদয় বলে, পুলিশের গাড়ি এসেছে। আমরা আর ঘুমাইনি। সকাল সাতটার দিকে হৃদয় জানায়, বাইরে পুলিশ ঘোরাঘুরি করছে। পুলিশ না চলে গেলে বাড়ি থেকে বের হওয়া যাবে না।’

ভারতের সীমান্ত দেখানোর ফাঁদ

সকাল ৮টার দিকে ৫০ থেকে ৫৫ বছর বয়সী এক লোক ছয়জনের নাশতা নিয়ে আসেন। তার নাম আবদুল কাদের। তিনি জানান, সামনেই ভারতের বর্ডার। প্রাকৃতিক দৃশ্য নাকি খুব সুন্দর। এই এলাকায় এলে কেউ সেখানে না ঘুরে ফেরে না।

তরুণী বলেন, ‘আমার কোনো আগ্রহ ছিল না। একটু পরেই হৃদয় এসে আবদুল কাদেরকে বলল, ভারতীয় বর্ডার কতদূর, সেখানে ছবি তোলার মতো ভালো কোনো দৃশ্য আছে কি না। আবদুল কাদের হৃদয়কেও একইভাবে জানাল, সেখানকার দৃশ্য খুব সুন্দর। ছবি তোলার জন্য অনেকেই দূর-দূরান্ত থেকে সেখানে যায়।

‘যেহেতু হৃদয় টিকটক করে, সে ভারতীয় বর্ডারের কাছে গিয়ে ছবি তুলতে চায়, আমাকে তার সাথে যেতে অনুরোধ করে। আবদুল কাদেরকে অনুরোধ জানায়, ভারতীয় বর্ডারের কাছাকাছি যাওয়ার ব্যবস্থা করে দেয়ার জন্য। আবদুল কাদের আমাদেরকে ভারতীয় বর্ডারের খুব কাছাকাছি নিয়ে যাওয়ার আশ্বাস দেয়।’

সীমান্তের পথে যাত্রা শুরু

দুপুর ১২টার দিকে আবদুল কাদের দুই সেট ছেঁড়া জামাকাপড় নিয়ে এসে দুই তরুণীকে পরতে বলে। ছেঁড়া জামাকাপড় না পরলে নাকি ভিতরে যাওয়া যায় না।

ওই তরুণী বলেন, ‘প্রায় ১০-১৫ মিনিট পর দুটি লাল মোটরসাইকেল নিয়ে ২৫-৩০ বছর বয়সী দুজন পুরুষ লোক আসে। দুজনের নাম মেহেদী হাসান বাবু ও মহিউদ্দিন। মেহেদী হাসান বাবুর বাবার নাম আবদুল কাদের। দুজন মোটরসাইকেল রেখে আমাদেরকে দ্রুত বের হতে বলে।’

হৃদয়, ভুক্তভোগী তরুণী, লাবণী, লাবণীর সঙ্গে আসা তিন ছেলে মেহেদি হাসান বাবু, মহিউদ্দিন ও আবদুল কাদের সীমান্তের দিকে হাঁটতে থাকেন।

ওই তরুণী বলেন, ‘১০-১৫ মিনিট হাঁটার পর এক জায়গায় দেখি, আমার বয়সী চারজন মেয়ে ও ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক পুরুষ লোক দাঁড়িয়ে আছে। তার নাম হারুন। আনিস সালাম দিয়ে আমাদের বলে, সামনে কোনো সমস্যা হবে না। সে বলে রেখেছে। মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন ও হারুনকে আনিস নির্দেশ দেয় আমরা যেন সহি-সালামতে সেখানে ঘুরতে পারি।

‘আনিস ও আবদুল কাদের এবং লাবণীর সাথে থাকা তিন ছেলে চলে যায়। মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন ও হারুনের সাথে হৃদয়সহ আমরা ছয়জন হাঁটতে থাকি। ৩০-৪০ মিনিট হাঁটার পর ভারতীয় বর্ডারের সামনে আমরা বসে থাকি। হৃদয় আমাকে জানায়, ভারতীয় সীমানায় ঢুকে সে আমার সাথে সেলফি তুলবে।’

ভারতে পাচার বাংলাদেশি তরুণীর ভয়াবহ বয়ান
ভারতের হায়দরাবাদ শহর। ছবি: সংগৃহীত

কৌশলে সীমান্ত পার

ভুক্তভোগী ওই তরুণী বলেন, ‘প্রায় দুই ঘণ্টা বসে থাকার পর মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন ও হারুন আমাদের একটা পাকা রাস্তায় তুলে হাঁটতে বলে। পাকা রাস্তার মাথায় দাঁড়ানো ট্রাউজার ও গেঞ্জি পরিহিত এক লোককে দেখিয়ে বলে, আনিস ভাই ওনাকে বলে দিয়েছে। দ্রুত চলে যাও। সে সব ব্যবস্থা করে দেবে। হৃদয়সহ আমরা হেঁটে তার কাছে গেলে সে আমাদের রিসিভ করে।

‘লোকটি দ্রুত হাঁটতে হাঁটতে তাকে অনুসরণ করতে বলে। লোকটি রাস্তা ব্যবহার না করে ক্ষেত-খামারের ওপর নিয়ে হাঁটতে থাকে। আমি কিছুটা ভয় পেয়ে হৃদয়কে এটা কোন জায়গা জিজ্ঞাসা করলে সে এখনও বাংলাদেশে আছি বলে জানায়। জমি ও ক্ষেতের আইল দিয়ে প্রায় দুই-তিন ঘণ্টা হাঁটার পর ট্রাউজার পরিহিত ওই ব্যক্তি লুঙ্গি পরিহিত একজনের কাছে আমাদের বুঝিয়ে দিয়ে চলে যায়।’

লুঙ্গি পরা লোকটির সঙ্গে প্রায় দুই ঘণ্টা হাঁটার পর এক জায়গায় গিয়ে ওই তরুণী চারটি মোটরসাইকেলসহ চারজনকে পান।

হৃদয় তরুণীকে কালো রঙের একটি মোটরসাইকেলে উঠতে বলেন। মোটরসাইকেলের চালকের নাম ছিল বকুল ওরফে ছোট খোকন। তার বয়স ৪০-৪২ বছর। তরুণী ও হৃদয় ছোট খোকনের মোটরসাইকেলে বসেন।

ছোট খোকন জোরে মোটরসাইকেল চালাতে থাকেন। তরুণী ভয় পেয়ে ঢাকায় ফিরতে চাইলে হৃদয় তাকে জানান, কোনো ভয় নেই। তিনিও ঢাকাতেই ফিরবেন।

তরুণী বলেন, ‘১০ থেকে ১৫ মিনিট যাওয়ার পর একটি টিনশেড বাসার সামনে বকুল মোটরসাইকেল থামায়। মিনিট পাঁচেক পরে অন্য একটি মোটরসাইকেল চড়ে লাবণী আসে। লাবণী ও আমাকে ওই বাসায় রেখে হৃদয়, বকুল ওরফে ছোট খোকন মোটরসাইকেলে চড়ে একটু পর আসবে জানিয়ে চলে যায়। সেই বাসার একজন মহিলা আমাকে ও লাবণীকে খাবার ও জামাকাপড় দেয়।

‘খাবার খেয়ে লাবণী ও আমি ঘুমিয়ে পড়ি। রাতে বকুল ওরফে ছোট খোকন এসে লাবণীকে নিয়ে যায়। ঘণ্টাখানেক পর ছোট খোকন আবার এসে হৃদয় খুব কান্নাকাটি করছে জানিয়ে হৃদয়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে একটি অন্ধকার রুমে নিয়ে যায়। সেই অন্ধকার রুমে লাবণীও ছিল। আমরা দুজনই চিৎকার করে কাঁদতে থাকি। কাঁদতে কাদঁতে লাবণী আমাকে জানায়, মুম্বাইয়ে তার দূরসম্পর্কের চাচার বাসায় যাওয়ার জন্য এই পথে এসেছে।’

তরুণী বলেন, ‘আমাদের চিৎকার ও কান্নাকাটি শুনে বকুল ওরফে ছোট খোকন আমাকে ও লাবণীকে তার নিজের বাসায় নিয়ে রাখে। পরদিন সকালে বকুল লাবণীকে অন্য কোথাও নিয়ে যায়। আমাকে ছোট খোকনের বাসায় রাখা হয়। রাতে হৃদয় অসুস্থ জানিয়ে আমাকে আবার অন্য একটি বাসায় নিয়ে যায় ছোট খোকন। সে বাসায় হৃদয় ছাড়া অন্য কেউ ছিল না।’

শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করা হয় তরুণীকে

তরুণী এজাহারে বলেছেন, ‘আধার কার্ড বানানোর জন্য সেই বাসায় বকুল আমার ছবি তোলে এবং দরকারি তথ্য লিখে নেয়। এরপর হৃদয় ও ছোট খোকন দুজন মিলে আমাকে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে।

‘আমি বুঝতে পারি হৃদয় কৌশলে আমাকে ভারতে পাচার করেছে। এতক্ষণ পর্যন্ত যা হয়েছে, সবকিছুই পরিকল্পিত। আমি চিৎকার করে আশপাশের লোকজন ও পুলিশকে জানাতে চাইলে হৃদয় ও বকুল আমাকে জানায়, আমি পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেছি। তাদের কথামতো না চললে তারা পুলিশকে খবর দিয়ে আমাকে ধরিয়ে দেবে। তাতে আমার ২০ বছর জেল হবে। আমি প্রচণ্ড কান্নাকাটি করতে থাকি। শেষ রাতে তারা দুজন আবার আমাকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে।’

ওই তরুণী বলেন, ‘পরদিন সকালে ছোট খোকন লাবণীকে নিয়ে আসে। সে-ও কাঁদতে কাঁদতে আমাকে জানায়, রাতে তিনজন তাকে ধর্ষণ করেছে।’

লাবণী ও তরুণীকে আধার কার্ড এবং বেঙ্গালুরুগামী বিমানের টিকিট ধরিয়ে দেয় ছোট খোকন। হৃদয়, ওই তরুণী ও লাবণী ইনডিগো এয়ারলাইনসের ফ্লাইটে বেঙ্গালুরু যান। বিমানবন্দরে তাদের রিসিভ করে সবুজ ও রুবেল নামে দুজন।

বিমানে আসা তিনজনকে আনন্দপুরা সার্কেলে রুবেল ওরফে রাহুল তার বাসায় নিয়ে যান। সেখানে রুবেল ও তার স্ত্রী সোনিয়া থাকেন।

তরুণী মামলার এজাহারে বলেন, ‘হৃদয় ও আমাকে সেই বাসায় ১০ দিন রাখা হয়। হৃদয় রুবেলের সাথে বাসার বাইরে যেত। তবে আমাদের বাসার দরজায় তালা মেরে আটকে রাখা হতো।

‘রুবেলের স্ত্রী সোনিয়ার কাছে আমরা দেশে ফেরার জন্য সাহায্য চাই। তাতে সে তার স্বামীকে বলে ডাবল তালা মারার ব্যবস্থা করে। এরপর হৃদয়সহ আমাকে আনন্দপুরা সার্কেলের একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেই বাসায় আগে থেকেই ইয়াসমিন (ছদ্মনাম-যার নির্যাতনের ভিডিও ভাইরাল হয়) ও তাপসী (ছদ্মনাম) আগে থেকেই ছিল। তাদের দুজনের বাড়িও বাংলাদেশে। পরদিন ইয়াসমিনকে হায়দরাবাদের একটি আবাসিক হোটেলের কাছে পাঠানো হয়। তাপসী খুব কান্নাকাটি করছিল। সে আত্মহত্যার চেষ্টা করে। তাকে প্রচণ্ড মারধর করে অন্য একটি বাসায় নিয়ে যাওয়া হয়।’

বাধ্য করে বানানো হয় যৌনকর্মী

তরুণী বলেন, ‘চার-পাঁচ দিন পর সাগর, হৃদয়, আকিল ও ডালিম এসে আমাকে জানায়, আমাকে কাজে যেতে হবে। চেন্নাইয়ের ওইয়ো হোটেলে আমাকে ১০ দিনের জন্য পাঠানো হবে। আমি যেতে অস্বীকৃতি জানালে হৃদয়, সাগর ও সবুজ আমাকে মারধর করে। আমি চিৎকার করে কাঁদতে থাকলে হৃদয় ও সাগরের সামনে সবুজ আমাকে ধর্ষণ করে।

‘এ সময় হৃদয় আমার নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। হৃদয় আমাকে হুমকি দেয়, তাদের কথামতো না চললে আমার নগ্ন ছবি ও আমার পরিবারের সদস্যসহ ঢাকায় পরিচিত সবাইকে পাঠিয়ে দেবে।’

তরুণী বলেন, ‘তিন-চার দিন পর হৃদয়, সবুজ ও সাগর আমাকে একটি মাইক্রোবাসে উঠিয়ে ওইয়ো হোটেলে রেখে আসে। প্রথম দিনেই আমাকে ১৯ জনের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয়। আমি অসুস্থ হয়ে পড়ি। হোটেলের লোকজনের কাছে হাত-পা ধরে কান্নাকাটি করি। হোটেলের লোকজন হিন্দিতে বলে, আমাকে দৈনিক ৩০টি কাজ করতে হবে। পাঁচ দিন পর আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। হোটেলের লোক ফোন করলে হৃদয় ও সবুজ আমাকে নিতে আসে। হোটেলের লোকজন সবুজকে অপমান করে।’

তরুণীর বর্ণনা অনুযায়ী, এরপর হৃদয় ও সবুজ ওই তরুণীকে বেঙ্গালুরুর আনন্দপুরা সার্কেলের বাসায় ফিরিয়ে নিয়ে যান। হোটেল থেকে ফেরার পর তরুণী দেখেন, হৃদয় ঢাকা থেকে আরও চার তরুণীকে নিয়ে এসেছেন। হোটেল থেকে ফেরার পর চারজনের সঙ্গে এক কক্ষে থাকতেন ওই ভুক্তভোগী তরুণী।

এরই মধ্যে গত ২৭ মার্চ হৃদয় ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চান। কিন্তু তরুণী বাধা দেয়ায় তাকে মারধর করেন তিনি। মদের বোতল দিয়ে মাথায় আঘাত করেন। এতে তরুণীর মাথা ফেটে যায়, চারটি সেলাই লাগে। এই অসুস্থতার মধ্যেই সবুজ, হৃদয়, সাগর ও আকিল যৌনকর্মী হিসেবে কাজে যাওয়ার জন্য তরুণীকে চাপ দেন।

ওই তরুণীসহ দুজন নারীকে একটি ম্যাসাজ পারলারে কাজে পাঠান তারা। হায়দরাবাদে ইয়াসমিন যে হোটেলে ছিলেন, সেখানে পাঠানো হয় আরেক মেয়েকে।

পালানোর প্রক্রিয়া শুরু

ভুক্তভোগী তরুণী বলেন, ‘দুই দিন পর আমার প্রচণ্ড ব্লিডিং শুরু হয়। ম্যাসাজ পারলারের লোকজন আমাকে আনন্দপুরা সার্কেলের বাসায় রেখে যান। যেহেতু আমি “কাজ করতে” পারিনি, আমার খাওয়াদাওয়া ও বাসা ভাড়া বাবদ তারা নাকি ৯০ হাজার টাকা পায়। এইখানে কাজ করে শোধ না করা পর্যন্ত আমাকে অন্য একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়।’

পালানোর জন্য ইয়াসমিনের সহযোগিতা চান ওই তরুণী। ইয়াসমিন বছরখানেক ধরে আছেন সেখানে। সবকিছু চেনেন। ইয়াসমিন প্রথমে রাজি না হলেও পরে জানান, ভুক্তভোগী তরুণীসহ তিনজন পালাতে পারলে যেন কেরালায় যান। তাহলে তিনিও হায়দরাবাদের হোটেল থেকে পালিয়ে কেরালায় যাবেন।

ইয়াসমিনের সহায়তায় ৭ মে বাংলাদেশে ফিরে আসেন ভুক্তভোগী তরুণী।

তরুণীর মাধ্যমে মিলেছে জড়িতদের পরিচয়

ওই তরুণী বলেন, ‘পালানোর পরিকল্পনা করে আমি কাজে যেতে রাজি হই। সবুজ ও হৃদয় আমাকে চেন্নাইয়ের একটি হোটেলে রেখে আসে। একদিন পর সেই হোটেল থেকে আমি পালাতে সক্ষম হই। ৭ মে আমি বাংলাদেশে আসি।’

ওই তরুণী বলেন, তিনি হৃদয়ের কাছ থেকেই তার চক্রের অন্যদের নাম-পরিচয় কৌশলে উদঘাটন করেছেন।

তিনি বলেন, ‘আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অনিচ্ছা সত্ত্বেও হৃদয়সহ অন্যান্যদের সাথে মিলেমিশে চলার ভান করি। আমাকে পাচারে জড়িত প্রত্যেক ব্যক্তির নাম আমি হৃদয়ের কাছে ফোনে নিই এবং কৌশলে হৃদয়ের মোবাইল থেকে জড়িত ব্যক্তিদের মোবাইল নম্বর সংগ্রহ করে আমার মোবাইলে সেভ করি।’

দেশে ফিরে এসে গত সোমবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও আসামিদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী।

নাম উল্লেখ করা আসামিরা হলেন রিফাদুল ইসলাম হৃদয়, আনিস, আবদুল কাদের, মেহেদী হাসান বাবু, মহিউদ্দিন, হারুন, বকুল ওরফে ছোট খোকন, সবুজ, রুবেল ওরফে রাহুল, সোনিয়া, আকিল ও ডালিম।

আরও পড়ুন:
টিকটক ভিডিও বানিয়ে আটক ৯
টিকটক গ্রুপে নজরদারি
আবারও টিকটকে নতুন সিইও
পাকিস্তানে আবার নিষিদ্ধ টিকটক
ভারতে টিকটক বন্ধ বাণিজ্য নীতির লঙ্ঘন: চীন

মন্তব্য

আরও পড়ুন

জাতীয়
Air pollution still improves Lahore Dhaka in the top five

বায়ুদূষণে আজও শীর্ষ পাঁচে লাহোর, ঢাকার উন্নতি

বায়ুদূষণে আজও শীর্ষ পাঁচে লাহোর, ঢাকার উন্নতি

বেশ কয়েকদিন পর গতকাল সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকার শীর্ষ পাঁচ থেকে বের হয়েছিল পাকিস্তানের লাহোর। তবে এক দিন পরই বায়ুমানে ফের অবনতি হয়েছে শহরটির। অন্যদিকে, কিছুটা হলেও উন্নতি হয়েছে ঢাকার বাতাসের।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় লাহোরের বাতাসের একিউআই সূচক ছিল ১৫৩, দূষণের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত।

কণা দূষণের এই সূচক ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। আর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০-এর বেশি যেকোনো সূচক।

দীর্ঘদিন একিউআই স্কোর ১৫০ বা তার ওপরে থাকা লাহোরের বাতাসের মান গতকাল সকালে ১২৪-এ নামে। সেইসঙ্গে দূষিত শহরগুলোর তালিকার শীর্ষ পাঁচ থেকেও বের হতে সক্ষম হয় শহরটি। কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই তা আবারও পুরনো জায়গায় ফিরে গেছে পাকিস্তানের এই শহর।

আজ বায়ুদূষণে বিশ্বের তৃতীয় শীর্ষ শহর হয়েছে লাহোর। ১৫৬ একিউআই স্কোর নিয়ে তার ঠিক উপরে রয়েছে মিসরের কায়রো। আর ১৮৯ একিউআই স্কোর নিয়ে আজ সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে চিলির সান্তিয়াগোতে।

কেমন আছে ঢাকা

এদিকে, বর্ষার কারণে বেশ কয়েকদিন ধরে ঢাকার বায়ুমান ‘মাঝারি’ অবস্থায় রয়েছে। গতকালও তা-ই ছিল, তবে আজ বাতাসের মানে তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে ঢাকার।

আজ সকালে ৭১ একিউআই স্কোর নিয়ে দূষণে শীর্ষ শহরগুলোর তালিকার ৩১তম স্থানে অবস্থান করছে ঢাকা। গতকাল সকালে এই স্কোর ছিল ৭৯।

সাধারণত বায়ুদূষণের সূচক (এইকিআই) শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভালো’ শ্রেণিবদ্ধ করা হয়। তারপর থেকে ১০০ পর্যন্ত একিউআই স্কোর ‘মাঝারি’।

এই সময়ে ভারতের রাজধানী দিল্লির বায়ুমানও ‘মাঝারি’ শ্রেণিতে ছিল, তবে গতকাল সকালের মতোই তা ঢাকার চেয়ে কিছুটা খারাপ। একই সময়ে দিল্লির বাতাসের সূচক ৮৯ এবং দূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় অবস্থান ছিল ২০তম।

বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে— বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ুদূষণজনিত সমস্যায় ভুগছে। শীতকালে এখানকার বায়ুমান সাধারণত সবচেয়ে খারাপ থাকে, আর বর্ষাকালে তুলনামূলকভাবে উন্নত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট (সিওপিডি), ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ।

মন্তব্য

জাতীয়
Pabna bus truck collided

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

পাবনা সাঁথিয়ায় উপজেলায় ট্রাকের‌ সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (৪ জুলাই) সকাল‌ ৬টার দিকে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৭) এবং আতাইকুলা থানার এলাকার কারিগর পাড়ার ইরাদ আলী প্রামানিকের ছেলে মনসুর আলী (৪০)।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে আসছিল পাথরবোঝাই ট্রাকটি। এরপর ঘটনাস্থলে এসে যানদুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৩ যাত্রী নিহত হন এবং আহত হন আরও অন্তত ১০ জন।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে ওসি বলেন, তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য

জাতীয়
Fake passport

ভুয়া পাসপোর্টে বিদেশে নারী পাচার

বিএমইটির ৯ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ভুয়া পাসপোর্টে বিদেশে নারী পাচার

ভুয়া পাসপোর্ট ও কাগজপত্র তৈরি করে নারীদের বিদেশে পাচারের অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৩ জুলাই) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার আসামিরা হলেন- বিএমইটি'র উপপরিচালক (বহির্গমন) মো. সাজ্জাদ হোসেন সরকার, সহকারী পরিচালক মোহাম্মদ হোসেন উল্লাহ আকন্দ, জনশক্তি জরিপ কর্মকর্তা মো. নিজামউদ্দিন পাটোয়ারি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আজাদ হোসেন, এইচ. এ. ইন্টারন্যাশনালের ম্যানেজিং পার্টনার, মো. আনোয়ার হোসেন, কে. এইচ. ওভারসিজের ম্যানেজিং পার্টনার মো. সালাউদ্দিন, মক্কা ওভারসিজের মালিক মো. জামাল হোসেন, ম্যানেজিং পার্টনারের তাসনিম ওভারসিজ মো. আনোয়ার হোসেন ভূঞা এবং এস. এম. ম্যানপাওয়ারের পার্টনার একরামুল হক।

এর আগে বৃহস্পতিবা কিছু অসাধু কর্মকর্তা ও বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুদক।

দুদক সূত্র জানা যায়, বিভিন্ন এজেন্সি পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু নারীদের ‘প্রত্যাগত’ হিসেবে দেখানোর জন্য ভুয়া পাসপোর্ট ব্যবহার করে। প্রকৃত আবেদনকারীর পরিবর্তে অন্য ব্যক্তির পাসপোর্ট নম্বর রেফারেন্স হিসেবে ব্যবহার করে আবেদন দাখিল করা হয়। এসব জাল পাসপোর্টকে আসল হিসেবে উপস্থাপন করে বিএমইটির সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের সংরক্ষিত ডাটাবেজ যাচাই না করে, এজেন্সিগুলোর সঙ্গে যোগসাজশে, আর্থিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশে ৯ জন জাল পাসপোর্টধারী নারীকে ছাড়পত্র প্রদানে অনুমোদনের জন্য নোট উপস্থাপন করেন।

সূত্র আরও জানায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গৃহকর্মী প্রেরণের ক্ষেত্রে প্রযোজ্য মন্ত্রণালয়ের পরিপত্র লঙ্ঘন করে ২৫ বছরের কম বয়সি ৪ জন অপ্রাপ্তবয়স্ক নারীকে ছাড়পত্র প্রদানে অনুমোদনের জন্য নোট উপস্থাপন করা হয়। এই কার্যকলাপে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে জালিয়াতি ও নিয়মবহির্ভূতভাবে ছাড়পত্র গ্রহণে সহায়তা করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য

জাতীয়
Both Rabindranath and Nazrul were life close poets
শিক্ষা উপদেষ্টা

রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবন ঘনিষ্ঠ কবি ছিলেন

রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবন ঘনিষ্ঠ কবি ছিলেন

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবন ঘনিষ্ঠ কবি ছিলেন। জীবন ঘনিষ্ঠ বলেই তারা মানুষের কল্যাণ ও মনুষ্যত্বের বিকাশের কথা বলেছেন।

বৃহস্পতিবার (০৩ জুলাই) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন অ্যাকাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে দৈশিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ও নজরুল পাঠ শীর্ষক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, মধ্যবিত্ত পরিবারে ছোটকাল থেকে বড় হয়েছি, রবীন্দ্রনাথ-নজরুল দুজনেই সেখানে ছিল। প্রতিটি মানুষের জীবনে সুখ, দুঃখ, আনন্দ, উল্লাস, ভালোলাগা, ভালবাসা, সমস্যা থাকতে পারে। কারও জীবন সংগ্রামী কিংবা স্বাচ্ছন্দ্যের হতে পারে। সাহিত্য, কবিতা ও সঙ্গীত আমাদের জীবনের এ বিষয়গুলো লাঘব করতে সহায়তা করে।

তিনি বলেন, মধ্যযুগের কবি বলেছেন, ‘সবার ওপরে মানুষ সত্য’ নজরুলের কণ্ঠেও শুনেছি, ‘মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান’, রবীন্দ্রনাথ বঙ্গজননীর প্রতি আহ্বান জানিয়েছেন, ‘মানুষ হইতে দাও তোমার সন্তানে।’

সি আর আবরার বলেন, বর্তমানে আমরা দৈশিক ও বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকালে দেখব, মানুষ হিসেবে আমাদের যে কর্তব্য তা পালনে আমরা উদাসীন, নিষ্ক্রিয় ও ব্যর্থ। একজনের প্রতি অন্যজনের মানবিক সহানুভূতি, সহমর্মিতা আজ বিলুপ্ত প্রায়। নিজের ক্ষুদ্র স্বার্থে অন্যকে নির্যাতিত ও নিপীড়িত করতে আমরা কুণ্ঠা বোধ করি না, দ্বিধান্বিত হই না। বিশ্বের চারিদিকে আজ রণ দামামা বেজে উঠেছে। ফলে লাঞ্ছিত হচ্ছে মানুষ, বিপন্ন হচ্ছে মানবতা। এই নৈরাজ্য ও অমানবিক পরিবেশের বিরুদ্ধেই নজরুল রণ হুঙ্কার দিয়ে বলেছিলেন, ‘আমি সেই দিন হব শান্ত/যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না।’ রবীন্দ্রনাথ চরম বিপর্যয়ের মধ্যেও মানুষের কল্যাণ বোধের প্রতি আস্থা হারাতে চাননি; বলেছিলেন, ‘মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ।’

ড. আবরার বলেন, এই প্রসঙ্গে দার্শনিক উইল ডুরান্টের একটি কথা স্মরণ করি। জীবনের শেষ বয়সে তিনি বেশ কয়েক খণ্ডে লিখেছিলেন ‘দ্য স্টোরি অব সিভিলাইজেশন।’ এই বইটি লেখার পর তিনি মানুষের ইতিহাস সম্পর্কে বলেছিলেন, ‘আমি যখনই মানুষের ইতিহাসের দিকে তাকিয়েছি, তখন মনে হয়েছে, এ যেন রক্তবাহী এক নদী। মানুষ পরস্পরের প্রতি নিষ্ঠুরতায়, ভ্রাতৃঘাতী সংঘাতে যে রক্ত ঝরিয়েছে তাই বয়ে নিয়ে চলেছে এই ভয়াবহ নদীর স্রোত। তা দেখে আমি বেদনায় বিষণ্ণ হয়েছি। কিন্তু আমি যখন এই নদীর দুই তীরের দিকে তাকিয়েছি, তখন দেখলাম, সেখানে মানুষ কবিতার ছন্দে, গানের সুরে, সমুন্নত ভাস্কর্যে জীবনের জয়গাথা রচনা করে চলেছে।’

মন্তব্য

জাতীয়
Attempts to bring Sheikh Hasina back will continue Touhid Hossain

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে: তৌহিদ হোসেন

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে: তৌহিদ হোসেন

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘(প্রত্যার্পণের জন্য দিল্লিকে) আমরা একটি চিঠি পাঠিয়েছি। প্রয়োজনে বিষয়টি নিয়ে আবারও উদ্যোগ নেওয়া হবে।’

তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘অনুশোচনা’ আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা ‘অনুশোচনা’ শব্দটিকে ‘লোডেড টার্ম’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘কে কতটুকু অনুতপ্ত, তা আমি জানি না। তবে আমরা বিষয়টিকে এভাবেই দেখছি যে, প্রয়োজনে বিষয়টি নিয়ে আবারও উদ্যোগ নেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার ভারতের কাছে একটি কূটনৈতিক নোট পাঠায়, যেখানে প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়। ভারত সরকার তখন তা গ্রহণের বিষয়টি স্বীকার করে।

পানি বণ্টন ইস্যুতে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা চুক্তি এবং আগামী বছর মেয়াদোত্তীর্ণ হতে চলা ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নের মতো বিষয়গুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে বলে তিনি গুরুত্বারোপ করেন।

‘এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য এবং আমরা সেই পথেই এগোচ্ছি,’ বলেন উপদেষ্টা।

সম্প্রতি ঢাকা, বেইজিং ও ইসলামাবাদের মধ্যে অনুষ্ঠিত একটি বৈঠককে গণমাধ্যমে সার্কের বিকল্প জোট হিসেবে প্রচার করার বিষয়টিকেও নাকচ করে দেন মো. তৌহিদ হোসেন।

তিনি স্পষ্ট করে বলেন, এই ব্যাখ্যা মোটেও সঠিক নয়। তিনি আরও যোগ করেন, ‘বৈঠকটি কখনোই সার্কের বিকল্প ছিল না। এটি ছিল সহযোগিতার কিছু ক্ষেত্র নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক এবং এটি কোনোভাবেই কোনো জোট নয়।’

মন্তব্য

জাতীয়
The Feni program will turn around 

ঘুরে দাঁড়াবে ফেনী কর্মসূচির সমাপ্তি 

বন্যা পুনর্বাসনে অর্ধ কোটি টাকার ঘর নির্মাণ-মেরামত 
ঘুরে দাঁড়াবে ফেনী কর্মসূচির সমাপ্তি 

ফেনীর বন্যা পরবর্তী পুনর্বাসনে সম্মিলিত প্ল্যাটফর্ম ‘ঘুরে দাঁড়াবে ফেনী’ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের এক রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময়ের মাধ্যমে সফল সমাপ্তি টানা হয়। গত ১০ মাসে এ কর্মসূচির আওতায় গৃহনির্মাণ ও মেরামতে প্রায় ৬০ লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। যা বেসরকারি উদ্যোগে বেশ বড় কার্যক্রম। এরমধ্যে নতুন ঘর নির্মাণ করা হয়েছে ২০ টি, মেরামত হয়েছে ২৫ টি ঘর। এরমধ্যে দুটি মাদ্রাসা ভবন রয়েছে। এছাড়াও ২৫টি পরিবারকে ২ বান্ডেল করে টিন ও নগদ ২০ হাজার করে দেয় হয়েছে নিজ নিজ ঘর মেরামতের জন্য। বন্যায় ক্ষতিগ্রস্ত এমন ১০ জনকে দেয়া হয় ক্ষুদ্র ব্যবসার পুঁজি। চিকিৎসা অনুদান দেয়া হয়েছে আরও ২০ জনকে।

এ উদ্যোগের অন্যতম সমন্বয়ক শরিফুল ইসলাম অপুর পরিচালনায় পুরো প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সমন্বয়ক ও সংবাদকর্মী আসাদুজ্জামান দারা। এ সময়ে অর্থ সহায়তা প্রদানকারি ১৯ টি সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

দীর্ঘ ১০ মাসব্যাপী জেলার প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে বেসরকারি উদ্যোগে এ বিশাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে উপস্থিত সংবাদকর্মীরা মতামত দেন। সাংবাদিকদের মধ্যে থেকে মতামত ব্যক্ত করেন শাহজালাল ভুইয়া, আরিফুর রহমান, সফিউল্লাহ রিপন, কপিল মাহমুদ, এম এ আকাশ। ঘর গ্রহণকারীদের পক্ষে বক্তব্য রাখেন ছাগলনাইয়া লাংগল মোড়া গ্রামের জাহিদ হাসান।

ঘুরে দাঁড়াবে ফেনীর সমন্বয়কদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাসির উদ্দিন সাইমুম ও জালাল উদ্দিন বাবলু৷ এছাড়াও সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন মহিবুল হক রাসেল, হারুন উর রশিদ, শান্তি চৌধুরী, মুহাম্মদ আবু তাহের ভুইয়া, ইমন উল হক, রিয়াজ উদ্দিন রবিন, কামরুল হাসান রানা, ওসমান গনি রাসেল ও মোহাইমিন তাজিম।

মন্তব্য

জাতীয়
Chittagong senior lawyer Bir freedom fighter Mirza Kashir Uddin Ahmed died

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

চট্টগ্রামের প্রবীণ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মির্জা কছির উদ্দিন আহমেদ মারা গেছেন

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাতটায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এই প্রবীণ সদস্যের বয়স হয়েছিল ৭৭ বছর।

অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি পাস করে আইন পেশায় নিয়োজিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। মুক্তিযুদ্ধের পর তিনি বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে আমৃত্যু তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তার তিন ছেলে-মেয়েই আইনপেশায় নিয়োজিত। বড় ছেলে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল মির্জা শোয়েব মুহিত সুপ্রিম কোর্টের আইনজীবী। সাতকানিয়ার প্রয়াত চিকিৎসক মোহাম্মদ আবুল ফয়েজ মরহুমের বড় ভাই। দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার তার ভাতিজা।

চট্টগ্রাম আদালত ভবনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বেলা সাড়ে ১২টায়। এতে অংশ নেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম ও মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম। আরও অংশ নেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরীসহ জ্যেষ্ঠ আইনজীবীরা, জামায়াতের কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম জামায়াতে মহানগরের আমির নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মরহুমের গ্রামের বাড়ি সাতকানিয়ার উপজেলার মাদার্শার দেওদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় মার্যাদায় পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে। এতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

বিকালে তৃতীয় ও শেষ জানাজার পর মাদার্শা বুড়িপুকুর মসজিদের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বিভিন্ন মহলের শোক

অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিনের মৃত্যুতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি ও শোক জানিয়েছে— সাতকানিয়া উপজেলা প্রশাসন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, সাতকানিয়া উপজেলা আইনজীবী সমিতি, সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-চট্টগ্রাম, সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম, চট্টগ্রামের নেতৃবৃন্দ, সাতকানিয়া ল’ইয়ার্স সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম বজলুর রশিদ মিন্টু।

এছাড়া সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে সুকান্ত বিকাশ ধর, দিদারুল আলম, জাহেদ হোসাইন, হারুনর রশিদ, ইকবাল মুন্না, তারেক হোসাইন, সাইফুল ইসলাম, মিনহাজ বাঙালি, মো.আরিফুল ইসলাম, মামুনুল হক, মোহাম্মদ হোছাইন, মাসুদুল করিম, টিআই খাইরু,লোহাগাড়ার তাজউদ্দীন, দেলোয়ার হোসেন রশিদীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক জানিয়েছে।

মন্তব্য

p
উপরে