কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিভাগীয় তদন্তের অংশ হিসেবে নির্যাতিত আরিফুল ইসলাম ও তার স্ত্রী মোস্তারিমা সরদার নিতুর সাক্ষ্য নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
মঙ্গলবার সচিবালয়ে রুদ্ধদ্বার কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলি কদরের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি তাদের সাক্ষ্য নেয়। এ প্রক্রিয়াটিকে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘ডিপার্টমেন্টাল প্রসিডিংস’ বলে উল্লেখ করেছে।
গত বছরের ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় হানা দিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতনের অভিযোগ ওঠে।
এরপর অধূমপায়ী আরিফের বিরুদ্ধে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।
তার এক দিন পর ১৫ মার্চ তিনি জামিনে মুক্তি পান।
এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠলে কুড়িগ্রামের তখনকার জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দীন, মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
একই সঙ্গে এ ঘটনায় বিভাগীয় অভিযোগ দায়ের হয় এবং ঘটনা তদন্তে কমিটি গঠন করে মন্ত্রণালয়।
তারই জের ধরে মঙ্গলবার সাক্ষ্য নেয়া হয় আরিফ ও তার স্ত্রীর।
কয়েক ঘণ্টা ধরে চলা সাক্ষ্য দান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আরিফ। সাক্ষ্য প্রদানের সময় অভিযুক্ত সুলতানা পারভীন উপস্থিত ছিলেন।
আরিফ বলেন, ‘আমি সে রাতের বর্ণনা দিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন আমাকে জেরা করেছেন। কিছু অপ্রাসঙ্গিক বিষয় তিনি টেনে আনার চেষ্টা করেছেন। আমাকে বিতর্কিত করার অপপ্রয়াস তিনি চালিয়েছেন। কিন্তু আমি তার প্রত্যেকটি প্রশ্নের সদুত্তর দিয়েছি।’
অভিযোগসংক্রান্ত নয় এমন বিষয় তিনি টেনে এনেছেন বলে অভিযোগ করেন আরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘আমি বলেছি এই ঘটনাগুলোর সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। আমি তদন্তে সম্মতিও দিয়েছি। আমি বলেছি, আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন।’
আরিফ অভিযোগ করেন, সুলতানা পারভীন প্রসঙ্গ থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
তিনি বলেন, ‘তদন্ত কমিটি তাকে বারবার বলছিলেন উনি (আরিফ) যে বক্তব্য দিয়েছেন, সেটার পরিপ্রেক্ষিতে আপনি প্রশ্ন করেন, অন্য প্রসঙ্গে প্রশ্ন করা যাবে না। তদন্ত কমিটি যেহেতু তদন্ত করছেন, তারা সিদ্ধান্ত নেবেন আসলে তিনি কতটুকু জড়িত।'
তদন্ত কমিটির মনোভাব কেমন দেখেছেন, এমন প্রশ্নের জবাবে আরিফুল ইসলাম বলেন, ‘এর আগেও আমি শুনেছি, যদিও আমি কোনো অফিশিয়াল ডকুমেন্ট পাইনি, অভিযুক্ত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অলরেডি পোস্টিং দেয়া হয়েছে। তারা তো আসলে অভিযানে অংশ নিয়েছিল। দলবদ্ধভাবে আমার উপর নির্যাতন করেছে। তারা ফৌজদারি অপরাধ করেছে। ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পোস্টিং দেয়ার বিষয়টি যদি সত্য হয়ে থাকে তাহলে এটুকু বুঝতে পারি, এদেরকেও ছাড় দেয়া হবে।’
সাক্ষ্য দেয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে আরিফুল ইসলাম বলেন, ‘তারা (তদন্ত কমিটি) আমাকে জিজ্ঞেস করেছেন ঘটনা কোন সময় ঘটেছে? কয়টার সময় হয়েছে? আমি একজন নির্যাতিত মানুষ। ওই সময় আমি আহত। ভয়াবহ রকম আহত। আমি কি আসলে তখন ঘড়িতে দেখতে গিয়েছি যে কয়টার সময় হয়েছে? আমাকে কারাগার থেকে ঠিক কয়টার সময় বের করা হলো, কয়টার সময় আমাকে হোয়াটসঅ্যাপে সুলতানা পারভীন ফোন দিলেন – এই সময়গুলো আসলে আমার বলে দেয়া সম্ভব না। আমি বলেছি, আমি সময় কিভাবে আইডেন্টিফাই করে দেব। ওই সময় তো আমার ঘড়িও ছিল না। কিন্তু তারা আমাকে বলেছেন, আমাকে সময় বলতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি সংবাদ প্রকাশ করার পরে যে ঘটনাগুলো ঘটেছিল, সুলতানা পারভীন আমার ওপর যে বিভিন্ন সময়ে প্রেশার ক্রিয়েট করছিলেন, কবে কোন তারিখে কী ঘটনা ঘটেছে সেটাও তারা জানতে চেয়েছেন। কিন্তু এটা তো আসলে মেমোরাইজ করার বিষয় নয়।’
তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের দায়ের করা মামলা কোন অবস্থায় রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা রিট পিটিশন করার পর হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছেন। সেই রিটের এখনও শুনানি হয়নি, নিষ্পত্তি হয়নি। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না সেটার কী হলো।’
কুড়িগ্রামের জেলা প্রশাসনের একটি পুকুর সংস্কার করে নিজ নামে সুলতানা সরোবর করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই সময়ের জেলা প্রশাসক সুলতানা পারভীন। সেটা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হলে প্রতিবেদন তৈরি করেন আরিফুল ইসলাম।
আরিফ বলেন, ‘আমি সেই প্রতিবেদনটা করেছি মাত্র। কিন্তু এই ঘটনায় তিনি এতোটাই সংক্ষুব্ধ হয়েছেন যে, আজকের জেরাতেও এই সংক্ষুব্ধ হবার বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি আমাকে সরাসরি প্রশ্ন করেছেন: আপনি কি কুড়িগ্রামের মাথা হয়ে গিয়েছেন? কেউ নিউজ করল না আপনি করলেন কেন?’
মামলা তুলে নিতে এবং ফয়সালা করতে তাকে নানাভাবে চাপ দেয়া হচ্ছে বলেও অভিযোগ ছিল আরিফের কণ্ঠে।
তিনি বলেন, ‘ইভেন আমি যাতে সাক্ষ্য প্রদান করতে না আসি, সে বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছিল। আমি আসলে একটু আগেও বলেছি, লড়াইটা আমাদের গোটা বাংলাদেশের সংবাদকর্মীদের লড়াই। ব্যক্তিগতভাবে আমি হয়তো দমে যেতে পারতাম। কিন্তু আমি যদি হেরেও যাই, তবু আমি এর শেষটা দেখতে চাই।’
পরে তদন্ত কমিটির প্রধান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলি কদর বলেন, ‘ভিকটিম ও অভিযুক্ত, দুই পক্ষের সাক্ষ্য নেয়া হয়েছে। অভিযুক্ত যদি নিজে থেকে আরও সাক্ষ্য দিতে চান, তা নেয়া হবে। এবং কমিটি প্রয়োজন মনে করলে আর কারও সাক্ষ্য নেয়ার দরকার আছে কি না, তা পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে।’
একই ঘটনায় সাংবাদিক আরিফুল ইসলামের দায়ের করা ফৌজদারি মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন রয়েছে।
মামলার অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যে মামলাটি করেছি, আসলে ১১ মাস হয়ে গেল। ভয়াবহ একটা নির্যাতন করার পর আমি মামলা করেছি। মামলার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখন পর্যন্ত আমি দেখিনি।’
আরও পড়ুন:ভারত থেকে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি ১১ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধচাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। সোমবার (২৪ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা, উন্মুক্ত দরপত্রের আওতায় (প্যাকেজ-২) ভারত থেকে সাড়ে ১১ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, শনিবার (৮ মার্চ) ভারত থেকে আমদানি করা ৬ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমভি পিএইচইউ থানহ ৩৬ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃৎপিণ্ডে রিং পরানো হয়েছে।
বর্তমানে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।
ইউএনবিকে সোমবার এমন তথ্য নিশ্চিত করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম।
তিনি বলেন, ‘তাকে রিং পরানো হয়েছে নিশ্চিত। প্রথমে মাঠে খেলার সময় তার বুকে ব্যথা ওঠে। আমরা তাকে হাসপাতালে পাঠাই। তাকে যখন হেলিকপ্টারে তোলা হচ্ছিল, তখন আবার বুকে ব্যথা শুরু হয়।
‘হঠাৎ করেই তার বুকে ব্যথা ওঠে। এরপর আমাদের অ্যাম্বুলেন্স ও চিকিৎসকসহ তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী সাংবাদমাধ্যমকে জানান, তামিমের দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।
এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এ মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ড সভা স্থগিত করা হয়। দুপুর ১২টায় ১৯তম বোর্ড সভা শুরু হওয়ার কথা ছিল।
এ ক্রিকেটারকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
আরও পড়ুন:অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার স্বাধীনতা পুরস্কার-২০২৫ তুলে দেবেন।
ওই দিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার দেওয়া হবে।
তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
যেসব ব্যক্তি এবার স্বাধীনতা পুরুস্কার পাচ্ছেন তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ (মরণোত্তর)।
আরও পড়ুন:বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে ১০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিনের আদালতে রবিবার এ মামলা করা হয়।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আগামী ২৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
মামলার অপর আসামিরা হলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম ও আসাদুজ্জামান আসাদ।
বাদী তার অভিযোগে বলেন, ‘আমি ক্লিন একটা জীবনযাপন করেছি। আসামিরা আমার ইমেজ, সম্মান, মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, উদ্ভট একটা পোস্ট দিয়েছে ফেসবুকে।
‘তারা বলেছে, আমি খালেদা জিয়ার বিরুদ্ধে এরশাদের পক্ষে কবিতা লিখেছি, যেটা আদৌ আমার লেখা না। দেখলেই বোঝা যায়, এ ধরনের থার্ড ক্লাস কবিতা আমি আদৌ লিখি না।’
তিনি বলেন, ‘গত ১৭ মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মনগড়া কবিতা পোস্ট করেন। সেটি আমার লেখা কবিতা বলে পোস্টে করেন।’
পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘বাংলাদেশের এই কবি কীভাবে বেগম খালেদা জিয়াকে অবমাননা করেছেন, তা পড়ে দেখার অনুরোধ জানাই। মন থেকে এত ঘৃণা পোষণ করার পরও এমন কবিরা বিএনপির সুবিধাভোগী হয়ে থাকতে চান।’
আসামি খাইরুল আলম গত ১৬ জানুয়ারি তার ফেসবুক আইডি থেকে একই কবিতা পোস্ট করেন এবং লিখেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়ে লেখা কবিতাটি তিনি (আবদুল হাই শিকদার) এরশাদকে উপহার দিয়েছিলেন।’
আসাদুজ্জামানের বিরুদ্ধেও ফেসবুকে একই কবিতা নিয়ে পোস্ট করার অভিযোগ করা হয়।
বাদী বলেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, অসত্য, কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব মনগড়া ও বিভ্রান্তিকর কবিতা এবং পোস্টের মাধ্যমে তার ১০ কোটি টাকার সম্মানহানি করা হয়েছে।
আরও পড়ুন:ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান রবিবার যে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন, তাতে বলা হয়, ‘সরকার আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৩ এপ্রিল, বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করল। ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
‘তবে জরুরি পরিষেবা, যেমন: বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।’
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সাথে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীগণ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
‘জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।’
সীমান্তবর্তী নাফ নদে অভিযানে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩ জন সদস্য নিখোঁজের বিষয়টি গুজবনির্ভর অপপ্রচার বলে জানিয়েছে বিজিবি ।
বাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার রাতে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে বলা হয়, ‘বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, গত দুই দিন ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবনির্ভর এ অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
‘প্রকৃত ঘটনা হচ্ছে ২২ মার্চ ভোররাতে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকাজ চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়।’
পোস্টে আরও বলা হয়, ‘পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গাদের উদ্ধার ও সার্চ কার্যক্রম অব্যাহত রয়েছে।’
গণমাধ্যমে বর্তমানে বাস্তবায়নযোগ্য সংস্কার প্রস্তাবগুলো শিগগিরই কার্যকর করা হবে বলে শনিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার গণমাধ্যম সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।’
প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে পোস্টে বলা হয়, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইব সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।’
জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের এ কাজকে অমূল্য হিসেবে অভিহিত করে এ প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ পড়তে পারেন, সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন তিনি।
দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য বলে বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় না। কমিশনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।’
কমিশনপ্রধান কামাল আহমেদসহ অন্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।
কমিশনের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
আরও পড়ুন:
মন্তব্য