কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অব্যাহত আছে। সোমবার দ্বিতীয় দিনের মতো জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পুনর্ব্যক্ত করেছেন তারা।
টাঙ্গাইল: বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ।
সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. শামীম আল মামুন।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম বলেন ‘আমাদের সোচ্চার হতে হবে, বসে থাকলে চলবে না, রাস্তায় নামতে হবে। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, পতাকা ও মাতৃভুমি। বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননা মানে স্বাধীনতা, পতাকা ও মাতৃভুমির উপর আঘাত।'
কুমিল্লা: বঙ্গবন্ধুর ভার্স্কয ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো।
সোমবার বিকেল সাড়ে তিনটায় নগরীর টাউন হলে বিক্ষোভ শুরু হয়। এতে যোগ দেন সদর উপজলোর নানা ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তিনি বলেন, ’যারা বঙ্গবন্ধুর ভার্স্কয ভাংচুর করেছে তারা পাকিস্তানের এজেন্ট। ধর্মের দোহাই দিয়ে ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে জনজণকে বিভ্রান্ত করছে তারা। মহানগর আওয়ামী লীগের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে উচিত জবাব দেয়া হবে।'
পরে একটি প্রতিবাদ মিছিল নগরীর টাউনহল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
সোমবার দুপুর ১২টায় শুরু হয় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।
সমাবেশে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তরা।
অনুষ্ঠানের সভাপতি মাহবুব বলেন, ‘জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলে বাঙলি জাতির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না। মুজিব এটি একটি আদর্শ ও চেতনা।’
অনুষ্ঠানে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
যশোর: যশোরে আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
তিনি বলেন, ‘ঈদের সময় দান করা চামড়া ও মাংস বেচে-খেয়ে গর্দান মোটা করেছে দেশ বিরোধীরা। আমাদের সবকিছু প্রস্তুত আছে, যাদের গর্দান মোটা, তাদের গর্দান কিন্তু থাকবে না। জাতির পিতাকে নিয়ে যারা চুলকানি করবেন, তাদের ঘরবাড়ি থাকবে না।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিতকুমার নাথ, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক জোছনা রানী, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী প্রমুখ।
জামালপুর: ভাস্কর্য ভাঙচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুর মানববন্ধন হয়েছে। সোমবার বিকেলে জামালপুর শহীদ মিনার প্রাঙ্গণে ঘাতক দালাল নির্মূল কমিটি জামালপুর শাখার ব্যানারে এই মানববন্ধন হয়।
কমিটির জামালপুর জেলা শাখার সভাপতি মুক্তা আহম্মেদের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সিনিয়ির সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, দফতর বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ঘাতক দালাল নির্মূল কমিটি ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
ফারুক আহম্মেদ চৌধুরী বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত। আমরা বাবুনগরীসহ ইসলামের অপব্যাখাকারী মাওলানাদের সতর্ক করে দিতে চাই। সঠিক পথে আসুন, না হলে নিজামী, সাঈদীর যে পরিণতি হয়েছে, বাবুনগরী আপনার পরিণতি এর চেয়ে ভয়াবহ হবে। আপনাকে আইনের আওতায় নয়, বাংলার জনগণ রাস্তায় পিটিয়ে মেরে ফেলবে।’
মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে জেলা ও উপজলো আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শহীদ রেজাউল চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মোহাম্মদ সহিদুজ্জামান খোকন।
তিনি বলেন, 'দেশ বিরোধীদের বিষয়ে আমাদের সোচ্চার হবে হবে। স্বার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জনগণ এক হলেই তাদের রুখে দেয়া সম্ভব।'
গাংনী উপজলো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।
নেত্রকোণা: সোমবার সকালে শহরের পৌরভবনের সামনের সড়কে জেলা যুব মহিলা লীগ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সভাপতি শামছুন্নাহার বিউটি, সাধারণ সম্পাদক অনিতা নন্দী, মঞ্জুরাণী সরকারসহ বেশ কয়েকজন নেতা।
শামছুন্নাহার বিউটি বলেন, 'কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার মধ্য দিয়ে দেশজুড়ে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন চূড়ান্ত রূপ নিয়েছে। এদের মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে যুব মহিলা লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
পাবনা: মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। সোমবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভার্স্কয ভাঙার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তারা।
এসব ভার্স্কয ভাঙার পেছনে বিএনপি- জামায়াত জোটের নীলনকশা আছে বলে অভিযোগ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি তসলিম হাসানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
সিরাজগঞ্জ: ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন হয়েছে সিরাজগঞ্জে। সোমবার দুপুরে রায়গঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন 'আমাদের ঠিকানা ও আলেয়া মেমোরিয়াল স্পোটিং ক্লাব' এই কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের সভাপতি এম.এম হাসানাজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের মতো জঘন্য ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগসহ মুক্তিযোদ্ধের চেতনায় পক্ষের সকল সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ।
কক্সবাজার: কক্সবাজারে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আট উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
কক্সবাজার শহরে জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেলের নেতৃত্বে বিক্ষভ মিছিল ও সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা গেইট চত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে সমাবেশে বক্তারা বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা দৃষ্টতা যারা দেখিয়েছে, তাদের কোনোভাবেই ক্ষমা করবে না যুবলীগ। জাতির পিতা মুজিবের আদর্শ লালনকারীরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে, তবুও জামায়াত-শিবিরসহ স্বাধীনতাবিরোধী চক্রকে দেশের মাঠি থেকে চিরতরে উৎখাত করে দিতে প্রস্তুত আছে।
ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এর আগে রোববার সারা দেশেই বিক্ষোভ-সমাবেশ করেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কক্সবাজারের মহেশখালীতে ৫৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাতারবাড়ি প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না মন্তব্য করে উপদেষ্টা বলেন, মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প-কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার, যাতে তা মানুষের কাজে আসে।
ফাওজুল কবির খান জানান, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের জন্য মাত্র ৩০ দিনের কয়লা মজুদ আছে। খুব শিগগির এ সংকটের সমাধান করা হবে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক এ সময় উপস্থিত ছিলেন।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এর আগে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছান। পরে তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যান। বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন শেষে নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর ও এসটিএম প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
আরও পড়ুন:সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতির লঙ্ঘন বলে মন্তব্য করেছে সম্পাদক পরিষদ। একইসঙ্গে বলেছে, এই প্রবণতা আন্তর্জাতিক অঙ্গনেও অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
শনিবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন মন্তব্য করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঢালাও অভিযোগের ভিত্তিতে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এখনও অব্যাহত। সম্পাদক পরিষদ দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চায়, এ ধরনের মামলা প্রচলিত আইনের অপব্যবহারের শামিল। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতিরও লঙ্ঘন। সাংবাদিকরা কোনো অপরাধ করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যথাযথ ধারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যেতে পারে।
সম্পাদক পরিষদ আরও জোর দিয়ে বলে, পেশাদারত্ব বাদ দিয়ে নীতিবিবর্জিত ও লেজুড়বৃত্তির সাংবাদিকতা বর্জনীয়। যেসব সাংবাদিক বিগত সরকারের নানা নিপীড়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকতার নামে সমর্থন দিয়েছেন, প্রেস কাউন্সিলে একটি কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে তদন্ত ও অনুসন্ধান হতে পারে।
দোষী সাব্যস্ত হলে প্রেস কাউন্সিল আইনে তাদের সাজা হতে পারে। তাদের অন্যান্য অপরাধের ক্ষেত্রে প্রেস কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে প্রচলিত আইনে বিচার চলতে পারে।
বিবৃতিতে বলা হয়, বিগত সরকারের সময়ে ডিএসএ বা সিএসএসহ নিবর্তনমূলক বিভিন্ন আইন ও হয়রানিমূলক আটক-গ্রেপ্তারের মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠরোধের যে প্রয়াস চালানো হয়েছিল, তা বৈশ্বিক পরিমণ্ডলে অত্যন্ত নিন্দিত ও সমালোচিত হয়েছিল। আর বর্তমানে সাংবাদিকদের নামে এভাবে ক্রমাগত হত্যা মামলা দেয়ার প্রবণতাও আন্তর্জাতিক অঙ্গনে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে বলে সম্পাদক পরিষদ মনে করে।
যথাযথভাবে যাচাই-বাছাই করে অভিযুক্ত সাংবাদিকদের কোনো সংশ্লিষ্টতা না পাওয়া গেলে এসব মামলা থেকে দ্রুত তাদের অব্যাহতি দেয়ার আহ্বান জানায় সম্পাদক পরিষদ।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনদিনের ভারত সফর শেষে আজ শনিবার বিকেলে ঢাকায় এসে পৌঁছেছেন।
কূটনৈতিক সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লু’কে স্বাগত জানান।
এর আগে শনিবার সকালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান ঢাকায় আসেন।
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই ঢাকায় কোনো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম সফর।
যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির এই সফরে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। তবে আলোচনার ফোকাস হবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পরে প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। ওইদিন বিকেলে প্রতিনিধি দল প্রধান নেইম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন।
নেইম্যানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলে লু ছাড়াও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থার (ইউএসএআইডি) উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কর ও যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ রয়েছেন।
আরও পড়ুন:নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়।
শনিবার রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ৱআলোচনা সভায় উপদেষ্টা সাখাওয়াত এসব কথা বলেন।
এই নির্বাচন বিশেষজ্ঞ বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বাছাই কমিটি খুবই গুরুত্বপূর্ণ। তবে যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন, নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয়।’
পুলিশকে দানব বানানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘৭.৬২ এমএম রাইফেল সংক্রান্ত বক্তব্য নিয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তদন্ত করবো বলেছি। কিন্তু এ নিয়ে আমাকে উদ্ধৃত করা হয়েছে যে আমি জানি না।
‘পুলিশের হাতে এমন অস্ত্র কারা দিয়েছে সেটা তদন্ত করা দরকার। আমি তদন্ত করতে বলেছি- কেন দেয়া হলো। উৎস জানি না তা বলিনি।
ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এম সাখাওয়াত হোসেন ১২ আগস্ট সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার (গুলি) কম লাগছে তাদের।
‘সিভিলিয়ান পোশাকে ৭.৬২ এমএম রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা। কাদের হাতে ৭.৬২ এমএম রাইফেল গেল। চিকিৎসকরা দেখালেন ৭.৬২ বুলেট। এটা খুবই উদ্বেগজনক।’
ওই দিন তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের হাতে ৭.৬২ এমএম রাইফেল আছে সেটা মেনে নিলাম। কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে, এটা খুবই মারাত্মক। তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্মড করেছি। যে অস্ত্র সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয়, যে অস্ত্র পুলিশ-র্যাবকে অথরাইজড করা হয়েছিল, সেই অস্ত্র কীভাবে বাইরে গেলো। আমি এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা দেখিনি।’
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সচিব ব্রেন্ট নেইম্যান আজ শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। তিনি ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আলোচনায় তার দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম ব্রেন্ট নেইম্যানকে স্বাগত জানান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগত জানানোর জন্য ঢাকা একটি ব্যাপক ও বহুমুখী আলোচনার জন্য প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আজই প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন। তিনি বর্তমানে নয়াদিল্লি সফর করছেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক ছাড়াও অন্যান্য আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন প্রতিনিধি দলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
পররাষ্ট্র সচিব সফর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘আলোচনায় শুধু একটি বিষয় নয়, বিস্তৃত বিষয় থাকবে।’
যুক্তরাষ্ট্রর পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা হবে।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এই সফরকালে সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চল জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। ঢাকায় লু অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন।
প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও দেশটির বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন।
আরও পড়ুন:দেশের বিভিন্ন স্থানে সূফি মাজারগুলোতে হামলার নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। হামলা-ভাঙচুরের পেছনে তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনারও ঘোষণা দেয়া হয়েছে।
শনিবার উপদেষ্টার সহকারী একান্ত ব্যক্তিগত সচিব অপূর্ব জাহাঙ্গীর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের নজরে এসেছে যে, গত কয়েকদিন ধরে কিছু দুর্বৃত্ত দেশের সূফি মাজারগুলোতে হামলা চালাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং সূফি মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায়।
এসব হামলার সঙ্গে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাসমূহ রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতিকে বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা সরকার দৃঢ়ভাবে মোকাবেলা করবে।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে শুক্রবার প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবার উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিবুল্লাহ।
এ ছাড়া ঢাকা থেকে ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দূতাবাস মিলনায়তনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রবাসী প্রভাবশালী ব্যক্তি, পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও বিপুল প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন উপস্থিত বাংলাদেশিদের বাংলাদেশ ও বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন।
তিনি বলেন, আবেদনকারীরা আবেদন করতে পারবেন পাঁচ বছর বা ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য। আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ই-পাসপোর্ট দেয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে ই-পাসপোর্ট নিয়ে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় কারিগরি দল।
আরও পড়ুন:
মন্তব্য