20201002104319.jpg
20201003015625.jpg
অভিযান ভেবে নদীতে ঝাঁপ, জেলের লাশ উদ্ধার

অভিযান ভেবে নদীতে ঝাঁপ, জেলের লাশ উদ্ধার

নদীতে স্পিড বোট দেখ‌তে পে‌য়ে ইলিশ শিকার রো‌ধে অভিযান চলছে ভে‌বে ঝাঁপ দেন দুলাল ও সহ‌যো‌গী আবুল হো‌সেন কাজী।

ইলিশ শিকার বন্ধে অভিযান চল‌ছে ভে‌বে ব‌রিশা‌লে নদী‌তে ঝাঁপ দি‌য়ে নি‌খোঁজ হয়েছিলেন দুলাল (৪০) নামের এক জেলে। এক দিন পর তার লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

ব‌ুধবার দুপু‌রে মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেলার তেঁতু‌লিয়া নদী থে‌কে লাশটি উদ্ধার করা হয়।

দুলাল মে‌হে‌ন্দিগঞ্জ উপ‌জেলার আলিমাবাদ ইউনিয়নের চরমাইশা গ্রা‌মের আবুল হো‌সেন কাজীর ছে‌লে।

মে‌হে‌ন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান জানান, মঙ্গলবার সকা‌লে আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তেঁতু‌লিয়া নদী‌তে ইলিশ শিকার করছিলেন দুলাল ও তার সহযোগী। ওই সময় নদীতে স্পিড বোট দেখ‌তে পে‌য়ে ইলিশ শিকার রো‌ধে অভিযান চলছে ভে‌বে নদী‌তে ঝাঁপ দেন দুলাল ও সহ‌যো‌গী আবুল হো‌সেন কাজী।

ওসি আরও জানান, আবুল হো‌সেন সাঁত‌রে তী‌রে আসতে পারলেও দুলাল নি‌খোঁজ হন। এরপর বুধবার দুপু‌রে আলিমাবাদ ইউনিয়ন সংলগ্ন তেঁতু‌লিয়া নদী থে‌কে তার লাশ উদ্ধার করা হয়।

সুরতহালের পর দুলালের লাশ ময়নাতদ‌ন্তের জন্য শেবা‌চিম হাসপাতা‌লে পাঠা‌নো হবে ব‌লেও জানিয়েছেন পু‌লি‌শের এই কর্মকর্তা।

শেয়ার করুন