20201002104319.jpg
20201003015625.jpg
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মঙ্গলবার দুপুরে ফাহিম ও নাজমুল বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ-খবর না পেয়ে বাড়ির লোকজন পুকুরঘাটে গিয়ে তাদের জুতা দেখতে পায়।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাহিম হোসেন (১১) ও নাজমুল হাসান (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রাজারগাঁও দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত ফাহিম ও নাজমুল পরষ্পর চাচাতো ভাই।

ফাহিম রাজারগাঁও গ্রামের নাছির বেপারীর ছেলে। সে পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো। অপর শিশু নাজমুল হাসান একই বাড়ির জসিম বেপারীর ছেলে। সেও একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশু দুটির পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে ফাহিম ও নাজমুল বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ-খবর না পেয়ে বাড়ির লোকজন পুকুরঘাটে গিয়ে তাদের জুতা দেখতে পায়।

পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

শেয়ার করুন

মন্তব্য