20201002104319.jpg
20201003015625.jpg
রায়হান হত্যা: কনস্টেবল টিটু রিমান্ডে

রায়হান হত্যা: কনস্টেবল টিটু রিমান্ডে

সিলেটে রায়হান হত্যা মামলায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া কনস্টেবল টিটু চন্দ্রকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

জেলার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিয়াদুর রহমান পুলিশ হেফাজতের অনুমতি দেন।

এর আগে কড়া নিরাপত্তায় টিটু চন্দ্রকে আদালতে নেয়া হয়। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে টিটুকে পুলিশ লাইন্স থেকে গ্রেফতারের কথা জানায় পিবিআই।

১১ অক্টোবর পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে নিহত রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা করেন।

এ ঘটনায় এসএমপির তদন্তে ওই ফাঁড়ির ইনচার্জসহ সাত সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে সাময়িক বরখাস্ত হওয়া চার পুলিশ সদস্য হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস।

আর প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন এএসআই আশেক এলাহী, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজিব হোসেন।

শেয়ার করুন