20201002104319.jpg
20201003015625.jpg
৩৩তম স্প্যান বসতে পারে আজ

৩৩তম স্প্যান বসতে পারে আজ

স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর চার হাজার ৯৫০ মিটার।

আবহাওয়া অনুকূল ও কারিগরি কোনো ত্রুটি দেখা না দিলে সোমবার বসানো হতে পারে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান।

মঙ্গলবার স্প্যানটি বসানোর নির্ধারিত তারিখ থাকলেও একদিন আগেই এটি বসানোর কথা রয়েছে। স্প্যানটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর চার হাজার ৯৫০ মিটার।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানান, স্প্যান ১-সি বসানো হবে মাওয়া প্রান্তের ৩ ও ৪ নম্বর খুঁটির ওপর। ৩২তম স্প্যান বসানোর আট দিনের মাথায় বসতে যাচ্ছে এই স্প্যানটি।

পদ্মা সেতুর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেনটি কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে অবস্থান করছে। কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে খুঁটির দূরত্ব খুব বেশি না হওয়ায় একদিনের মধ্যেই স্প্যানটি বসানোর ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা।

শেয়ার করুন