20201002104319.jpg
20201003015625.jpg
পুত্রবধূর পর চলে গেলেন শ্বশুরও

পুত্রবধূর পর চলে গেলেন শ্বশুরও

কিশোরগঞ্জের কটিয়াদীতে ট্রাকচাপায় পুত্রবধূর পর মারা গেলেন শ্বশুর। ঢাকায় নেয়ার পথে সন্ধ্যার দিকে মৃত্যু হয় গুরুতর আহত কুতুব উদ্দিনের (৫৫)।

কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবদুস ছোবহান বিষয়টি জানিয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদী উপজেলার চরিয়াকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শ্বশুর কুতুব উদ্দিনের সঙ্গে মোটর সাইকেলে বাজিতপুরের বিলপাড় গজারিয়া থেকে কটিয়াদীর চরপুক্ষিয়া গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন স্মৃতি আক্তার (২০)। সকাল সাড়ে ১০টার দিকে চরিয়াকোনা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্মৃতির মৃত্যু হয়।

শেয়ার করুন