এবারের দুর্গাপূজায় বৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। ফাইল ছবি।
অক্টোবরের ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর মধ্যে সপ্তমী পূজার দিন সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে- আবহাওয়া অধিদফতর
শরৎ শেষে এসেছে হেমন্তকাল। সাধারণত এ সময় কমে আসে বৃষ্টিপাত। শীত যে আসছে তার পূর্বাভাসও পাওয়া যায়। কিন্তু বছরের স্বাভাবিক বৃষ্টিপাতের সময় শেষ হলেও শেষ হচ্ছে না বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, শারদীয় দুর্গাপূজায় এবার বাগড়া দিতে পারে বৃষ্টিপাত।
মাসের শুরুতে আবহাওয়া অধিদফতর অক্টোবরের মাঝামাঝিতে মৌসুমি বৃষ্টি কমে যাওয়ার কথা বললেও তার লক্ষণ দেখা যাচ্ছে না এখনো।
রোববার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুল হামিদ নিউজবাংলাকে বলেন, ‘অক্টোবরের ২২ থেকে ২৬ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর মধ্যে ২৩ তারিখ অর্থাৎ সপ্তমী পূজার দিন সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে।’
গত শনিবার পূজা উদযাপন পরিষদ করোনাকালীন পূজায় বেশকিছু বিধি-নিষেধের কথা জানিয়েছে। রাত নয়টার পর দর্শনার্থীরা মণ্ডপে ঘুরে প্রতিমা দেখতে পারবেন না।
এই অবস্থায় বৃষ্টির আশঙ্কার খবরে দর্শনার্থীদের আরও প্রস্তুত হয়েই পূজায় বেরুতে হবে।
১৭ সেপ্টেম্বর মহালয়া হলেও এবার মল মাস (অশুভ মাস) থাকায় ষষ্টী দিয়ে পূজা শুরু হবে ২২ অক্টোবর। ২৬ অক্টোবর দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় উৎসব।
থেমে থেমে বৃষ্টি হলেও এ মাসে আরেকটি নিম্নচাপের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।
মন্তব্য