20201002104319.jpg
20201003015625.jpg
নৌকায় উঠতে গিয়ে ২ শিশুর মৃত্যু

নিহত শিশুদের স্বজনদের আহাজারি

নৌকায় উঠতে গিয়ে ২ শিশুর মৃত্যু

স্বজনরা জানান, হাবিব ও সোনিয়া দুপুরে বাড়ির পাশের ডোবায় বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো গ্রামের শফিকুল মিয়ার ছেলে হাবিব মিয়া (৩) ও ওহাব আলীর মেয়ে সোনিয়া আকতার (২)। হাবিব ও সোনিয়া সম্পর্কে চাচা-ভাতিজি।

স্বজনরা জানান, হাবিব ও সোনিয়া দুপুরে বাড়ির পাশের ডোবায় বেঁধে রাখা নৌকায় উঠতে গিয়ে পানিতে পড়ে যায়। দেড় ঘণ্টা পরে তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তামান্না আকতার জানান, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলম চাঁদ জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

শেয়ার করুন

মন্তব্য