20201002104319.jpg
20201003015625.jpg
ধর্ষণ ও নিপীড়নে ইউএনউইমেনের উদ্বেগ

ধর্ষণ ও নিপীড়নে ইউএনউইমেনের উদ্বেগ

বাংলাদেশের সাম্প্রতিক ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউএনউইমেন।

ইউএনউইমেন বাংলাদেশের ফেসবুক পেইজে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতে পদ্ধতিগত সংস্কারের আহ্বান জানানো হয়েছে।

নোয়াখালীর বেগমগঞ্জসহ বিভিন্ন স্থানে নারী নির্যাতনের প্রতিবাদে সারাদেশে চলমান বিক্ষোভের মাঝে এই আহ্বান জানাল সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বাংলাদেশে নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এগুলো গুরুতর অপরাধ এবং মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন।

‘নোয়াখালীতে ঘটে যাওয়া নারী-সহিংসতার ঘটনাটি, যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত (ভাইরাল) হয়, তা সামাজিক, আচরণগত এবং কাঠামোগতভাবে বিদ্যমান নারী-বিদ্বেষকে ফুটিয়ে তুলেছে।

‘জাতিসংঘ ন্যায়বিচারের দাবিতে সাধারণ জনগণ এবং সুশীল সমাজের পাশে দাঁড়াচ্ছে’ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘তবে আমরা মনে করি, নোয়াখালীর ঘটনাটি আবারো প্রমাণ করে যে, এটি নিছক কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পদ্ধতিগত সংস্কারের সুনির্দিষ্ট আহ্বান।

‘নারী অধিকার সুরক্ষা ও শক্তিশালীকরণে পদ্ধতিগত সংস্কারের পক্ষে আমরা আমাদের শক্ত অবস্থান তুলে ধরছি।’

শেয়ার করুন

মন্তব্য